কোচিং সেন্টারের লেকচার শীট (Word File)

কোচিং সেন্টারের লেকচার শীট : কোচিং শিক্ষক ও পরিচালকদের জন্য সুখবর। কোচিং পরিচালনা করার জন্য Sheet অনেক গুরুত্ব বহন করে। কোচিংয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপর Sheet ও সাজেশন তৈরি করে দিতে হয়। কিন্তু সকল শ্রেণির সকল বিষয়ের Sheet ও সাজেশন তৈরি করা সময় সাপেক্ষ একটি ব্যপার। আর তাই আপনাদের সময় এবং শ্রম লাঘবের জন্য ওয়েব স্কুল বিডি নিয়ে এসেছি দারুণ একটি সেবা। আমরা আপনাদের জন্য প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের নোট, Sheet ও সাজেশন তৈরি করে রেখেছি। আপনি যদি একজন শিক্ষক বা কোচিং পরিচালক হয়ে থাকেন, তাহলে কওয়েব স্কুল বিডি থেকে এই শীটগুলো আপনি কিনে নিতে পারেন।


শীটগুলো কেমন হবে?
১. আমরা দিচ্ছি প্রথম থেকে দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের সকল অধ্যায়ের শীট। এই শীটগুলোর Word ফাইল সাইজ প্রায় ৭ জিবি। এতে রয়েছে বোর্ড বইয়ের প্রশ্নের উত্তর এবং অতিরিক্ত অসংখ্য প্রশ্নের উত্তর।
২. সৃজনশীল প্রশ্নের পাশাপাশি এই শীটগুলোতে আপনি কয়েক হাজার MCQ প্রশ্ন পাবেন। সকল প্রশ্নই পাবেন উত্তরসহ।
৩. আমাদের এ শীটগুলো আপনি সম্পূর্ণ Word ফাইলে পাবেন। যা আপনি Edit করে নিজের কোচিং সেন্টার বা প্রতিষ্ঠানের নামে ব্যবহার করতে পারবেন।
৪. প্রতিটি শীট অত্যন্ত সাজানো-গোছানো ভাবে তৈরি করা হয়েছে। ফলে নতুন করে আপনাকে সময় নষ্ট করতে হবে না। আপনি কিনেই এগুলো ব্যবহার করতে পারবেন।
৫. আপনি যদি কোর্সটিকা থেকে শীটগুলো একবার কেনেন, তাহলে আমরা যখনই শীটগুলোতে নতুন কোন Update আনবো, আপনার ইমেইলে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।

বোনাস: SSC/HSC (2023/2024) নতুন মানবণ্টন অনুযায়ী এক্সক্লুসিভ মডেল টেস্ট (উত্তরসহ)

কোন কোন ক্লাসের শীট রয়েছে?
1) প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিষয়
2) এসএসসি বিজ্ঞান, মানবিক ও ব‌্যবসায় শিক্ষা শাখা
3) এইচএসসি বিজ্ঞান, মানবিক ও ব‌্যবসায় শিক্ষা শাখা
4) বাংলা ব্যকরণ ও নির্মিতি অংশ
5) ইংরেজি গ্রামার ও রাইটিং পার্ট
6) সকল শ্রেণির ইংরেজি মডেল টেস্ট ও উত্তর
7) সকল শ্রেণির গণিত সমাধান
8) পরীক্ষা নেওয়ার জন্য রেডি প্রশ্নপত্র

লেকচার শীটে কি কি আছে?
১. কোচিং ক্লাসে লেকচার দেওয়ার জন্য প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা।
২. প্রতিটি বিষয়ের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর।
৩. প্রতিটি বিষয়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর।
৪. প্রতিটি অধ্যায় থেকে বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন ও উত্তর
৫. প্রতিটি অধ্যায় থেকে পরীক্ষা উপযোগী একাধিক সৃজনশীল প্রশ্ন ও উত্তর।
৬. অতিরিক্ত আরো একাধিক সৃজনশীল প্রশ্ন দিয়ে তৈরি প্রশ্নব্যাংক।
৭. কৃষিশিক্ষা এবং অন্যান্য তাত্ত্বিক বিষয়ের চিত্রসহ ব্যবহারিক প্রশ্ন ও উত্তর।

শীটগুলো কাদের জন্য দরকারী?
১. কোচিং শিক্ষক
২. কোচিং পরিচালক
৩. প্রাইভেট টিউটর
৪. কিন্ডারগার্টেন পরিচালক

আমাদের এই Word ফাইলের শীটগুলো উপরে উল্লেখ ব্যক্তিদের জন্য অতীব জরুরী। কেননা এগুলো এমনভাবে করা হয়েছে, যেন আপনি খুব সহজেই এডিট করে নিজের প্রতিষ্ঠানের নামে চালাতে পারেন।

শীটের মূল্য কত?
সকল লেকচার শীট আপনি যদি কোন প্রফেশনাল টাইপার দিয়ে মাত্র ১৫ টাকা প্রতি পেইজ হিসেবে টাইপ করান, তাহলে আপনার খরচ হবে কয়েক লক্ষ টাকা। সাথে সকল শ্রেণির বই কেনার খরচ তো আছেই। অথচ এত খরচ এবং ঝামেলা না করে আপনি খুবই অল্প খরচে আমাদের থেকে শীটগুলো নিতে পারেন।

আমাদের শীটের মূল্য তালিকাটি দেখুন:
  • KG, Play এবং Nursery লেকচার শীট: ৩০০ টাকা
  • ১ম-৫ম শ্রেণি প্রতি ক্লাস: ৩০০ টাকা।
  • ৬ষ্ঠ শ্রেণি: ৪০০ টাকা। (নতুন কারিকুলাম ২০২৩)
  • ৭ম শ্রেণি: ৪০০ টাকা। (নতুন কারিকুলাম ২০২৩)
  • ৮ম শ্রেণি: ৪০০ টাকা।
  • ৯ম-১০ম শ্রেণি: ৫০০ টাকা।
  • ১১শ-১২শ শ্রেণি: ৫০০ টাকা।

এছাড়াও আপনি চাইলে নির্দিষ্ট কোন সাবজেক্টের লেকচার শীটও নিতে পারেন। এক্ষেত্রে একটি সাবজেক্টের শীটের মোট মূল্য মাত্র ১০০ টাকা।


শীটগুলো কীভাবে কিনবেন?
বিকাশ পেমেন্টের মাধ্যমে খুব সহজেই আপনি কোর্সটিকা থেকে শীটগুলো কিনতে পারেন। আপনি যে ক্লাসের শীট কিনবেন, বিকাশে সেন্ড মানি করে তার মূল্য পরিশোধ করুন। আর আমাদেরকে আপনার ইমেইল এড্রেসটি জানান। আপনার ইমেইলে আমরা লেকচার শীটগুলো পাঠিয়ে দেব।

মোবাইল নম্বর: 01712651778 (bKash)
ইনবক্স: Facebook Page
WhatsApp এ যোগাযোগ করতে এখানে ক্লিক করুন


এছাড়াও আপনি আরো বিস্তারিত আলোচনার জন্য ওপরে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন।


ডেমো বা স্যাম্পল দেখুন

আমরা আপনাকে শীটগুলো কীভাবে দেব?
বিকাশে শীটের মূল্য পেমেন্ট করা হলে আপনি আমাদেরকে আপনার ইমেইল এড্রেস দেবেন। আমরা আপানার ইমেইলে ৭ জিবি Word ফাইলের সকল শীটগুলোর Google Drive ডাউনলোড লিংক পাঠিয়ে দেব। আপনি এগুলো ডাউলোড করে সংরক্ষণ করতে পারবেন।


নতুন সিলেবাস অনুযায়ী আপডেট আমরা নতুন সিলেবাস অনুযায়ী লেকচার শীটগুলো প্রতিনিয়ত আপডেট করে থাকি। আপনি আমাদের থেকে একবার লেকচার শীটগুলো কিনলে পরবর্তীতে নতুন ফাইলগুলোর সকল আপডেট আপনার ইমেইলে চলে যাবে। নতুন যুক্ত করার এসব ফাইল আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

পাশাপাশি আমাদের লেকচার শীটে নেই, এমন কোন টপিক আপনার প্রয়োজন হলে আমাদের জানাতে পারবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনার প্রয়োজনীয় টপিকটি আমাদের লেকচার শীটে অন্তর্ভুক্ত করতে।
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post