ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ আপনাদের জন্য থাকছে "বার" বের করা সংক্রান্ত অংক করার শর্টকাট টেকনিক । "বার" বের করা সংক্রান্ত অংক দিয়ে প্রায়ই পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় । কিন্তু অনেকের কাছেই এগুলো কঠিন মনে হয় , কিন্তু কিছু টেকনিক ফলো করলে অতি সহজেই আপনি "বার" বের করা সংক্রান্ত অংক করতে পারেন । চলুন দেখে নেই "বার" বের করা সংক্রান্ত অংক করার শর্টকাট টেকনিক।
"বার" বের করার শর্টকাট টেকনিক
বার কোড: শনিবার =১, রবিবার =২, সোমবার =৩, মঙ্গলবার=৪, বুধ=৫ , বৃহস্পতিবার=৬, শুক্র= ০
সুত্র: বার = (A+B+C) ÷ 7
A=সালটির শেষের দুই ডিজিট
B= আপনি যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল।
C=যে দিন বের করবেন সেদিন পর্যন্ত অই বছরে মোট যত দিন
উদাহরণ : ২০১৬ সালের ১৬ এপ্রিল কি বার ছিলো?
সমাধান: A = ১৬ B = ৪ ( ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২)
*উল্লেখ্য যে, ২০১৬ সালের পূর্বে যতগুলো লিপ ইয়ার ছিলো সেগুলো ধরতে হবে। ২০১৬ কেও ধরা যাবেনা।
C= ( ৩১+২৯+৩১+১৬) = ১০৭
সুতরাং ( ১৬+৪+১০৭) ÷ ৭ = ১২৭÷৭
যার ভাগশেষ ১ অতএব দিনটি ছিলো শনিবার
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
"বার" বের করার শর্টকাট টেকনিক
বার কোড: শনিবার =১, রবিবার =২, সোমবার =৩, মঙ্গলবার=৪, বুধ=৫ , বৃহস্পতিবার=৬, শুক্র= ০
সুত্র: বার = (A+B+C) ÷ 7
A=সালটির শেষের দুই ডিজিট
B= আপনি যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল।
C=যে দিন বের করবেন সেদিন পর্যন্ত অই বছরে মোট যত দিন
উদাহরণ : ২০১৬ সালের ১৬ এপ্রিল কি বার ছিলো?
সমাধান: A = ১৬ B = ৪ ( ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২)
*উল্লেখ্য যে, ২০১৬ সালের পূর্বে যতগুলো লিপ ইয়ার ছিলো সেগুলো ধরতে হবে। ২০১৬ কেও ধরা যাবেনা।
C= ( ৩১+২৯+৩১+১৬) = ১০৭
সুতরাং ( ১৬+৪+১০৭) ÷ ৭ = ১২৭÷৭
যার ভাগশেষ ১ অতএব দিনটি ছিলো শনিবার
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
Tags
BCS