ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ.এস.সি বা উচ্চমাধ্যমিকের আইসিটি অধ্যায়-৩.৬ : সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর লজিক গেইট নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিসিএস প্রিলি টেষ্ট
আইসিটি অধ্যায়-৩.৬ : সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
লজিক গেইট: লজিক গেইট হলো এক ধরনের ইলেকট্রনিক বর্তনী যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং শুধু একটি আউটপুট প্রদান করে। লজিক গেইট বুলিয়ান অ্যালজেবরায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয় । IC এর মুলে রয়েছে লজিক গেট এবং লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেবরার ব্যবহারিক প্রয়োগ।
লজিক গেইট কোথায় ব্যবহৃত হয়?
ডিজিটাল সিস্টেমের মৌলিক উপাদান হচ্ছে লজিক গেইট। বর্তমানে প্রতিনিয়ত অসংখ্য ডিজিটাল আই সি তৈরি হচ্ছে যা বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে। এ সকল আই সির মূল উপাদান বিশ্লেষণ করলে শেষ পর্যন্ত গিয়ে পাওয়া যাবে লজিক গেইট। একটা ডিজিটাল আই সির কার্যাবলী অনেক জটিল হতে পারে কিন্তু একটি লজিক গেইটের ফাংশন খুবই সহজ। তাই সহজে ডিজিটাল সার্কিটের কার্যবলী বিশ্লেষণ, ডিজিটাল সার্কিট ডিজাইন ইত্যাদি সম্পর্কে জানার জন্য ডিজিটাল লজিক গেইট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন খুবই গুরুত্বপূর্ণ।
মৌলিক লজিক গেইটঃ যেসব গেইট অন্য কোনো গেইটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাদেরকে মৌলিক লজিক গেইট বলা হয়।
মৌলিক লজিক গেইট তিনটি। যথা-
১। অর গেইট (OR Gate)
২। অ্যান্ড গেইট (AND Gate)
৩। নট গেইট (NOT Gate)
অর গেইট (OR Gate): অর গেইট হচ্ছে যৌক্তিক যোগের গেইট।
অর গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে। এ গেইটের ক্ষেত্রে যেকোনো একটি ইনপুটের মান ১ হলে আউটপুট ১ হবে। অন্যথায় ০ হবে।
অর গেইটের বীজগণিতীয় ফাংশন হলো Y = A + B । যেখানে A ও B হলো OR গেইটের ইনপুট।
অ্যান্ড গেইট (AND Gate): অ্যান্ড গেইট হচ্ছে যৌক্তিক গুণের গেইট।অ্যান্ড গেইটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। এ গেইটের ক্ষেত্রে যেকোনো একটি ইনপুটের মান ০ হলে আউটপুট ০ হবে। অন্যথায় ১ হবে।
নট গেইট (NOT Gate): বুলিয়ান অ্যালজেবরায় নট অপারেশন বাস্তবায়নের জন্য নট গেইট ব্যবহৃত হয়। এ গেইটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। আউটপুট হবে ইনপুটের বিপরীত। অর্থাৎ ইনপুট সংকেত ১ হলে আউটপুট সংকেত ০ হবে অথবা ইনপুট সংকেত ০ হলে আউটপুট সংকেত ১ হবে ।
যৌগিক গেইট: মৌলিক গেইটের সমন্বয়ে গঠিত লজিক গেইটকে যৌগিক গেইট বলে।
যৌগিক গেইট চার প্রকার। যথা-
১. ন্যান্ড গেইট (NAND Gate): AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
২. নর গেইট (NOR Gate): OR গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
৩. এক্স-অর গেইট (X-OR Gate): অর, এন্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।
৪. এক্স-নর গেইট (X- NOR Gate): এক্স-অর গেইটের সাথে NOT গেইট মিলিয়ে তৈরি হয়।
সার্বজনীন লজিক গেইট : যে গেইটের মাধ্যমে মৌলিক গেইটসহ অন্যান্য সকল প্রকার গেইট এর ফাংশন বাস্তবায়ন করা যায়, সেই গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। মৌলিক গেইট দ্বারা যেরূপ অন্যান্য সকল প্রকার গেইট তৈরি বা বাস্তবায়ন করা যায়, সেইভাবে NAND ও NOR Gate দিয়েও মৌলিক গেইট তিনটির ফাংশন বাস্তবায়ন সম্ভব। তাই NAND ও NOR Gate দুটিকে Universal Gate বা সার্বজনীন লজিক গেইট বলা হয়।
ইউনিভার্সাল গেট ব্যবহার করে মৌলিক গেটসমূহ সম্পাদনঃ
NAND গেট ব্যবহার করে নিচের চিত্রে OR, AND এবং NOT এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন দেখানো হলোঃ
NOR গেট ব্যবহার করে নিচের চিত্রে OR, AND এবং NOT এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন দেখানো হলোঃ
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিসিএস প্রিলি টেষ্ট
আইসিটি অধ্যায়-৩.৬ : সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
লজিক গেইট: লজিক গেইট হলো এক ধরনের ইলেকট্রনিক বর্তনী যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং শুধু একটি আউটপুট প্রদান করে। লজিক গেইট বুলিয়ান অ্যালজেবরায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয় । IC এর মুলে রয়েছে লজিক গেট এবং লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেবরার ব্যবহারিক প্রয়োগ।
লজিক গেইট কোথায় ব্যবহৃত হয়?
ডিজিটাল সিস্টেমের মৌলিক উপাদান হচ্ছে লজিক গেইট। বর্তমানে প্রতিনিয়ত অসংখ্য ডিজিটাল আই সি তৈরি হচ্ছে যা বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে। এ সকল আই সির মূল উপাদান বিশ্লেষণ করলে শেষ পর্যন্ত গিয়ে পাওয়া যাবে লজিক গেইট। একটা ডিজিটাল আই সির কার্যাবলী অনেক জটিল হতে পারে কিন্তু একটি লজিক গেইটের ফাংশন খুবই সহজ। তাই সহজে ডিজিটাল সার্কিটের কার্যবলী বিশ্লেষণ, ডিজিটাল সার্কিট ডিজাইন ইত্যাদি সম্পর্কে জানার জন্য ডিজিটাল লজিক গেইট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন খুবই গুরুত্বপূর্ণ।
মৌলিক লজিক গেইটঃ যেসব গেইট অন্য কোনো গেইটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাদেরকে মৌলিক লজিক গেইট বলা হয়।
মৌলিক লজিক গেইট তিনটি। যথা-
১। অর গেইট (OR Gate)
২। অ্যান্ড গেইট (AND Gate)
৩। নট গেইট (NOT Gate)
অর গেইট (OR Gate): অর গেইট হচ্ছে যৌক্তিক যোগের গেইট।
অর গেইটের বীজগণিতীয় ফাংশন হলো Y = A + B । যেখানে A ও B হলো OR গেইটের ইনপুট।
নট গেইট (NOT Gate): বুলিয়ান অ্যালজেবরায় নট অপারেশন বাস্তবায়নের জন্য নট গেইট ব্যবহৃত হয়। এ গেইটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। আউটপুট হবে ইনপুটের বিপরীত। অর্থাৎ ইনপুট সংকেত ১ হলে আউটপুট সংকেত ০ হবে অথবা ইনপুট সংকেত ০ হলে আউটপুট সংকেত ১ হবে ।
যৌগিক গেইট: মৌলিক গেইটের সমন্বয়ে গঠিত লজিক গেইটকে যৌগিক গেইট বলে।
যৌগিক গেইট চার প্রকার। যথা-
১. ন্যান্ড গেইট (NAND Gate): AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
২. নর গেইট (NOR Gate): OR গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
৩. এক্স-অর গেইট (X-OR Gate): অর, এন্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।
৪. এক্স-নর গেইট (X- NOR Gate): এক্স-অর গেইটের সাথে NOT গেইট মিলিয়ে তৈরি হয়।
সার্বজনীন লজিক গেইট : যে গেইটের মাধ্যমে মৌলিক গেইটসহ অন্যান্য সকল প্রকার গেইট এর ফাংশন বাস্তবায়ন করা যায়, সেই গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। মৌলিক গেইট দ্বারা যেরূপ অন্যান্য সকল প্রকার গেইট তৈরি বা বাস্তবায়ন করা যায়, সেইভাবে NAND ও NOR Gate দিয়েও মৌলিক গেইট তিনটির ফাংশন বাস্তবায়ন সম্ভব। তাই NAND ও NOR Gate দুটিকে Universal Gate বা সার্বজনীন লজিক গেইট বলা হয়।
ইউনিভার্সাল গেট ব্যবহার করে মৌলিক গেটসমূহ সম্পাদনঃ
NAND গেট ব্যবহার করে নিচের চিত্রে OR, AND এবং NOT এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন দেখানো হলোঃ
NOR গেট ব্যবহার করে নিচের চিত্রে OR, AND এবং NOT এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন দেখানো হলোঃ
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
Tags
HSC ICT