ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ.এস.সি বা উচ্চমাধ্যমিকের আইসিটি অধ্যায় ২.২:আইসিটি অধ্যায়-২: কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর বহুনির্বাচনি প্রশ্ন খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিসিএস প্রিলি টেষ্ট
আইসিটি অধ্যায় ২.২:আইসিটি অধ্যায়-২: কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং
বহুনির্বাচনি প্রশ্ন
1. ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়ে থাকে?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৫টি
2. কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্যে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে কী বলে?
কম্পিউটার নেটওয়ার্ক
ডেটা কমিউনিকেশন
কমিউনিকেশন
টপোলজি
সঠিক উত্তর: ডেটা কমিউনিকেশন
3. নিচের কোনটি কমিউনিকেশন মাধ্যম নয়?
মোবাইল ফোন
ই-মেইল
ইন্টারনেট
বিমান
সঠিক উত্তর: বিমান
4. মোবাইল ফোন ডেটা কমিউনিকেশনের কোন পদ্ধতির অন্তর্ভূক্ত?
Simplex Mode
Half Duplex
Full Duplex Mode
Simple Mode
সঠিক উত্তর: Full Duplex Mode
5. ক্লোর, কোডিং, বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরী হয়?
অপটিক্যাল ফাইবার
টুইস্টেড পেয়ার
কো-এক্সিয়াল
হাব
সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার
6. যে প্রক্রিয়ার সুষ্ঠু ও সাবলীলভাবে যোগাযোগ সাধিত হয় তাকে কী বলে?
কম্পিউটার সিস্টেম
কমিউনিকেশন সিস্টেম
মোবাইল সিস্টেম
মেইলিং সিস্টেম
সঠিক উত্তর: কমিউনিকেশন সিস্টেম
7. টেলিকমিউনিকেশন অর্থ কী?
কাছের যোগাযোগ
দূরবর্তী যোগাযোগ
কথোপকথন
যোগাযোগ
সঠিক উত্তর: দূরবর্তী যোগাযোগ
8. কোনো ডকুমেন্ট মেইলের মাধ্যমে একস্থানে হতে অন্যস্থানে প্রেরণ কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম?
Optical Communication System
Radioi Communication System
Duplex Communication System
Digital Communication System
সঠিক উত্তর: Digital Communication System
9. নিম্নের কোনটি রেডিও সিগন্যালের মাধ্যমে প্রেরণ করা হয়?
অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম
রেডিও কমিউনিকেশন সিস্টেম
ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
সবগুলো
সঠিক উত্তর: অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম
10. যে কমিউনিকেশনের সিস্টেমের মাধ্যমে প্রেরক ও প্রাপক একই সাথে তথ্য বিনিময় করতে পারে তাকে কী বলে?
কৌশলগত কমিউনিকেশন সিস্টেম
হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
রেডিও কমিউনিকেশন সিস্টেম
সঠিক উত্তর: হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
11. কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
সঠিক উত্তর: ৫টি
12. ট্রান্সমিশন সিস্টেম হলো?
মাধ্যম
প্রাপক
প্রেরক
গন্তব্য
সঠিক উত্তর: প্রেরক
13. নিম্নের কোনটি কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে? মডুলেটর
ডিমডুলেটর
ডিকোডার
মডেম
সঠিক উত্তর: মডুলেটর
14. নিম্নের কোনটি তথ্যের উৎস?
কম্পিউটার
টেলিফোন
স্যাটেলাইট
টেলিফোন লাইন
সঠিক উত্তর: কম্পিউটার
15. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রুপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে? রাউটিং
মডুলেশন
সুইচিং
নেটওয়ার্কিং
সঠিক উত্তর: মডুলেশন
16. কম্পিউটারের পারস্পারিক যোগাযোগ কে কী বলে?
মডেম
নেটওয়ার্ক
ফ্যাক্স
হাইওয়ে
সঠিক উত্তর: নেটওয়ার্ক
17. ডেটা ট্রান্সমিশন রেটকে কী বলে?
ব্যান্ড
উইডথ
ব্যান্ড উইডথ
ভয়েস ব্যান্ড
সঠিক উত্তর: ব্যান্ড উইডথ
18. ডেটা ট্রান্সমিশন গতি কত প্রকার?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৫টি
19. নিচের কোনটি কমিউনিকেশন সিস্টেম বহির্ভূত?
যোগাযোগ নেটওয়ার্ক
তথ্য বিনিময় সিস্টেম
তথ্য বিনিময় কেন্দ্র
গাড়ি চালানো
সঠিক উত্তর: তথ্য বিনিময় সিস্টেম
20. ন্যারো ব্যান্ডের গতি-
9600bps
45bps
1 gbps
5 gbps
সঠিক উত্তর: 45bps
21. Bandwidth এর একক কোনটি?
Hz
Cycle/sec
bit/s
m/s
সঠিক উত্তর: bit/s
22. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৩টি
23. ডেটা রিসিভার A এর জন্য ব্যবহৃত বাইনারি মান কোনটি?
10000001
1000001
01000010
11000001
সঠিক উত্তর: 1000001
24. নিম্নের কোনটির প্রেরক স্টেশনের সাথে একটি প্রাইমারী স্টোরেজের প্রয়োজন হয়?
সিনক্রোনাস ট্রান্সমিশন
আইসোক্রোনাস ট্রান্সমিশন
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
আইসিক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর: সিনক্রোনাস ট্রান্সমিশন
25. ডেটা প্রবাহের দিকে উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
সঠিক উত্তর: ৩ ভাগে
26. প্রেরক থেকে যে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?
এসিনক্রোনাস
আইসোক্রোনাস
সিনক্রোনাস
বিসিনক্রোনাস
সঠিক উত্তর: এসিনক্রোনাস
27. ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে কী বলে?
ট্রান্সমিশন স্পীড
ডেটা কমিউনিকেশন
কম্পিউটার মোড
ডেটা ট্রান্সমিশন মোড
সঠিক উত্তর: কম্পিউটার মোড
28. যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?
সিনক্রোনাম ট্রান্সমিশন
এসিনক্রোনাম ট্রান্সমিশন
আইসোক্রানাস ট্রান্সমিশন
বিসিনক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর: এসিনক্রোনাম ট্রান্সমিশন
29. ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায় কোন মোডে?
হাফ ডুপ্লেক্স
সিমপ্লেক্স
ডুপ্লেক্স
ফুল ডুপ্লেক্স মোড
সঠিক উত্তর: সিমপ্লেক্স
30. সিমপ্লেক্স মোডের উদাদহরণ-
মোবাইল ফোন
টেলিফোন
ওয়াকিটকি
রেডিও
সঠিক উত্তর: রেডিও
31.ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেটা ট্রান্সফারের কোন পদ্ধতিতে?
Synchronous
Isochronous
Asychronous
কোনাটিই নয়।
সঠিক উত্তর: Asychronous
32. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতি প্যাকেট কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকে?
৮০-১৩২ ক্যারেক্টার
৮০-১২০ ক্যারেক্টার
১২০-১৩২ ক্যারেক্টার
১০০-১১২ ক্যারেক্টার
সঠিক উত্তর: ৮০-১৩২ ক্যারেক্টার
33. নেটওয়ার্ক লাইন ইন্টারফেসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
5 ভাগে
৪ ভাগে
৩ ভাগে
২ ভাগে
সঠিক উত্তর: ২ ভাগে
34. কেবল একদিকে ডেটা প্রেরনের মোডকে কী বলে?
ডুপ্লেক্স
হাফ ডুপ্লেক্স
ফুল ডুপ্লেক্স
সিমপ্লেক্স
সঠিক উত্তর: সিমপ্লেক্স
35. টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?
0-5GHz
5-10MHz
0-5MHz
0-5KHz
সঠিক উত্তর: 0-5KHz
36. টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরী করা হয় কী ধরনের উপাদান দিয়ে?
Iron
Copper
Glass
Gold
সঠিক উত্তর: Copper
37. STP ক্যাবলের সর্বোচ্চ ব্যান্ডউইথড কত?
1Mbps
10Mbps
2Mbps
20Mbps
সঠিক উত্তর: 20Mbps
38. UTP ক্যাবলের কতটি কপার তার থাকে?
২টি
৪টি
৮টি
১৬টি
সঠিক উত্তর: ৮টি
39. ডেটা কমিউনিকেশনে কয় প্রকারের মাধ্যম রয়েছে?
২প্রকার
৩প্রকার
৪প্রকার
৫প্রকার
সঠিক উত্তর: ২প্রকার
40. কোনটি স্বল্প দূরত্বের নেটওয়ার্ক স্থাপনে ব্যবহার করা হয়?
উপগ্রহ
রেডিওওয়েভ
ক্যাবল
স্যাটেলাইট
সঠিক উত্তর: ক্যাবল
41. নিম্নের কোনটির মাধ্যমে একই সময়ে অনেকগুলো দেশের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব?
শেয়ার টুইস্টেড পেয়ার ক্যাবল
খ টুইস্টেড পেয়ার ক্যাবল
স্যাটেলাইট মাইক্রোওয়েভ
টেবেস্টোরিয়েল মাইক্রোওয়ব।
সঠিক উত্তর: স্যাটেলাইট মাইক্রোওয়েভ
42. STP- এর পূর্ণরুপ কী?
Share Twisted Pair
Shielded Twin Pair
Shielded Tower phone
Shielded Twisted Pair
সঠিক উত্তর: Shielded Twisted Pair
43. নিম্নে কোনটিতে ডেটা ট্রান্সমিশন হার 100mbps থেকে 2gbps?
টুইস্টেড পেয়ার ক্যাবল
আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
কো-এক্সিয়াল ক্যাবল
অপটিক্যাল ফাইবার ক্যাবল।
সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার ক্যাবল।
44. অপটিক্যাল ফাইবার জ্যাকেটের ব্যাস কোনটি?
200µm
300 µm
400 µm
100 µm
সঠিক উত্তর: 400 µm
45. অপটিক্যাল ফাইবার ক্যাবল কমিউনিকেশন ব্যবস্থায় তিনটি অংশে দুটি হলো প্রেরক যন্ত্র ও গ্রাহক যন্ত্র এবং অপরটি-
মডেম
মাধ্যম
তার
ডিটেক্টর
সঠিক উত্তর: মাধ্যম
46. রেডিও তরঙ্গ সংগঠিত হয় কোথায়?
মোটামুটি দূরত্ব
কয়েক কিলোমিটার
খুবই অল্প দূরত্ব
১ কিলোমিটার
সঠিক উত্তর: কয়েক কিলোমিটার
47. কোন যন্ত্রটি নিম্ন শক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম?
ব্লুটুথ
রেডিও
টেলিভিশন
কম্পিউটার
সঠিক উত্তর: ব্লুটুথ
48. কোন প্রযুক্তি ব্যবহার করে শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করতে পারে?
Wi-Max
Wifi
Bluetooth
GPS
সঠিক উত্তর:( Wi-Max
49. বেতার তরঙ্গের সীমা কত?
20km-30km
1km-50km
1mm-10km
50km-100km
সঠিক উত্তর: 1mm-10km
50. ভূ-পৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েভে?
স্যাটেলাইট মাইক্রোওয়েভ
রেডিও মাইক্রোওয়েভ
টিভি মাইক্রোওয়েভ
টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
সঠিক উত্তর: টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিসিএস প্রিলি টেষ্ট
আইসিটি অধ্যায় ২.২:আইসিটি অধ্যায়-২: কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং
বহুনির্বাচনি প্রশ্ন
1. ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়ে থাকে?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৫টি
2. কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্যে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে কী বলে?
কম্পিউটার নেটওয়ার্ক
ডেটা কমিউনিকেশন
কমিউনিকেশন
টপোলজি
সঠিক উত্তর: ডেটা কমিউনিকেশন
3. নিচের কোনটি কমিউনিকেশন মাধ্যম নয়?
মোবাইল ফোন
ই-মেইল
ইন্টারনেট
বিমান
সঠিক উত্তর: বিমান
4. মোবাইল ফোন ডেটা কমিউনিকেশনের কোন পদ্ধতির অন্তর্ভূক্ত?
Simplex Mode
Half Duplex
Full Duplex Mode
Simple Mode
সঠিক উত্তর: Full Duplex Mode
5. ক্লোর, কোডিং, বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরী হয়?
অপটিক্যাল ফাইবার
টুইস্টেড পেয়ার
কো-এক্সিয়াল
হাব
সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার
6. যে প্রক্রিয়ার সুষ্ঠু ও সাবলীলভাবে যোগাযোগ সাধিত হয় তাকে কী বলে?
কম্পিউটার সিস্টেম
কমিউনিকেশন সিস্টেম
মোবাইল সিস্টেম
মেইলিং সিস্টেম
সঠিক উত্তর: কমিউনিকেশন সিস্টেম
7. টেলিকমিউনিকেশন অর্থ কী?
কাছের যোগাযোগ
দূরবর্তী যোগাযোগ
কথোপকথন
যোগাযোগ
সঠিক উত্তর: দূরবর্তী যোগাযোগ
8. কোনো ডকুমেন্ট মেইলের মাধ্যমে একস্থানে হতে অন্যস্থানে প্রেরণ কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম?
Optical Communication System
Radioi Communication System
Duplex Communication System
Digital Communication System
সঠিক উত্তর: Digital Communication System
9. নিম্নের কোনটি রেডিও সিগন্যালের মাধ্যমে প্রেরণ করা হয়?
অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম
রেডিও কমিউনিকেশন সিস্টেম
ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
সবগুলো
সঠিক উত্তর: অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম
10. যে কমিউনিকেশনের সিস্টেমের মাধ্যমে প্রেরক ও প্রাপক একই সাথে তথ্য বিনিময় করতে পারে তাকে কী বলে?
কৌশলগত কমিউনিকেশন সিস্টেম
হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
রেডিও কমিউনিকেশন সিস্টেম
সঠিক উত্তর: হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
11. কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
সঠিক উত্তর: ৫টি
12. ট্রান্সমিশন সিস্টেম হলো?
মাধ্যম
প্রাপক
প্রেরক
গন্তব্য
সঠিক উত্তর: প্রেরক
13. নিম্নের কোনটি কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে? মডুলেটর
ডিমডুলেটর
ডিকোডার
মডেম
সঠিক উত্তর: মডুলেটর
14. নিম্নের কোনটি তথ্যের উৎস?
কম্পিউটার
টেলিফোন
স্যাটেলাইট
টেলিফোন লাইন
সঠিক উত্তর: কম্পিউটার
15. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রুপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে? রাউটিং
মডুলেশন
সুইচিং
নেটওয়ার্কিং
সঠিক উত্তর: মডুলেশন
16. কম্পিউটারের পারস্পারিক যোগাযোগ কে কী বলে?
মডেম
নেটওয়ার্ক
ফ্যাক্স
হাইওয়ে
সঠিক উত্তর: নেটওয়ার্ক
17. ডেটা ট্রান্সমিশন রেটকে কী বলে?
ব্যান্ড
উইডথ
ব্যান্ড উইডথ
ভয়েস ব্যান্ড
সঠিক উত্তর: ব্যান্ড উইডথ
18. ডেটা ট্রান্সমিশন গতি কত প্রকার?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৫টি
19. নিচের কোনটি কমিউনিকেশন সিস্টেম বহির্ভূত?
যোগাযোগ নেটওয়ার্ক
তথ্য বিনিময় সিস্টেম
তথ্য বিনিময় কেন্দ্র
গাড়ি চালানো
সঠিক উত্তর: তথ্য বিনিময় সিস্টেম
20. ন্যারো ব্যান্ডের গতি-
9600bps
45bps
1 gbps
5 gbps
সঠিক উত্তর: 45bps
21. Bandwidth এর একক কোনটি?
Hz
Cycle/sec
bit/s
m/s
সঠিক উত্তর: bit/s
22. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৩টি
23. ডেটা রিসিভার A এর জন্য ব্যবহৃত বাইনারি মান কোনটি?
10000001
1000001
01000010
11000001
সঠিক উত্তর: 1000001
24. নিম্নের কোনটির প্রেরক স্টেশনের সাথে একটি প্রাইমারী স্টোরেজের প্রয়োজন হয়?
সিনক্রোনাস ট্রান্সমিশন
আইসোক্রোনাস ট্রান্সমিশন
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
আইসিক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর: সিনক্রোনাস ট্রান্সমিশন
25. ডেটা প্রবাহের দিকে উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
সঠিক উত্তর: ৩ ভাগে
26. প্রেরক থেকে যে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?
এসিনক্রোনাস
আইসোক্রোনাস
সিনক্রোনাস
বিসিনক্রোনাস
সঠিক উত্তর: এসিনক্রোনাস
27. ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে কী বলে?
ট্রান্সমিশন স্পীড
ডেটা কমিউনিকেশন
কম্পিউটার মোড
ডেটা ট্রান্সমিশন মোড
সঠিক উত্তর: কম্পিউটার মোড
28. যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?
সিনক্রোনাম ট্রান্সমিশন
এসিনক্রোনাম ট্রান্সমিশন
আইসোক্রানাস ট্রান্সমিশন
বিসিনক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর: এসিনক্রোনাম ট্রান্সমিশন
29. ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায় কোন মোডে?
হাফ ডুপ্লেক্স
সিমপ্লেক্স
ডুপ্লেক্স
ফুল ডুপ্লেক্স মোড
সঠিক উত্তর: সিমপ্লেক্স
30. সিমপ্লেক্স মোডের উদাদহরণ-
মোবাইল ফোন
টেলিফোন
ওয়াকিটকি
রেডিও
সঠিক উত্তর: রেডিও
31.ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেটা ট্রান্সফারের কোন পদ্ধতিতে?
Synchronous
Isochronous
Asychronous
কোনাটিই নয়।
সঠিক উত্তর: Asychronous
32. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতি প্যাকেট কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকে?
৮০-১৩২ ক্যারেক্টার
৮০-১২০ ক্যারেক্টার
১২০-১৩২ ক্যারেক্টার
১০০-১১২ ক্যারেক্টার
সঠিক উত্তর: ৮০-১৩২ ক্যারেক্টার
33. নেটওয়ার্ক লাইন ইন্টারফেসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
5 ভাগে
৪ ভাগে
৩ ভাগে
২ ভাগে
সঠিক উত্তর: ২ ভাগে
34. কেবল একদিকে ডেটা প্রেরনের মোডকে কী বলে?
ডুপ্লেক্স
হাফ ডুপ্লেক্স
ফুল ডুপ্লেক্স
সিমপ্লেক্স
সঠিক উত্তর: সিমপ্লেক্স
35. টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?
0-5GHz
5-10MHz
0-5MHz
0-5KHz
সঠিক উত্তর: 0-5KHz
36. টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরী করা হয় কী ধরনের উপাদান দিয়ে?
Iron
Copper
Glass
Gold
সঠিক উত্তর: Copper
37. STP ক্যাবলের সর্বোচ্চ ব্যান্ডউইথড কত?
1Mbps
10Mbps
2Mbps
20Mbps
সঠিক উত্তর: 20Mbps
38. UTP ক্যাবলের কতটি কপার তার থাকে?
২টি
৪টি
৮টি
১৬টি
সঠিক উত্তর: ৮টি
39. ডেটা কমিউনিকেশনে কয় প্রকারের মাধ্যম রয়েছে?
২প্রকার
৩প্রকার
৪প্রকার
৫প্রকার
সঠিক উত্তর: ২প্রকার
40. কোনটি স্বল্প দূরত্বের নেটওয়ার্ক স্থাপনে ব্যবহার করা হয়?
উপগ্রহ
রেডিওওয়েভ
ক্যাবল
স্যাটেলাইট
সঠিক উত্তর: ক্যাবল
41. নিম্নের কোনটির মাধ্যমে একই সময়ে অনেকগুলো দেশের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব?
শেয়ার টুইস্টেড পেয়ার ক্যাবল
খ টুইস্টেড পেয়ার ক্যাবল
স্যাটেলাইট মাইক্রোওয়েভ
টেবেস্টোরিয়েল মাইক্রোওয়ব।
সঠিক উত্তর: স্যাটেলাইট মাইক্রোওয়েভ
42. STP- এর পূর্ণরুপ কী?
Share Twisted Pair
Shielded Twin Pair
Shielded Tower phone
Shielded Twisted Pair
সঠিক উত্তর: Shielded Twisted Pair
43. নিম্নে কোনটিতে ডেটা ট্রান্সমিশন হার 100mbps থেকে 2gbps?
টুইস্টেড পেয়ার ক্যাবল
আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
কো-এক্সিয়াল ক্যাবল
অপটিক্যাল ফাইবার ক্যাবল।
সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার ক্যাবল।
44. অপটিক্যাল ফাইবার জ্যাকেটের ব্যাস কোনটি?
200µm
300 µm
400 µm
100 µm
সঠিক উত্তর: 400 µm
45. অপটিক্যাল ফাইবার ক্যাবল কমিউনিকেশন ব্যবস্থায় তিনটি অংশে দুটি হলো প্রেরক যন্ত্র ও গ্রাহক যন্ত্র এবং অপরটি-
মডেম
মাধ্যম
তার
ডিটেক্টর
সঠিক উত্তর: মাধ্যম
46. রেডিও তরঙ্গ সংগঠিত হয় কোথায়?
মোটামুটি দূরত্ব
কয়েক কিলোমিটার
খুবই অল্প দূরত্ব
১ কিলোমিটার
সঠিক উত্তর: কয়েক কিলোমিটার
47. কোন যন্ত্রটি নিম্ন শক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম?
ব্লুটুথ
রেডিও
টেলিভিশন
কম্পিউটার
সঠিক উত্তর: ব্লুটুথ
48. কোন প্রযুক্তি ব্যবহার করে শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করতে পারে?
Wi-Max
Wifi
Bluetooth
GPS
সঠিক উত্তর:( Wi-Max
49. বেতার তরঙ্গের সীমা কত?
20km-30km
1km-50km
1mm-10km
50km-100km
সঠিক উত্তর: 1mm-10km
50. ভূ-পৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েভে?
স্যাটেলাইট মাইক্রোওয়েভ
রেডিও মাইক্রোওয়েভ
টিভি মাইক্রোওয়েভ
টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
সঠিক উত্তর: টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
Tags
HSC ICT