বাংলাদেশের নদ নদী মনে রাখার টেকনিক

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশের নদনদী মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করা হলো

"বাংলাদেশের নদনদী" সহজে মনে রাখুন

পদ্মার শাখা নদী:
মাথাভাঙ্গা কুমার ভৈরবের মধুমতি ও
ইছামতির প্রেমে গড়াই খেতে খেতে
আড়িয়াল খাঁ এর কপোতাক্ষ নদীতে
বিড়ালের মতো পতিত হলো।
১. মাথাভাঙ্গা
২. কুমার
৩. ভৈরব
৪. মধুমতি
৫. ইছামতি
৬. গড়াই
৭. আড়িয়াল খাঁ
৮. কপোতাক্ষ
৯. বড়াল (বিড়াল)
http://www.webschoolbd.com/2017/07/shortcut-technique-for-rivers-of-bangladesh.html
পদ্মার উপনদী:
পূর্ণভাবে কুলিক নগরকে মহাগঙ্গায়
টাঙ্গাতে হবে।
১. পুনর্ভবা (পূনর্ভাবে)
২. কুলিক
৩. নগর
৪. মহাগঙ্গা
৫. টাঙ্গন

যমুনার শাখানদী:
বুধ:
১. বু.... বুড়িগঙ্গা
২. ধ....... ধলেশ্বরী

যমুনার উপনদী:
বাঙ্গালী তিস্তা দুধকুমার
যমুনেশ্বরীকে ধরল আত্রাই এর করতোয়ায়।
১. বাঙ্গালী
২. তিস্তা
৩. দুধকুমার
৪. যমুনেশ্বরী
৫. ধরলা (ধরল)
৬. আত্রাই
৭. করতোয়া

মেঘনার উপনদী:
শীতলক্ষ্যার তিতাস ডাকাতিয়ার
গোমতিকে ভালোবাসে।
১. শীতলক্ষ্যা
২. তিতাস
৩. ডাকাতিয়া
৪. গোমতি

কর্ণফুলীর উপনদী:
বোয়ালখালীর হালদা কাপ্তাইয়ের
চেঙ্গী সাইনির সাথে কাসালং এ গেল
রথে করে।
১. বোয়ালখালী
২. হালদা
৩. কাপ্তাই
৪. চেঙ্গী
৫. সাইনি
৬. কাসালং
৭. রাথিয়াং (রথ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post