মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার নাম মনে রাখার কৌশল

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার নাম মনে রাখার কৌশল নিয়ে আলোচনা করা হলো

http://www.webschoolbd.com/ মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার নাম মনে রাখার সহজ উপায়। -

ছন্দ :- জিয়ার খাস দশ বানুর ওজন শুন্যতা -
১. জিয়া - জিয়াউর রহমান (১ নং)
২. খা- খালেদ মোশারফ (২নং)
৩. স - কে এম শফিউল করিম (৩নং)
৪. দ - সি আর দত্ত (৪ নং)
৫. শ - মীর শওকত আলী (৫ নং)
৬. বা - উইং কমান্ডার বাশার ( ৬ নং)
৭. নুর - কাজী নুরুজ্জামান (৭নং)
৮. ও - ওসমান চৌধুরী (৮ নং)
৯. জন- মেজর জলিল। (৯ নং)
১০. শুন্য - শুন্য ( কোনো সেক্টর কমান্ডার ছিলনা) (১০নং)
১১. তা - কর্নেল তাহের (১১নং) ইনারা ছিলেন প্রধান।
ইনাদের সাথে কোনো সেক্টরে আরও ১ জন করে ছিলেন। নাম নিজ দায়িত্ব নিয়ে জেনে নিন।

৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন মনে রাখার টেকনিক

ছন্দ :- আজ হাজারো মোম এর নূর জ্বলে ।
সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮ (বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭ হাজার এর সাথে মিল রেখে উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
আজ= আব্দুর রউফ (১)
হা= হামিদুর রহমান(৪),
জা= জাহাঙ্গীর(৭),
রো= রুহুল আমিন(১০),
মো= মোস্তফা কামাল(২),
ম= মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি),
নূ= নূর মোহাম্মদ(৮)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

4 Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post