শিক্ষক নিবন্ধন প্রিলির প্রস্তুতি: সাধারণ জ্ঞান

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো।আজ তোমাদের শিক্ষক নিবন্ধন প্রিলির প্রস্তুতি: সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করা হলো

শিক্ষক নিবন্ধন প্রিলির প্রস্তুতি: সাধারণ জ্ঞান 
পৃথিবী সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান যা বিভিন্ন পরীক্ষায় প্রায়ই আসে! পৃথিবীর আকার ও আয়তন:

১. পৃথিবীব প্রকৃত পরিধি কত?
উঃ ৪০,২২৫ কিঃ মিঃ(প্রায়)।

২. পৃথিবীর ব্যাসার্ধ কত?
উঃ ৬৪৩৬ কিঃ মিঃ (প্রায়)।

৩. পৃথিবীর ব্যাস কত?
উঃ ১২৮৭২ কিঃ মিঃ (প্রায়)।

৪. পৃথিবীর আনুমানিক আয়তন কত?
উঃ ৫,২০,৩৮,৯০০ বর্গ কিঃমিঃ।

৫. পৃথিবীর মোট পরিধি কত ডিগ্রি?
উঃ ৩৬০ ডিগ্রি।

৬. গুরুবৃত্ত বা মহাবৃত্ত কোন রেখাকে বলে?
উঃ নিরক্ষরেখাকে।

৭. দ্রাঘিমা রেখা বা মধ্যরেখাগুলোর আকৃতি কেমন?
উঃ অর্ধবৃত্ত।

৮. গ্রনিচ শহরের ওপর দিয়ে যে মধ্যরেখা অতিক্রম করে তাকে মূলরেখা হিসাবে আন্তজাতিক স্বীকৃতির মাধ্যমে স্থির করা হয কোন সালে?
উঃ ১৯৮৪ সালে।

৯. পৃথিকী প্রতি মিনিটে কত ডিগ্রি অতিক্রম করে?
উঃ ১ডিগ্রি।

১০. কোন স্থানের সময় ৩ টা হলে তার ১ পূর্বের স্থানে সময কত হবে?
উঃ ৩ টা ৪ মিনিট।

১১. ১১. কোন স্থানের সময় ৩ টা হলে তার ১ পশ্চিমের স্থানে সময কত হবে?
উঃ ২ টা ৫৬ মিনিট।

১২. আকাশের সূর্যের অবস্থান হতে যে সময় স্থির করা হয় তাকে কি বলে?
উঃ স্থানীয় সময়।

১৩. বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত কোন দ্রাঘিমা রেখা?
উঃ ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।

১৪. বাংলাদেশের প্রমান সময় গনণা করা হয় কোন দ্রাঘিমার সময় হতে?
উঃ ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সময় হতে।

১৫. গ্রনিচে যখন সময় সোমবার সকাল ৬ টা তখন ১৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে এবং ১৮০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাতে যথাক্রমে সময় কত?
উঃ সোববার সন্ধ্যা ৬ টা ও রবিবার সন্ধ্যা ৬ টা।

১৬. আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে কোথায়?
উঃ প্রশান্ত মহাসাগরের ওপরে ১৮০ ডিগ্রি মধ্যরেখা বরাবর।

১৭. ঢাকার প্রতিবাদ স্থান কোথায়?
উঃ টিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

১৮. নিজ কক্ষপথে পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে কত?
উঃ ২৩ ঘন্টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড।

১৯. পৃথিবীর নিজ কক্ষপথে আবর্তন গতিকে কি বলা হয়?
উঃ আহ্নিক গতি

২০. ঊষা এবং গোধুলির সময় আকাশের আলো ঝাপসা ও নিষ্প্রভ মনে হয় কেন?
উঃ ধূলিকণাময় বায়ুমন্ডলের নিন্মস্তর ঈষৎ কিরণের প্রতিফলনের জন্য।

২১. পৃথিবীর আহ্নিক গতির জন্য সমুদ্রস্রোত ও বায়ু প্রবাহের দিক কোন দিক বেঁকে যায়?
উঃ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে।

২২. পৃথিবী নিকটতম স্তানে অবস্থান করে কখন?
উঃ ১ লা জানুয়ারি।

২৩. সূর্য ও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দুরত্ব হয় কখন?
উঃ ১ লা জানুয়ারি।

২৪. উত্তর গোলার্ধে দিন সবচেযে বড় আর রাত্রি সবচেয়ে ছোট এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত্রি সবচেয়ে বড় হয় কখন?
উঃ ২২ শে ডিসেম্বার।

২৫. পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয কখন?
উঃ ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

২৬. দক্ষিণ গোলার্ধে দিন সবচেযে বড় আর রাত্রি সবচেয়ে ছোট এবং উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত্রি সবচেয়ে বড় হয় কখন?
উঃ ২২ শে ডিসেম্বর।

২৭. পৃথিবীর স'ল ভাগের আয়তন কত?
উঃ ১৪,৮৪,৩৮,০৮০ কিঃ মিঃ।

২৮. পৃথিবীর জল ভাগের আয়তন কত?
উঃ ৩৬,১৪,৬২,৮২০ কিঃ মিঃ।

২৯. গড়ে ১ ডিগ্রি অক্ষাংশের কত ভাগে ভাগ করা হয়? প্রত্যেক ভাগের নাম কি?
উঃ ৬০ ভাগে। মিনিট।

৩০. গড়ে ১ ডিগ্রি অক্ষাংশের রৈখিক দুরত্ব কত?
উঃ ৯৫ কিঃ মিঃ।

৩১. প্রতি মিনিট অক্ষাংশের গড় রৈখিক দুরত্ব কত?
উঃ ১ নট বা ১.১৫ মাইল বা ১.৮৫ কিঃ মি।

৩২. আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রমকারী বিমান বা জাহাজকে কি করতে হয়?
উঃ পূর্বগামি বিমান বা জাহাজকে রেখা অতিক্রমকালে নিজের তারিখ বর্তমান তারিখ থেকে ১ দিন পিছিযে তারিখ ধরতে হয়। পশ্চিমগামী বিমান বা জাহাজকে ঐ রেখা অতিক্রমকালে নিজের তারিখের সংঙ্গে ১ দিন বাড়িয়ে তারিখ ধরতে হয়।

৩৩. আহ্নিক গতির বেগ কত?
উঃ বিষুবরেখায় ঘন্টায় ১৬১০ কিলোমিটারের ও অধিক, ৬০ডিগ্রি অক্ষাংশে ঞন্টায় প্রায় ১০৯৫ কিঃ মিঃ এবং মেরুদ্বয়ে এই গতি নেই বললেই চলে।

৩৪. বার্ষিক গতির বেগ কত?
উঃ সেকেন্ডে ২৯.৭৬ কিঃমিঃ বা ঘন্টায় ১,০৬,২৬০ কিঃ মিঃ।

৩৫. সৌর বছরের প্রকৃত সময কত?
উঃ ৩৬৫ দিন ৬ ঘন্টা ৮ মিনিট ৪৮ সেকেন্ড।

৩৬. সবচেয়ে উচ্চতম মেঘকে কি বলে?
উঃ সাইরাস।

৩৭. পৃথিবীর অ্যালবেডো কাকে বলে?
উঃ সূর্যকিরণের যে শতকরা ৩৪ ভাগ মহাশূন্যে প্রত্যাবর্তন করে তাকে পৃথিবীর অ্যালবেডো বলে।

৩৮. কোমা কাকে বলে?
উঃ ধুমকেতুর উজ্জ্বল মস্তককে।

৩৯. বিশ্বের বৃহত্তর হিমাবহ কোনটি?
উঃ লম্বাট, অ্যান্টার্কটিকা।

৪০. ক্যানিয়ন কাকে বলে?
উঃ শুষ্ক অঞ্চলে খাড়া গিরিখাদগুলোকে ক্যানিয়ন বলে।

৪১. রকম কাকে বলে?
উঃ বদ্দীপের মত ভ'মিকে কেম বলে।

৪২. ধ্রিয়ান কি?
উঃ অস্থায়ী বালিয়াড়ি।

৪৩. আন্তর্জাতিক তারিখ রেখা কি?
উঃ উত্তর মেরূ থেকে দক্ষিণ মেরু পর্যন্ত লম্বমান একটি কল্পিত রেখা।

৪৪. আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব দিকে ভ্রমনকারী তারিখ গণনা করে থাকেন?
উঃ এক দিন পিছিয়ে।

৪৫. আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম দিকে ভ্রমনকারী তারিখ গণনা করে থাকেন?
উঃ একদিন যোগ করে।

৪৬. মুল মধ্য রেখা কি?
উঃ লন্ডনের উপকন্ঠে গ্রীনিচ শহরে রাজকীয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান মন্দিরের উপর দিযে যে মধ্য রেখা অতিক্রম করেছে তাই মূল মধ্য রেখা।

৪৭. পৃথিবীকে দ্রঘিমার দ্বারা কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উঃ ২৪ টি ভাগে।

৪৮. ১৮০ ডিগ্রি দ্রাঘিমার উভয় দিকেই সময়ের পার্থাক্য কি?
উঃ সমায়ের পার্থক্য সমান।

৪৯. ১৯৯৬ সালের কোন মাসে এক মাসে দুবার পূর্নিমা হয়?
উঃ জুলাই মাসে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের গ্রুপও জয়েন হতে পারেন। আমাদের গ্রুপ লিঙ্ক; https://www.facebook.com/groups/WebScoolBd/

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post