ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো।
নিবন্ধেন প্রিলি এবং রিটেন সম্পূর্ণ ভিন্ন তাই প্রিলি পরিক্ষায় পাণ্ডিত্য অর্জন করতে হবে না শুধু পাশ করলেই যথেষ্ট!!
সময় আজ থেকে ১ মাস তাই যারা নতুন তারা আমার লেখা ভালভাবে অনুসরণ করলে ইনশাল্লাহ প্রিলি উত্তীর্ণ হবেন এবং পুরাতন যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ও ভাল হবে।
প্রথমে মান বণ্টন একটু জেনে নেই..
বাংলা.......২৫
ইংরেজি......২৫
গণিত..... ২৫ এবং
সাধারণ জ্ঞান... ২৫( বাংলাদেশ +আন্তজাতিক+বিজ্ঞান +তথ্য ও প্রযুক্তি)
____________
মোট ১০০
পাশ ৪০ এ(তবে ৫০ এর উপরে পাওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করবেন)
তাহলে ভাল করে একটু লক্ষ্য করেন বাংলা, ইংরেজি এবং গণিত (৭৫) এই তিনটা বিষয়ে ভাল করে পড়লে ৭৫ এ ৫০ পাওয়া অসম্ভব কিছু না আর সাধারণ জ্ঞান তো অনেক কিছু যা এম্নিতেই ৮/১০ পাবেন।
বিষয়ভিত্তিক আলোচনা
প্রথমে NTRCA website থেকে সিলেবাস ডাউনলোড করে নিন
যারা ২ টাই পরীক্ষা দিবেন তারা স্কুল এবং কলেজের পার্থক্য বুঝে নিন... মূলত সিলেবাস প্রায় একই সামান্য পার্থক্য।
বাংলা.......
প্রয়োজনীয় বই: MP-3/প্রফেসর'স
১. বাংলায় সাহিত্য অংশ তেমন আসে না শুধু ব্যাকরণ অংশ সিলেবাস দেখে দেখে দাগিয়ে নিন।
২. বিরামচিহ্ন, ভুল সংশোধন, সমাস, কারক,প্রত্যয়, লিঙ্গ এই অংশের নিয়ম ভাল করে বুঝে বঝে মুখস্থ করে নিন। সমার্থক শব্দ, বাগধারা, বাক্য সংকোচন, বিপরীত শব্দ ভাল করে পড়ে নিন।
৩. ওইসব বইয়ে চাকরীর পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন ভাল করে পড়ে নিন।
ইংরেজি
বই: English for competitive exam/ Oracle
(যারা basis grammar এ দুর্বল তারা Oracle বইটা পড়তে পারেন)
১. এখানেও যে যে টপিকস গুলা আছে তা দাগিয়ে নিন।
২. তারপর Tense, Parts of speech, right froms of verb, article, (voice, naration, degree, sentence /transformation of sentence যারা বেশি দুর্বল তারা এই অংশ বাদ দিতে পারেন), conditional এর Rules ভাল করে বুঝে বুঝে মুখস্থ করে নিন এবং preposition, idom and phrases, translation, synonym and antonyms.
৩. ওই বইয়ের চাকরীর পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন মুখস্থ করে নিন।
গণিত
বই: mp-3/প্রফেসর এবং ৯/১০ শ্রেণির গণিত বই।
১. এই খানেও সিলেবাস দেখে দেখে দাগিয়ে নিন
(কারণ সব পড়তে হবে না শুধু সিলেবাসের টপিকস গুলা পড়লেই চলবে)।
২.নবম এবং দশম শ্রণির বই থেকে সূচক, লগারিদমের সূত্র + নিয়ম এবং ছোট ছোট অংকগুলি করে নিতে পারেন এবং বীজগিতের(৩.১,৩.২) অংশের সূত্র এবং অংক করে নিতে পারেন তবে সব অংক না।
কলেজের জন্য ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ দেখতে পারেন।
৩. লসাগু গসাগু,লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা অংক সমূহ ভাল করে শেষ করবেন।
সাধারণ জ্ঞান
১. সাধারণ জ্ঞানের পড়া অনেক তবে এর জন্য বিগত ৬ মাসের কারেন্ট নলেজ পড়তে হবে এছাড়া ও বি সিএস এর ১০- ৩৭ তম আসা প্রশ্ন পড়বেন।
তথ্য প্রযুক্তির জন্য বিসিএস এর ১০- ৩৭ তমের প্রশ্ন পড়লেই চলবে।
নিবন্ধন পরীক্ষার ৬ষ্ঠ থেকে ১৩ তম আসা সকল প্রশ্ন ভাল করে পড়ে নিবেন!!
সকলের জন্য শুভকামনা রইলো!!
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
সময় আজ থেকে ১ মাস তাই যারা নতুন তারা আমার লেখা ভালভাবে অনুসরণ করলে ইনশাল্লাহ প্রিলি উত্তীর্ণ হবেন এবং পুরাতন যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ও ভাল হবে।
প্রথমে মান বণ্টন একটু জেনে নেই..
বাংলা.......২৫
ইংরেজি......২৫
গণিত..... ২৫ এবং
সাধারণ জ্ঞান... ২৫( বাংলাদেশ +আন্তজাতিক+বিজ্ঞান +তথ্য ও প্রযুক্তি)
____________
মোট ১০০
পাশ ৪০ এ(তবে ৫০ এর উপরে পাওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করবেন)
তাহলে ভাল করে একটু লক্ষ্য করেন বাংলা, ইংরেজি এবং গণিত (৭৫) এই তিনটা বিষয়ে ভাল করে পড়লে ৭৫ এ ৫০ পাওয়া অসম্ভব কিছু না আর সাধারণ জ্ঞান তো অনেক কিছু যা এম্নিতেই ৮/১০ পাবেন।
বিষয়ভিত্তিক আলোচনা
প্রথমে NTRCA website থেকে সিলেবাস ডাউনলোড করে নিন
যারা ২ টাই পরীক্ষা দিবেন তারা স্কুল এবং কলেজের পার্থক্য বুঝে নিন... মূলত সিলেবাস প্রায় একই সামান্য পার্থক্য।
বাংলা.......
প্রয়োজনীয় বই: MP-3/প্রফেসর'স
১. বাংলায় সাহিত্য অংশ তেমন আসে না শুধু ব্যাকরণ অংশ সিলেবাস দেখে দেখে দাগিয়ে নিন।
২. বিরামচিহ্ন, ভুল সংশোধন, সমাস, কারক,প্রত্যয়, লিঙ্গ এই অংশের নিয়ম ভাল করে বুঝে বঝে মুখস্থ করে নিন। সমার্থক শব্দ, বাগধারা, বাক্য সংকোচন, বিপরীত শব্দ ভাল করে পড়ে নিন।
৩. ওইসব বইয়ে চাকরীর পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন ভাল করে পড়ে নিন।
ইংরেজি
বই: English for competitive exam/ Oracle
(যারা basis grammar এ দুর্বল তারা Oracle বইটা পড়তে পারেন)
১. এখানেও যে যে টপিকস গুলা আছে তা দাগিয়ে নিন।
২. তারপর Tense, Parts of speech, right froms of verb, article, (voice, naration, degree, sentence /transformation of sentence যারা বেশি দুর্বল তারা এই অংশ বাদ দিতে পারেন), conditional এর Rules ভাল করে বুঝে বুঝে মুখস্থ করে নিন এবং preposition, idom and phrases, translation, synonym and antonyms.
৩. ওই বইয়ের চাকরীর পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন মুখস্থ করে নিন।
গণিত
বই: mp-3/প্রফেসর এবং ৯/১০ শ্রেণির গণিত বই।
১. এই খানেও সিলেবাস দেখে দেখে দাগিয়ে নিন
(কারণ সব পড়তে হবে না শুধু সিলেবাসের টপিকস গুলা পড়লেই চলবে)।
২.নবম এবং দশম শ্রণির বই থেকে সূচক, লগারিদমের সূত্র + নিয়ম এবং ছোট ছোট অংকগুলি করে নিতে পারেন এবং বীজগিতের(৩.১,৩.২) অংশের সূত্র এবং অংক করে নিতে পারেন তবে সব অংক না।
কলেজের জন্য ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ দেখতে পারেন।
৩. লসাগু গসাগু,লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা অংক সমূহ ভাল করে শেষ করবেন।
সাধারণ জ্ঞান
১. সাধারণ জ্ঞানের পড়া অনেক তবে এর জন্য বিগত ৬ মাসের কারেন্ট নলেজ পড়তে হবে এছাড়া ও বি সিএস এর ১০- ৩৭ তম আসা প্রশ্ন পড়বেন।
তথ্য প্রযুক্তির জন্য বিসিএস এর ১০- ৩৭ তমের প্রশ্ন পড়লেই চলবে।
নিবন্ধন পরীক্ষার ৬ষ্ঠ থেকে ১৩ তম আসা সকল প্রশ্ন ভাল করে পড়ে নিবেন!!
সকলের জন্য শুভকামনা রইলো!!
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
NTRCA