জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১: বাঙালির বাংলা(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১: বাঙালির বাংলা(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সাম একদম ফ্রী..
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. কোন কবিতা প্রকাশের পর নজরুলের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে?
Ο ক) বিদ্রোহী
Ο খ) সংকল্প
Ο গ) কুলি-মজুর
Ο ঘ) ছাত্রদলের গান
সঠিক উত্তর: (ক)

৫২. অবিদ্যা কাদের জীবনে সবচেয়ে বেশি বাধা-বিঘ্ন আনে?
Ο ক) সাত্ত্বিক ভাবাপন্নদের
Ο খ) ক্ষাত্রশক্তি ভাবাপন্নদের
Ο গ) রজগুণ ভাবাপন্নদের
Ο ঘ) ব্রক্ষ্মশক্তি ভাবাপন্নদের
সঠিক উত্তর: (ক)

৫৩. বাঙালির মতো পৃথিবীর অন্য কোনো জাতির নেই-
i. জ্ঞান-শক্তি
ii. কর্ম-শক্তি
iii. প্রেম-শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৫৪. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
Ο ক) ১৮৯৭ সালের ২৫ মে
Ο খ) ১৮৯৯ সালের ৭ মে
Ο গ) ১৮৯৯ সালের ২৫ মে
Ο ঘ) ১৮৯৯ সালের ১৭ মে
সঠিক উত্তর: (গ)

৫৫. সব অসৎ শক্তিকে পরাজিত করে, পূর্ণতার পথে নিয়ে যায়-
i. সত্ত্বগুণ
ii. ঐশী শক্তি
iii. বাড়ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৫৬. অবিদ্যা হচ্ছে-
i. তম:
ii. তিমির
iii. জড়ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৭. কাজী নজরুল ইসলাম কোন ধরনের বিদেশি শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন?
Ο ক) ইংরেজি ও হিন্দি
Ο খ) আরবি ও ফারসি
Ο গ) হিন্দি ও উর্দু
Ο ঘ) উর্দু ও ফারসি
সঠিক উত্তর: (খ)

৫৮. সাহিত্য রচনায় কাজী নজরুল ইসলামের উজ্জ্বল প্রতিভার পরিচয় পাওয়া যায়-
i. কবিতা রচনায়
ii. সংগীত রচনায়
iii. উপন্যাস রচনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৯. নজরুল জ্ঞান-শক্তি বলেছেন কোনটিকে?
Ο ক) ব্রেন সেন্টার
Ο খ) মেমোরি সেন্টার
Ο গ) হার্ট সেন্টার
Ο ঘ) পাওয়ার সেন্টার
সঠিক উত্তর: (ক)

৬০. কাজী নজরুল ইসলামের মতে বাংলার বায়ুতে রয়েছে-
i. চিরবসন্ত
ii. শরতের মাধুর্য
iii. কালো ধোঁয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৬১. রজোগুণ মানে কী?
Ο ক) ক্ষাত্রশক্তি
Ο খ) জ্ঞানশক্তি
Ο গ) কর্মশক্তি
Ο ঘ) প্রেমশক্তি
সঠিক উত্তর: (ক)

৬২. ক্ষাত্রশক্তি বলতে বোঝায়-
i. অলৌকিক ক্ষমতা
ii. ক্ষত্রিয়ের শক্তি
iii. যুদ্ধ করার ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৬৩. বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে ‘বাঙালির বাংলা’ সেদিন তারা কী করবে?
Ο ক) অসাধ্য সাধন
Ο খ) প্রাণ সংহার
Ο গ) অমৃত পান
Ο ঘ) মৃত্যুভয়
সঠিক উত্তর: (ক)

৬৪. বজ্রের বিদ্যুৎ দেখে বাঙালির মন কেমন হয়?
Ο ক) ভয় জাগে
Ο খ) নেচে ওঠে
Ο গ) বিষাদ হয়
Ο ঘ) উৎকণ্ঠা বাড়ে
সঠিক উত্তর: (খ)

৬৫. পৃথিবীতে বাঙালি জাতি অনন্য-
i. জ্ঞানশক্তির বিবেচনায়
ii. প্রেমশক্তির নিরিখে
iii. অলৌকিক শক্তি মাহাত্ম্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৬৬. বিশ্ব বিজয়ী শক্তি কোনটি?
Ο ক) জ্ঞানশক্তি
Ο খ) প্রেমশক্তি
Ο গ) কর্মশক্তি
Ο ঘ) সৎশক্তি
সঠিক উত্তর: (খ)

৬৭. ‘ক্ষাত্রশক্তি’ শব্দের অর্থ কী?
Ο ক) অলৌকিক ক্ষমতা
Ο খ) ঐশ্বরিক ক্ষমতা
Ο গ) জ্ঞান আহরণের ক্ষমতা
Ο ঘ) যুদ্ধ করার ক্ষমতা
সঠিক উত্তর: (ঘ)

৬৮. নিচের কোনটি সর্ব ঐশীশক্তির পীঠস্থান?
Ο ক) বাংলা
Ο খ) জাপান
Ο গ) বার্মা
Ο ঘ) নেপাল
সঠিক উত্তর: (ক)

৬৯. বাঙালির দাসত্ব দেখে লেখকের বক্ষ মন্থন করে কী আসে?
Ο ক) ঐশী শক্তি
Ο খ) ক্রোধ
Ο গ) প্রলয়ের কম্পন
Ο ঘ) অশ্রু
সঠিক উত্তর: (ঘ)

৭০. বাঙালির কোন আগ্নয়েগিরি অগ্নি উদ্‌গীরণ করল না?
Ο ক) চন্দ্রনাথের
Ο খ) সত্ত্বগণের
Ο গ) হিমালয়ের
Ο ঘ) ঐশীশক্তির
সঠিক উত্তর: (ক)

৭১. সব অসৎ শক্তিকে পরাজিত করে পূর্ণতার পথে নিয়ে যায়-
i. সত্ত্বগুণ
ii. ঐশীশক্তি
iii. জড়ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৭২. নজরুল হার্ট সেন্টার হিসেবে নির্দেশ করেছেন কোনটিকে?
Ο ক) জ্ঞান-শক্তি
Ο খ) কর্ম-শক্তি
Ο গ) প্রেম-শক্তি
Ο ঘ) ক্ষাত্র-শক্তি
সঠিক উত্তর: (গ)

৭৩. প্রাবন্ধিক প্রেমশক্তির ইংরেজি নাম দিয়েছেন-
Ο ক) লাভ পাওয়ার
Ο খ) লাভ স্ট্রেনথ্‌
Ο গ) হার্ট সেন্টার
Ο ঘ) হার্ট পাওয়ার
সঠিক উত্তর: (গ)

৭৪. কার কবলে পড়ে শক্তি মরে যায়?
Ο ক) অসত্যের
Ο খ) ত্রাসের
Ο গ) ভীতির
Ο ঘ) মূর্খের
সঠিক উত্তর: (ঘ)

৭৫. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে আমরা কেন বিদেশি লুণ্ঠনের প্রতিবাদ করি না?
Ο ক) অবহেলা
Ο খ) দুর্বলতা
Ο গ) আনুগত্য
Ο ঘ) জড়তা
সঠিক উত্তর: (গ)

৭৬. ‘বাঙালির বাংলা’ কী ধরনের সাহিত্য?
Ο ক) গল্প
Ο খ) প্রবন্ধ
Ο গ) উপন্যাস
Ο ঘ) কথিকা
সঠিক উত্তর: (খ)

৭৭. বাঙালি আজন্ম কোন শক্তিসম্পন্ন?
Ο ক) জ্ঞানশক্তি
Ο খ) প্রেমশক্তি
Ο গ) কর্মশক্তি
Ο ঘ) দিব্যশক্তি
সঠিক উত্তর: (ঘ)

৭৮. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Ο ক) বিজলী
Ο খ) ধূমকেতু
Ο গ) সওগাত
Ο ঘ) শিখা
সঠিক উত্তর: (ক)

৭৯. কারা আজন্ম দিব্যশক্তির অধিকারী
Ο ক) বঙ্গদেশি
Ο খ) ভারতীয় বাঙ্গালি
Ο গ) বাঙালি
Ο ঘ) পাকিস্তানি
সঠিক উত্তর: (গ)

৮০. জগতে দিনব গুণে গুণান্বিত ও সমন্বিত কারা?
Ο ক) অবপ্রাণী
Ο খ) মেরুদন্ডী প্রাণী
Ο গ) মানুষ
Ο ঘ) ফেরেস্তাগণ
সঠিক উত্তর: (গ)

৮১. বাঙালির মতো পৃথিবীর অন্য কোনো জাতির নেই-
i. জ্ঞান-শক্তি
ii. কর্ম-শক্তি
iii. প্রেম-শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৮২. কত সালে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়?
Ο ক) ১৯৭০ সালে
Ο খ) ১৯৭১ সালে
Ο গ) ১৯৭২ সালে
Ο ঘ) ১৯৭৩ সালে
সঠিক উত্তর: (গ)

৮৩. কারা অজন্ম বিদ্যশক্তির অধিকারী?
Ο ক) বঙ্গদেশি
Ο খ) ভারতীয় বাঙালি
Ο গ) বাঙালি
Ο ঘ) পাকিস্তানি
সঠিক উত্তর: (গ)

৮৪. বাঙালির মস্তিষ্ক ও হৃদয় কীরূপ?
Ο ক) পাষাণময়
Ο খ) ব্রহ্মময়
Ο গ) ঐশ্বর্ষময়
Ο ঘ) আলস্যময়
সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: বাঙালি জাতি বহু বছর পরাধীনতার শৃঙ্খলে বন্দি ছিল। পৃথিবীর নানা প্রান্তের মানুষ এখানে এসে ব্যবসায়-বাণিজ্য করেছে, শাসন করেছে, শোষণ করেছে। সচেতন ও প্রতিবাদী মানুষ এর বিরুদ্ধে লড়াই করেছে।

৮৫. উদ্দীপকটিতে প্রবন্ধের কোন ভাব প্রতিফলিত হয়েছে?
i. পরাধীনতার গ্লানি
ii. সংগ্রামী চেতনা
iii. অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৮৬. দীর্ঘদিন পরাধীন থাকার কুফল কোনটি?
i. জাতি নির্জীব হয়ে যায়
ii. তারা শাসকদের দাস হয়ে ওঠে
iii. জাতির ক্ষাত্রশক্তি সজাগ হয়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৮৭. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে নজরুল পরাধীনতার স্বরূপটিকে কীভাবে দেখেছেন?
Ο ক) পরাধীনতার শৃঙ্খল বাঙালিকে নিষ্ক্রিয় ও প্রতিবাদহীন করেছে
Ο খ) দাসত্বের শৃঙ্খলে থেকেই তারা এগিয়ে যাবে
Ο গ) এভাবে তারা নৈরাশ্য, জরা-ক্লান্তিকে দূর করবে
Ο ঘ) এভাবেই তারা আস্তে আস্তে বুদ্ধিমান ও বিকশিত হবে
সঠিক উত্তর: (ক)

Quiz BD- কুইজ বিডি -Play, Learn & Earn. ( www.quizbd.xyz )
প্রতি শুক্রবার কুইজ প্রতিযোগিতা রাত ১২.০০ টা পর্যন্ত । সবার জন্য উন্মুক্ত (ফ্রি)

বি.দ্র.: কুইজ বিডি সংক্রান্ত পরামর্শ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ/ টেলিগ্রাম – 01571769905 (শুধুমাত্র মেসেজ দিন)(সকাল ১১ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post