জারন-বিজারন শর্টকার্ট টিপস্

জারন-বিজারন
১.জারন ছাড়োন, বিজারন বরন।
২. জাগ্রত বিদ্যান।
৩. জাবি বিজা।
.
জারন ছাড়ন, বিজারন বরন:
যে বিক্রিয়ায় ইলেকট্রন ছাড়ন অর্থাৎ ত্যাগ ঘটে সেই
বিক্রিয়া জারন বিক্রিয়া। আর যেই বিক্রিয়াতে
ইলেকট্রনের বরন অর্থাৎ গ্রহন করা হয় তাকে বিজারন
বিক্রিয়া বলে।
ফর এক্সাম্পল,
Na = Na+ + e- => একটি জারন বিক্রিয়া।
Cl + e- = cl- => একটি বিজারন বিক্রিয়া।
.
জাগ্রত বিদ্যান:
জা+গ্রত = জারক ইলেক্ট্রন গ্রহন করে।
বি+দ্যান = বিজারক ইলেক্ট্রন দান করে।
তাহলে এবার আগের উদাহরণ দেখে বলো কে জারক আর
কে বিজারক??দেন লেটস গো ফর এন এনাদার এক্সাম্পল,
Mg + Cucl2 = Mgcl2 + Cu
.
লক্ষ্য করো, এখানে Cucl2 যৌগে Cu এর জারনসংখ্যা
ছিল +২। বিক্রিয়ায় সে দুটি ইলেক্ট্রন গ্রহন করে শুন্য
যোজ্যতা বিশিষ্ট (Cu) কপার পরমানু হয়েছে। সুতরাং
Cucl2 জারক। অনুরুপভাবে Mg পরমানু দুটি e- ত্যাগ/দান
করে Mg+2 হয়ে cl- এর সাথে যুক্ত হয়ে Mgcl2 যৌগ গঠন
করছে।সুতরাং Mg বিজারক।
.
***বিদ্র: জারক বিজারক চেনার উপায়।
জারক - ধনাত্মক চার্জ হ্রাস পায়/ ঋণাত্মক চার্জ বৃদ্ধি
পায়।
বিজারক - ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়, ঋণাত্মক চার্জ
হ্রাস পায়।***
.
জাবি বিজা:
জাবি= জারক বিজারিত হয়
বিজা= বিজারক জারিত হয়।
যেমন : ২ নং এ উল্লেখিত Cucl2 জারক; সুতরাং সে
বিজারিত হয়ে Cu পরমানু হয়েছে। এবং Mg বিজারক
জারিত হয়ে Mg+2 আয়নে পরিনত হয়ে অত:পর Mgcl2 যৌগ
হয়েছে।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post