ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৯: দুর্যোগের সাথে বসবাস (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. ভূমিকম্প মোকাবিলায় জরুরি ভিত্তিতে সাড়া দিতে সক্ষম-
i. ফায়ার সার্ভিস
ii. পুলিশ বাহিনী
iii. সরাসরি ক্ষতিগ্রস্তরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০২. কখন সম্পদ ব্যবহারের অনুপযোগী হয়?
Ο ক) সম্পদ নষ্ট হয়ে গেলে
Ο খ) সম্পদ দূষিত হলে
Ο গ) সম্পদ শেষ হলে
Ο ঘ) সম্পদ বারবার ব্যবহার করলে
সঠিক উত্তর: (খ)
২০৩. জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া নির্ভর করে-
i. জন্মহার
ii. মুত্যুহার
iii. বহিগর্মন ও বহিরাগমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৪. কী কারণ বাংলাদেশে হাজার হাজার একর আবাদি জমি নষ্ট হচ্ছে?
Ο ক) জনসংখ্যা বৃদ্ধির কারণে
Ο খ) নদীভাঙনের কারণে
Ο গ) প্রাকৃতিক দুর্যোগের কারণে
Ο ঘ) জমির উর্বরতা বিনষ্ট হওয়ার কারণে
সঠিক উত্তর: (ক)
২০৫. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলাফল-
i. নদনদীর পানি লবণাক্ত হবে
ii. ভূগর্ভস্থ পানি লবণাক্ত হবে
iii. আবাদী জমি লবণাক্ত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৬. বৈশ্বিক উষ্ণতার প্রভাব হল-
i. ঋতু পরিবর্তন
ii. নদীভঙন
iii. খরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৭. এসিড বৃষ্টির মানবসৃষ্ট কারণ কোনটি?
Ο ক) দাবানল
Ο খ) বজ্রপাত
Ο গ) গাছপালার পঁচন
Ο ঘ) শিল্পকারখানার ধোয়া
সঠিক উত্তর: (ঘ)
২০৮. দীর্ঘস্থায়ী খরার ফলাফল কোনটি?
Ο ক) ফসল উৎপাদন কমে যায়
Ο খ) খাদ্য সংকট দেখা যায়
Ο গ) মাটির উর্বরতা কমে যায়
Ο ঘ) সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা যায়
সঠিক উত্তর: (ঘ)
২০৯. ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে তা থেকে নতুন জিনিস তৈরী করা কিসের কৌশল?
Ο ক) প্রকৃতির সংবেদনশীলতার
Ο খ) প্রকৃতির নবায়নযোগ্যতা
Ο গ) প্রকৃতির সংরক্ষণশীলতা
Ο ঘ) প্রকৃতির মান উন্নয়ন
সঠিক উত্তর: (গ)
২১০. খরার ক্ষেত্রে বৃষ্টিপাতের চেয়ে বেশি হয়-
i. অভিস্রবণ
ii. বগুড়া
iii. কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১১. বাংলাদেশে টর্নেডো হয়ে থাকে-
i. বৈশাখ মাসে
ii. শহরে বা গ্রামে
iii. নদীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১২. অক্সিজেন ছাড়া কতক্ষণ বাঁচা সম্ভব?
Ο ক) ২০-৩০ সেকেন্ড
Ο খ) ৪০-৫০ সেকেন্ড
Ο গ) ১ মিনিট
Ο ঘ) ২ মিনিট
সঠিক উত্তর: (খ)
২১৩. ঘূর্ণিঝড়েরর মাত্রা কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে?
Ο ক) সাগরে রাসায়নিক দ্রব্য ছিটিয়ে
Ο খ) সাগরে জাহাজ পাঠিয়ে দিয়ে
Ο গ) উপকূলীয় এলাকায় বাঁধ দিয়ে
Ο ঘ) উপকূলীয় জনগণকে সচেতন করে
সঠিক উত্তর: (ক)
২১৪. সুনামির জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি নিহত হয়েছে-
i. নারী
ii. পুরুষ
iii. শিশু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৫. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাছের রোগজীবাণু জন্মাতে সাহায্য করে?
Ο ক) ২৫ ডিগ্রি সেলসিয়াস
Ο খ) ৩০ ডিগ্রি সেলসিয়াস
Ο গ) ৩৫ ডিগ্রি সেলসিয়াস
Ο ঘ) ৪০ ডিগ্রি সেলসিয়াস
সঠিক উত্তর: (গ)
২১৬. জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি?
Ο ক) অনাবৃষ্টি
Ο খ) ঋতুর পরিবর্তন
Ο গ) বৈশ্বিক উষ্নতা
Ο ঘ) খরা
সঠিক উত্তর: (গ)
২১৭. জন্মহার মৃত্যুহার তুলনায় বেশি হলে জনসংখ্যার কী পরিবর্তন ঘটে?
Ο ক) কমে যায়
Ο খ) বৃদ্ধি পায়
Ο গ) সমান থাকে
Ο ঘ) ঋণাত্মক বৃদ্ধির হার দেখা যায়
সঠিক উত্তর: (খ)
২১৮. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কত শতাংশ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে?
Ο ক) ১০%
Ο খ) ২০%
Ο গ) ৩০%
Ο ঘ) ৪০%
সঠিক উত্তর: (গ)
২১৯. টর্নেডোর দৈঘ্য কত হতে পারে?
Ο ক) ৫-১০ কি.মি.
Ο খ) ৫-৩০ কি.মি.
Ο গ) ২০-৬০ কি.মি.
Ο ঘ) ৪০-১০০ কি.মি.
সঠিক উত্তর: (খ)
২২০. গ্রিন হাউস গ্যাসের মূল উৎস-
i. যানবাহনের ধোয়া
ii . বিদ্যুৎ উপাদনকেন্দ্র
iii. রেফ্রিজারেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২১. বাংলাদেশে ১৮৯৭ সালের ভূমিকম্পে কত মানুষ মারা যায়?
Ο ক) ৪০০০
Ο খ) ৬০০০
Ο গ) ৮০০০
Ο ঘ) ১০,০০০
সঠিক উত্তর: (ঘ)
২২২. বাংলাদেশের মানুষের মুত্যুর জন্য দায়ী-
i. অসহনীয় গরম
ii. অস্বাভাবিক শীত
iii. ভৌগোলিক অবস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৩. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কত হেক্টর জমি লবণাক্তর কারণে কৃষি অনুপযোগী হয়ে পড়েছে?
Ο ক) প্রায় ৭,৩০,০০০ হেক্টর
Ο খ) প্রায় ৯,৩০,০০০ হেক্টর
Ο গ) প্রায় ৯,২০,০০০ হেক্টর
Ο ঘ) প্রায় ১,৮০,০০০ হেক্টর
সঠিক উত্তর: (খ)
২২৪. ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে?
Ο ক) পদ্মা
Ο খ) মেঘনা
Ο গ) কর্ণফুলী
Ο ঘ) ব্রম্মপুত্র
সঠিক উত্তর: (ঘ)
২২৫. টর্নেডোতে বাতাসের গতিবেগ ঘন্টায় কত?
Ο ক) ২০০-৩০০ কি.মি.
Ο খ) ৩০০-৪০০ কি.মি.
Ο গ) ৪৮০-৮০০ কি.মি.
Ο ঘ) ৯২০-১২০০ কি.মি
সঠিক উত্তর: (গ)
২২৬. এসিড বৃষ্টির কারণে মাটির pH-
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) একই থাকে
Ο ঘ) নিরপেক্ষ হয়
সঠিক উত্তর: (খ)
২২৭. বর্তমান বাংলাদেশের জনসংখ্যা প্রায় কত ছিল?
Ο ক) ৪১০
Ο খ) ১২
Ο গ) ১৫
Ο ঘ) ১৬
সঠিক উত্তর: (গ)
২২৮. ভূগর্ভের ভাগগুলোকে কী বলে?
Ο ক) Earth crust
Ο খ) Tectonic plate
Ο গ) Earth place
Ο ঘ) Tectonic crust
সঠিক উত্তর: (খ)
২২৯. মাটিতে পানি কম থাকলেও জন্মাতে পারে- i. গম ii. পিয়াজ iii. কাউন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩০. বিট্রিশ নিয়মে খরা কোনটি?
Ο ক) একটানা ২ সপ্তাহ ০.২৫ মিলিমিটার কম বৃষ্টিপাত
Ο খ) একটানা ২ সপ্তাহ ০.৩৫ মিলিমিটারের কম বৃষ্টিপাত
Ο গ) একটানা ৩ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টিপাত
Ο ঘ) একটানা ৩ সপ্তাহ ০.৩০ মিলিমিটার কম বৃষ্টিপাত
সঠিক উত্তর: (ক)
২৩১. ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত কত বছর প্রচন্ড গরম পড়েছে?
Ο ক) ১৩ বছর
Ο খ) ১৪ বছর
Ο গ) ১৫ বছর
Ο ঘ) ১১ বছর
সঠিক উত্তর: (ঘ)
২৩২. বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয়?
Ο ক) ৩ মিলিয়ন মেট্রিক টন
Ο খ) ৪ মিলিয়ন মেট্রিক টন
Ο গ) ৫ মিলিয়ন মেট্রেক টন
Ο ঘ) ৬ মিলিয়ন মেট্রিক টন
সঠিক উত্তর: (ক)
২৩৩. নানারকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম কোনটি?
Ο ক) জীববৈচিত্র্য ধ্বংস
Ο খ) খাদ্যভাব
Ο গ) জনসংখ্যা বৃদ্ধি
Ο ঘ) রোগব্যাধি বিস্তার
সঠিক উত্তর: (ক)
২৩৪. বাতাসের গতিবেগ ঘন্টায় কত হলে তাকে ঘূর্ণিঝড় বলে?
Ο ক) ৪০ কি.মি.
Ο খ) ৫০ কি.মি.
Ο গ) ৫৫ কি.মি.
Ο ঘ) ৬৩ কি.মি.
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. কোন ফসল চাষে অনেক বেশি পানি লাগে?
Ο ক) পিয়াজ
Ο খ) গম
Ο গ) ইরিধান
Ο ঘ) কাউন
সঠিক উত্তর: (গ)
২৩৬. আইলা কত সালে হয়েছিল?
Ο ক) ২০০৭
Ο খ) ২০০৮
Ο গ) ২০০৯
Ο ঘ) ২০১০
সঠিক উত্তর: (গ)
২৩৭. বিগত তিন দশকে পদ্মা, মেঘনা ও যমুনাতে কত হেক্টর জমি বিলীন হয়ে গেছে?
Ο ক) ১,৬০,০০০
Ο খ) ১,৭০,০০০
Ο গ) ১,৮০,০০০
Ο ঘ) ১,৯০,০০০
সঠিক উত্তর: (গ)
২৩৮. ভূমিকম্পের ফলে কোন নদীর গতিপথের পরিবর্তন হয়েছে?
Ο ক) পদ্মা
Ο খ) মেঘনা
Ο গ) যমুনা
Ο ঘ) ব্রম্মপুত্র
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. 'টর্নেডো কোন দেশি শব্দ?
Ο ক) গ্রিক
Ο খ) জাপানি
Ο গ) স্প্যানিশ
Ο ঘ) পতুর্গিজ
সঠিক উত্তর: (গ)
২৪০. বিশ্বের অন্যতম ভূমিকম্প্রবণ এলাকা হলো-
i. ক্যালিফোর্নিয়া
ii. টোকিও
iii. সাংহাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪১. 'সু' অর্থ কী?
Ο ক) নদী
Ο খ) সমুদ্র
Ο গ) বন্দর
Ο ঘ) ঢেউ
সঠিক উত্তর: (গ)
২৪২. নদীবেষ্টিত বাংলাদেশে-
i. নদীভাঙন স্বাভাবিক ঘটনা
ii. মেঘনা নদীতে ভাঙন দেখা যায় না
iii. ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪৩. ভূমিকম্পের মাত্রা পরিমাণ করা হয় কোনটি দ্বারা?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) ফ্যাদেমিটার
Ο গ) রিকটার স্কেল
Ο ঘ) রেইনগজ
সঠিক উত্তর: (গ)
২৪৪. বাংলাদ্যেশ ভয়াবহ খাদ্য ঝুঁকিতে পড়ার কারণ-
i. অনাবৃষ্টি
ii. লবণাক্ত পানি
iii. জলবায়ু পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. স্মরণকালে ভয়বহতার সুনামি সংঘটিত হয় কোন সময়ে?
Ο ক) ২৪ ডিসেম্বর, ২০০৩
Ο খ) ২১ ডিসেম্বর, ২০০৪
Ο গ) ২৬ ডিসেম্বর, ২০০৪
Ο ঘ) ২৮ ডিসেম্বর, ২০০৫
সঠিক উত্তর: (গ)
২৪৬. বাংলাদেশের খরাপ্রবণ জেলা হলো-
i. নওয়াবগঞ্জ
ii. বগুড়া
iii. কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪৭. জনসংখ্যা বৃদ্ধির শূণ্য হার বলতে কী বুঝায়?
Ο ক) জন্মহার বেশি, মৃত্যুহার বেশি
Ο খ) মৃত্যুহার বেশী, জন্মহার কম
Ο গ) জন্মহার ও মৃত্যুহার সমান
Ο ঘ) বহির্গমন বেশী, বহিরাগমন কম
সঠিক উত্তর: (গ)
২৪৮. ভূমিকম্পে কোন স্থানটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
Ο ক) কাঠের বাড়ি
Ο খ) টিনের ঘর
Ο গ) কুঁড়েঘর
Ο ঘ) উঁচু দালান
সঠিক উত্তর: (ঘ)
২৪৯. ১৯৭৪ সালের বন্যার প্রভাব ছিল-
i. প্রলয়ংকরী
ii. দুর্ভিক্ষাবস্থা সৃষ্টিকারী
iii. অল্প সময়ব্যাপী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫০. কোনটি ভূমিকম্প্রবণ এলাকা বলে চিন্হিত?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ইন্দোনেশিয়া
Ο গ) আমেরিকার ক্যালিফোর্নিয়া
Ο ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর: (গ)
২৫১. সিডরে আর্থিক ক্ষতির পরিমাণ কত ছিল?
Ο ক) ৬০০ মিলিয়ন মার্কিন ডলার
Ο খ) ৬০০ বিলিয়ন মার্কিন ডলার
Ο গ) ১.৭ বিলিয়ন মার্কিন ডলার
Ο ঘ) ১.৭ বিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর: (ঘ)
২৫২. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামুদ্রিক প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী?
Ο ক) ১২-১৮ ডিগ্রি সেলসিয়াস
Ο খ) ১৮-২২ ডিগ্রি সেলসিয়াস
Ο গ) ২২-২৮ ডিগ্রি সেলসিয়াস
Ο ঘ) ২৮-৩২ ডিগ্রি সেলসিয়াস
সঠিক উত্তর: (গ)
২৫৩. ১৯৭০ এর ঘূর্ণিঝড়ে কত লক্ষ লোক প্রাণ হারায়?
Ο ক) ১ লক্ষ
Ο খ) ২ লক্ষ
Ο গ) ৩ লক্ষ
Ο ঘ) ৫ লক্ষ
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. সাম্প্রতিককালে বাংলাদেশে খরা সৃষ্টির জন্য দায়ী কোনটি?
Ο ক) বন্যা
Ο খ) ভূমিকম্প
Ο গ) এলনিনো
Ο ঘ) জনসংখ্যা বৃদ্ধি
সঠিক উত্তর: (গ)
২৫৫. বাংলাদেশে খরার জন্য দায়ী করা হয় কোনটিকে?
Ο ক) Ex-Nino
Ο খ) EI-Nino
Ο গ) Ep-Nino
Ο ঘ) Fco-Nino
সঠিক উত্তর: (খ)
২৫৬. সাইক্লোন শব্দটি নিচের কোন শব্দ থেকে এসেছে?
Ο ক) Cyklos
Ο খ) Kyklos
Ο গ) Kycleos
Ο ঘ) Cymos
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: মাসুমের জমিতে আগে প্রচুর ফসল ফলতো । কিন্তু ঘূর্ণিঝড় সিডর ও আইলার কারণে তার জমি পানিতে প্লাবিত হওয়ার পর অনেক ফসলই চাষ করা যাচ্ছে না।
২৫৭. কোন কারণে মাসুমের জমিতে ফসল উৎপাদন হচ্ছে না?
Ο ক) খরা
Ο খ) বন্যা
Ο গ) লবণাক্ত
Ο ঘ) নদীভাঙন
সঠিক উত্তর: (গ)
২৫৮. বাংলাদেশের যেসব জেলা এ ধরনের সমস্যার আক্রান্ত?
i. বাগের হাট
ii. খুলনা
iii. সাতক্ষীরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. ভূমিকম্প মোকাবিলায় জরুরি ভিত্তিতে সাড়া দিতে সক্ষম-
i. ফায়ার সার্ভিস
ii. পুলিশ বাহিনী
iii. সরাসরি ক্ষতিগ্রস্তরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০২. কখন সম্পদ ব্যবহারের অনুপযোগী হয়?
Ο ক) সম্পদ নষ্ট হয়ে গেলে
Ο খ) সম্পদ দূষিত হলে
Ο গ) সম্পদ শেষ হলে
Ο ঘ) সম্পদ বারবার ব্যবহার করলে
সঠিক উত্তর: (খ)
২০৩. জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া নির্ভর করে-
i. জন্মহার
ii. মুত্যুহার
iii. বহিগর্মন ও বহিরাগমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৪. কী কারণ বাংলাদেশে হাজার হাজার একর আবাদি জমি নষ্ট হচ্ছে?
Ο ক) জনসংখ্যা বৃদ্ধির কারণে
Ο খ) নদীভাঙনের কারণে
Ο গ) প্রাকৃতিক দুর্যোগের কারণে
Ο ঘ) জমির উর্বরতা বিনষ্ট হওয়ার কারণে
সঠিক উত্তর: (ক)
২০৫. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলাফল-
i. নদনদীর পানি লবণাক্ত হবে
ii. ভূগর্ভস্থ পানি লবণাক্ত হবে
iii. আবাদী জমি লবণাক্ত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৬. বৈশ্বিক উষ্ণতার প্রভাব হল-
i. ঋতু পরিবর্তন
ii. নদীভঙন
iii. খরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৭. এসিড বৃষ্টির মানবসৃষ্ট কারণ কোনটি?
Ο ক) দাবানল
Ο খ) বজ্রপাত
Ο গ) গাছপালার পঁচন
Ο ঘ) শিল্পকারখানার ধোয়া
সঠিক উত্তর: (ঘ)
২০৮. দীর্ঘস্থায়ী খরার ফলাফল কোনটি?
Ο ক) ফসল উৎপাদন কমে যায়
Ο খ) খাদ্য সংকট দেখা যায়
Ο গ) মাটির উর্বরতা কমে যায়
Ο ঘ) সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা যায়
সঠিক উত্তর: (ঘ)
২০৯. ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে তা থেকে নতুন জিনিস তৈরী করা কিসের কৌশল?
Ο ক) প্রকৃতির সংবেদনশীলতার
Ο খ) প্রকৃতির নবায়নযোগ্যতা
Ο গ) প্রকৃতির সংরক্ষণশীলতা
Ο ঘ) প্রকৃতির মান উন্নয়ন
সঠিক উত্তর: (গ)
২১০. খরার ক্ষেত্রে বৃষ্টিপাতের চেয়ে বেশি হয়-
i. অভিস্রবণ
ii. বগুড়া
iii. কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১১. বাংলাদেশে টর্নেডো হয়ে থাকে-
i. বৈশাখ মাসে
ii. শহরে বা গ্রামে
iii. নদীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১২. অক্সিজেন ছাড়া কতক্ষণ বাঁচা সম্ভব?
Ο ক) ২০-৩০ সেকেন্ড
Ο খ) ৪০-৫০ সেকেন্ড
Ο গ) ১ মিনিট
Ο ঘ) ২ মিনিট
সঠিক উত্তর: (খ)
২১৩. ঘূর্ণিঝড়েরর মাত্রা কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে?
Ο ক) সাগরে রাসায়নিক দ্রব্য ছিটিয়ে
Ο খ) সাগরে জাহাজ পাঠিয়ে দিয়ে
Ο গ) উপকূলীয় এলাকায় বাঁধ দিয়ে
Ο ঘ) উপকূলীয় জনগণকে সচেতন করে
সঠিক উত্তর: (ক)
২১৪. সুনামির জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি নিহত হয়েছে-
i. নারী
ii. পুরুষ
iii. শিশু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৫. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাছের রোগজীবাণু জন্মাতে সাহায্য করে?
Ο ক) ২৫ ডিগ্রি সেলসিয়াস
Ο খ) ৩০ ডিগ্রি সেলসিয়াস
Ο গ) ৩৫ ডিগ্রি সেলসিয়াস
Ο ঘ) ৪০ ডিগ্রি সেলসিয়াস
সঠিক উত্তর: (গ)
২১৬. জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি?
Ο ক) অনাবৃষ্টি
Ο খ) ঋতুর পরিবর্তন
Ο গ) বৈশ্বিক উষ্নতা
Ο ঘ) খরা
সঠিক উত্তর: (গ)
২১৭. জন্মহার মৃত্যুহার তুলনায় বেশি হলে জনসংখ্যার কী পরিবর্তন ঘটে?
Ο ক) কমে যায়
Ο খ) বৃদ্ধি পায়
Ο গ) সমান থাকে
Ο ঘ) ঋণাত্মক বৃদ্ধির হার দেখা যায়
সঠিক উত্তর: (খ)
২১৮. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কত শতাংশ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে?
Ο ক) ১০%
Ο খ) ২০%
Ο গ) ৩০%
Ο ঘ) ৪০%
সঠিক উত্তর: (গ)
২১৯. টর্নেডোর দৈঘ্য কত হতে পারে?
Ο ক) ৫-১০ কি.মি.
Ο খ) ৫-৩০ কি.মি.
Ο গ) ২০-৬০ কি.মি.
Ο ঘ) ৪০-১০০ কি.মি.
সঠিক উত্তর: (খ)
২২০. গ্রিন হাউস গ্যাসের মূল উৎস-
i. যানবাহনের ধোয়া
ii . বিদ্যুৎ উপাদনকেন্দ্র
iii. রেফ্রিজারেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২১. বাংলাদেশে ১৮৯৭ সালের ভূমিকম্পে কত মানুষ মারা যায়?
Ο ক) ৪০০০
Ο খ) ৬০০০
Ο গ) ৮০০০
Ο ঘ) ১০,০০০
সঠিক উত্তর: (ঘ)
২২২. বাংলাদেশের মানুষের মুত্যুর জন্য দায়ী-
i. অসহনীয় গরম
ii. অস্বাভাবিক শীত
iii. ভৌগোলিক অবস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৩. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কত হেক্টর জমি লবণাক্তর কারণে কৃষি অনুপযোগী হয়ে পড়েছে?
Ο ক) প্রায় ৭,৩০,০০০ হেক্টর
Ο খ) প্রায় ৯,৩০,০০০ হেক্টর
Ο গ) প্রায় ৯,২০,০০০ হেক্টর
Ο ঘ) প্রায় ১,৮০,০০০ হেক্টর
সঠিক উত্তর: (খ)
২২৪. ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে?
Ο ক) পদ্মা
Ο খ) মেঘনা
Ο গ) কর্ণফুলী
Ο ঘ) ব্রম্মপুত্র
সঠিক উত্তর: (ঘ)
২২৫. টর্নেডোতে বাতাসের গতিবেগ ঘন্টায় কত?
Ο ক) ২০০-৩০০ কি.মি.
Ο খ) ৩০০-৪০০ কি.মি.
Ο গ) ৪৮০-৮০০ কি.মি.
Ο ঘ) ৯২০-১২০০ কি.মি
সঠিক উত্তর: (গ)
২২৬. এসিড বৃষ্টির কারণে মাটির pH-
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) একই থাকে
Ο ঘ) নিরপেক্ষ হয়
সঠিক উত্তর: (খ)
২২৭. বর্তমান বাংলাদেশের জনসংখ্যা প্রায় কত ছিল?
Ο ক) ৪১০
Ο খ) ১২
Ο গ) ১৫
Ο ঘ) ১৬
সঠিক উত্তর: (গ)
২২৮. ভূগর্ভের ভাগগুলোকে কী বলে?
Ο ক) Earth crust
Ο খ) Tectonic plate
Ο গ) Earth place
Ο ঘ) Tectonic crust
সঠিক উত্তর: (খ)
২২৯. মাটিতে পানি কম থাকলেও জন্মাতে পারে- i. গম ii. পিয়াজ iii. কাউন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩০. বিট্রিশ নিয়মে খরা কোনটি?
Ο ক) একটানা ২ সপ্তাহ ০.২৫ মিলিমিটার কম বৃষ্টিপাত
Ο খ) একটানা ২ সপ্তাহ ০.৩৫ মিলিমিটারের কম বৃষ্টিপাত
Ο গ) একটানা ৩ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টিপাত
Ο ঘ) একটানা ৩ সপ্তাহ ০.৩০ মিলিমিটার কম বৃষ্টিপাত
সঠিক উত্তর: (ক)
২৩১. ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত কত বছর প্রচন্ড গরম পড়েছে?
Ο ক) ১৩ বছর
Ο খ) ১৪ বছর
Ο গ) ১৫ বছর
Ο ঘ) ১১ বছর
সঠিক উত্তর: (ঘ)
২৩২. বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয়?
Ο ক) ৩ মিলিয়ন মেট্রিক টন
Ο খ) ৪ মিলিয়ন মেট্রিক টন
Ο গ) ৫ মিলিয়ন মেট্রেক টন
Ο ঘ) ৬ মিলিয়ন মেট্রিক টন
সঠিক উত্তর: (ক)
২৩৩. নানারকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম কোনটি?
Ο ক) জীববৈচিত্র্য ধ্বংস
Ο খ) খাদ্যভাব
Ο গ) জনসংখ্যা বৃদ্ধি
Ο ঘ) রোগব্যাধি বিস্তার
সঠিক উত্তর: (ক)
২৩৪. বাতাসের গতিবেগ ঘন্টায় কত হলে তাকে ঘূর্ণিঝড় বলে?
Ο ক) ৪০ কি.মি.
Ο খ) ৫০ কি.মি.
Ο গ) ৫৫ কি.মি.
Ο ঘ) ৬৩ কি.মি.
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. কোন ফসল চাষে অনেক বেশি পানি লাগে?
Ο ক) পিয়াজ
Ο খ) গম
Ο গ) ইরিধান
Ο ঘ) কাউন
সঠিক উত্তর: (গ)
২৩৬. আইলা কত সালে হয়েছিল?
Ο ক) ২০০৭
Ο খ) ২০০৮
Ο গ) ২০০৯
Ο ঘ) ২০১০
সঠিক উত্তর: (গ)
২৩৭. বিগত তিন দশকে পদ্মা, মেঘনা ও যমুনাতে কত হেক্টর জমি বিলীন হয়ে গেছে?
Ο ক) ১,৬০,০০০
Ο খ) ১,৭০,০০০
Ο গ) ১,৮০,০০০
Ο ঘ) ১,৯০,০০০
সঠিক উত্তর: (গ)
২৩৮. ভূমিকম্পের ফলে কোন নদীর গতিপথের পরিবর্তন হয়েছে?
Ο ক) পদ্মা
Ο খ) মেঘনা
Ο গ) যমুনা
Ο ঘ) ব্রম্মপুত্র
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. 'টর্নেডো কোন দেশি শব্দ?
Ο ক) গ্রিক
Ο খ) জাপানি
Ο গ) স্প্যানিশ
Ο ঘ) পতুর্গিজ
সঠিক উত্তর: (গ)
২৪০. বিশ্বের অন্যতম ভূমিকম্প্রবণ এলাকা হলো-
i. ক্যালিফোর্নিয়া
ii. টোকিও
iii. সাংহাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪১. 'সু' অর্থ কী?
Ο ক) নদী
Ο খ) সমুদ্র
Ο গ) বন্দর
Ο ঘ) ঢেউ
সঠিক উত্তর: (গ)
২৪২. নদীবেষ্টিত বাংলাদেশে-
i. নদীভাঙন স্বাভাবিক ঘটনা
ii. মেঘনা নদীতে ভাঙন দেখা যায় না
iii. ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪৩. ভূমিকম্পের মাত্রা পরিমাণ করা হয় কোনটি দ্বারা?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) ফ্যাদেমিটার
Ο গ) রিকটার স্কেল
Ο ঘ) রেইনগজ
সঠিক উত্তর: (গ)
২৪৪. বাংলাদ্যেশ ভয়াবহ খাদ্য ঝুঁকিতে পড়ার কারণ-
i. অনাবৃষ্টি
ii. লবণাক্ত পানি
iii. জলবায়ু পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. স্মরণকালে ভয়বহতার সুনামি সংঘটিত হয় কোন সময়ে?
Ο ক) ২৪ ডিসেম্বর, ২০০৩
Ο খ) ২১ ডিসেম্বর, ২০০৪
Ο গ) ২৬ ডিসেম্বর, ২০০৪
Ο ঘ) ২৮ ডিসেম্বর, ২০০৫
সঠিক উত্তর: (গ)
২৪৬. বাংলাদেশের খরাপ্রবণ জেলা হলো-
i. নওয়াবগঞ্জ
ii. বগুড়া
iii. কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪৭. জনসংখ্যা বৃদ্ধির শূণ্য হার বলতে কী বুঝায়?
Ο ক) জন্মহার বেশি, মৃত্যুহার বেশি
Ο খ) মৃত্যুহার বেশী, জন্মহার কম
Ο গ) জন্মহার ও মৃত্যুহার সমান
Ο ঘ) বহির্গমন বেশী, বহিরাগমন কম
সঠিক উত্তর: (গ)
২৪৮. ভূমিকম্পে কোন স্থানটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
Ο ক) কাঠের বাড়ি
Ο খ) টিনের ঘর
Ο গ) কুঁড়েঘর
Ο ঘ) উঁচু দালান
সঠিক উত্তর: (ঘ)
২৪৯. ১৯৭৪ সালের বন্যার প্রভাব ছিল-
i. প্রলয়ংকরী
ii. দুর্ভিক্ষাবস্থা সৃষ্টিকারী
iii. অল্প সময়ব্যাপী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫০. কোনটি ভূমিকম্প্রবণ এলাকা বলে চিন্হিত?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ইন্দোনেশিয়া
Ο গ) আমেরিকার ক্যালিফোর্নিয়া
Ο ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর: (গ)
২৫১. সিডরে আর্থিক ক্ষতির পরিমাণ কত ছিল?
Ο ক) ৬০০ মিলিয়ন মার্কিন ডলার
Ο খ) ৬০০ বিলিয়ন মার্কিন ডলার
Ο গ) ১.৭ বিলিয়ন মার্কিন ডলার
Ο ঘ) ১.৭ বিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর: (ঘ)
২৫২. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামুদ্রিক প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী?
Ο ক) ১২-১৮ ডিগ্রি সেলসিয়াস
Ο খ) ১৮-২২ ডিগ্রি সেলসিয়াস
Ο গ) ২২-২৮ ডিগ্রি সেলসিয়াস
Ο ঘ) ২৮-৩২ ডিগ্রি সেলসিয়াস
সঠিক উত্তর: (গ)
২৫৩. ১৯৭০ এর ঘূর্ণিঝড়ে কত লক্ষ লোক প্রাণ হারায়?
Ο ক) ১ লক্ষ
Ο খ) ২ লক্ষ
Ο গ) ৩ লক্ষ
Ο ঘ) ৫ লক্ষ
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. সাম্প্রতিককালে বাংলাদেশে খরা সৃষ্টির জন্য দায়ী কোনটি?
Ο ক) বন্যা
Ο খ) ভূমিকম্প
Ο গ) এলনিনো
Ο ঘ) জনসংখ্যা বৃদ্ধি
সঠিক উত্তর: (গ)
২৫৫. বাংলাদেশে খরার জন্য দায়ী করা হয় কোনটিকে?
Ο ক) Ex-Nino
Ο খ) EI-Nino
Ο গ) Ep-Nino
Ο ঘ) Fco-Nino
সঠিক উত্তর: (খ)
২৫৬. সাইক্লোন শব্দটি নিচের কোন শব্দ থেকে এসেছে?
Ο ক) Cyklos
Ο খ) Kyklos
Ο গ) Kycleos
Ο ঘ) Cymos
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: মাসুমের জমিতে আগে প্রচুর ফসল ফলতো । কিন্তু ঘূর্ণিঝড় সিডর ও আইলার কারণে তার জমি পানিতে প্লাবিত হওয়ার পর অনেক ফসলই চাষ করা যাচ্ছে না।
২৫৭. কোন কারণে মাসুমের জমিতে ফসল উৎপাদন হচ্ছে না?
Ο ক) খরা
Ο খ) বন্যা
Ο গ) লবণাক্ত
Ο ঘ) নদীভাঙন
সঠিক উত্তর: (গ)
২৫৮. বাংলাদেশের যেসব জেলা এ ধরনের সমস্যার আক্রান্ত?
i. বাগের হাট
ii. খুলনা
iii. সাতক্ষীরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science