এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৯: দুর্যোগের সাথে বসবাস (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৯: দুর্যোগের সাথে বসবাস (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. ভূমিকম্প কিভাবে হয়?
Ο ক) বন ধ্বংস করা হলে
Ο খ) টেকটনিক পেটের আঘাতে
Ο গ) প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে
Ο ঘ) তীব্র জলোচ্ছ্বাসের আঘাতে
 সঠিক উত্তর: (খ)

 ১৫২. নদী প্রশিক্ষণ হল-
i. সিমেন্টের ব্লক
ii. বালির বস্তা
iii. বাঁশের ঢিবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৩. বাংলাদেশের কোন জেলায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে?
Ο ক) রংপুর
Ο খ) দিনাজপুর
Ο গ) সিরাজগঞ্জ
Ο ঘ) ময়মনসিংহ
 সঠিক উত্তর: (গ)

 ১৫৪. এসিড বৃষ্টির উপাদান কোনটি?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) সালফিউরিক এসিড
Ο গ) কার্বনিক এসিড
Ο ঘ) মৃদু এসিড
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. ধারণা অনুযায়ী ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কতটুকু বেড়ে যেতে পারে?
Ο ক) ১.১-৬.৪ ডিগ্রি সেলসিয়াস
Ο খ) ১.২-৬.৯ ডিগ্রি সেলসিয়াস
Ο গ) ১.১১-৬.৭ ডিগ্রি সেলসিয়াস
Ο ঘ) ৬.৮-৯.৮ ডিগ্রি সেলসিয়াস
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি প্রাকৃতিক কারণ কোনটি?
Ο ক) রেফ্রিজারেটর
Ο খ) যানবাহনের ধোয়া
Ο গ) দাবানল
Ο ঘ) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
 সঠিক উত্তর: (গ)

 ১৫৭. বাংলাদেশের কতটি নদী ভারত, নেপাল ও ভুটানে উৎপত্তি লাভ করেছে?
Ο ক) ৪০টি
Ο খ) ৪৮টি
Ο গ) ৫৮টি
Ο ঘ) ৬৫টি
 সঠিক উত্তর: (গ)

 ১৫৮. সাইক্লোনের সাথে টর্নেডোর মূল পার্থক্য কোনটি?
Ο ক) টর্নেডো সৃষ্টি হয় উপকূলে
Ο খ) টর্নেডো সৃষ্টি হয় সাগরে
Ο গ) টর্নেডো সৃষ্টি হয় যেকোনো স্থানে
Ο ঘ) টর্নেডো সৃষ্টি হয় নদীতে
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. সাম্প্রতিককালে অসময়ে বন্যা হওয়ার কারণ কোনটি?
Ο ক) ভূপ্রাকৃতিক কারণ
Ο খ) নদীভাঙন
Ο গ) জলবায়ুর পরিবর্তন
Ο ঘ) নদীর নাব্যতা হ্রাস
 সঠিক উত্তর: (গ)

 ১৬০. বিশেষজ্ঞগণের মতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ চাল উৎপাদন শতকরা কত ভাগ হ্রাস পাবে?
Ο ক) ৬.৬%
Ο খ) ৭.৯%
Ο গ) ৮.৮%
Ο ঘ) ৯.৬%
 সঠিক উত্তর: (গ) 

 ১৬১. ভূকম্পনের ফলে যে বিপুল পরিমাণ বিকিরণ হয় তা কতগুলো পরমাণু বোমার সমান ক্ষমতাসম্পন্ন?
Ο ক) ৭ হাজার
Ο খ) ৯ হাজার
Ο গ) ৯.৫ হাজার
Ο ঘ) ১০ হাজার
 সঠিক উত্তর: (গ)

 ১৬২. সাইক্লোন তৈরিতে সাগরের তাপমাত্রা কত হতে হয়?
Ο ক) ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি
Ο খ) ২৩ ডিগ্রি সেলসিয়াসের কম
Ο গ) ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি
Ο ঘ) ২৭ ডিগ্রি সেলসিয়াসের কম
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৩. বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে?
Ο ক) গ্রিন হাউস ইফেক্ট
Ο খ) কার্বন দূষণ
Ο গ) অক্সিজেন দূষণ
Ο ঘ) বৈশ্বিক উষ্ণতা
 সঠিক উত্তর: (খ)

 ১৬৪. সাইক্লোন শব্দটি কোন দেশীয় শব্দ থেকে এসেছে?
Ο ক) গ্রীক
Ο খ) ব্রিটিশ
Ο গ) ল্যাটিন
Ο ঘ) জার্মান
 সঠিক উত্তর: (ক)

 ১৬৫. ১৯৬০-২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে কতবার সাইক্লোন আঘাত হেনেছে?
Ο ক) ২০
Ο খ) ৩০
Ο গ) ৪০
Ο ঘ) ৫০
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৬. সুনামির ফলে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?
Ο ক) ইন্দোনেশিয়া
Ο খ) শ্রীলঙ্কা
Ο গ) মালয়েশিয়া
Ο ঘ) থাইল্যান্ড
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. ২০০৪ সালের সুনামিতে কত লক্ষ লোক মারা যায়?
Ο ক) ২ লক্ষ
Ο খ) ৩ লক্ষ
Ο গ) ৪ লক্ষ
Ο ঘ) ৫ লক্ষ
 সঠিক উত্তর: (খ)

 ১৬৮. সুনামির উৎপত্তিস্থল কোথায় ছিল?
Ο ক) প্রশান্ত মহাসাগরে
Ο খ) আটলান্টিক মহাসাগরে
Ο গ) ভারত মহাসাগরে
Ο ঘ) দক্ষিণ মহাসাগরে
 সঠিক উত্তর: (গ)

 ১৬৯. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
Ο ক) প্রায় ১০ কোটি
Ο খ) প্রায় ১২ কোটি
Ο গ) প্রায় ১৫ কোটি
Ο ঘ) প্রায় ১৮ কোটি
 সঠিক উত্তর: (গ)

 ১৭০. ঘূর্ণিঝড়ের মাত্রা নিয়ন্ত্রেণে ব্যবহার হয়-
i. সিলভার আয়োডাইড
ii. তেল
iii. রাসায়নিক দ্রব্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭১. মাটিতে পানি কম থাকলেও জন্মাতে পারে কোনটি?
Ο ক) ধান
Ο খ) পিয়াজ
Ο গ) পাট
Ο ঘ) আলু
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. মাছ সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বেচে থাকতে পারে?
Ο ক) ২৬ ডিগ্রি
Ο খ) ২৮ ডিগ্রি
Ο গ) ৩০ ডিগ্রি
Ο ঘ) ৩২ ডিগ্রি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. প্রকৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে না পারলে মনুষ্য জাতির পরিণতি কী হবে?
Ο ক) উৎপাদনে সক্ষম হবে
Ο খ) আয়ষ্কাল হ্রাস পাবে
Ο গ) বিলুপ্ত হয়ে যাবে
Ο ঘ) খাদ্য সংকটে পড়বে
 সঠিক উত্তর: (গ)

 ১৭৪. ১৯৭৫ সাল থেকেব এ পর্যন্ত বাংলাদেশে কতটি টর্নেডো আঘাত হেনেছে?
Ο ক) ৪০টি
Ο খ) ৭৫টি
Ο গ) ৯৫টি
Ο ঘ) ১০৪টি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৫. কোন দুর্যোগটি শুধুমাত্র সংঘটিত হয়?
Ο ক) কালবৈশাখী
Ο খ) ভূমিকম্প
Ο গ) সুনামি
Ο ঘ) বন্যা
 সঠিক উত্তর: (গ)

 ১৭৬. নগরায়ণের কারণরূপে বিবেচিত হতে পারে-
i. শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি
ii. গ্রামীণ জনপদের শহরমুখিতা
iii. আবাসন সংকট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৭. ২০৮০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত বাড়তে পারে?
Ο ক) ৩০ সে.মি.
Ο খ) ৩৪ সে.মি.
Ο গ) ৩৮ সে.মি.
Ο ঘ) ৪২ সে.মি.
 সঠিক উত্তর: (খ)

 ১৭৮. বাংলাদেশে কোন সময়ে টর্নেডোর প্রকোপ দেখা যায়?
Ο ক) চৈত্র মাসে
Ο খ) বৈশাখ মাসে
Ο গ) ফাগ্লুন মাসে
Ο ঘ) আষাঢ় মাসে
 সঠিক উত্তর: (খ)

 ১৭৯. টর্নেডোর অনুরূপ প্রাকৃতিক দুর্যোগ কোনটি?
Ο ক) ভূমিকম্প
Ο খ) বন্যা
Ο গ) সুনামি
Ο ঘ) ঘূর্ণিঝড়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮০. বিশেষজ্ঞগণের মতে জলবায়ু পরিবর্তনজনিত কারণ ২১০০ সালের মধ্যে শতকরা কত ভাগ খাদ্যেৎপাদন হ্রাস পাবে?
Ο ক) ২০%
Ο খ) ৩০%
Ο গ) ৪০%
Ο ঘ) ৫০%
 সঠিক উত্তর: (খ)

 ১৮১. বাংলাদেশে সাইক্লোন প্রস্তুতি কার্যক্রম চালু করেছে-
i. বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়
ii. বাংলাদেশ রেড ক্রিসেন্ট
iii. বাংলাদেশ আবহাওয়া অফিস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. খাদ্য ঘাটতির কারণে প্রতি বছর কী পরিমাণ খাদ্য আমদানী করতে হয়?
Ο ক) ২ মিলিয়ন মেট্রিক টন
Ο খ) প্রায় ৩ মিলিয়ন মেট্রিক টন
Ο গ) ৩ মিলিয়ন মেট্রিক টন
Ο ঘ) প্রায় ৪ মিলিয়ন মেট্রিক টন
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. গ্রিন হাউস গ্যাসের উৎস হলো-
i. যানবাহন
ii. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
iii. রেফ্রিজারেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৪. নিচের কোন রোগটি বন্যার কারণে পানিবাহিত হয়ে ছড়ায়?
Ο ক) ডায়ারিয়া
Ο খ) ডেঙ্গু
Ο গ) এইডস
Ο ঘ) ম্যালেরিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৮৫. রাশিয়াতে খরা বলা হয় কোনটিকে?
Ο ক) একটানা ৫ দিন ৫ মিলিমিটারের কম বৃষ্টি
Ο খ) একটানা ৮ দিন ৬ মিলিমিটারের কম বৃষ্টি
Ο গ) একটানা ১০ দিন ৫ মিলিমিটারের কম বৃষ্টি
Ο ঘ) একটানা ১৫ দিন ১০ মিলিমিটারের কম বৃষ্টি
 সঠিক উত্তর: (গ)

 ১৮৬. বঙ্গোপসাগরে সৃষ্ট জলোচ্ছ্বাস হলো- i. স্যান্ডি ii. সিডর iii. আইলা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮৭. বিগত তিন দশকে বাংলাদেশের কত হেক্টর জমি নদীগর্ভে হারিয়ে গেছে?
Ο ক) ১,৫০,০০০ হেক্টর
Ο খ) ১,৮০,০০০ হেক্টর
Ο গ) ২,০০,০০০ হেক্টর
Ο ঘ) ২,৩০,০০০ হেক্টর
 সঠিক উত্তর: (খ)

 ১৮৮. 'Kyklos' শব্দটি কোন প্রাকৃতিক দুর্যোগের সাথে জড়িত?
Ο ক) অগ্নুৎপাত
Ο খ) হারিকেন
Ο গ) সাইক্লোন
Ο ঘ) টর্নেডো
 সঠিক উত্তর: (খ)

 ১৮৯. সবচেয়ে মারাত্মক বন্যা সংঘটিত হয় কত সালে?
Ο ক) ১৯৭৪
Ο খ) ১৯৮৭
Ο গ) ১৯৮৮
Ο ঘ) ২০০৭
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. সাধারণত বৃষ্টিপাত কেমন হয়?
Ο ক) ক্ষারীয়
Ο খ) নিরপেক্ষ
Ο গ) এসিডিক
Ο ঘ) পুষ্টিকর
 সঠিক উত্তর: (গ)

 ১৯১. সুমাত্রার ভূমিকম্পটির ফলে কত এলাকাজুড়ে ভাঙনের সৃষ্টি হয়?
Ο ক) ৭০০ মাইল
Ο খ) ৬০০ মাইল
Ο গ) ৫০০ মাইল
Ο ঘ) ৪০০ মাইল
 সঠিক উত্তর: (খ)

 ১৯২. বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে-
Ο ক) ৮.৮ বিলিয়ন
Ο খ) ১০ বিলিয়ন
Ο গ) ১৯.৯ বিলিয়ন
Ο ঘ) ২০ বিলিয়ন
 সঠিক উত্তর: (খ)

 ১৯৩. সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা পালন করে-
i. নিম্নচাপ
ii. উচ্চচাপ
iii. উচ্চ তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্ত দেওয়াকে কী বলে?
Ο ক) নদী নিয়ন্ত্রণ
Ο খ) নদী প্রশিক্ষণ
Ο গ) নদী প্রতিরোধ
Ο ঘ) নদী মেরামত
 সঠিক উত্তর: (খ)

 ১৯৫. নিচের কোন সাইক্লোনটি বাংলাদেশে আঘাত হেনেছিল?
Ο ক) সিডর
Ο খ) স্যান্ডি
Ο গ) নার্গিস
Ο ঘ) আইলা
 সঠিক উত্তর: (ক)

 ১৯৬. বন্যার উপকারী দিক কোনটি?
Ο ক) ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়
Ο খ) জমিতে পলি পড়ে বলে জমির উর্বরতা বাড়ে
Ο গ) বন্যার পরবর্তীতে নতুন গাছ জন্মায়
Ο ঘ) অনেক নতুন ঘরবাড়ি দেখা যায়
 সঠিক উত্তর: (খ)

 ১৯৭. বাংলাদেশের নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ কোনটি?
Ο ক) বন্যা
Ο খ) খরা
Ο গ) ভূমিকম্প
Ο ঘ) দাবানল
 সঠিক উত্তর: (ক)

 ১৯৮. ২০১০-১১ সালে বাংলাদেশে মোটি উৎপাদিত খাদ্যশস্যের পরিমাণ কত ছিল?
Ο ক) প্রায় ১৯.৩২ মিলিয়ন মেট্রিক টন
Ο খ) প্রায় ২৫ মিলিয়ন মেট্রিক টন
Ο গ) প্রায় ৩০ মিলিয়ন মেট্রিক টন
Ο ঘ) প্রায় ৪০ মিলিয়ন মেট্রিক টন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৯. ১৯৬৯ সালের টর্নোডোতে বাতাসের বেগ কত ছিল?
Ο ক) ৪৪৪ কি.মি./ঘন্টা
Ο খ) ৫৪৪ কি.মি./ঘন্টা
Ο গ) ৬৪৪ কি.মি./ঘন্টা
Ο ঘ) ৮০০ কি.মি./ঘন্টা
 সঠিক উত্তর: (গ)

 ২০০. বাংলাদেশের কয়টি নদীর উৎপত্তিস্থল ভারত?
Ο ক) ৪০টি
Ο খ) ৫০টি
Ο গ) ৫২টি
Ο ঘ) ৫৫টি
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post