এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৯: দুর্যোগের সাথে বসবাস (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৯: দুর্যোগের সাথে বসবাস (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. ঘূর্ণিঝড়ের তীব্রতা মাত্রা নিয়ন্ত্রণে বাংলাদেশ পদক্ষেপ নিতে পারে-
i. আমেরিকাকে অনুসরণ করে
ii. উপকূলীয় অঞ্চলে কৃত্রিম বনায়ন সৃষ্টি করে
iii. পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. ২০০৪ সালে সৃষ্ট সুনামির কারণ কোনটি?
Ο ক) ট্যাক্টনিক ভূমিকম্প
Ο খ) প্লেট ভূমিকম্প
Ο গ) স্লেট ভূমিকম্প
Ο ঘ) সামুদ্রিক ভূমিকম্প
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. কোন নদীর পানি ভারত একতরফা ব্যবহার করত?
Ο ক) গঙ্গা
Ο খ) পদ্মা
Ο গ) মেঘনা
Ο ঘ) যমুনা
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কত লোক মারা যায়?
Ο ক) ৫০ হাজার
Ο খ) ১ লক্ষ ৪০ হাজার
Ο গ) ১ লক্ষ ৮০ হাজার
Ο ঘ) ২ লক্ষ ৪০ হাজার
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. ২০০৪ সালের সুনামিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত থাকার কারণ কী ছিল?
Ο ক) উত্তরের হিমালয়
Ο খ) বিস্তৃত নদনদী
Ο গ) গভীর সমুদ্র
Ο ঘ) অগভীর সমুদ্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে?
Ο ক) ০.৪৭ ডিগ্রি সেলসিয়াস
Ο খ) ০.৫৪ ডিগ্রি সেলসিয়াস
Ο গ) ০.৬৭ ডিগ্রি সেলসিয়াস
Ο ঘ) ০.৭৪ ডিগ্রি সেলসিয়াস
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাবহত থাকলে ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা কত হবে?
Ο ক) ৭ বিলিয়ন
Ο খ) ৮ বিলিয়ন
Ο গ) ৯ বিলিয়ন
Ο ঘ) ১০ বিলিয়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. লবণাক্ততায় আক্রান্ত জেলা হলো-
i. রাজশাহী
ii. বাগেরহাট
iii. সাতক্ষীরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. বাংলাদেশের জন্য মারাত্মক সমস্যা হলো-
i. দারিদ্রতা
ii. বন্যা
iii. আবাদী জমি নদীগর্ভে বিলীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. গঙ্গা নদীর পানি নিয়ে পানি বন্টন চুক্তি সাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে?
Ο ক) বাংলাদেশ-ভারত
Ο খ) বাংলাদেশ-মায়ানমার
Ο গ) বাংলাদেশ-নেপাল
Ο ঘ) বাংলাদেশ-শ্রীলঙ্কা
 সঠিক উত্তর: (ক)

 ৬১. বাংলাদেশের কতটি নদীর উৎপত্তিস্থল ভারত?
Ο ক) প্রায় ৫৫
Ο খ) প্রায় ৫৬
Ο গ) প্রায় ৫৭
Ο ঘ) প্রায় ৫৮
 সঠিক উত্তর: (ক)

 ৬২. বাষ্পীভবন ও প্রস্বেদনের পরিমাণ বৃষ্টিপাতের চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
Ο ক) খরা
Ο খ) বন্যা
Ο গ) জলোচ্ছ্বাস
Ο ঘ) হারিকেন
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. এসিড বৃষ্টিপাত থাকে-
i. সালফিউরিক এসিড
ii. নাইট্রিক এসিড
iii. কার্বনিক এসিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. প্রকৃতি সংরক্ষণশীলতার উপায় কোনটি?
Ο ক) জমিতে রাসায়নিক সার প্রয়োগ
Ο খ) প্রাকৃতিক সম্পদ পুরোপুরি রক্ষা করা
Ο গ) প্রাকৃতিক সম্পদ ব্যবহার না করা
Ο ঘ) সম্পদের যথাযথ বন্টন করা
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. পানিতে এসিড থাকলে pH কত হয়?
Ο ক) ৭ এর কম
Ο খ) ৭ এর বেশি
Ο গ) ৭ এর সমান
Ο ঘ) ৭ এর বেশি বা কম
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. বাংলাদেশের কতগুলো নদী ভারত থেকে উৎপত্তি লাভ করেছে?
Ο ক) ৫০
Ο খ) ৫২
Ο গ) ৫৫
Ο ঘ) ৫৮
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. আমাদের এই বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তে পারত-
i. জনসংখ্যা বৃদ্ধির হার কম হলে
ii. বৈজ্ঞানিক পদ্ধতি চাষাবাদ করে
iii. হাইব্রিড প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. বাংলাদেশে কোন সময়ে ভয়াবহ খরা হয়েছিল?
Ο ক) ১৯৭১-১৯৭২ সালে
Ο খ) ১৯৭৪-১৯৭৫ সালে
Ο গ) ১৯৭৮-১৯৭৯ সালে
Ο ঘ) ১৯৮২-১৯৮৩ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. বাংলাদেশে ১৮৮৫ সালে কত মাত্রার ভূমিকম্প হয়েছিল?
Ο ক) ৩
Ο খ) ৫
Ο গ) ৭
Ο ঘ) ৮
 সঠিক উত্তর: (গ)

 ৭০. কী ধরনের খরার কারণে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে?
Ο ক) পূর্বাঞ্চলীয় খরা
Ο খ) দীর্ঘস্থায়ী খরা
Ο গ) স্বল্পস্থায়ী খলা
Ο ঘ) উত্তরাঞ্চলীয় খরা
 সঠিক উত্তর: (খ)

 ৭১. বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় শতকরা কত ভাগ জমি লবণাক্ততার শিকার হয়েছে?
Ο ক) ১৩%
Ο খ) ১৪%
Ο গ) ১৫%
Ο ঘ) ১৬%
 সঠিক উত্তর: (ক)

 ৭২. রাশিয়াতে একটানা কত দিন মোট ৫ মি.মি. এর বেশি বৃষ্টি না হলে তাকে খরা বলে?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ২০
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. কত সালে সরণকালে ভয়াভয় সুনামি সংঘটিত হয়েছিল?
Ο ক) ২০০৩ সালের ১৬ ডিসেম্বর
Ο খ) ২০০৪ সালের ২৬ ডিসেম্বর
Ο গ) ২০০৫ সালের ১৬ ডিসেম্বর
Ο ঘ) ২০০৬ সালের ২৬ ডিসেম্বর
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. বাংলাদেশের কোন অঞ্চলের জমি লবণাক্ত হয়ে কৃষির অনুপযোগী হয়ে গেছে?
Ο ক) উত্তর-পশ্চিম
Ο খ) দক্ষিণ-পূর্ব
Ο গ) উত্তর-পূর্ব
Ο ঘ) দক্ষিণ-পশ্চিম
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. Kykloss শব্দের অর্থ কী?
Ο ক) সাপের কুন্ডলী
Ο খ) সাপের ফণা
Ο গ) সাপের ছোবল
Ο ঘ) সাপের গর্ত
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. সুন্দরবন রক্ষাকবচ হিসেবে কাজ করে-
i. সাইক্লোনের
ii. হারিকেনের
iii. ভূমিকম্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. কত সালের বন্যা বাংলাদেশে দুর্ভিক্ষের কারণ ঘটায়?
Ο ক) ১৯৭৪
Ο খ) ১৯৯০
Ο গ) ২০০৪
Ο ঘ) ২০০৭
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. ১৯৬০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে শতকরা কত ভাগ সামুদ্রিক প্রবাল বিলীন হয়ে গেছে?
Ο ক) ৫০%
Ο খ) ৬০%
Ο গ) ৭০%
Ο ঘ) ৮০%
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. বাংলাদেশে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার কারণ কোনটি?
Ο ক) খরা
Ο খ) বন্যা
Ο গ) ঝড়
Ο ঘ) কালবৈশাখী
 সঠিক উত্তর: (ক)

 ৮০. সমুদ্রের পানির উচ্চতা যদি ৪৫ সে.মি. বাড়ে সুন্দরবনের শতকরা কত ভাগ পানি নিচে তলিয়ে যাবে?
Ο ক) ৬০%
Ο খ) ৬৫%
Ο গ) ৭০%
Ο ঘ) ৭৫%
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. কোন সালে বাংলাদেশে প্রলয়ঙ্ককরী বন্যা হয়েছিল?
Ο ক) ১৯৯১ সালে
Ο খ) ১৯৯৬ সালে
Ο গ) ১৯৯৮ সালে
Ο ঘ) ২০০৭ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৮২. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে নির্গত হয়-
i. নাইট্রোজেন অক্সাইড গ্যাস
ii. সালফার ডাইঅক্সাইড গ্যাস
iii. কার্বন ডাইঅক্সাইড গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. ১৯৬৯ সালে সংঘটিত টর্নেডোতে বাতাসের গতিবেগ ঘন্টায় কত ছিল?
Ο ক) ২০০ কিলোমিটার
Ο খ) ৪৫০ কিলোমিটার
Ο গ) ৬৪৪ কিলোমিটার
Ο ঘ) ৭২২ কিলোমিটার
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. শার্ট বা জামাকাপড় কতটি স্টিকার থাকা যথেষ্ট?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. আমাদের দেমে যা ঘূর্ণিঝড় জাপানে তা কী নামে পরিচিত?
Ο ক) টাইফুন
Ο খ) হারিকেন
Ο গ) সাইক্লোন
Ο ঘ) টর্নেডো
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. বৈশ্বিক উষ্ণতার কারণ হলো-
i. মিথেন
ii. সিএফসি
iii. নাইট্রাস অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত ১২ বছরের মধ্যে কত বছর প্রচন্ড গরম পড়েছে?
Ο ক) ৫ বছর
Ο খ) ৭ বছর
Ο গ) ৯ বছর
Ο ঘ) ১১ বছর
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যা কী?
Ο ক) শহরায়ন
Ο খ) নগরায়ন
Ο গ) সভ্যতাকরণ
Ο ঘ) শিল্পায়ন
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হচ্ছে-
i. গবাদি শিশু
ii. মানুষ
iii. গাছপালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯০. প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে তুমি খুবই সচেতন। তোমাদের বাসা ১৬ তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিয়ের ১২ তলায়। তুমি বাসায় সর্বদা প্রস্তুত রাখ-
i. কিছু শুকনা খাবার
ii. অগ্নি নির্বাপক যন্ত্র
iii. বাঁশি, টর্চ, রেডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. কোন ফসল উৎপাদনে অনেক বেশি পানি প্রয়োজন হয়?
Ο ক) গম
Ο খ) পিয়াজ
Ο গ) কাউন
Ο ঘ) ইরি ধান
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. ২০০৪ সালে ২৬ ডিসেম্বর সৃষ্ট ভূমিকম্পের বিকিরণের ক্ষমতা কত ছিল?
Ο ক) এক হাজার পারমাণবিক বোমার সমান
Ο খ) দুই হাজার আণবিক বোমার সমান
Ο গ) তিন হাজার আণবিক বোমার সমান
Ο ঘ) নয় হাজার পারমাণবিক বোমার সমান
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলে?
Ο ক) মিটার স্কেল
Ο খ) রিখটার স্কেল
Ο গ) মিলিমিটার স্কেল
Ο ঘ) সে.মি. স্কেল
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. মৃত্যুহারের চেয়ে জন্মহার বেশি হলে জনসংখ্যা-
Ο ক) কমে যায়
Ο খ) বৃদ্ধি পায়
Ο গ) ঠিক থাকে
Ο ঘ) কিছুই হয় না
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. ঘন ঘন এসিড বৃষ্টি হয় কোন দেশে?
Ο ক) বাংলাদেশে
Ο খ) কানাডায়
Ο গ) ব্রাজিলে
Ο ঘ) ঘানায়
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. বাংলাদেশ কত সুনামিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়?
Ο ক) ১৭৬২ সালের ২ এপ্রিল
Ο খ) ১৮৬২ সনালের ২৬ ডিসেম্বর
Ο গ) ১৯০৪ সালের ২ এপ্রিল
Ο ঘ) ২০০৪ সালের ২৬ ডিসেম্বর
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. মানবদেহের কোন রোগটি এসিড বৃষ্টির কারণে হতে পারে?
Ο ক) অ্যাজমা
Ο খ) ডায়াবেটিস
Ο গ) জন্ডিস
Ο ঘ) ম্যানিনজাইটিস
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. বাংলাদেশের কোন অঞ্চলটি খরার জন্য ঝুঁকিপূর্ণ?
Ο ক) উত্তরাঞ্চল
Ο খ) উত্তর-পশ্চিমাঞ্চল
Ο গ) উত্তর-পূর্বাঞ্চল
Ο ঘ) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. বায়ুমন্ডলীয় তাপমাত্রা বাড়লে-
i. রোগজীবাণু বেশি জন্মাবে
ii. রোগ সংক্রমণ বেশি হবে
iii. অ্যানথ্রাক্স রোগ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. খরার মূল কারণ কোনটি?
Ο ক) বার্ষিক বৃষ্টিপাত কমে যাওয়া
Ο খ) উজান থেকে পানি প্রত্যাহার
Ο গ) ওজন স্তরে ক্ষয়
Ο ঘ) নদীর গতিপথ পরিবর্তন
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post