এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৮: আমাদের সম্পদ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৮: আমাদের সম্পদ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩০১. বাসাবাড়িতে শতকরা কতভাগ পানি গ্যাস ব্যবহৃত হয়?
Ο ক) ২২
Ο খ) ২১
Ο গ) ১১
Ο ঘ) ৯
 সঠিক উত্তর: (গ)

 ৩০২. pH এর মান কত হলে ফসলের সর্ব্বোচ্চ উৎপাদন সম্ভব?
Ο ক) ৬
Ο খ) ৭
Ο গ) ৮
Ο ঘ) ৯
 সঠিক উত্তর: (খ)

 ৩০৩. মাটিতে কী লাগালে ভারী বৃষ্টিপাতেও ক্ষয়সাধন হয় না?
Ο ক) হার্ব
Ο খ) গুল্ম
Ο গ) তৃণগুল্ম
Ο ঘ) বীরুৎ
 সঠিক উত্তর: (গ)

 ৩০৪. আমাদের বেঁচে থাকার জন্য অতিপ্রয়োজনীয় জ্বালানি-
i. তেল
ii. গ্যাস-কয়লা
iii. লোহা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩০৫. অ্যানথ্রাসাইট কয়লা কত বছরের পুরানো কয়লা?
Ο ক) ১৫০ মিলিয়ন
Ο খ) ২০০ মিলিয়ন
Ο গ) ৩০০ মিলিয়ন
Ο ঘ) ৩৫০মিলিয়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৬. আমাদের দেশে কত সাল থেকে যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?
Ο ক) ২০০৩
Ο খ) ১৯১০
Ο গ) ২০০০
Ο ঘ) ১৯৯৫
 সঠিক উত্তর: (ক)

 ৩০৭. কোন মাটির পানি দ্রুত নিষ্কাশন ও ধারণ ক্ষমতা দুটোই ভাল?
Ο ক) বালু মাটি
Ο খ) পলিমাটি
Ο গ) কাঁদামাটি
Ο ঘ) দোআঁশ মাটি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৮. নদী ভাঙন থেকে মাটির ক্ষয় রোধে গৃহীত ব্যবস্থা-
i. নদীর পাড়ে কলমি গাছ লাগানো
ii. নদীর পাড়ে ধনচে গাছ লাগানো
iii. নদীর পাড়ে বালুর বস্তা ফেলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৯. পানি ধারণ করার ক্ষমতা কার বেশি?
Ο ক) কাদা মাটিতে
Ο খ) বালি মাটিতে
Ο গ) এঁটেল মাটিতে
Ο ঘ) শক্ত মাটি
 সঠিক উত্তর: (ক)

 ৩১০. জলাবদ্ধতা হলে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
Ο ক) গাছ উপরে যাওয়া
Ο খ) মরে যাওয়া
Ο গ) ফলন কমে যাওয়া
Ο ঘ) গাছের শিকড়ের পচন ধরা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১১. লিগানাইট কয়লার সর্বোচ্চ কত ভাগ পর্যন্ত কার্বন থাকে?
Ο ক) ৩০
Ο খ) ৪০
Ο গ) ৫০
Ο ঘ) ৬০
 সঠিক উত্তর: (গ)

 ৩১২. বালু মাটি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে তার প্রভাব কী?
Ο ক) মাটি চাষাবাদের উপযুক্ত হয়
Ο খ) মাটির উর্বরতা নষ্ট হয়
Ο গ) মাটিতে পোকার সংখ্যা বৃদ্ধি পায়
Ο ঘ) মাটিতে সার প্রয়োজন হয়
 সঠিক উত্তর: (ক)

 ৩১৩. আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের সীমাবদ্ধতা বিবেচনা করে তা সংরক্ষণে আমরা কীভাবে চেষ্টা করব?
Ο ক) গ্যাসের চুলা ব্যবহার বন্ধ করব
Ο খ) বাসায়, মহলায় সবাইকে সচেতন করব
Ο গ) ইউরিয়া সারের ব্যবহার বন্ধ করব
Ο ঘ) গ্যাস উত্তোলন বন্ধের আবেদন জানাব
 সঠিক উত্তর: (খ)

 ৩১৪. হিউমাস হলো-
i. অ্যামিনো এসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল প্রভৃতির মিশ্রণ
ii. জটিল পদার্থ
iii. সরল পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩১৫. কোন মাটি অনেকটা আঠালো?
Ο ক) পলিমাটি
Ο খ) এঁটেল মাটি
Ο গ) কাঁদামাটি
Ο ঘ) দোআঁশ মাটি
 সঠিক উত্তর: (গ)

 ৩১৬. মাটির প্রকারভেদের অন্তর্ভুক্ত নয় কোনটি?
Ο ক) বালু মাটি
Ο খ) পলিমাটি
Ο গ) কাদামাটি
Ο ঘ) এটেঁল মাটি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৭. বালি মাটি পানি ধরে রাখতে পারে না কেন?
Ο ক) কণাগুলো ছোট বলে
Ο খ) কণাগুলো বড় বলে
Ο গ) রন্ধ্রগুলো বড় বলে
Ο ঘ) রন্ধ্রগুলো ছোট বলে
 সঠিক উত্তর: (গ)

 ৩১৮. প্রধান চার প্রকার ব্যতীত মাটির আরও প্রকারভেদ কতটি?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ৩১৯. মাটি কয়টি সমান্তরাল স্তরে বিভক্ত?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (খ)

 ৩২০. মাটি আমাদের কাজে লাগে-
i. খাদ্যশস্য উৎপাদনে
ii. ঘড়-বাড়ি নির্মাণে
iii. পানির উৎসরূপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ) 

 ৩২১. নিচের কোন খনিজটি পেন্সিলে ব্যবহার করা হয়?
Ο ক) ম্যাগনেটাইট
Ο খ) গ্রাফাইট
Ο গ) ডায়মন্ড
Ο ঘ) কোয়ার্টজ
 সঠিক উত্তর: (গ)

 ৩২২. পলিমাটির কণাগুরো বালিমাটির কণার তুলনায় আকারে কীরূপ?
Ο ক) বড়
Ο খ) ছোট
Ο গ) সমান
Ο ঘ) অনেক বড়
 সঠিক উত্তর: (খ)

 ৩২৩. প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণের ধাপ হলো-
i. প্রশমন
ii. পানি নিরূদন
iii. বিশুদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩২৪. মাটিতে পানি থাকে কোথায়?
Ο ক) মাটির অনেক গভীরে
Ο খ) মাটির কণার ফাঁকে
Ο গ) মাটির ভিতর বরফ আকারে
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: মাটির চারটি সমান্তরাল স্তরে মধ্যে Horizon A, Sub soil/Horizon B and Horizon C তৃতীয় স্তর।

 ৩২৫. উক্ত ২য় স্তরের মাটি কীরূপ?
Ο ক) বালুময়
Ο খ) শিলাময়
Ο গ) খনিজ পদার্থময়
Ο ঘ) কাদাময়
 সঠিক উত্তর: (গ)

 ৩২৬. তৃতীয় স্তরটিতে-
i. শিলা থেকে মাটি তৈরি হয়
ii. মূল শিলা থেকে নরম শিলা তৈরি হয়
iii. নরম শিলা পরিবর্তিত হয়ে মাটির কণায় পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post