ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৮: আমাদের সম্পদ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. নিচের কোন অধাতব খনিজ সবচেয়ে বেশি দ্যুতি প্রদর্শন করে?
Ο ক) কোয়ার্টজ
Ο খ) হীরা
Ο গ) মাইকা
Ο ঘ) ট্যালক
সঠিক উত্তর: (খ)
২৫২. মাটিতে পানির পরিমাণ কত?
Ο ক) ৫%
Ο খ) ২৫%
Ο গ) ৩৫%
Ο ঘ) ৪৫%
সঠিক উত্তর: (খ)
২৫৩. কোনটি গাছের পুষ্টি উপাদান?
Ο ক) খনিজ পদার্থ
Ο খ) বায়বীয় পদার্থ
Ο গ) পানি
Ο ঘ) জৈব উপাদান
সঠিক উত্তর: (ক)
২৫৪. বেশিরভাগ খনি সাধারণত কোন এলাকায় হয়ে থাকে?
Ο ক) বল এলাকায়
Ο খ) নদী গর্ভে
Ο গ) লোকালয়ে
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
২৫৫. রাসায়নিক সারের পরিবর্তে কোন সার দিতে হবে?
Ο ক) কৃত্রিমসার
Ο খ) মিশ্রিত সার
Ο গ) জৈব সার
Ο ঘ) প্রাণির বিষ্ঠা
সঠিক উত্তর: (গ)
২৫৬. কয়লা কোন ধরনের শিলা?
Ο ক) রূপান্তরিত শিলা
Ο খ) পাললিক শিলা
Ο গ) অস্থায়ী শিলা
Ο ঘ) কোটিই নয়
সঠিক উত্তর: (খ)
২৫৭. ভূগর্ভস্থ কয়লা কোনটির সাহায্য প্রক্রিয়াকরণ প্লান্টে নেওয়া হয়?
Ο ক) কনভেয়ারবেন্ট
Ο খ) রোলার
Ο গ) সেফিং বেন্ট
Ο ঘ) টলিং
সঠিক উত্তর: (ক)
২৫৮. প্রাকৃতিক গ্যাস-
i. ইউরিয়া উৎপাদন ব্যবহার করা হয়
ii. পৃথিকীকরণ একটি জটিল প্রক্রিয়া
iii. তৈরি হয় মৃত গাছপালা ও প্রাণিদেহ থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৯. কোন সবজি প্রচুর Cs পদার্থ সঞ্চায় করে?
Ο ক) আলু
Ο খ) পটল
Ο গ) পুঁইশাক
Ο ঘ) মাশরুম
সঠিক উত্তর: (ঘ)
২৬০. সাধারণত খনিজ পদার্থের নির্দিষ্ট দ্যুতি থাকে। দ্যূতির ক্ষেত্রে বলা হয়-
i. পাইরাইটসমূহ ধাতুর মতোই দ্যূতি প্রদর্শন করে
ii. অধাতব কোনো খনিজেরই দ্যুতি নেই
iii. হীরার দ্যুতি সর্বজনবিদিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬১. সবচেয়ে শক্ত খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত?
Ο ক) ২.৫-৩.৫ এর মধ্যে
Ο খ) ৩.৫-৫.৫ এর মধ্যে
Ο গ) ৪.৫-৫.৫ এর মধ্যে
Ο ঘ) ৫.৫-৬.৫ এর মধ্যে
সঠিক উত্তর: (ক)
২৬২. পেট্রোলিয়াম কোন জাতীয়?
Ο ক) তরল
Ο খ) গ্যাসীয়
Ο গ) কঠিন
Ο ঘ) তরল ও গ্যাসের মিশ্রণ
সঠিক উত্তর: (ক)
২৬৩. পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত হলো- i. ইথেন ii. গ্যাসোলিন iii. ডিজেল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৪. স্বর্ণকারগণ অলংকার তৈরির সময় ব্যবহার করেন কোনটি?
Ο ক) ডিজেল
Ο খ) কয়লা
Ο গ) অকটেন
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (খ)
২৬৫. খনিজ পদার্থের বিদারণ থেকে খনিজের কী বুঝা যায়?
Ο ক) খনির উপস্থিতি
Ο খ) অপদ্রব্যের প্রকৃতি
Ο গ) আকার-আকৃতি
Ο ঘ) রাসায়নিক গঠন
সঠিক উত্তর: (গ)
২৬৬. হিউমাসে বিদ্যমান কোনটি?
Ο ক) অ্যামিনো এসিড
Ο খ) বোরন
Ο গ) আয়োডিন
Ο ঘ) পটাসিয়াম
সঠিক উত্তর: (ক)
২৬৭. গ্যাসের প্রক্রিয়াকরণ নির্ভর করে কিসের উপর?
Ο ক) মাটির গঠনের উপর
Ο খ) আবহাওয়ার উপর
Ο গ) গ্যাসের গঠনের উপর
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (গ)
২৬৮. পলিমাটির পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে-
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) সমান
Ο ঘ) একটু কম
সঠিক উত্তর: (খ)
২৬৯. পিটি মাটিতে বেশি পরিমাণ থাকে কোনটি?
Ο ক) অজৈব পদার্থ
Ο খ) জৈব পদার্থ
Ο গ) ধাতব পদার্থ
Ο ঘ) অধাতব পদার্থ
সঠিক উত্তর: (খ)
২৭০. এ পর্যন্ত প্রায় রকমের খনিজ পদার্থ প্রকৃতিতে পাওয়া গেছে?
Ο ক) ১৫০০
Ο খ) ২০০০
Ο গ) ২৫০০
Ο ঘ) ৩০০০
সঠিক উত্তর: (গ)
২৭১. খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত?
Ο ক) ১.৫-২.৫
Ο খ) ২.৫-৩.৫
Ο গ) ৩.৫-৪.৫
Ο ঘ) ৪.৫-৫.৫
সঠিক উত্তর: (খ)
২৭২. কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) সায়ানাইভ
Ο খ) প্রাকৃতিক গ্যাস
Ο গ) কয়লা
Ο ঘ) পেট্রোলিয়াম
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. খড়িমাটির বৈশিষ্ট্য-
i. ক্ষারীয়
ii. গ্রীষ্মকালে উপযুক্ত নয়
iii. Fe ও Mg সরবরাহ ব্যাঘাত ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. শিল্পকারখানার বর্জ্যে পাওয়া যেতে পারে-
i. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নিঃসৃত হলে
ii. অস্ত্র তৈরির কারখানা থেকে নিঃসৃত হলে
iii. মানুষের দেহ থেকে নিঃসৃত হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৫. বৃষ্টি হলে সাধারণত কোন জায়গায় মাটির ক্ষয় বেশি হয়?
Ο ক) সমতল
Ο খ) ঢালু
Ο গ) শুকনো
Ο ঘ) ভেজা
সঠিক উত্তর: (খ)
২৭৬. হিউমাস-
i. লিগনিন ও ট্যানিন থেকে গঠিত
ii. প্রাণীর দেহাবশেষ থেকে গঠিত
iii. জটিল পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৭. কাঁচ তৈরিতে নিচের কোন খনিজ পদার্থটি ব্যবহৃত হয়?
Ο ক) জিপসাম
Ο খ) পাইরাইটস
Ο গ) কোয়ার্টজ
Ο ঘ) মাইকা
সঠিক উত্তর: (গ)
২৭৮. নিচের কোনটি মাটির উর্বরতা নষ্ট করে?
Ο ক) সিজিয়াম
Ο খ) ম্যাগনেসিয়াম
Ο গ) অ্যালুিমনিয়াম
Ο ঘ) ফসফরাস
সঠিক উত্তর: (ক)
২৭৯. নদীভাঙা মাটির অদ্রবণীয় পদার্থ কিরূপে তলদেশে জমা হয়?
Ο ক) মিশ্রণরূপে
Ο খ) তলানিরূপে
Ο গ) চর হিসেবে
Ο ঘ) দ্রবণরূপে
সঠিক উত্তর: (খ)
২৮০. মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রাণীর পচন শুরু হয়?
Ο ক) হরাইজোন ডি
Ο খ) হরাইজোন এ
Ο গ) হরাইজোন বি
Ο ঘ) হরাইজোন সি
সঠিক উত্তর: (খ)
২৮১. কোন ধরনের মাটি সবচেয়ে বেশি উর্বর হয়?
Ο ক) বালু মাটি
Ο খ) পলি মাটি
Ο গ) দোআঁশ মাটি
Ο ঘ) কাদামাটি
সঠিক উত্তর: (খ)
২৮২. বাংলাদেশে কয়লা ব্যবহৃত হয় না কোন কাজে?
Ο ক) বিদ্যুৎ উৎপাদনে
Ο খ) ইটের ভাটায়
Ο গ) রেস্তোরায়
Ο ঘ) শিল্প কারখানায়
সঠিক উত্তর: (ক)
২৮৩. মাটির pH কেমল হলে সব ধরনের ফসলের জন্য ভালো উৎপাদন পাওয়া যায়?
Ο ক) বেশি হলে
Ο খ) নিরপেক্ষ হলে
Ο গ) অত্যাধিক বেশি হলে
Ο ঘ) কম হলে
সঠিক উত্তর: (খ)
২৮৪. প্রকৃতিতে উৎপন্ন গ্যাসের খনিকে কী বলে?
Ο ক) গ্যাস খনি
Ο খ) গ্যাস কূপ
Ο গ) গ্যাসধার
Ο ঘ) গ্যাস ভান্ডার
সঠিক উত্তর: (খ)
২৮৫. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও অস্ত্র তৈরির কারখানা থেকে নিঃসৃত যে সকল তেজস্ক্রিয় পদার্থ মাটিকে মারাত্মক ক্ষতি করে সেগুলো হলো-
i. রেডন
ii. আলটা ভায়োলেট রে
iii. সিজিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮৬. কাদা মাটি নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো বহন করে-
i. প্রচুর পানি ধারণ করতে পারে
ii. মাটি আঠাল ধরনের হয়
iii. খনিজ পদার্থের পরিমাণ কম থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৭. কোন মাটি পানি ধারণ ক্ষমতা খুবই কম?
Ο ক) পলি মাটি
Ο খ) বালু মাটি
Ο গ) কাদা মাটি
Ο ঘ) দোআঁশ মাটি
সঠিক উত্তর: (খ)
২৮৮. ট্যালকম পাউডার, চীনামাটির থালা বাসন ইত্যাদি কী ধরনের পদার্থ?
Ο ক) খনিজ পদার্থ
Ο খ) বায়বীয় পদার্থ
Ο গ) জৈব পদার্থ
Ο ঘ) রাসায়নিক পদার্থ
সঠিক উত্তর: (ক)
২৮৯. কোন স্তরে শিলাচূর্ণ থাকে?
Ο ক) X স্তরে
Ο খ) Y স্তরে
Ο গ) Z স্তরে
Ο ঘ) Z স্তরের নিচে
সঠিক উত্তর: (গ)
২৯০. মাটির গঠনুসারে শতকরা কত আয়তনে পরান মিয়ার ফসলের ক্ষেতে সমস্যা পরিব্যাপ্ত ছিল?
Ο ক) ৫
Ο খ) ১৫
Ο গ) ২৫
Ο ঘ) ৪৫
সঠিক উত্তর: (ক)
২৯১. কোন ধরনের মাটি থেকে গাছপালা অত্যাবশ্যকীয় আয়রন ও ম্যাগনেসিয়াম গ্রহণ করতে পারে না?
Ο ক) পিটি মাটি
Ο খ) খড়ি মাটি
Ο গ) বেলে মাটি
Ο ঘ) কাদা মাটি
সঠিক উত্তর: (খ)
২৯২. মাটিতে বায়বীয় পদার্থের পরিমাণ কত?
Ο ক) ৪৫%
Ο খ) ২০%
Ο গ) ৫%
Ο ঘ) ২৫%
সঠিক উত্তর: (ঘ)
২৯৩. অপরিশোধিত তেলকে কোন প্রক্রিয়ায় আলাদা করা হয়?
Ο ক) আংশিক পাতন প্রক্রিয়ায়
Ο খ) পাতন প্রক্রিয়ায়
Ο গ) ঘনীভবন প্রক্রিয়ায়
Ο ঘ) উর্ধ্বপাতন প্রক্রিয়ায়
সঠিক উত্তর: (ক)
২৯৪. পেট্রোলিয়াম ব্যবহৃত হয়-
i. আলকাতরা তৈরিতে
ii. লুব্রিকেন্ট তৈরিতে
iii. ডিজেল ইঞ্জিনের জ্বালানি হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৫. কোনটির বায়বায়ন সবচেয়ে বেশি?
Ο ক) কাদা মাটি
Ο খ) দোআঁশ মাটি
Ο গ) বালু মাটি
Ο ঘ) পলি মাটি
সঠিক উত্তর: (গ)
২৯৬. কার্বনের তড়িৎ পরিবাহী রূপভেদটি-
i. নরমও পিচ্ছিল খনিজ
ii. চতুস্তলকীয় কেলাস বিশিষ্ট
iii. তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯৭. মাটি কীভাবে গঠিত হয়?
Ο ক) জৈব ও অজৈব পদার্থের মিশ্রণে
Ο খ) পানি ও জৈব পদার্থের মিশ্রণে
Ο গ) পানি ও অজৈব পদার্থের মিশ্রণে
Ο ঘ) বায়ু ও জৈব পদার্থের মিশ্রণে
সঠিক উত্তর: (ক)
২৯৮. কোন মাটির রন্ধ্রগুলো আকারে বড়?
Ο ক) পলি মাটি
Ο খ) বালি মাটি
Ο গ) কাদা মাটি
Ο ঘ) এঁটেল মাটি
সঠিক উত্তর: (খ)
২৯৯. বনের গাছ কাটার পূর্বে কি করতে হবে?
Ο ক) কাটা গাছ পরিবহনের ব্যবস্থা করতে হবে
Ο খ) অন্যান্য গাছের যাতে ক্ষতি না হয় সে ব্যবস্থা করতে হবে
Ο গ) নতুন গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে
Ο ঘ) মাটির যাতে ক্ষয় না হয় সে ব্যবস্থা নিতে হবে
সঠিক উত্তর: (গ)
৩০০. মাটিতে বিদ্যমান খনিজ পদার্থসমূহ কোন ধরনের হয়?
Ο ক) জৈব যৌগ
Ο খ) অজৈব যৌগ
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. নিচের কোন অধাতব খনিজ সবচেয়ে বেশি দ্যুতি প্রদর্শন করে?
Ο ক) কোয়ার্টজ
Ο খ) হীরা
Ο গ) মাইকা
Ο ঘ) ট্যালক
সঠিক উত্তর: (খ)
২৫২. মাটিতে পানির পরিমাণ কত?
Ο ক) ৫%
Ο খ) ২৫%
Ο গ) ৩৫%
Ο ঘ) ৪৫%
সঠিক উত্তর: (খ)
২৫৩. কোনটি গাছের পুষ্টি উপাদান?
Ο ক) খনিজ পদার্থ
Ο খ) বায়বীয় পদার্থ
Ο গ) পানি
Ο ঘ) জৈব উপাদান
সঠিক উত্তর: (ক)
২৫৪. বেশিরভাগ খনি সাধারণত কোন এলাকায় হয়ে থাকে?
Ο ক) বল এলাকায়
Ο খ) নদী গর্ভে
Ο গ) লোকালয়ে
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
২৫৫. রাসায়নিক সারের পরিবর্তে কোন সার দিতে হবে?
Ο ক) কৃত্রিমসার
Ο খ) মিশ্রিত সার
Ο গ) জৈব সার
Ο ঘ) প্রাণির বিষ্ঠা
সঠিক উত্তর: (গ)
২৫৬. কয়লা কোন ধরনের শিলা?
Ο ক) রূপান্তরিত শিলা
Ο খ) পাললিক শিলা
Ο গ) অস্থায়ী শিলা
Ο ঘ) কোটিই নয়
সঠিক উত্তর: (খ)
২৫৭. ভূগর্ভস্থ কয়লা কোনটির সাহায্য প্রক্রিয়াকরণ প্লান্টে নেওয়া হয়?
Ο ক) কনভেয়ারবেন্ট
Ο খ) রোলার
Ο গ) সেফিং বেন্ট
Ο ঘ) টলিং
সঠিক উত্তর: (ক)
২৫৮. প্রাকৃতিক গ্যাস-
i. ইউরিয়া উৎপাদন ব্যবহার করা হয়
ii. পৃথিকীকরণ একটি জটিল প্রক্রিয়া
iii. তৈরি হয় মৃত গাছপালা ও প্রাণিদেহ থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৯. কোন সবজি প্রচুর Cs পদার্থ সঞ্চায় করে?
Ο ক) আলু
Ο খ) পটল
Ο গ) পুঁইশাক
Ο ঘ) মাশরুম
সঠিক উত্তর: (ঘ)
২৬০. সাধারণত খনিজ পদার্থের নির্দিষ্ট দ্যুতি থাকে। দ্যূতির ক্ষেত্রে বলা হয়-
i. পাইরাইটসমূহ ধাতুর মতোই দ্যূতি প্রদর্শন করে
ii. অধাতব কোনো খনিজেরই দ্যুতি নেই
iii. হীরার দ্যুতি সর্বজনবিদিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬১. সবচেয়ে শক্ত খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত?
Ο ক) ২.৫-৩.৫ এর মধ্যে
Ο খ) ৩.৫-৫.৫ এর মধ্যে
Ο গ) ৪.৫-৫.৫ এর মধ্যে
Ο ঘ) ৫.৫-৬.৫ এর মধ্যে
সঠিক উত্তর: (ক)
২৬২. পেট্রোলিয়াম কোন জাতীয়?
Ο ক) তরল
Ο খ) গ্যাসীয়
Ο গ) কঠিন
Ο ঘ) তরল ও গ্যাসের মিশ্রণ
সঠিক উত্তর: (ক)
২৬৩. পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত হলো- i. ইথেন ii. গ্যাসোলিন iii. ডিজেল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৪. স্বর্ণকারগণ অলংকার তৈরির সময় ব্যবহার করেন কোনটি?
Ο ক) ডিজেল
Ο খ) কয়লা
Ο গ) অকটেন
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (খ)
২৬৫. খনিজ পদার্থের বিদারণ থেকে খনিজের কী বুঝা যায়?
Ο ক) খনির উপস্থিতি
Ο খ) অপদ্রব্যের প্রকৃতি
Ο গ) আকার-আকৃতি
Ο ঘ) রাসায়নিক গঠন
সঠিক উত্তর: (গ)
২৬৬. হিউমাসে বিদ্যমান কোনটি?
Ο ক) অ্যামিনো এসিড
Ο খ) বোরন
Ο গ) আয়োডিন
Ο ঘ) পটাসিয়াম
সঠিক উত্তর: (ক)
২৬৭. গ্যাসের প্রক্রিয়াকরণ নির্ভর করে কিসের উপর?
Ο ক) মাটির গঠনের উপর
Ο খ) আবহাওয়ার উপর
Ο গ) গ্যাসের গঠনের উপর
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (গ)
২৬৮. পলিমাটির পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে-
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) সমান
Ο ঘ) একটু কম
সঠিক উত্তর: (খ)
২৬৯. পিটি মাটিতে বেশি পরিমাণ থাকে কোনটি?
Ο ক) অজৈব পদার্থ
Ο খ) জৈব পদার্থ
Ο গ) ধাতব পদার্থ
Ο ঘ) অধাতব পদার্থ
সঠিক উত্তর: (খ)
২৭০. এ পর্যন্ত প্রায় রকমের খনিজ পদার্থ প্রকৃতিতে পাওয়া গেছে?
Ο ক) ১৫০০
Ο খ) ২০০০
Ο গ) ২৫০০
Ο ঘ) ৩০০০
সঠিক উত্তর: (গ)
২৭১. খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত?
Ο ক) ১.৫-২.৫
Ο খ) ২.৫-৩.৫
Ο গ) ৩.৫-৪.৫
Ο ঘ) ৪.৫-৫.৫
সঠিক উত্তর: (খ)
২৭২. কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) সায়ানাইভ
Ο খ) প্রাকৃতিক গ্যাস
Ο গ) কয়লা
Ο ঘ) পেট্রোলিয়াম
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. খড়িমাটির বৈশিষ্ট্য-
i. ক্ষারীয়
ii. গ্রীষ্মকালে উপযুক্ত নয়
iii. Fe ও Mg সরবরাহ ব্যাঘাত ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. শিল্পকারখানার বর্জ্যে পাওয়া যেতে পারে-
i. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নিঃসৃত হলে
ii. অস্ত্র তৈরির কারখানা থেকে নিঃসৃত হলে
iii. মানুষের দেহ থেকে নিঃসৃত হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৫. বৃষ্টি হলে সাধারণত কোন জায়গায় মাটির ক্ষয় বেশি হয়?
Ο ক) সমতল
Ο খ) ঢালু
Ο গ) শুকনো
Ο ঘ) ভেজা
সঠিক উত্তর: (খ)
২৭৬. হিউমাস-
i. লিগনিন ও ট্যানিন থেকে গঠিত
ii. প্রাণীর দেহাবশেষ থেকে গঠিত
iii. জটিল পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৭. কাঁচ তৈরিতে নিচের কোন খনিজ পদার্থটি ব্যবহৃত হয়?
Ο ক) জিপসাম
Ο খ) পাইরাইটস
Ο গ) কোয়ার্টজ
Ο ঘ) মাইকা
সঠিক উত্তর: (গ)
২৭৮. নিচের কোনটি মাটির উর্বরতা নষ্ট করে?
Ο ক) সিজিয়াম
Ο খ) ম্যাগনেসিয়াম
Ο গ) অ্যালুিমনিয়াম
Ο ঘ) ফসফরাস
সঠিক উত্তর: (ক)
২৭৯. নদীভাঙা মাটির অদ্রবণীয় পদার্থ কিরূপে তলদেশে জমা হয়?
Ο ক) মিশ্রণরূপে
Ο খ) তলানিরূপে
Ο গ) চর হিসেবে
Ο ঘ) দ্রবণরূপে
সঠিক উত্তর: (খ)
২৮০. মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রাণীর পচন শুরু হয়?
Ο ক) হরাইজোন ডি
Ο খ) হরাইজোন এ
Ο গ) হরাইজোন বি
Ο ঘ) হরাইজোন সি
সঠিক উত্তর: (খ)
২৮১. কোন ধরনের মাটি সবচেয়ে বেশি উর্বর হয়?
Ο ক) বালু মাটি
Ο খ) পলি মাটি
Ο গ) দোআঁশ মাটি
Ο ঘ) কাদামাটি
সঠিক উত্তর: (খ)
২৮২. বাংলাদেশে কয়লা ব্যবহৃত হয় না কোন কাজে?
Ο ক) বিদ্যুৎ উৎপাদনে
Ο খ) ইটের ভাটায়
Ο গ) রেস্তোরায়
Ο ঘ) শিল্প কারখানায়
সঠিক উত্তর: (ক)
২৮৩. মাটির pH কেমল হলে সব ধরনের ফসলের জন্য ভালো উৎপাদন পাওয়া যায়?
Ο ক) বেশি হলে
Ο খ) নিরপেক্ষ হলে
Ο গ) অত্যাধিক বেশি হলে
Ο ঘ) কম হলে
সঠিক উত্তর: (খ)
২৮৪. প্রকৃতিতে উৎপন্ন গ্যাসের খনিকে কী বলে?
Ο ক) গ্যাস খনি
Ο খ) গ্যাস কূপ
Ο গ) গ্যাসধার
Ο ঘ) গ্যাস ভান্ডার
সঠিক উত্তর: (খ)
২৮৫. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও অস্ত্র তৈরির কারখানা থেকে নিঃসৃত যে সকল তেজস্ক্রিয় পদার্থ মাটিকে মারাত্মক ক্ষতি করে সেগুলো হলো-
i. রেডন
ii. আলটা ভায়োলেট রে
iii. সিজিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮৬. কাদা মাটি নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো বহন করে-
i. প্রচুর পানি ধারণ করতে পারে
ii. মাটি আঠাল ধরনের হয়
iii. খনিজ পদার্থের পরিমাণ কম থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৭. কোন মাটি পানি ধারণ ক্ষমতা খুবই কম?
Ο ক) পলি মাটি
Ο খ) বালু মাটি
Ο গ) কাদা মাটি
Ο ঘ) দোআঁশ মাটি
সঠিক উত্তর: (খ)
২৮৮. ট্যালকম পাউডার, চীনামাটির থালা বাসন ইত্যাদি কী ধরনের পদার্থ?
Ο ক) খনিজ পদার্থ
Ο খ) বায়বীয় পদার্থ
Ο গ) জৈব পদার্থ
Ο ঘ) রাসায়নিক পদার্থ
সঠিক উত্তর: (ক)
২৮৯. কোন স্তরে শিলাচূর্ণ থাকে?
Ο ক) X স্তরে
Ο খ) Y স্তরে
Ο গ) Z স্তরে
Ο ঘ) Z স্তরের নিচে
সঠিক উত্তর: (গ)
২৯০. মাটির গঠনুসারে শতকরা কত আয়তনে পরান মিয়ার ফসলের ক্ষেতে সমস্যা পরিব্যাপ্ত ছিল?
Ο ক) ৫
Ο খ) ১৫
Ο গ) ২৫
Ο ঘ) ৪৫
সঠিক উত্তর: (ক)
২৯১. কোন ধরনের মাটি থেকে গাছপালা অত্যাবশ্যকীয় আয়রন ও ম্যাগনেসিয়াম গ্রহণ করতে পারে না?
Ο ক) পিটি মাটি
Ο খ) খড়ি মাটি
Ο গ) বেলে মাটি
Ο ঘ) কাদা মাটি
সঠিক উত্তর: (খ)
২৯২. মাটিতে বায়বীয় পদার্থের পরিমাণ কত?
Ο ক) ৪৫%
Ο খ) ২০%
Ο গ) ৫%
Ο ঘ) ২৫%
সঠিক উত্তর: (ঘ)
২৯৩. অপরিশোধিত তেলকে কোন প্রক্রিয়ায় আলাদা করা হয়?
Ο ক) আংশিক পাতন প্রক্রিয়ায়
Ο খ) পাতন প্রক্রিয়ায়
Ο গ) ঘনীভবন প্রক্রিয়ায়
Ο ঘ) উর্ধ্বপাতন প্রক্রিয়ায়
সঠিক উত্তর: (ক)
২৯৪. পেট্রোলিয়াম ব্যবহৃত হয়-
i. আলকাতরা তৈরিতে
ii. লুব্রিকেন্ট তৈরিতে
iii. ডিজেল ইঞ্জিনের জ্বালানি হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৫. কোনটির বায়বায়ন সবচেয়ে বেশি?
Ο ক) কাদা মাটি
Ο খ) দোআঁশ মাটি
Ο গ) বালু মাটি
Ο ঘ) পলি মাটি
সঠিক উত্তর: (গ)
২৯৬. কার্বনের তড়িৎ পরিবাহী রূপভেদটি-
i. নরমও পিচ্ছিল খনিজ
ii. চতুস্তলকীয় কেলাস বিশিষ্ট
iii. তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯৭. মাটি কীভাবে গঠিত হয়?
Ο ক) জৈব ও অজৈব পদার্থের মিশ্রণে
Ο খ) পানি ও জৈব পদার্থের মিশ্রণে
Ο গ) পানি ও অজৈব পদার্থের মিশ্রণে
Ο ঘ) বায়ু ও জৈব পদার্থের মিশ্রণে
সঠিক উত্তর: (ক)
২৯৮. কোন মাটির রন্ধ্রগুলো আকারে বড়?
Ο ক) পলি মাটি
Ο খ) বালি মাটি
Ο গ) কাদা মাটি
Ο ঘ) এঁটেল মাটি
সঠিক উত্তর: (খ)
২৯৯. বনের গাছ কাটার পূর্বে কি করতে হবে?
Ο ক) কাটা গাছ পরিবহনের ব্যবস্থা করতে হবে
Ο খ) অন্যান্য গাছের যাতে ক্ষতি না হয় সে ব্যবস্থা করতে হবে
Ο গ) নতুন গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে
Ο ঘ) মাটির যাতে ক্ষয় না হয় সে ব্যবস্থা নিতে হবে
সঠিক উত্তর: (গ)
৩০০. মাটিতে বিদ্যমান খনিজ পদার্থসমূহ কোন ধরনের হয়?
Ο ক) জৈব যৌগ
Ο খ) অজৈব যৌগ
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science