এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৪: জীবন বাঁচাতে বিজ্ঞান (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৪: জীবন বাঁচাতে বিজ্ঞান (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. নিচের কোন পরীক্ষাটি করার সময় রোগীর বুকের ওপর দুটি ধাতব দন্ড সেট করা হয়?
Ο ক) ইসিজি
Ο খ) এন্ডোস্কোপি
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) এক্সরে
 সঠিক উত্তর: (ক)

 ১৫২. কোনটিতে ক্লান্তি ও অবসাদগ্রস্ততা আসে?
Ο ক) এক্সরে
Ο খ) ইসিজি
Ο গ) রেডিওথেরাপি
Ο ঘ) কেমোথেরাপি
 সঠিক উত্তর: (গ)

 ১৫৩. সংবেদনশীল অঙ্গের পরিষ্কার ও বিস্তারিত ছবি তোলা যায়-
i. এমআরআই এর সাহায্যে
ii. কেমোথেরাপি প্রয়োগ করে
iii. সিটি স্ক্যানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. জখম বা আঘাতের তীব্রতা নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে?
Ο ক) এক্সরে
Ο খ) ইসিজি
Ο গ) এম আর আই
Ο ঘ) সিটি স্ক্যান
 সঠিক উত্তর: (গ)

 ১৫৫. শরীরে কোনো নির্দিষ্ট রাসায়নিক উপাদান ঠিক আছে কি না তা বোঝা যায়-
i. এক্সরে করে
ii. সিটি স্ক্যানের সাহায্যে
iii. ইসিজি পরীক্ষার দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. কেমোথেরাপিতে সাধারণত কয়বার ওষুধ প্রয়োগ করা হয়?
Ο ক) ৩ বার
Ο খ) ৪ বার
Ο গ) ৫ বার
Ο ঘ) ৬ বার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৭. ফুসফুসের ক্যান্সার শনাক্তরণে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এক্সরে
Ο খ) আলোক রশ্মি
Ο গ) তামা
Ο ঘ) সোনা
 সঠিক উত্তর: (ক)

 ১৫৮. এন্ডোস্কোপি ফলাফল নিশ্চিত করে-
i. এক্সরের
ii. সিটি স্ক্যানের
iii. এম আর আই-এর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৯. এম আর আই দ্বারা নির্ণয় করা যায়-
i. পায়ের গোড়ালির মচকানো
ii. পিঠের ব্যাথার জখম
iii. আঘাতের তীব্রতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬০. কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ হলো-
i. চুল পড়ে যাওয়া
ii. ডায়রিয়া হওয়া
iii. বমি হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬১. কিডনি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা আছে নিচের কোনটিতে?
Ο ক) সিটি স্ক্যান
Ο খ) এম আর আই
Ο গ) এনজিওগ্রাফি
Ο ঘ) এন্ডোস্কোপি
 সঠিক উত্তর: (গ)

 ১৬২. সিটিস্ক্যানে দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক ছবিতে রুপায়িত করা হয় কীভাবে?
Ο ক) গাণিতিক হিসেবে
Ο খ) জ্যামিতিক হিসেবে
Ο গ) সূচকের হিসেবে
Ο ঘ) অনুমানের ভিত্তিতে
 সঠিক উত্তর: (খ)

 ১৬৩. কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সর্বপ্রথম কোনটি প্রয়োজন?
Ο ক) ওষুধ নির্ণয়
Ο খ) পথ্য নির্বাচন
Ο গ) রোগ নির্ণয়
Ο ঘ) বাসস্থান নির্বাচন
 সঠিক উত্তর: (গ)

 ১৬৪. আল্ট্রাসনোগ্রাফির মূলনীতিকে কিসের সাথে তুলনা করা যেতে পারে?
Ο ক) তরঙ্গের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয়
Ο খ) তরঙ্গের মাধ্যমে কূপের গভীরতা নির্ণয়
Ο গ) স্লাইড ক্যালিপাসের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ১৬৫. কয় ধরনের শক্তির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়?
Ο ক) এক ধরনের
Ο খ) দুই ধরনের
Ο গ) তিন ধরনের
Ο ঘ) চার ধরনের
 সঠিক উত্তর: (খ)

 ১৬৬. রাসায়নিক ঔষধ ব্যবহার করা হয় কোনটিতে?
Ο ক) রেডিওথেরাপি
Ο খ) কেমোথেরাপি
Ο গ) সিটি স্ক্যান
Ο ঘ) এন্ডোস্কোপি
 সঠিক উত্তর: (খ)

 ১৬৭. DNA যে তৈরি করে তাকে আয়নিত করতে পারে কে?
Ο ক) ফোটন কণা
Ο খ) ইলেক্ট্রন
Ο গ) প্রোটন
Ο ঘ) গামা কণা
 সঠিক উত্তর: (ক)

 ১৬৮. অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্তকরণে কোন পরীক্ষা করা হয়?
Ο ক) সিটি স্ক্যান
Ο খ) এক্সরে
Ο গ) এমআরআই
Ο ঘ) রেডিওথেরাপি
 সঠিক উত্তর: (খ)

 ১৬৯. মানুষের সুস্থতার অবদান রয়েছে-
i. পদার্থবিজ্ঞানের
ii. অণুজীব বিজ্ঞানের
iii. চিকিৎসা বিজ্ঞানের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭০. কোষ বিভাজন বাধাগ্রস্থ করা কোনটির মূলনীতি?
Ο ক) এনজিওগ্রাফি
Ο খ) কেমোথেরাপি
Ο গ) রেডিওথেরাপি
Ο ঘ) এন্ডোস্কোপি
 সঠিক উত্তর: (খ)

 ১৭১. কার মতে আলট্রাসনোগ্রাফি ক্ষতিকর নয়?
Ο ক) ILO
Ο খ) WHO
Ο গ) WTO
Ο ঘ) FAO
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. আল্ট্রাসনোগ্রাফি করা যায় না কোনটিতে?
Ο ক) মস্তিষ্ক
Ο খ) যকৃত
Ο গ) হাড়
Ο ঘ) পিত্তথলি
 সঠিক উত্তর: (গ)

 ১৭৩. একই জায়গায় বার বার এক্সরে করার ফলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়?
Ο ক) হাড়ের ক্ষয়
Ο খ) টিউমার
Ο গ) রক্ত সঞ্চালনে ব্যাঘাত
Ο ঘ) প্রজনন সমস্যা
 সঠিক উত্তর: (খ)

 ১৭৪. সাইফ সাহেব হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার হার্ট অ্যাটাক বা স্ট্রোক অনুমান করে যে পরীক্ষাটি করাতে পারেন-
i. এমআআই
ii. এনজিওগ্রাফি
iii. কেমোথেরাপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (খ)

 ১৭৫. এম আর আই এর পূর্ণরুপ-
Ο ক) Macro Resonance Imaging
Ο খ) Micro Resonanice Imaging
Ο গ) Magnetic Resonance Imaging
Ο ঘ) Mono Resonsnce Imaging
 সঠিক উত্তর: (গ)

 ১৭৬. এমআরআই সর্বাধিক ব্যবহৃত হয়-
i. মস্তিষ্কে
ii. যোজক কলায়
iii. পেশিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৭. চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য-
i. ঘনত্ব সব জায়গায় একই রকম থাকে
ii. আধাতুকে চৌম্বকায়িত করতে পারে
iii. মানব শরীরে যে পানি আছে তাকে চৌম্বকায়িত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭৮. M.R.I - এ কী ব্যবহার করা হয়?
Ο ক) চৌম্বক ক্ষেত্র
Ο খ) তড়িৎবল
Ο গ) মহাকর্ষ
Ο ঘ) অভিকর্ষ
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. ক্লান্তি ও অবসাদগ্রস্থতা আসে কোনটিতে?
Ο ক) কেমোথেরাপি
Ο খ) এক্সরে
Ο গ) ইসিজি
Ο ঘ) রেডিওথেরাপি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮০. নিচের কোনটির ক্ষেত্রে তরল ডাই ব্যবহার করা হয় না?
Ο ক) এনজিওগ্রাফি
Ο খ) এমআর আই
Ο গ) সিটি স্ক্যান
Ο ঘ) আল্ট্রাসনোগ্রাফি
 সঠিক উত্তর: (ঘ) 

 ১৮১. হাড়ের ক্ষয় হলে বা ভেঙ্গে গেলে তা নির্ণয়ে কোনটি করা হয়?
Ο ক) এক্সরে
Ο খ) এনজিওগ্রাম
Ο গ) এন্ডোস্কপি
Ο ঘ) কেমোথেরাপি
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. হার্ট অ্যাটাকে ইউনুস খাঁর মৃত্যুতে রহমান সাহেব উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি তার হার্ট অ্যাটাক সম্পর্কে কীভাবে সতর্ক সংকেত পেতে পারেন?
Ο ক) অপারেশন করিয়ে
Ο খ) এক্সরে করিয়ে
Ο গ) কেমোথেরাপির সাহায্যে
Ο ঘ) ইসিজি পরীক্ষার মাধ্যমে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৩. রনজেন কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
Ο ক) যুক্তরাষ্ট্র
Ο খ) ইংল্যান্ড
Ο গ) জার্মানী
Ο ঘ) বেলজিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ১৮৪. চৌম্বকক্ষেত্র ব্যবহৃত হয় কোনটিতে?
Ο ক) সিটি স্ক্যান
Ο খ) এম আর আই
Ο গ) এনজিওগ্রাম
Ο ঘ) আলট্রাসনোগ্রাফি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৫. হৃৎপিন্ড সঠিকভাবে কাজ করছে কিনা কিসের মাধ্যমে জানা যায়?
Ο ক) এক্সরে
Ο খ) ইসিজি
Ο গ) এম আর আই
Ο ঘ) কোমোথেরাপি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৬. রেডিওথেরাপিতে DNA ধ্বংসে ব্যবহৃত হয়-
i. ফোটন কণা
ii. তেজস্ক্রিয় কণা
iii. বেতার তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮৭. সিটিস্ক্যানে কয়টি রশ্মি ছোড়া হয়?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) একগুচ্ছ
Ο ঘ) পরপর দুটি
 সঠিক উত্তর: (গ)

 ১৮৮. পরিপাকতন্ত্রের সমস্যা কোনটির মাধ্যমে নির্ণয় করা হয়?
Ο ক) এক্সরে
Ο খ) এম আর আই
Ο গ) এন্ডোস্কোপি
Ο ঘ) রেডিওথেরাপি
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. এক্সরে কে আবিষ্কার করেন?
Ο ক) নিউটন
Ο খ) ইউলহেন রনজেন
Ο গ) আর্কিমিডিস
Ο ঘ) ল্যাপ্লাস
 সঠিক উত্তর: (খ)

 ১৯০. কোষের DNA ধ্বংস করতে পারে নিচের কোনটি?
Ο ক) ইসিজি
Ο খ) রেডিও থেরাপি
Ο গ) এম আর আই
Ο ঘ) এন্ডোস্কোপি
 সঠিক উত্তর: (খ)

 ১৯১. সাজিদ ক্যান্সারে আক্রান্ত । তার রোগটি আরোগ্য ও নিয়ন্ত্রণের উপায়-
i. এমআরআই
ii. রেডিওথেরাপি
iii. কেমোথেরাপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৯২. চামড়া পুড়ে যায় কোনটিতে?
Ο ক) এক্সরে
Ο খ) ইসিজি
Ο গ) কেমোথেরাপি
Ο ঘ) রেডিওথেরাপি
 সঠিক উত্তর: (গ)

 ১৯৩. এক্সরে দ্বারা উপস্থিতি বোঝা যায়-
i. ভাঙা হাড়ের
ii. ক্ষতের
iii. অবাঞ্ছিত বস্তুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৪. এন্ডোস্কোপি দ্বারা নির্ণয় করা হয়-
i. গ্যাস্ট্রিক আলসার
ii. পরিপাকতন্ত্র সমস্যা
iii. মূত্রনালি সমস্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৫. ইসিজি পরীক্ষা কীসের মাধ্যমে করা হয়?
Ο ক) শব্দ তরঙ্গ
Ο খ) বৈদ্যুতিক তরঙ্গ
Ο গ) আলোক তরঙ্গ
Ο ঘ) তাপীয় তরঙ্গ
 সঠিক উত্তর: (খ)

 ১৯৬. সিটি স্ক্যানের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ্য কর-
i. এর পুরো নাম Computed Tomoghrapy Scan
ii. এটিতে দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক করা হয়
iii. সিটি স্ক্যানের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯৭. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্রকে কাজে লাগিয়ে কোন পরীক্ষাটি করা হয়?
Ο ক) এক্সরে
Ο খ) সিটি স্ক্যান
Ο গ) রেডিওথেরাপি
Ο ঘ) এন্ডোস্কোপি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৮. এন্ডোস্কোপি দন্ডে লম্বা একটি টিউবের ভিতর কয়টি অপটিক্যাল তার থাকে?
Ο ক) ২-৩টি
Ο খ) ৩-৪টি
Ο গ) ৪-৫টি
Ο ঘ) ৫-৬টি
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নর উত্তর দাও: * জামিল এক জন ক্যান্সার আক্রান্ত রেগী। তিনি নিয়মিত চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার রোগটি নিয়ন্ত্রণে রাখতে তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আক্রান্ত কোষের DNA ধ্বংস করা হয়।

 ১৯৯. ক্যান্সার আরোগ্য ও নিয়ন্ত্রণে জামিলের একমাত্র চিকিৎসা কী?
Ο ক) রেডিওথেরাপি
Ο খ) এনজিওগ্রাফি
Ο গ) কেমোথেরাপি
Ο ঘ) এন্ডোস্কোপি
 সঠিক উত্তর: (ক)

 ২০০. জামির সাহেবের চিকিৎসা কৌশলটির মাধ্যমে কী করা হয়?
Ο ক) সুস্থ কোষগুলো ধ্বংস করা হয়
Ο খ) ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয়
Ο গ) ক্যান্সার আক্রান্ত কোষ অপরিবর্তিত রাখা হয়
Ο ঘ) রাসায়নিক ওষুধ প্রয়োগ করা হয়
 সঠিক উত্তর: (খ)

 ২০১. জামিল সাহেবের উক্ত চিকিৎসায় বিদ্যমান ঝুঁকি হলো-
i. চামড়া ঝুলে যাওয়া
ii. বমি বমি ভাব, ডায়রিয়া বা বদহজম হওয়া
iii. প্রচন্ড ক্লান্তি ও অবসাদ দেখা দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post