এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৩: সবাই কাছাকাছি (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৩: সবাই কাছাকাছি (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. বিদ্যালয়ে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার কোনটি?
Ο ক) ডিজাইন
Ο খ) যোগাযোগ
Ο গ) পাবলিশিং
Ο ঘ) ফলাফল তৈরি
 সঠিক উত্তর: (খ)

 ২০২. টেপরেকর্ডারে থাকে-
i. মাইক্রোফোন
ii. স্পিকার
iii. ইলেকট্রনগান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. তুমি কীসের মাধ্যমে ঘরে বসে প্রবাসী বন্ধুর সাথে আড্ডা দিতে পার?
Ο ক) কম্পিউটার
Ο খ) ইন্টারনেট
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) মোবাইল
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. টেলিভিশনের ছবি প্রেরণ করা হয় কীভাবে?
Ο ক) শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে
Ο খ) আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে
Ο গ) বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে
Ο ঘ) আলোক তরঙ্গ রূপে
 সঠিক উত্তর: (খ)

 ২০৫. টেলিফোনের কোন অংশ কন্ঠস্বরের শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে?
Ο ক) মাউথপিস
Ο খ) রিংগাস
Ο গ) ইয়ারপিস
Ο ঘ) স্পিকার
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. কোনটির ভাষা সহজ, সরল, সুস্পষ্ট ও সম্পূর্ণ হতে হবে?
Ο ক) যোগাযোগের
Ο খ) গ্রাহকের
Ο গ) প্রেরকের
Ο ঘ) ফিডব্যাকের
 সঠিক উত্তর: (ক)

 ২০৭. দীপার টেলিফোন হ্যান্ডসেটের ইয়ারপিস কোনটি?
Ο ক) ফ্যাক্স
Ο খ) মডেম
Ο গ) মাইক্রোফোন
Ο ঘ) স্পিকার
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৮. নিচের কোনটি জনপ্রিয় ইনপুট ডিভাইস?
Ο ক) স্ক্যানার
Ο খ) ডিজিটাল ক্যামেরা
Ο গ) মাইক্রোফোন
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. কোনো সভা বা অনুষ্ঠানে বক্তা যে ইলেকট্রনিক যন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা বলেন তাকে কী বলে?
Ο ক) স্পিকার
Ο খ) ডায়াফ্রাম
Ο গ) মাইক্রোফোন
Ο ঘ) ইয়ারফোন
 সঠিক উত্তর: (গ)

 ২১০. অডিও এবং ভিডিও ভোল্টেজকে কেন এনালগ সংকেত বলা হয়?
Ο ক) এগুলো বিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় বলে
Ο খ) সংকেত একই রকম থাকে বলে
Ο গ) শুধু 0 ও 1 মান সম্ভব বলে
Ο ঘ) এগুলো নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল বলে
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. হাই-ভলিউমে রেডিও চালালে কী হতে পারে?
Ο ক) শ্রবণশক্তি কমে যেতে পারে
Ο খ) চোখ লাল হয়ে যেতে পারে
Ο গ) আঙুল ফুলে যেতে পারে
Ο ঘ) ঘাড়ে ব্যথা হতে পারে
 সঠিক উত্তর: (ক)

 ২১২. সংকেত প্রেরণের দিক দিয়ে সংকেত কত প্রকার?
Ο ক) চার প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) পাঁচ প্রকার
Ο ঘ) দুই প্রকার
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৩. কম্পিউটারে কাজের ফাঁকে আধা ঘন্টা পর কত মিনিট বিশ্রাম নেওয়া উচিত?
Ο ক) ৫মিনিট
Ο খ) ১০মিনিট
Ο গ) ১৫মিনিট
Ο ঘ) ২০মিনিট
 সঠিক উত্তর: (ক)

 ২১৪. কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ কোনটি?
Ο ক) Input
Ο খ) Out put
Ο গ) Cpu
Ο ঘ) Cpo
 সঠিক উত্তর: (গ)

 ২১৫. নিচের কোনটি সফটওয়্যার-এর উদাহরণ?
Ο ক) উইন্ডোজ-৯৮
Ο খ) মাউস
Ο গ) কী-বোর্ড
Ο ঘ) মনিটর
 সঠিক উত্তর: (ক)

 ২১৬. গ্রাহকযন্ত্র হচ্ছে- i. টেলিভিশন ii. ট্রানজিস্টার iii. রেডিও নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২১৭. টেলিফোন আবিষ্কার করেন কে?
Ο ক) আর্কিমিডিস
Ο খ) স্যামুয়েল মোর্স
Ο গ) নিউটন
Ο ঘ) আলেকজান্ডার গ্রাহামবেল
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৮. কোনটিতে মাইক্রোফোন ও স্পিকার দুটিই থাকে?
Ο ক) টেপরেকর্ডার
Ο খ) রেডিও সেট
Ο গ) টেলিভিশন সেট
Ο ঘ) ক্যালকুলেটর
 সঠিক উত্তর: (ক)

 ২১৯. এনালগ ডেট প্রেরণ করে থাকে-
i. টেলিফোন
ii. রেডিও
iii. টিভি সম্প্রচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২০. মাইক্রোফোন কোন কাজে ব্যবহার করা হয়?
Ο ক) শব্দশক্তি থেকে অডিও সংকেত পেতে
Ο খ) তড়িৎশক্তিকে শব্দে রূপান্তর করতে
Ο গ) আলোকশক্তি থেকে ভিডিও সংকেত পেতে
Ο ঘ) ভিডিও সংকেতকে দৃশ্যে পরিণত করতে
 সঠিক উত্তর: (ক)

 ২২১. তথ্য প্রযুক্তির উল্লেখ্যযোগ্য অবদান হলো-
i. সময় বাঁচে
ii. অপচয় বাড়ায়
iii. তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ২২২. সফ্‌টওয়্যার কী ধরনের শক্তি?
Ο ক) দৃশ্য শক্তি
Ο খ) অদৃশ্য শক্তি
Ο গ) অলৌকিক শক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. কোনটি হার্ডওয়্যার এর উদাহরণ?
Ο ক) কী-বোর্ড
Ο খ) মাউস
Ο গ) প্রসেসর
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৪. টেলিফোনের হ্যান্ডসেটের মাউথ পিস কোনটি?
Ο ক) ফ্যাক্স
Ο খ) মডেম
Ο গ) মাইক্রোফোন
Ο ঘ) স্পীকার
 সঠিক উত্তর: (গ)

 ২২৫. নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট হল-
Ο ক) এনালগ সংকেত
Ο খ) ডিজিটাল সংকেত
Ο গ) অডিও সংকেত
Ο ঘ) ভিডিও সংকেত
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. ফ্যাক্স আবিষ্কার করেন-
Ο ক) আলেকজান্ডার বেইন
Ο খ) ব্লেকওয়লে
Ο গ) করুনা
Ο ঘ) রেল
 সঠিক উত্তর: (ক)

 ২২৭. অডিও সংকেতের উৎস কোনটি?
Ο ক) শব্দ
Ο খ) ছবি
Ο গ) দৃশ্য
Ο ঘ) তড়িৎ সংকেত
 সঠিক উত্তর: (ক)

 ২২৮. ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে কী বলে?
Ο ক) ই-মেইল
Ο খ) ইন্টরনেট
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) টেলিগ্রাফ
 সঠিক উত্তর: (ক)

 ২২৯. সংকেতের প্রকারগুলো-
i. অডিও সংকেত
ii. ডিজিটাল সংকেত
iii. ভিডিও সংকেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩০. জগদীশ চন্দ্র বসু কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) ইতালি
Ο খ) ফ্রান্স
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) আমেরিকা
 সঠিক উত্তর: (গ)

 ২৩১. কোনটি তড়িৎ সংকেতকে শব্দে পরিবর্তিত করে?
Ο ক) স্পিকার
Ο খ) মাইক্রোফোন
Ο গ) ডায়াফ্রাম
Ο ঘ) ভয়েস কয়েল
 সঠিক উত্তর: (ক)

 ২৩২. যোগাযোগের ধাপ কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ২টি
 সঠিক উত্তর: (গ)

 ২৩৩. টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং ব্যবহৃত হয়?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (গ)

 ২৩৪. কম্পিউটার ভিশন সিনড্রোম এর কারণে সৃষ্ট চোখের সমস্যা প্রতিরোধ করা যায়-
i. ১০ মিনিট পর পর দূরের বস্তুর দিকে তাকিয়ে
ii. সঠিক পদ্ধতিতে টাইপ করে
iii. মাঝে মাঝে চোখের পলক ফেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ২৩৫. গ্রাফিক্যাল তথ্যের অন্তগর্ত- i. ছবি ii. ডায়াগ্রাম iii. লেখা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৬. ঘুমে ব্যাঘাত, স্মৃতি সমস্যা, মাথা ব্যথা হতে পারে কোনটি ব্যবহারের ফলে?
Ο ক) মোবাইল
Ο খ) টেলিভিশন
Ο গ) কম্পিউটার
Ο ঘ) রাডার
 সঠিক উত্তর: (ক)

 ২৩৭. ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Ο ক) নিরবচ্ছিন্ন পাঠ দেয়
Ο খ) এটি পুরনো প্রযুক্তি
Ο গ) এটি ব্যয়বহুল
Ο ঘ) ক্রস কানেকশন হতে পারে
 সঠিক উত্তর: (গ)

 ২৩৮. নিচের কোনটি টেলিফোন?
Ο ক) কডলেস
Ο খ) সেলুলার
Ο গ) মোবাইল
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৯. বর্তমান যুগকে কী বলা হয়?
Ο ক) অন্ধকার যুগ
Ο খ) ত্রেতা যুগ
Ο গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ
Ο ঘ) সত্য যুগ
 সঠিক উত্তর: (গ)

 ২৪০. যোগাযোগের ক্ষেত্রে তথ্য বা সংকেত প্রেরক ও গ্রাহকের নিকট কীরূপ হবে?
Ο ক) অস্পষ্ট ও বোধগম্য
Ο খ) জটিল ও সুস্পষ্ট
Ο গ) বোধগম্য ও সুস্পষ্ট
Ο ঘ) অবিরত ও বোধগম্য
 সঠিক উত্তর: (গ)

 ২৪১. কোনটির সাহায্যে এনালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তরিত করা হয়?
Ο ক) মোডেম
Ο খ) কম্পিউটার
Ο গ) সংকেত
Ο ঘ) রেডিও
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: * আহসান দীর্ঘদিন ধরে একটি গণমাধ্যমে অনুষ্ঠান শুনে আসছে। সম্প্রতি সে একটি ডিভাইস কিনেছে, যাতে সে অনুষ্ঠান শুনতে ও দেখতে পারে।

 ২৪২. আহসানের সম্প্রতি কেনা ডিভাইসটি কী?
Ο ক) টেলিভিশন
Ο খ) রেডিও
Ο গ) টেলিফোন
Ο ঘ) ফ্যাক্স মেশিন
 সঠিক উত্তর: (ক)

 ২৪৩. আহসানের সম্প্রতি কেনা ডিভাইসটি কাজ করে-
i. অডিও এবং ভিডিও সংকেতকে তড়িৎ সংকেতে রূপান্তর করে
ii. তড়িৎ সংকেতের সাথে তাড়িতচৌম্বক তরঙ্গ মিশ্রিত করে
iii. তড়িৎ সংকেতকে অডিও এবং ভিডিও সংকেতে রূপান্তর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৪. আহসানের ব্যবহার করা ডিভাইস দুটির মধ্যে সাদৃশ্য কোনটি?
Ο ক) ভিডিও সংকেত একই পদ্ধতিতে পাঠানাে হয়
Ο খ) অডিও সংকেত একই পদ্ধতিতে পাঠানো হয়
Ο গ) উভয়ই প্রেরক যন্ত্ররূপে ব্যবহারযোগ্য
Ο ঘ) উভয়ক্ষেত্রে তারের মধ্য দিয়ে সংকেত সঞ্চালিত হয়
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post