এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৩: সবাই কাছাকাছি (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৩: সবাই কাছাকাছি (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. সংকেত প্রেরণের দিক দিয়ে বিবেচনা করলে সংকেত কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ১৫২. মোবাইল ফোনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Ο ক) বেতারের সাহায্যে তথ্যের আদান-প্রদান ঘটে
Ο খ) তারের মধ্য দিয়ে সংকেত প্রেরিত হয়
Ο গ) শব্দশক্তি রূপান্তর না হয়ে সরাসরি প্রেরিত হয়
Ο ঘ) বাহক তরঙ্গ ছাড়াই তড়িৎ সংকেত সঞ্চালিত হয়
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. কোন সংকেতে অসীম সংখ্যক মান রয়েছে?
Ο ক) এনালগ সংকেত
Ο খ) ডিজিটাল সংকেত
Ο গ) অডিও সংকেত
Ο ঘ) ভিডিও সংকেত
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. কম্পিউটারে যে প্রান্ত থেকে ফলাফল পাওয়া যায় তাকে কী বলে?
Ο ক) Input
Ο খ) Output
Ο গ) CPU
Ο ঘ) GUI
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. তথ্য আদান-প্রদানের মূল প্রক্রিয়া কোনটি?
Ο ক) যোগাযোগ
Ο খ) প্রেরক
Ο গ) গ্রাহক
Ο ঘ) মানুষ
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. ডিজিট কথাটির অর্থ কী?
Ο ক) সংখ্যা
Ο খ) পরিমাপ
Ο গ) পরিমাণ
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ১৫৭. কোন তড়িৎ বা রেডিও যে ঘাত বা শব্দ তরঙ্গ প্রেরণ করে তাকে কী বলে?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) সংকেত
Ο গ) স্পিকার
Ο ঘ) যোগাযোগ
 সঠিক উত্তর: (খ)

 ১৫৮. মোবাইলের কল মোবাইল সুইচ স্টেশনে যায়-
i. মাইক্রোফোনের মাধ্যমে
ii. মাইক্রোওয়েভের মাধ্যমে
iii. তারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. কম্পিউটার অর্থ কী?
Ο ক) প্রেরণকারী
Ο খ) বহনকারী
Ο গ) গণনাকারী
Ο ঘ) তথ্য প্রচার
 সঠিক উত্তর: (গ)

 ১৬০. রেডিওর সাহায্যে গ্রাফিক্যাল তথ্যের ডকুমেন্ট হুবুহু কপি করে প্রেরণ ও গ্রহণের ইলেকট্রনিক ব্যবস্থার নাম কী?
Ο ক) টেলিফোন
Ο খ) মোবাইল
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) কম্পিউটার
 সঠিক উত্তর: (গ) 

 ১৬১. মোবাইল কোন তথ্য প্রেরণ ও গ্রহণ করে থাকে-
i. রেডিওর সাহায্যে
ii. টিভির সাহায্যে
iii. বেতারের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬২. যোগাযোগের প্রথম ধাপ কোনটি?
Ο ক) গ্রাহকযন্ত্র
Ο খ) যোগযোগ মাধ্যম
Ο গ) প্রেরক যন্ত্র
Ο ঘ) বার্তা প্রেরণ
 সঠিক উত্তর: (গ)

 ১৬৩. সিপিইউ এর কাজ কোনটি?
Ο ক) তথ্য গ্রহণ করা
Ο খ) ফলাফল প্রদান করা
Ο গ) তথ্য প্রিন্ট করা
Ο ঘ) তথ্য প্রক্রিয়াজাত করা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৪. রেডিও বা ট্রানজিস্টর সেটটিকে কী বলে?
Ο ক) প্রেরক যন্ত্র
Ο খ) গ্রাহক যন্ত্র
Ο গ) মাইক্রোফোন
Ο ঘ) স্পিকার
 সঠিক উত্তর: (খ)

 ১৬৫. কোনটির শক্তি খুবই কম?
Ο ক) অডিও সংকেত
Ο খ) ডিজিটাল সংকেত
Ο গ) ভিডিও সংকেত
Ο ঘ) সাধারণ সংকেত
 সঠিক উত্তর: (ক)

 ১৬৬. নিচের কোনটির তরঙ্গ ক্যান্সার সৃষ্টি করতে পারে?
Ο ক) টেলিভিশন
Ο খ) মোবাইল
Ο গ) কম্পিউটার
Ο ঘ) রেডিও
 সঠিক উত্তর: (খ)

 ১৬৭. যোগযোগ মানুষের কার্যক্রমকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে-
i. ঊনবিংশ শতকে
ii. বিংশ শতকে
iii. একবিংশ শতকের প্রারম্ভে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. দেখা ও শোনা দুটিই ঘটে কোনটিতে?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) রাডার
Ο ঘ) টেলিফোন
 সঠিক উত্তর: (খ)

 ১৬৯. কোনো বড় অনুষ্ঠানের সময় বক্তা যে ইলেকট্রনিক যন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা বলেন তাকে কী বলে?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) স্পিকার
Ο গ) টেলিভিশন
Ο ঘ) রেডিও
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. যেসব প্রতিভাস বা ঘটনার মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের কী বলে?
Ο ক) ডিজিটাল
Ο খ) অডিও
Ο গ) এনালগ
Ο ঘ) ভিডিও
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. কত সালে ফ্যাক্স আবিষ্কার করেন?
Ο ক) ১৯৪০
Ο খ) ১৮৪২
Ο গ) ১৮৪৩
Ο ঘ) ১৮৪৪
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে-
i. টেলিফোন
ii. টেলিভিশন
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. কোনটির ব্যবহার মুদ্রণশিল্পে বিপ্লব এনেছে?
Ο ক) টেলিফোন
Ο খ) রঙিন টেলিভিশন
Ο গ) কম্পিউটার
Ο ঘ) রেডিও
 সঠিক উত্তর: (গ)

 ১৭৪. জরুরি চিঠি পাঠাতে সবচেয়ে কম খরচে এবং দ্রুত সময়ে নিচের কোনটির সংযোগ দরকার?
Ο ক) টেলিফোন
Ο খ) মোবাইল
Ο গ) টেলিগ্রাফ
Ο ঘ) ইন্টারনেট
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৫. ডিজিটাল ঘড়িতে কতক্ষণ পরপর সংখ্যা পরিবর্তিত হয়ে সময় দেয়?
Ο ক) ১ সেকেন্ড
Ο খ) ৬০ সেকেন্ড
Ο গ) ১২০ সেকেন্ড
Ο ঘ) ৩৬০০০ সেকেন্ড
 সঠিক উত্তর: (খ)

 ১৭৬. ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়-
i. স্ক্যানার
ii. লাইট পেন
iii. মাইক্রোফোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭৭. ডিজিটাল সংকেতে তথ্য বোঝাতে ব্যবহৃত হয়- i. 0 ii. 1 iii. 2 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৮. অধিকাংশ যোগাযোগ ব্যবস্থার মেসেজ কে তৈরি করে?
Ο ক) যন্ত্র
Ο খ) মানুষ
Ο গ) হার্ডওয়্যার
Ο ঘ) সফটওয়্যার
 সঠিক উত্তর: (খ)

 ১৭৯. ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় থাকে-
i. একটি প্রেরক যন্ত্র
ii. একটি যোগাযোগ মাধ্যম
iii. একটি গ্রাহক যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮০. শব্দের কম্পনকে তড়িতে রূপান্তরের জন্য মাইক্রোফোনের কোন অংশ ডিজাইন করা হয়?
Ο ক) ডায়াফ্রাম
Ο খ) ভয়েস কয়েল
Ο গ) চুম্বক
Ο ঘ) মুভিং ফিল্ড
 সঠিক উত্তর: (ক)

 ১৮১. কত সালে টেলিভিশন চিত্র প্রেরণ সক্ষম হয়?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৩০
Ο গ) ১৯২৬
Ο ঘ) ১৯৫০
 সঠিক উত্তর: (গ)

 ১৮২. কোনটি রেকর্ডিং-এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) লাউড স্পিকার
Ο খ) মাইক্রোফেন
Ο গ) রেডিও
Ο ঘ) ডায়াফ্রাম
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. কেন্দ্রীয় প্রেক্রিয়াকরণ ইউনিটে থাকে-
i. স্মৃতি ইউনিট
ii. নিয়ন্ত্রণ ইউনিট
iii. গাণিতিক যুক্তি ইউনিট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৪. ভিশন সিনড্রোমের মধ্যে রয়েছে-
i. চোখ লাল হয়ে যাওয়া
ii. চোখের পানি শুকিয়ে যাওয়া
iii. রক্তশূণ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮৫. বিজ্ঞানী অার্থার কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) ব্রিটিশ
Ο খ) ইতালি
Ο গ) জার্মান
Ο ঘ) ইংল্যান্ড
 সঠিক উত্তর: (গ)

 ১৮৬. টেলিফোনের হ্যান্ডসেটের ইয়ার পিসকে কী বলে?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) স্পিকার
Ο গ) রিংগার
Ο ঘ) রেডিও
 সঠিক উত্তর: (ক)

 ১৮৭. ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় থাকে-
i. প্রেরক যন্ত্র
ii. মাধ্যম
iii. গ্রাহক যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৮. কম্পিউটারে প্রধান যে দুটি ইনপুট ডিভাইস থাকে তা হল-
Ο ক) কী-বোর্ড
Ο খ) মাউস
Ο গ) কী-বোর্ড ও মাউস
Ο ঘ) স্পিকার ও সিপিইউ
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. মাইক্রোফোনের মধ্যের ধাতুর পাতলা পাতটির নাম কী?
Ο ক) ডায়াফ্রাম
Ο খ) রেডিও
Ο গ) ট্রানজিস্টার
Ο ঘ) স্পিকার
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. রেডিওর লাউড স্পিকার বিদ্যুৎ শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
Ο ক) শব্দ শক্তিতে
Ο খ) আলোক শক্তিতে
Ο গ) চাপ শক্তিতে
Ο ঘ) তাপ শক্তিতে
 সঠিক উত্তর: (ক)

 ১৯১. নিচের কোনটি যোগাযোগ চ্যানেল বা মাধ্যমের উদাহরণ?
Ο ক) নয়েজ
Ο খ) ফিডব্যাক
Ο গ) মুখোমুখি আলাপন
Ο ঘ) ম্যাসেজ
 সঠিক উত্তর: (গ)

 ১৯২. বার্তা প্রেরকের কাছে সাড়া বা উত্তর পাঠানোকে কী বলে?
Ο ক) সৌজন্যবোধ
Ο খ) ফিডব্যাক
Ο গ) সংকেত
Ο ঘ) চ্যানেল
 সঠিক উত্তর: (খ)

 ১৯৩. শব্দ দূষণজনিত স্বাস্থ্য সমস্যা হয় কোনটি থেকে?
Ο ক) কম্পিউটার
Ο খ) রাডার
Ο গ) টেলিফোন
Ο ঘ) রেডিও টেলিভিশন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৪. বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
Ο ক) ২
Ο খ) ৮
Ο গ) ১৬
Ο ঘ) ৩২
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহৃত সফ্‌টওয়্যার হচ্ছে-
i. Netscape communication
ii. Internet Explorer
iii. Opera
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৬. এনালগ সংকেতে অসুবিধা-
i. সংকেত বিকৃত হয়
ii. সংকেত একই রকম থাকে
iii. ক্রস কানেকশন হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৯৭. কোনো ই-মেইল আসলে তা কোথায় জমা থাকে?
Ο ক) ব্যবহারকারীর কম্পিউটারে
Ο খ) ওয়েব ব্রাউজিং সফ্‌টওয়্যারে
Ο গ) ISP-এর সার্ভারে অবস্থিত প্রাপকের মেইল বক্সে
Ο ঘ) ISP-এর সার্ভারে অবস্থিত প্রেরকের মেইল বক্সে
 সঠিক উত্তর: (গ)

 ১৯৮. ইন্টারনেটের ব্যবহার হয়-
i. ই-মেইলে
ii. ই-কমার্সে
iii. ওয়ার্ড প্রসেসিং-এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯৯. টেলিভিশন ক্যামেরা দৃশ্যকে কোন প্রক্রিয়ায় তড়িৎ সংকেতে রূপান্তর করে?
Ο ক) গ্রাফিক্স
Ο খ) এনিমেশন
Ο গ) স্ক্যানিং
Ο ঘ) ড্রয়িং
 সঠিক উত্তর: (গ)

 ২০০. কোন যন্ত্রের সাহায্যে ছবিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে প্রেরণ করা হয়?
Ο ক) গ্রাহক যন্ত্র
Ο খ) রেডিও
Ο গ) তরঙ্গ
Ο ঘ) প্রেরক যন্ত্র
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post