এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৩: সবাই কাছাকাছি (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৩: সবাই কাছাকাছি (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. এনালগ সংকেতের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) মান পরিবর্তন হয় না
Ο খ) মান নিরবচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হয়
Ο গ) পৃথকভাবে চেনা যায়
Ο ঘ) বাইনারি কোড এর সাহায্য নিতে হয়
 সঠিক উত্তর: (খ)

 ১০২. কবে থেকে যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে?
Ο ক) আদিকাল
Ο খ) সাম্প্রতিক কাল
Ο গ) কলিকাল
Ο ঘ) বিংশ শতাব্দী
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. ভিডিও সংকেতের উৎস কোনটি?
Ο ক) শব্দ
Ο খ) ছবি
Ο গ) ক্যামেরা
Ο ঘ) তড়িৎ
 সঠিক উত্তর: (খ)

 ১০৪. স্পিকারের বায়ু ফাঁকে কোনটি ঝুলানো থাকে?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) রেডিও
Ο গ) তড়িৎক্ষেত্র
Ο ঘ) ভয়েস কল
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৫. মোবাইল ফোন ব্যবহারে বিকিরণের প্রভাব-
i. প্রাপ্তবয়স্কদের ওপরে কম
ii. সবার ওপরে সমান
iii. শিশুদের ওপরে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. শ্রোতা যে যন্ত্র থেকে জোড়ে শব্দ শুনতে পান তাকে কী বলে?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) টেলিভিশন
Ο গ) কম্পিউটার
Ο ঘ) স্পিকার
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৭. ইন্টারনেটের মাধ্যমে নিম্নের যে সেবা পাওয়া যায় তা হলো-
i. E-mail আদান-প্রদান
ii. Web Browsing
iii. Web searching
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৮. অধিক সময় ধরে কম্পিউটারে গেইম খেললে কী সমস্যা হয়?
Ο ক) আঙ্গুল কেটে যায়
Ο খ) আঙ্গুল ফুলে যায়
Ο গ) চোখ চুলকানো
Ο ঘ) আঙ্গুল স্বাভাবিক থাকে
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. কম্পিউটারের বৈশিষ্ট্যে আওতাভুক্ত নয় কোনটি?
Ο ক) দ্রুত গতি
Ο খ) বিবেক বুদ্ধি
Ο গ) বিশ্বস্ততা
Ο ঘ) অক্লান্ত
 সঠিক উত্তর: (খ)

 ১১০. ক্যামেরা দ্বারা ধারণকৃত দৃশ্য স্ক্যানিং প্রক্রিয়া তড়িৎ সংকেতে রূপান্তরিত করে তাকে কী বলে?
Ο ক) অডিও সংকেত
Ο খ) ভিডিও সংকেত
Ο গ) ডিজিটাল সংকেত
Ο ঘ) এনালগ সংকেত
 সঠিক উত্তর: (খ)

 ১১১. রিনা ক্লাসে তার শিক্ষকের বক্তৃতা শুনছে। এটিকে কী বলা যায়?
Ο ক) যোগাযোগ
Ο খ) বক্তৃতা
Ο গ) চিন্তাভাবনা
Ο ঘ) আলোচনা
 সঠিক উত্তর: (ক)

 ১১২. টেলিভিশন কে আবিষ্কার করেন?
Ο ক) লজিবেয়ার্ড
Ο খ) গ্রাহাম বেল
Ο গ) স্যামুয়েল মোর্স
Ο ঘ) পপভ
 সঠিক উত্তর: (ক)

 ১১৩. কম্পিউটারের প্রধান দু’টি ইনপুট ডিভাইস হলো-
i. মনিটর
ii. কী- বোর্ড
iii. মাউস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১১৪. কত সালে টেলিফোন আবিষ্কার করেন?
Ο ক) ১৯০৫
Ο খ) ১৮৭৫
Ο গ) ১৯৭৫
Ο ঘ) ১৮০৫
 সঠিক উত্তর: (খ)

 ১১৫. রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয় কোনটি দিয়ে?
Ο ক) সালফার দানা
Ο খ) ফসফিন
Ο গ) ফসফর দানা
Ο ঘ) সিলিকন দানা
 সঠিক উত্তর: (গ)

 ১১৬. কম্পিউটার ব্যবহৃত হয়-
i. চিকিৎসাক্ষেত্রে
ii. ব্যবসায়িক যোগাযোগে
iii. শিল্প কারখানায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. ০ এবং ১ অংক দুটির প্রত্যেকটিকে কী বলে?
Ο ক) ডিজিট
Ο খ) বিট
Ο গ) বাইট
Ο ঘ) বাইনারী
 সঠিক উত্তর: (খ)

 ১১৮. কম্পিউটার ব্যবহৃত হয়-
i. চিকিৎসাক্ষেত্রে
ii. শিক্ষাক্ষেত্রে
iii. ব্যবসা-বাণিজ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৯. টিভি সম্প্রচার সাধারণত কোনটি প্রেরণ করে থাকে?
Ο ক) এনালগ ডেটা
Ο খ) ডিজিটাল ডেটা
Ο গ) প্রথমে ডিজিটাল পরে এনালগ ডেটা
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ১২০. কোন ডিভাইসে ক্রস কানেকশন হতে পারে?
Ο ক) এনালগ
Ο খ) ডিজিটাল
Ο গ) অডিও
Ο ঘ) ভিডিও
 সঠিক উত্তর: (ক)

 ১২১. ই-মেইল এর পূর্ণ রূপ কী?
Ο ক) ইন্টারনেট মেইল
Ο খ) ইলেকট্রিক্যাল মেইল
Ο গ) ইলেকট্রিক মেইল
Ο ঘ) ইলেকট্রনিক মেইল
 সঠিক উত্তর: (ঘ)

 ১২২. ইন্টারনেটের Search করার জন্য জনপ্রিয় সার্চ ইঞ্জিনের উদাহরণ হচ্ছে-
i. Google
ii. Altavista
iii. Opera
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. প্রেরক কী দিয়ে বার্তা প্রেরণ করে?
Ο ক) মাধ্যম
Ο খ) মানুষ
Ο গ) যন্ত্র
Ο ঘ) যানবাহন
 সঠিক উত্তর: (ক)

 ১২৪. কোনটিতে ক্রস কানেকশন হয় না?
Ο ক) এনালগ ডিভাইস
Ο খ) অডিও ডিভাইস
Ο গ) ডিজিটাল ডিভাইসে
Ο ঘ) সবকটি
 সঠিক উত্তর: (গ)

 ১২৫. বেশি সংখ্যক কম্পিউটার নেটওর্য়াকের জন্য কোন সংকেত ব্যবহার করা উত্তম?
Ο ক) অডিও সংকেত
Ο খ) ভিডিও সংকেত
Ο গ) এনালগ সংকেত
Ο ঘ) ডিজিটাল সংকেত
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৬. অডিও সংকেতের উৎস কোনটি?
Ο ক) আধান
Ο খ) শব্দ
Ο গ) তরঙ্গ
Ο ঘ) ক্যামেরা
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. যে ইলেকট্রিক ব্যবস্থা কোনো লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ ও গ্রহণ করা হয় তাকে কী বলে?
Ο ক) ফ্যাক্স
Ο খ) ই-মেইল
Ο গ) টেলিফোন
Ο ঘ) মোবাইল
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের বড় পার্থক্য কোনটি?
Ο ক) বিনোদন যন্ত্র
Ο খ) তথ্য বিনিময় যন্ত্র
Ο গ) হিসাবের যন্ত্র
Ο ঘ) প্রোগ্রামিং যন্ত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৯. দূরত্ব বেশি হলে এনালগ সংকেতের ক্ষমতা কী হয়?
Ο ক) বাড়তে থাকে
Ο খ) কমতে থাকে
Ο গ) একই থাকে
Ο ঘ) কমে তারপর বাড়ে
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. যোগাযোগের মৌলিক নীতিমালা-
Ο ক) সঠিক তথ্য সঠিক ব্যক্তির কাছে পাঠানো
Ο খ) প্রেরক ও গ্রাহক থাকতে হবে না
Ο গ) যোগাযোগে আগ্রহ ও গ্রহণযোগ্যতা থাকবে না
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. অডিও সংকেত দূর-দূরান্তে প্রেরণ করা যায় না কেন?
Ο ক) শক্তি কম থাকে
Ο খ) শক্তি বেশি থাকে
Ο গ) শক্তি থাকে না
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ১৩২. টেলিভিশন শব্দের বাংলা অর্থ কী?
Ο ক) দূর দর্শন
Ο খ) নিকট দর্শন
Ο গ) শব্দ
Ο ঘ) তরঙ্গ
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. মোবাইল বা সেলুলার টেলিফোন যোগাযোগে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) কম্পিউটার
 সঠিক উত্তর: (ক)

 ১৩৪. যে তরঙ্গের কোনো মাধ্যম লাগে না তা হলো-
i. আলোর তরঙ্গের
ii. তাপ তরঙ্গের
iii. বেতার তরঙ্গের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৫. CPU এর পূর্ণরূপ কোনটি?
Ο ক) Central processing Union
Ο খ) Central Parts of Unit
Ο গ) Central Processing Unit
Ο ঘ) Central Process Unit
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কোনটি?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) লাউড স্পিকার
Ο গ) ক্যামেরা
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ১৩৭. কম্পিউটারের প্রাণ বলা হয় কোনটিকে?
Ο ক) মাউস
Ο খ) প্রিন্টার
Ο গ) হার্ডওয়্যার
Ο ঘ) সফটওয়্যার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৮. দীর্ঘদিন ও দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে চোখে নানান সমস্যার সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) চোখ উঠা
Ο খ) চোখ ব্যথা
Ο গ) কম্পিউটার ভিশন সিনড্রোম
Ο ঘ) চোখে ছানি পড়া
 সঠিক উত্তর: (গ)

 ১৩৯. আদিকালে মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি ছিল?
Ο ক) টেলিফোন
Ο খ) কবুতর
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) ফ্যাক্স
 সঠিক উত্তর: (খ)

 ১৪০. কোনটির মাধ্যমে তুমি তোমার প্রয়োজনীয় বইপুস্তক পেতে পার?
Ο ক) কম্পিউটার
Ο খ) ইন্টারনেট
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) মোবাইল
 সঠিক উত্তর: (খ)

 ১৪১. কোনটি শব্দ দূষণজনিত সমস্যা সৃষ্টি করে?
Ο ক) কম্পিউটার
Ο খ) রাডার
Ο গ) টেলিভিশন
Ο ঘ) মোবাইল
 সঠিক উত্তর: (গ)

 ১৪২. যোগাযোগের নীতিমালার ক্ষেত্রে-
i. প্রেরক ও গ্রাহক থাকবে
ii. ভাষা হবে সহজ, সরল ও সুস্পষ্ট
iii. যোগাযোগ আসলে একটি আর্ট বা কলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৩. ভিডিও তরঙ্গকে কীভাবে তাড়িতচৌম্বক তরঙ্গের সাথে মিশ্রিত করা হয়?
Ο ক) এন্টেনা ব্যবহার করে
Ο খ) স্ক্যান করে
Ο গ) ইলেকট্রনগান দিয়ে ইলেকট্রন ছুড়ে
Ο ঘ) মডুলেশন প্রক্রিয়ায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. কোনটি কাঁধ ও ঘাড়ে সমস্যা সৃষ্টির জন্য দায়ী?
Ο ক) দীর্ঘক্ষণ টিভি দেখা
Ο খ) দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা
Ο গ) দীর্ঘক্ষণ রেডিও শোনা
Ο ঘ) দীর্ঘক্ষণ ফোনে কথা বলা
 সঠিক উত্তর: (খ)

 ১৪৫. শব্দ প্রেরণকারী যন্ত্র কীসের সাহায্যে শব্দ সংগ্রহ করে?
Ο ক) গ্রাহক যন্ত্রের সাহায্যে
Ο খ) প্রেরক যন্ত্রের সাহায্যে
Ο গ) মাইক্রোফোনের সাহায্যে
Ο ঘ) লাউড স্পিকারের সাহায্যে
 সঠিক উত্তর: (গ)

 ১৪৬. কম্পিউটারের কোন অংশকে মানব মস্তিষ্কের সাথে তুলনা করা হয়?
Ο ক) প্রধান স্মৃতি
Ο খ) সহায়ক স্মৃতি
Ο গ) সিপিইড
Ο ঘ) আউটপুট
 সঠিক উত্তর: (গ)

 ১৪৭. মুদ্রন শিল্পে কম্পিউটার ব্যবহৃত হয়-
i. ডিজাইন তৈরিতে
ii. কম্পোজ করতে
iii. স্বশিখনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৮. যোগাযোগের গুরুত্বের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) মাধ্যম ছাড়াই যোগাযোগ সম্ভব
Ο খ) যোগাযোগের ভাষা হতে হয় দুর্বোধ্য
Ο গ) প্রেরক ও গ্রাহক ব্যতীত যোগযোগ হয়
Ο ঘ) যোগযোগের ওপর সমস্যার সমাধান নির্ভরশীল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৯. কোনটি প্রধান অফিস বা অন্য ফোনের সাথে তার দিয়ে সংযুক্ত থাকে না?
Ο ক) টেলিফোন
Ο খ) মোবাইল
Ο গ) কম্পিউটার
Ο ঘ) ফ্যাক্স
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. ইন্টারনেট তৈরিতে প্রয়োজন কোনটি?
Ο ক) টেলিফোন লাইন
Ο খ) ইলেকট্রিক লাইন
Ο গ) ক্যাবল লাইন
Ο ঘ) স্থির ইলেকট্রিক লাইন
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post