এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. অ্যানোড বলতে কোন ধরনের তড়িৎদ্বারকে বুঝায়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ২০২. সিরিজ সংযোগে সুইচ অন করলে-
i. সবগুলো বাল্ব জ্বলে উঠে
ii. অল্প কিছু বাল্ব জ্বলে উঠে
iii. সবগুলো বাল্ব অফ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৩. তড়িৎ বিশ্লেষণ প্রণালিতে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে কী বলে?
Ο ক) তড়িৎ প্রলেপন
Ο খ) তড়িৎ মুদ্রণ
Ο গ) ধাতু নিষ্কাশন
Ο ঘ) ধাতু শোধন
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. সিস্টেম লসের প্রভাবে কোনটি ঘটে?
Ο ক) সমাজে নৈতিক অবক্ষয় দেখা দেয়
Ο খ) লোড শেডিং হ্রাস পায়
Ο গ) অনেক মানুষ উপকৃত হয়
Ο ঘ) শুধু আর্থিক ক্ষতি হয়
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. নিচের কোনটি ইউপিএস এর অংশ নয়?
Ο ক) রেকটিফায়ার
Ο খ) ব্যাটারি
Ο গ) লাইন ইন্টারোটিভ
Ο ঘ) ইনভারটাস
 সঠিক উত্তর: (গ)

 ২০৬. CuSO4 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
Ο ক) তড়িৎ বিশ্লেষণে
Ο খ) গ্যালভানাইজেশনে
Ο গ) তড়িৎ প্রলেপনে
Ο ঘ) তড়িৎ সংযোগে
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৭. কপার সালফেট দ্রবণে কপার আয়নের চার্জ-
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) ধনাত্মক বা নিরপেক্ষ
 সঠিক উত্তর: (ক)

 ২০৮. যে বস্তুতে প্রলেপ দিতে হবে সেটি ভোল্টমিটারের কী হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) অ্যানোড
Ο খ) ক্যাথোড
Ο গ) তড়িৎদ্বার
Ο ঘ) তড়িৎ মুদ্রণ
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. ব্যাটারি কোন কাজে ব্যবহার করা হয়?
Ο ক) রাসায়নিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করতে
Ο খ) বিদ্যুতের সাহায্যে কোনো পদার্থকে ভাঙতে
Ο গ) ব্যয়িত বিদ্যুশক্তির হিসাব রাখতে
Ο ঘ) বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদ রাখতে
 সঠিক উত্তর: (ক)

 ২১০. এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
Ο ক) খরচ বৃদ্ধি হয়
Ο খ) শক্তির ব্যবহার বেড়ে যায়
Ο গ) খরচ সাশ্রয় হয়
Ο ঘ) শক্তির অপচয় বেড়ে যায়
 সঠিক উত্তর: (গ)

 ২১১. স্বাভাবিক অবস্থায় পরমাণু বা অণুতে ইলেকট্রনের সংখ্যা কার সমান থাকে?
Ο ক) নিউট্রন সংখ্যার
Ο খ) প্রোটন সংখ্যার
Ο গ) আধান সংখ্যার
Ο ঘ) সবগুলোর
 সঠিক উত্তর: (খ)

 ২১২. লোডশেডিং-এর কারণ-
i. বিদ্যুতের সিস্টেম লস
ii. বিদ্যুতের অপচয়
iii. বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৩. নিচের কোনটি আয়ন?
Ο ক) Na
Ο খ) CI
Ο গ) AI
Ο ঘ) Mg2+
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৪. তড়িৎকোষের অ্যানোডে কী জমা হয়?
Ο ক) ধনাত্মক আয়ন
Ο খ) ইলেকট্রন
Ο গ) পানি
Ο ঘ) হাইড্রোজেন
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. ব্যাটারিতে ক্যাথোড কী?
Ο ক) ধনাত্মক তড়িৎদ্বার
Ο খ) ঋণাত্মক তড়িৎদ্বার
Ο গ) তড়িৎ বিশ্লেষ্য
Ο ঘ) ধনাত্মক আয়ন
 সঠিক উত্তর: (খ)

 ২১৬. কোনো আয়নে মোট আধানের সংখ্যা নির্ভর করে কোনটির উপর?
Ο ক) ভর
Ο খ) আয়তন
Ο গ) ঘনত্ব
Ο ঘ) যোজ্যতা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৭. ইলেকট্রন সংখ্যা সংশ্লিষ্ট পরমাণুর চেয়ে বেশি-
i. ঋণাত্মক আয়নের
ii. অ্যানায়নের
iii. ধনাত্মক আয়নের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৮. তড়িৎ সংযোগে কয়টি মেইন তার থাকে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ১
 সঠিক উত্তর: (ক)

 ২১৯. বিদ্যুৎ বিল কমানোর জন্য আমাদের কোনটি ব্যবহার করা উচিত?
Ο ক) সাধারণ বাল্ব
Ο খ) এনার্জি সেভিং বাল্ব
Ο গ) আই পি এস
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নর উত্তর দাও: * বর্তমানে বাজারে সাধারণ বাল্বের পাশাপাশি এনার্জি সেভিং বাল্বের ব্যবহার বাড়ছে। এই বাল্ব ব্যবহারের ফলে নিজস্ব অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পরিবেশের বিভিন্ন দিক থেকে সুবিধা হয়।

 ২২০. একটি সাধারণ বাল্বের জায়গায় উক্ত বাল্ব ব্যবহার করে বছরে কত লক্ষ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব?
Ο ক) ২০
Ο খ) ২৫
Ο গ) ৩০
Ο ঘ) ৪০
 সঠিক উত্তর: (গ)

 ২২১. উপরোক্ত বাল্বের সুবিধাসমূহ-
i. খরচ সাশ্রয়
ii. শক্তির ব্যবহার বৃদ্ধি
iii. জীবশ্ম জ্বালানীর উপর চাপ কমানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post