এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলে মোট কয়টি আয়ন উৎপন্ন হয়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
 সঠিক উত্তর: (খ)

 ১৫২. তুঁতের সংকেত কোনটি?
Ο ক) Ag2SO4
Ο খ) Fe2(SO4)3
Ο গ) CuSO4.5H2O
Ο ঘ) Na2SO4
 সঠিক উত্তর: (গ)

 ১৫৩. নিরপেক্ষ তারের সাথে সংযোগ দেওয়া হলে কী হবে?
Ο ক) বিদ্যুৎ প্রবাহ চলবে
Ο খ) বিদ্যুৎ প্রবাহ চলবে না
Ο গ) দুর্ঘটনা ঘটবে না
Ο ঘ) আউটপুটগুলো চলবে
 সঠিক উত্তর: (খ)

 ১৫৪. বকশীগঞ্জের সমস্যার কারণ-
i. বিদ্যুতের সিস্টেম লস
ii. সরবরাহ পদ্ধতির ত্রুটি
iii. চাহিদার তুলনায় তড়িতের স্বল্প উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৫. CuSO4 পানিতে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে-
i. Cu2+
ii. Cu+
iii. SO42-
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫৬. কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কী বলে?
Ο ক) তড়িৎ প্রলেপন
Ο খ) তড়িৎ মুদ্রণ
Ο গ) তড়িৎ বর্তনী
Ο ঘ) তড়িৎ বিশ্লেষণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৭. ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ১৫৮. ফিউজ হলো-
i. টিন সীসার সঙ্কর ধাতু
ii. চীনমাটির হোল্ডারে সংযুক্ত তার
iii. কম গলনাঙ্কের ধাতব তার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৯. রাসায়নিক বিক্রিয়ার ফলে ব্যাটারিতে অ্যানোডে কী কমে যায়?
Ο ক) নিউট্রন
Ο খ) প্রোটন
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) অপদ্রব্য
 সঠিক উত্তর: (গ)

 ১৬০. কত সালে আরহেনিয়াস তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
Ο ক) ১৮৮০
Ο খ) ১৮৮২
Ο গ) ১৮৮৪
Ο ঘ) ১৮৮১
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬১. তড়িৎ মুদ্রণের জন্য অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়?
Ο ক) দস্তা
Ο খ) তামা
Ο গ) লোহা
Ο ঘ) অ্যালুমিনিয়াম
 সঠিক উত্তর: (ক)

 ১৬২. CuSO4 এর তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করলে অ্যানোডে কী পাওয়া যায়?
Ο ক) কপার
Ο খ) সালফার
Ο গ) অক্সিজেন
Ο ঘ) হাইড্রোজেন
 সঠিক উত্তর: (গ)

 ১৬৩. সিস্টেম লসের কারণ কোনটি?
Ο ক) তড়িৎ এর অবৈধ সংযোগ
Ο খ) সরবরাহ পদ্ধতির উন্নয়ন
Ο গ) অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ
Ο ঘ) দক্ষ ও সফল মনিটর ঠিক করতে হবে
 সঠিক উত্তর: (ক)

 ১৬৪. অন্তরকের উদাহরণ হলো- i. মানবদেহে ii. রাবার iii. প্লাস্টিক নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬৫. ইলেক্ট্রনের আধানকে একক ধরলে ত্রিযোজী আয়নে আধান থাকবে-
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (গ)

 ১৬৬. বাড়িতে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে তা নিচের কোনটিতে লিপিবদ্ধ হয়?
Ο ক) ফিউজ
Ο খ) মিটার
Ο গ) হিটার
Ο ঘ) মেইন সুইচ
 সঠিক উত্তর: (খ)

 ১৬৭. তড়িৎ প্রবাহ উৎপাদনের উৎস হচ্ছে-
i. ব্যাটারি
ii. মোটর
iii. জেনারেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. প্রতিটি সালফেট আয়নে কয়টি ঋণাত্মক আধান থাকে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
 সঠিক উত্তর: (খ)

 ১৬৯. দেশের প্রতিটি পরিবার একটি করে সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করলে অতিরিক্ত কত পরিবারে তড়িৎ সংযোগ দেওয়া সম্ভব হবে?
Ο ক) ৩ হাজার
Ο খ) ৩০ হাজার
Ο গ) ৩ লক্ষ
Ο ঘ) ৩০ লক্ষ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭০. এক ওয়াট-ঘন্টা সমান কোনটি?
Ο ক) ১ ওয়াট × ১ ঘন্টা
Ο খ) ১ ওয়াট × ২ ঘন্টা
Ο গ) ২ ওয়াট × ২ ঘন্টা
Ο ঘ) ২ ওয়াট × ১ ঘন্টা
 সঠিক উত্তর: (ক)

 ১৭১. বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে কী বলা হয়?
Ο ক) বর্তনী
Ο খ) রোধ
Ο গ) কোষ
Ο ঘ) ব্যাটারি
 সঠিক উত্তর: (ক)

 ১৭২. 40 W এর একটি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎশক্তির প্রয়োজন হবে?
i. 12 kWh
ii. 1200 Wh
iii. 12103Wh
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭৩. ইলেকট্রনকে তারের মধ্য দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডে যেতে সহায়তা করে কোনটি?
Ο ক) অ্যানোড
Ο খ) তড়িৎ বিশ্লেষ্য
Ο গ) ক্যাথোড
Ο ঘ) ব্যাটারী
 সঠিক উত্তর: (খ)

 ১৭৪. বিদ্যুতের বিকল্প হিসেবে লাগানো যন্ত্রটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি অপর্যাবৃত্ত প্রবাহে চলে
ii. নিম্ন ভোল্টেজেও চার্জিত হয়
iii. তড়িতের আউটপুটের সাথে সংযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৫. কোনটির জন্য বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়?
Ο ক) ভোল্টেজ
Ο খ) শক্তি
Ο গ) কারেন্ট
Ο ঘ) ক্ষমতা
 সঠিক উত্তর: (খ)

 ১৭৬. তড়িৎ বিশ্লেষ্য কোষকে কী বলে?
Ο ক) ভোল্টমিটার
Ο খ) অ্যামিটার
Ο গ) গ্যালভানোমিটার
Ο ঘ) ভোল্টামিটার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৭. ইলেক্ট্রাইপিং কালে কিছু সময় ধরে উপযুক্ত পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে ছাঁচের ওপর কোন ধাতুর আস্তরণ পড়ে?
Ο ক) লোহা
Ο খ) তামা
Ο গ) অ্যালুমিনিয়াম
Ο ঘ) জিংক
 সঠিক উত্তর: (খ)

 ১৭৮. কোনটি দ্বারা বাড়ির ভেতরের প্রবাহ বন্ধ বা চালনা করা যায়?
Ο ক) সুইচ
Ο খ) ফিউজ
Ο গ) প্লাগ-সকেট
Ο ঘ) ডিস্ট্রিবিউশন
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. সমান্তরাল বর্তনী-
i. হাউজ ওয়্যারিং-এ উপযোগী নয়
ii. হাউজ ওয়্যারিং-এ উপযোগী
iii. সংযুক্ত বাতিগুলো ব্যাটারির পুরোপুরি ভোল্টেজ পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮০. অ্যানোড ও ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত-
Ο ক) কম হবে
Ο খ) বেশি হবে
Ο গ) কোনো পরিবর্তন হবে না
Ο ঘ) শূণ্য হবে
 সঠিক উত্তর: (খ)

 ১৮১. BOT কী?
Ο ক) বোর্ড অব ট্রেড ইউনিট
Ο খ) বোর্ড অব ট্রেডার্স
Ο গ) বোর্ড অব ট্রেড
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. বিদ্যুৎ শক্তির খরচ কোথায় লিপিবদ্ধ হয়?
Ο ক) ফিউজে
Ο খ) প্লাগ-সকেটে
Ο গ) মিটারে
Ο ঘ) সুইচে
 সঠিক উত্তর: (গ)

 ১৮৩. CuSO4 এর জলীয় দ্রবণে বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে কী জমা হয়?
Ο ক) তামার অণু
Ο খ) সালফারের অণু
Ο গ) অক্সিজেন অণু
Ο ঘ) হাইড্রোজেন অণু
 সঠিক উত্তর: (ক)

 ১৮৪. মেইন তারের জীবন্ত তারটি সাধারণত কোন রঙের হয়?
Ο ক) কালো
Ο খ) বেগুনি
Ο গ) আসমানি
Ο ঘ) লাল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৫. একটি তড়িৎ বর্তনীতে তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ সংযুক্ত থাকতে পারে-
i. অনুক্রমিক সংযোগে
ii. সমান্তরাল সংযোগে
iii. মিশ্র সংযোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৬. কোন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কী বলে?
Ο ক) তড়িৎকোষ
Ο খ) তড়িৎ বিশ্লেষণ
Ο গ) তড়িৎ প্রলেপন
Ο ঘ) তড়িৎ মুদ্রণ
 সঠিক উত্তর: (খ)

 ১৮৭. তড়িৎ মুদ্রণে মোমের ছাপাতে পরিবাহী কোনটির গুড়া ব্যবহার করা হয়?
Ο ক) দস্তা
Ο খ) নিকেল
Ο গ) তামা
Ο ঘ) গ্রাফাইট
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৮. আিই পি এস একটি- i. ডিসি প্রবাহ ii. সিসি প্রবাহ iii. এসি প্রহাব নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. কোনো তড়িৎযন্ত্র একক সময়ে যে পরিমাণ তড়িৎশক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে কী বলে?
Ο ক) তড়িৎ ক্ষমতা
Ο খ) তড়িৎ আধান
Ο গ) শক্তি
Ο ঘ) তড়িৎ বিশ্লেষণ
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. বর্তনীর মেরু নির্ণয় করা যায় কীভাবে?
Ο ক) তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে
Ο খ) তড়িৎ প্রলেপনের মাধ্যমে
Ο গ) তড়িৎ মুদ্রণের মাধ্যমে
Ο ঘ) ধাতু নিষ্কাশনের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ১৯১. ইলেক্ট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে কোন আয়ন বলে?
Ο ক) ধনাত্মক আয়ন
Ο খ) ঋণাত্মক আয়ন
Ο গ) উভয়
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ১৯২. বাড়িতে তড়িৎ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা হলো-
i. সার্কিট ব্রেকার
ii. ফিউজ
iii. ভূ-সংযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৩. ইউপিএসে থাকে- i. রেকটিফায়ার ii. ব্যাটারি iii. ইনভারটার নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৪. বর্তমানে আমাদের কোন শক্তিটির উপর অধিক নির্ভরশীলতা কমানো উচিত?
Ο ক) সৌরশক্তি
Ο খ) জীবাশ্ম জ্বালানি
Ο গ) বায়োগ্যাস
Ο ঘ) পানি বিদ্যুৎ
 সঠিক উত্তর: (খ)

 ১৯৫. CuSO4 এর বাণিজ্যিক নাম কী?
Ο ক) নিশাদল
Ο খ) তুঁতে
Ο গ) গন্ধক
Ο ঘ) ন্যাপথালিন
 সঠিক উত্তর: (খ)

 ১৯৬. ভোল্টমিটারের উদ্দেশ্য-
Ο ক) বর্তনীর রোধের প্রবাহমাত্রা পরিমাপ করা
Ο খ) রোধ নির্ণয় করা
Ο গ) বর্তনীর রোধের বিভব পার্থক্য পরিমাপ করা
Ο ঘ) তুল্যরোধ নির্ণয়
 সঠিক উত্তর: (গ)

 ১৯৭. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
Ο ক) তড়িৎ বিশ্লেষ্য
Ο খ) তড়িৎ বিশ্লেষণ
Ο গ) তড়িৎ মুদ্রণ
Ο ঘ) তড়িৎ প্রলেপন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৮. ইউপিএস কী?
Ο ক) ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই
Ο খ) ইনস্ট্যান্ট পাওয়ার
Ο গ) আনইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই
Ο ঘ) ইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই
 সঠিক উত্তর: (গ)

 ১৯৯. ইউপিএস এ মূলত কয়টি অংশ থাকে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (খ)

 ২০০. কোন তারে ভোল্টেজ কম থাকে?
Ο ক) জীবন্ত তারে
Ο খ) নিরপেক্ষ তারে
Ο গ) মৃত তারে
Ο ঘ) সক্রিয় তারে
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post