ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. পরিবাহীর রোধকে অতিক্রম করার জন্য তড়িৎ শক্তির একটি অংশ কীসে রূপান্তরিত হয়?
Ο ক) আলো
Ο খ) তাপে
Ο গ) শব্দে
Ο ঘ) গতিতে
সঠিক উত্তর: (খ)
১০২. যে তড়িদদ্বারের মাধ্যমে তড়িৎ প্রবাহ তড়িৎ বের হয়ে আসে তাকে বলা হয়-
Ο ক) অ্যানোড
Ο খ) ক্যাথোড
Ο গ) ইলেক্টোড
Ο ঘ) ইলেক্ট্রোলাইট
সঠিক উত্তর: (খ)
১০৩. বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোন ধরনের সংযোগ ব্যবহার করা হয়?
Ο ক) সিরিজ
Ο খ) সমান্তরাল
Ο গ) শ্রেণী
Ο ঘ) সমতুল্য
সঠিক উত্তর: (খ)
১০৪. ওয়ারিং-এর তার-
i. পি, ভি, সি অন্তরক দ্বারা মোড়ানো থাকতে পারে
ii. যে কোনো অন্তরক দ্বারা মোড়ানো থাকতে পারে
iii. অনেক সময় অন্তরক হিসাবে রাবারও ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৫. ইউপিএসের সাহায্যে কত সময় কম্পিউটার চালানো যায়?
Ο ক) ২-৩ ঘন্টা
Ο খ) ১/২ ঘন্টা-২ ঘন্টা
Ο গ) ১-২ ঘন্টা
Ο ঘ) ২-৫ ঘন্টা
সঠিক উত্তর: (খ)
১০৬. AgNO3 নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
Ο ক) তড়িৎ বিশ্লেষণে
Ο খ) গ্যালভানাইজেশনে
Ο গ) তড়িৎ প্রলেপনে
Ο ঘ) তড়িৎ সংযোগে
সঠিক উত্তর: (ক)
১০৭. পরিবাহকের দুই প্রান্তের বিভান্তর বজায় রাখার জন্য অনবরত কীসের জোগান দেওয়া প্রয়োজন?
Ο ক) বিভবের
Ο খ) আধানের
Ο গ) ইলেকট্রনের
Ο ঘ) শক্তির
সঠিক উত্তর: (ঘ)
১০৮. অ্যানোড ও ক্যাথোড সংযুক্ত করা হয় কোনটিতে?
Ο ক) তড়িৎ কোষে
Ο খ) তড়িৎ বর্তনীতে
Ο গ) তড়িৎদ্বারে
Ο ঘ) অ্যামিটারে
সঠিক উত্তর: (খ)
১০৯. কোনো বস্তুর ওপর তড়িৎ প্রলেপন দেওয়ার কারণ-
i. জলবায়ু থেকে রক্ষা করা
ii. সুন্দর দেখানো
iii. খরচ কমানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১১০. প্রকৃতপক্ষে ব্যাটারি হলো-
Ο ক) একাধিক তড়িৎকোষের সমন্বয়
Ο খ) একটি তড়িৎ কোষের সমন্বয়
Ο গ) অ্যানোডের সমন্বয়
Ο ঘ) ক্যাথোডের সমন্বয়
সঠিক উত্তর: (ক)
১১১. সক্রিয় তড়িৎদ্বার বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) এতে তড়িৎ শক্তি পাওয়া যায়
Ο খ) তড়িৎ বিশ্লেষ্যের ঘনত্ব স্থির থাকে
Ο গ) একটি তড়িৎদ্বার থাকে
Ο ঘ) উৎপন্ন পদার্থ সর্বদাই তরল হয়
সঠিক উত্তর: (খ)
১১২. 1 BOT = কত?
Ο ক) Ikw
Ο খ) IWh
Ο গ) IkWh
Ο ঘ) I00Wh
সঠিক উত্তর: (গ)
১১৩. এক কিলোওয়াট-ঘন্টা সমান কত জুল?
Ο ক) ৩৬০০ জুল
Ο খ) ৩৬০০০ জুল
Ο গ) ৩৬০০০০০ জুল
Ο ঘ) ৩৬০০০০ জুল
সঠিক উত্তর: (গ)
১১৪. মিটার হতে কয়টি তার মেইন সুইচ এ যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
১১৫. মেইন সুইচের সাথে কী যুক্ত থাকে?
Ο ক) রোধ
Ο খ) অ্যামিটার
Ο গ) ফিউজ
Ο ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর: (গ)
১১৬. কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
Ο ক) আলেসান্দ্রা ভোল্ট
Ο খ) আরহেনিয়াস
Ο গ) মাইকেল ফ্যারাডে
Ο ঘ) আইজ্যাক নিউটন
সঠিক উত্তর: (খ)
১১৭. কোন তারে কম তড়িৎ ভোল্টেজ থাকে?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) তামার তার
Ο ঘ) রূপার তার
সঠিক উত্তর: (খ)
১১৮. সাধারণত জীবন্ত তারের রং কী?
Ο ক) নীল
Ο খ) হলুদ
Ο গ) লাল
Ο ঘ) কালো
সঠিক উত্তর: (গ)
১১৯. বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে কী বলে?
Ο ক) বর্তনী
Ο খ) রোধ
Ο গ) কোষ
Ο ঘ) ব্যাটারি
সঠিক উত্তর: (ক)
১২০. মেইন তারটি কোনটি হয়ে মিটারে যায়?
Ο ক) বাল্ব
Ο খ) সকেট
Ο গ) ফিউজ
Ο ঘ) পাখা
সঠিক উত্তর: (গ)
১২১. কোনো অণু, পরমাণু বা যৌগমূলকে যদি স্বাভাবিক সংখ্যার ইলেকট্রনের চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে তাকে কী বলে?
Ο ক) আধান
Ο খ) আয়ন
Ο গ) তড়িৎ বিশ্লেষণ
Ο ঘ) তড়িৎ দ্রব
সঠিক উত্তর: (খ)
১২২. কাজ করার হারকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) বল
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (খ)
১২৩. কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী প্রবাহিত হয়?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) নিউটন
Ο ঘ) মেসন
সঠিক উত্তর: (খ)
১২৪. অ্যানোড ও ক্যাথোডে তড়িৎ বিভবের পার্থক্যের জন্য দায়ী কোনটি?
Ο ক) ইলেকট্রন প্রবাহ
Ο খ) ব্যাটারী
Ο গ) ইলেকট্রনের পরস্পর বিকর্ষণ ধর্ম
Ο ঘ) তড়িৎ বিশ্লেষণের রাসায়নিক ক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
১২৫. সিস্টেম লসের প্রতিকার কোনটি?
Ο ক) সরবরাহ পদ্ধতির ত্রুটি
Ο খ) তড়িৎ-এর অবৈধ সংযোগ
Ο গ) অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ
Ο ঘ) দুর্বল মনিটরিং ব্যবস্থা
সঠিক উত্তর: (গ)
১২৬. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রলেপ দেওয়া হয়-
i. লোহার ওপর নিকেলের
ii. দস্তার ওপর লোহার
iii. তামার ওপর সোনার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১২৭. কিলোওয়াট-ঘন্টা নিচের কোনটির একক?
Ο ক) বৈদ্যুতিক ক্ষমতা
Ο খ) বিদ্যুৎ শক্তি
Ο গ) বিভব পার্থক্য
Ο ঘ) আপেক্ষিক রোধ
সঠিক উত্তর: (খ)
১২৮. তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবহন করে?
Ο ক) পরমাণু
Ο খ) ইলেকট্রন
Ο গ) আয়ন
Ο ঘ) প্রোটন
সঠিক উত্তর: (গ)
১২৯. স্বাভাবিক অবস্থায় কোনো পরমাণু বা অণুতে-
i. ইলেক্ট্রন ও প্রোটন সংখ্যা সমান
ii. মোট চার্জের পরিমাণ শূণ্য
iii. নিউট্রন ও প্রোটন সংখ্যা সর্বদা সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৩০. তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতি কোনটি?
Ο ক) ধাতু নিষ্কাশন
Ο খ) তড়িৎ মুদ্রণ
Ο গ) বর্তনীর মেরু নির্ণয়
Ο ঘ) তড়িৎ রিপেয়ারিং
সঠিক উত্তর: (খ)
১৩১. ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কী বলে?
Ο ক) ধনাত্মক আয়ন
Ο খ) প্রোটন
Ο গ) ঋণাত্মক আয়ন
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (গ)
১৩২. নিচের কোনটি ইউপিএস?
Ο ক) অনলাইন
Ο খ) নন ইন্টারেটিভ
Ο গ) অফ ইন্টারেটিভ
Ο ঘ) অন ইন্টারেটিভ
সঠিক উত্তর: (ক)
১৩৩. বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য প্রয়োজন-
Ο ক) তাপ
Ο খ) চাপ
Ο গ) তড়িৎ প্রাবল্য
Ο ঘ) তড়িৎ শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. ইউপিএস সাধারণত কত ঘন্টা পর্যন্ত ব্যাক-আপ দেয়?
Ο ক) ১/২ ঘন্টা থেকে ২ ঘন্টা
Ο খ) ১ ঘন্টা থেকে ৩ ঘন্টা
Ο গ) ২ ঘন্টা থেকে ৪ ঘন্টা
Ο ঘ) ৩ ঘন্টা থেকে ৫ ঘন্টা
সঠিক উত্তর: (ক)
১৩৫. বাজারে সাধারণত দেখা যায়-
i. অফলাইন ইউপিএস
ii. লাইন ইন্টারেটিভ ইউপিএস
iii. অনলাইন ইউপিএস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. কোন তার স্পর্শ করলে বৈদ্যুতিক শক অনুভূত হয়?
Ο ক) নিরপেক্ষ তার
Ο খ) তামার তার
Ο গ) অ্যালুমিনিয়ামের তার
Ο ঘ) জীবন্ত তার
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. কোনটি এসিড?
Ο ক) H2SO4
Ο খ) CuSO4
Ο গ) NaOH
Ο ঘ) Na2OH4
সঠিক উত্তর: (ক)
১৩৮. ভেজালযুক্ত ধাতুর তড়িৎ বিশ্লেষণে-
i. ক্যাথোডে বিশুদ্ধ ধাতু সঞ্চিত হয়
ii. অ্যানোডের ভর ক্রমশ বৃদ্ধি পায়
iii. খাদগুলো পাত্রের নিচে থিতিয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৩৯. বাইরের কোনো তড়িৎ উৎসের সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য নিমজ্জিত তড়িৎদ্বার দুটির মধ্যে যখন বিভব পার্থক্য সৃষ্টি করা হয়, তখন তড়িৎ ক্ষেত্রের প্রভাব-
i. ধনাত্মক অায়নগুলো অ্যানোডে ধনাত্মক আধান বর্জন করে
ii. ধনাত্মক আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়
iii. ঋণাত্মক আয়ন অ্যানোডের দিকে ধাবিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৪০. ব্যাটারি বলতে কী বোঝায়?
Ο ক) একাধিক রোধের সমন্বয়
Ο খ) একাধিক তড়িৎ কোষের সমন্বয়
Ο গ) একাধিক ট্রানজিস্টরের সমন্বয়
Ο ঘ) একাধিক ক্যাপাসিটরের সমন্বয়
সঠিক উত্তর: (খ)
১৪১. একক সময়ে সম্পন্নকৃত কাজকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) ভর
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (খ)
১৪২. এক কিলোওয়াট সমান কত?
Ο ক) ১০০০০ ওয়াট
Ο খ) ১০০ ওয়াট
Ο গ) ১০০০ ওয়াট
Ο ঘ) ১০ ওয়াট
সঠিক উত্তর: (গ)
১৪৩. রাহাত সাহেব নতুন বাড়ি করেছেন। তিনি এতে তড়িৎ ওয়ারিং-এ অন্তরকরূপে ব্যবহার করতে পারেন-
i. গ্রাফাইট
ii. পলিভিনাইল ক্লোরাইড
iii. রবার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৪৪. বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত?
Ο ক) পঞ্চগড়
Ο খ) রংপুর
Ο গ) দিনাজপুর
Ο ঘ) সিলেট
সঠিক উত্তর: (গ)
১৪৫. নিচের কোনটি কপার আয়নের সংকেত?
Ο ক) Cu+
Ο খ) Cu2+
Ο গ) Cu‑
Ο ঘ) Cu2-
সঠিক উত্তর: (খ)
১৪৬. ওয়্যারিং-এ নিচের কোন অন্তরকটি ব্যবহার করা হয়?
Ο ক) পিভিসি
Ο খ) আয়রন
Ο গ) কপার
Ο ঘ) জিঙ্ক
সঠিক উত্তর: (ক)
১৪৭. তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব-
i. তড়িৎ মুদ্রণে
ii. ধাতু নিষ্কাশন ও শোধনে
iii. বর্তনীর মেরু নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৪৮. ব্যাটারী-
i. প্রচলিত ভাষায় তড়িৎকোষ
ii. এটি প্রকৃতপক্ষে একাধিক কোষের সমবায়
iii. এর তড়িচ্চালক শক্তি থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. নিচের কোনটি মূল্যবান ধাতু?
Ο ক) তামা
Ο খ) লোহা
Ο গ) নিকেল
Ο ঘ) ব্রোঞ্জ
সঠিক উত্তর: (গ)
১৫০. নিচের কোনটি আইপিএস দ্বারা চালানো সম্ভব?
Ο ক) বাল্ব
Ο খ) পাখা
Ο গ) এসি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. পরিবাহীর রোধকে অতিক্রম করার জন্য তড়িৎ শক্তির একটি অংশ কীসে রূপান্তরিত হয়?
Ο ক) আলো
Ο খ) তাপে
Ο গ) শব্দে
Ο ঘ) গতিতে
সঠিক উত্তর: (খ)
১০২. যে তড়িদদ্বারের মাধ্যমে তড়িৎ প্রবাহ তড়িৎ বের হয়ে আসে তাকে বলা হয়-
Ο ক) অ্যানোড
Ο খ) ক্যাথোড
Ο গ) ইলেক্টোড
Ο ঘ) ইলেক্ট্রোলাইট
সঠিক উত্তর: (খ)
১০৩. বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোন ধরনের সংযোগ ব্যবহার করা হয়?
Ο ক) সিরিজ
Ο খ) সমান্তরাল
Ο গ) শ্রেণী
Ο ঘ) সমতুল্য
সঠিক উত্তর: (খ)
১০৪. ওয়ারিং-এর তার-
i. পি, ভি, সি অন্তরক দ্বারা মোড়ানো থাকতে পারে
ii. যে কোনো অন্তরক দ্বারা মোড়ানো থাকতে পারে
iii. অনেক সময় অন্তরক হিসাবে রাবারও ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৫. ইউপিএসের সাহায্যে কত সময় কম্পিউটার চালানো যায়?
Ο ক) ২-৩ ঘন্টা
Ο খ) ১/২ ঘন্টা-২ ঘন্টা
Ο গ) ১-২ ঘন্টা
Ο ঘ) ২-৫ ঘন্টা
সঠিক উত্তর: (খ)
১০৬. AgNO3 নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
Ο ক) তড়িৎ বিশ্লেষণে
Ο খ) গ্যালভানাইজেশনে
Ο গ) তড়িৎ প্রলেপনে
Ο ঘ) তড়িৎ সংযোগে
সঠিক উত্তর: (ক)
১০৭. পরিবাহকের দুই প্রান্তের বিভান্তর বজায় রাখার জন্য অনবরত কীসের জোগান দেওয়া প্রয়োজন?
Ο ক) বিভবের
Ο খ) আধানের
Ο গ) ইলেকট্রনের
Ο ঘ) শক্তির
সঠিক উত্তর: (ঘ)
১০৮. অ্যানোড ও ক্যাথোড সংযুক্ত করা হয় কোনটিতে?
Ο ক) তড়িৎ কোষে
Ο খ) তড়িৎ বর্তনীতে
Ο গ) তড়িৎদ্বারে
Ο ঘ) অ্যামিটারে
সঠিক উত্তর: (খ)
১০৯. কোনো বস্তুর ওপর তড়িৎ প্রলেপন দেওয়ার কারণ-
i. জলবায়ু থেকে রক্ষা করা
ii. সুন্দর দেখানো
iii. খরচ কমানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১১০. প্রকৃতপক্ষে ব্যাটারি হলো-
Ο ক) একাধিক তড়িৎকোষের সমন্বয়
Ο খ) একটি তড়িৎ কোষের সমন্বয়
Ο গ) অ্যানোডের সমন্বয়
Ο ঘ) ক্যাথোডের সমন্বয়
সঠিক উত্তর: (ক)
১১১. সক্রিয় তড়িৎদ্বার বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) এতে তড়িৎ শক্তি পাওয়া যায়
Ο খ) তড়িৎ বিশ্লেষ্যের ঘনত্ব স্থির থাকে
Ο গ) একটি তড়িৎদ্বার থাকে
Ο ঘ) উৎপন্ন পদার্থ সর্বদাই তরল হয়
সঠিক উত্তর: (খ)
১১২. 1 BOT = কত?
Ο ক) Ikw
Ο খ) IWh
Ο গ) IkWh
Ο ঘ) I00Wh
সঠিক উত্তর: (গ)
১১৩. এক কিলোওয়াট-ঘন্টা সমান কত জুল?
Ο ক) ৩৬০০ জুল
Ο খ) ৩৬০০০ জুল
Ο গ) ৩৬০০০০০ জুল
Ο ঘ) ৩৬০০০০ জুল
সঠিক উত্তর: (গ)
১১৪. মিটার হতে কয়টি তার মেইন সুইচ এ যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
১১৫. মেইন সুইচের সাথে কী যুক্ত থাকে?
Ο ক) রোধ
Ο খ) অ্যামিটার
Ο গ) ফিউজ
Ο ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর: (গ)
১১৬. কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
Ο ক) আলেসান্দ্রা ভোল্ট
Ο খ) আরহেনিয়াস
Ο গ) মাইকেল ফ্যারাডে
Ο ঘ) আইজ্যাক নিউটন
সঠিক উত্তর: (খ)
১১৭. কোন তারে কম তড়িৎ ভোল্টেজ থাকে?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) তামার তার
Ο ঘ) রূপার তার
সঠিক উত্তর: (খ)
১১৮. সাধারণত জীবন্ত তারের রং কী?
Ο ক) নীল
Ο খ) হলুদ
Ο গ) লাল
Ο ঘ) কালো
সঠিক উত্তর: (গ)
১১৯. বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে কী বলে?
Ο ক) বর্তনী
Ο খ) রোধ
Ο গ) কোষ
Ο ঘ) ব্যাটারি
সঠিক উত্তর: (ক)
১২০. মেইন তারটি কোনটি হয়ে মিটারে যায়?
Ο ক) বাল্ব
Ο খ) সকেট
Ο গ) ফিউজ
Ο ঘ) পাখা
সঠিক উত্তর: (গ)
১২১. কোনো অণু, পরমাণু বা যৌগমূলকে যদি স্বাভাবিক সংখ্যার ইলেকট্রনের চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে তাকে কী বলে?
Ο ক) আধান
Ο খ) আয়ন
Ο গ) তড়িৎ বিশ্লেষণ
Ο ঘ) তড়িৎ দ্রব
সঠিক উত্তর: (খ)
১২২. কাজ করার হারকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) বল
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (খ)
১২৩. কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী প্রবাহিত হয়?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) নিউটন
Ο ঘ) মেসন
সঠিক উত্তর: (খ)
১২৪. অ্যানোড ও ক্যাথোডে তড়িৎ বিভবের পার্থক্যের জন্য দায়ী কোনটি?
Ο ক) ইলেকট্রন প্রবাহ
Ο খ) ব্যাটারী
Ο গ) ইলেকট্রনের পরস্পর বিকর্ষণ ধর্ম
Ο ঘ) তড়িৎ বিশ্লেষণের রাসায়নিক ক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
১২৫. সিস্টেম লসের প্রতিকার কোনটি?
Ο ক) সরবরাহ পদ্ধতির ত্রুটি
Ο খ) তড়িৎ-এর অবৈধ সংযোগ
Ο গ) অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ
Ο ঘ) দুর্বল মনিটরিং ব্যবস্থা
সঠিক উত্তর: (গ)
১২৬. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রলেপ দেওয়া হয়-
i. লোহার ওপর নিকেলের
ii. দস্তার ওপর লোহার
iii. তামার ওপর সোনার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১২৭. কিলোওয়াট-ঘন্টা নিচের কোনটির একক?
Ο ক) বৈদ্যুতিক ক্ষমতা
Ο খ) বিদ্যুৎ শক্তি
Ο গ) বিভব পার্থক্য
Ο ঘ) আপেক্ষিক রোধ
সঠিক উত্তর: (খ)
১২৮. তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবহন করে?
Ο ক) পরমাণু
Ο খ) ইলেকট্রন
Ο গ) আয়ন
Ο ঘ) প্রোটন
সঠিক উত্তর: (গ)
১২৯. স্বাভাবিক অবস্থায় কোনো পরমাণু বা অণুতে-
i. ইলেক্ট্রন ও প্রোটন সংখ্যা সমান
ii. মোট চার্জের পরিমাণ শূণ্য
iii. নিউট্রন ও প্রোটন সংখ্যা সর্বদা সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৩০. তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতি কোনটি?
Ο ক) ধাতু নিষ্কাশন
Ο খ) তড়িৎ মুদ্রণ
Ο গ) বর্তনীর মেরু নির্ণয়
Ο ঘ) তড়িৎ রিপেয়ারিং
সঠিক উত্তর: (খ)
১৩১. ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কী বলে?
Ο ক) ধনাত্মক আয়ন
Ο খ) প্রোটন
Ο গ) ঋণাত্মক আয়ন
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (গ)
১৩২. নিচের কোনটি ইউপিএস?
Ο ক) অনলাইন
Ο খ) নন ইন্টারেটিভ
Ο গ) অফ ইন্টারেটিভ
Ο ঘ) অন ইন্টারেটিভ
সঠিক উত্তর: (ক)
১৩৩. বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য প্রয়োজন-
Ο ক) তাপ
Ο খ) চাপ
Ο গ) তড়িৎ প্রাবল্য
Ο ঘ) তড়িৎ শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. ইউপিএস সাধারণত কত ঘন্টা পর্যন্ত ব্যাক-আপ দেয়?
Ο ক) ১/২ ঘন্টা থেকে ২ ঘন্টা
Ο খ) ১ ঘন্টা থেকে ৩ ঘন্টা
Ο গ) ২ ঘন্টা থেকে ৪ ঘন্টা
Ο ঘ) ৩ ঘন্টা থেকে ৫ ঘন্টা
সঠিক উত্তর: (ক)
১৩৫. বাজারে সাধারণত দেখা যায়-
i. অফলাইন ইউপিএস
ii. লাইন ইন্টারেটিভ ইউপিএস
iii. অনলাইন ইউপিএস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. কোন তার স্পর্শ করলে বৈদ্যুতিক শক অনুভূত হয়?
Ο ক) নিরপেক্ষ তার
Ο খ) তামার তার
Ο গ) অ্যালুমিনিয়ামের তার
Ο ঘ) জীবন্ত তার
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. কোনটি এসিড?
Ο ক) H2SO4
Ο খ) CuSO4
Ο গ) NaOH
Ο ঘ) Na2OH4
সঠিক উত্তর: (ক)
১৩৮. ভেজালযুক্ত ধাতুর তড়িৎ বিশ্লেষণে-
i. ক্যাথোডে বিশুদ্ধ ধাতু সঞ্চিত হয়
ii. অ্যানোডের ভর ক্রমশ বৃদ্ধি পায়
iii. খাদগুলো পাত্রের নিচে থিতিয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৩৯. বাইরের কোনো তড়িৎ উৎসের সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য নিমজ্জিত তড়িৎদ্বার দুটির মধ্যে যখন বিভব পার্থক্য সৃষ্টি করা হয়, তখন তড়িৎ ক্ষেত্রের প্রভাব-
i. ধনাত্মক অায়নগুলো অ্যানোডে ধনাত্মক আধান বর্জন করে
ii. ধনাত্মক আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়
iii. ঋণাত্মক আয়ন অ্যানোডের দিকে ধাবিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৪০. ব্যাটারি বলতে কী বোঝায়?
Ο ক) একাধিক রোধের সমন্বয়
Ο খ) একাধিক তড়িৎ কোষের সমন্বয়
Ο গ) একাধিক ট্রানজিস্টরের সমন্বয়
Ο ঘ) একাধিক ক্যাপাসিটরের সমন্বয়
সঠিক উত্তর: (খ)
১৪১. একক সময়ে সম্পন্নকৃত কাজকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) ভর
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (খ)
১৪২. এক কিলোওয়াট সমান কত?
Ο ক) ১০০০০ ওয়াট
Ο খ) ১০০ ওয়াট
Ο গ) ১০০০ ওয়াট
Ο ঘ) ১০ ওয়াট
সঠিক উত্তর: (গ)
১৪৩. রাহাত সাহেব নতুন বাড়ি করেছেন। তিনি এতে তড়িৎ ওয়ারিং-এ অন্তরকরূপে ব্যবহার করতে পারেন-
i. গ্রাফাইট
ii. পলিভিনাইল ক্লোরাইড
iii. রবার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৪৪. বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত?
Ο ক) পঞ্চগড়
Ο খ) রংপুর
Ο গ) দিনাজপুর
Ο ঘ) সিলেট
সঠিক উত্তর: (গ)
১৪৫. নিচের কোনটি কপার আয়নের সংকেত?
Ο ক) Cu+
Ο খ) Cu2+
Ο গ) Cu‑
Ο ঘ) Cu2-
সঠিক উত্তর: (খ)
১৪৬. ওয়্যারিং-এ নিচের কোন অন্তরকটি ব্যবহার করা হয়?
Ο ক) পিভিসি
Ο খ) আয়রন
Ο গ) কপার
Ο ঘ) জিঙ্ক
সঠিক উত্তর: (ক)
১৪৭. তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব-
i. তড়িৎ মুদ্রণে
ii. ধাতু নিষ্কাশন ও শোধনে
iii. বর্তনীর মেরু নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৪৮. ব্যাটারী-
i. প্রচলিত ভাষায় তড়িৎকোষ
ii. এটি প্রকৃতপক্ষে একাধিক কোষের সমবায়
iii. এর তড়িচ্চালক শক্তি থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. নিচের কোনটি মূল্যবান ধাতু?
Ο ক) তামা
Ο খ) লোহা
Ο গ) নিকেল
Ο ঘ) ব্রোঞ্জ
সঠিক উত্তর: (গ)
১৫০. নিচের কোনটি আইপিএস দ্বারা চালানো সম্ভব?
Ο ক) বাল্ব
Ο খ) পাখা
Ο গ) এসি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science