ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোন তারে ভোল্টেজ থাকে?
Ο ক) জীবন্ত তারে
Ο খ) নিরপেক্ষ তারে
Ο গ) মৃত তারে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
৫২. তড়িৎ উৎস ও কম্পিউটারের সাথে লাগানো থাকে কোনটি?
Ο ক) আইপিএস
Ο খ) ইউপিএস
Ο গ) সিপিইউ
Ο ঘ) কী-বোর্ড
সঠিক উত্তর: (খ)
৫৩. আইপিএস কী?
Ο ক) ইনস্ট্যান্ট পাওয়ার
Ο খ) ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই
Ο গ) ইনস্ট্যান্ট পাওয়ার সুপার
Ο ঘ) আনইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই
সঠিক উত্তর: (খ)
৫৪. মেইন সুইচের সাথে কোনটি থাকে?
Ο ক) ফিউজ
Ο খ) প্লাগ-সকেট
Ο গ) বাতি
Ο ঘ) পাখা
সঠিক উত্তর: (ক)
৫৫. যে ধাতুর প্রলেপ দিতে হবে সেটি কী হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) অ্যানোড
Ο খ) ক্যাথোড
Ο গ) তড়িৎকোষ
Ο ঘ) তড়িৎদ্বার
সঠিক উত্তর: (ক)
৫৬. তড়িৎ মুদ্রণ করার সময় মোমের ছাপকে তড়িৎ পরিবাহী করতে কী ছিটিয়ে দেওয়া হয়?
Ο ক) লোহার গুঁড়া
Ο খ) তামার গুঁড়া
Ο গ) গ্রাফাইটের গুঁড়া
Ο ঘ) কাচের গুঁড়া
সঠিক উত্তর: (গ)
৫৭. পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে কীসে পরিণত হয়?
Ο ক) অণুতে
Ο খ) কণায়
Ο গ) আয়নে
Ο ঘ) নিউটনে
সঠিক উত্তর: (গ)
৫৮. HNO3 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
Ο ক) তড়িৎ বিশ্লেষণে
Ο খ) গ্যালভানাইজেশনে
Ο গ) তড়িৎ প্রলেপনে
Ο ঘ) তড়িৎ সংযোগে
সঠিক উত্তর: (ক)
৫৯. একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে 3 mg তামা সঞ্চিত হলে, অ্যানোডের ভর কত হ্রাস পাবে?
Ο ক) l mg
Ο খ) l.5 mg
Ο গ) 3 mg
Ο ঘ) 6 mg
সঠিক উত্তর: (গ)
৬০. লোডশেডিং - এর কারণ কোনটি?
Ο ক) দুর্বল মনিটরিং ব্যবস্থা
Ο খ) তড়িতের অবৈধ সংযোগ
Ο গ) বিদ্যুতের সিস্টেম লস
Ο ঘ) অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ
সঠিক উত্তর: (গ)
৬১. বিজ্ঞানী আরহেনিয়াস সর্বপ্রথম কত সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
Ο ক) ১৯৮০
Ο খ) ১৯৮১
Ο গ) ১৮৮০
Ο ঘ) ১৮৮১
সঠিক উত্তর: (ঘ)
৬২. ঋণাত্মক তড়িৎদ্বারকে কী বলে?
Ο ক) তড়িৎ বিশ্লেষ্য
Ο খ) ব্যাটারি
Ο গ) অ্যানোড
Ο ঘ) ক্যাথোড
সঠিক উত্তর: (ঘ)
৬৩. ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যাথোডে কী জমা হয়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) অপদ্রব্য
সঠিক উত্তর: (ক)
৬৪. বাজারে কয় ধররেনর ইউপিএস পাওয়া যায়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
৬৫. বিদ্যুৎ উচ্চ ভোল্টেজে সঞ্চালিত হলে লসের কী পরিবর্তন হবে?
Ο ক) বেড়ে যাবে
Ο খ) স্থির থাকবে
Ο গ) কমে যাবে
Ο ঘ) শূন্য হবে
সঠিক উত্তর: (গ)
৬৬. একই পদার্থের তৈরি যে দুটি পরিবাহীর সাহায্যে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাদেরকে বলা হয় -
Ο ক) তড়িৎ বিশ্লেষ্য
Ο খ) তড়িৎ কপাটিকা
Ο গ) তড়িৎদ্বার
Ο ঘ) তড়িৎ বিশ্লেষণ
সঠিক উত্তর: (গ)
৬৭. সিস্টেম লসের কারণ-
i. সরবরাহ পদ্ধতির ত্রুটি
ii. তড়িতের অবৈধ সংযোগ
iii. দুর্বল মনিটরিং ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৮. আইপিএসকে গৃহে ব্যবহৃত তড়িতের কোন অংশের সাথে সংযুক্ত করা হয়?
Ο ক) বাইরের অংশ
Ο খ) আউট পুট
Ο গ) ইনপুট
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
৬৯. তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতিকে কী বলে?
Ο ক) তড়িৎ বিশ্লেষণ
Ο খ) তড়িৎ মুদ্রণ
Ο গ) তড়িৎকোষ
Ο ঘ) তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য
সঠিক উত্তর: (খ)
৭০. নিচের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে না?
Ο ক) মানবদেহ
Ο খ) তামা
Ο গ) রাবার
Ο ঘ) নাইক্রোম
সঠিক উত্তর: (গ)
৭১. তড়িৎ দ্রব্যের মধ্যে তড়িৎ প্রবাহ চলে কোনটির মাধ্যমে?
Ο ক) ধনাত্মক আয়ন
Ο খ) ঋণাত্মক আয়ন
Ο গ) উভয়ই
Ο ঘ) পরিবাহী তার
সঠিক উত্তর: (গ)
৭২. আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
Ο ক) মেগাওয়াট-ঘন্টা
Ο খ) কিলোওয়াট-ঘন্টা
Ο গ) মেগাওয়াট-মিনিট
Ο ঘ) ওয়াট-ঘন্টা
সঠিক উত্তর: (খ)
৭৩. তড়িৎ বিশ্লেষ্যের সময় ক্যাথোডের দিকে যায় কোনটি?
Ο ক) ধনাত্মক আয়ন
Ο খ) ঋণাত্মক আয়ন
Ο গ) দ্রাবকের অণুগুলো
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (ক)
৭৪. একাধিক তড়িৎ কোষের সমন্বয়কে বলা হয়-
Ο ক) তড়িৎ বর্তনী
Ο খ) তড়িৎ প্রাবল্য
Ο গ) গ্যালভানোমিটার
Ο ঘ) ব্যাটারি
সঠিক উত্তর: (ঘ)
৭৫. খনি থেকে প্রাপ্ত ধাতু মিশ্রণকে কী বলে?
Ο ক) তড়িৎ মুদ্রণ
Ο খ) তড়িৎকোষ
Ο গ) আকরিক
Ο ঘ) ধাতু নিষ্কাশন
সঠিক উত্তর: (গ)
৭৬. তড়িৎ প্রবাহের দ্বারা দ্রবণের যে দ্রবটিকে দুই ভাগে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে কী বলে?
Ο ক) তড়িৎকোষ
Ο খ) তড়িৎ বিশ্লেষণ
Ο গ) তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
Ο ঘ) তড়িৎ মুদ্রণ
সঠিক উত্তর: (গ)
৭৭. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়-
i. পানি প্রবাহ
ii. গ্যাস
iii. মাটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৮. তামার উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ পাত্রে কোন দ্রব্যটি ব্যবহার করতে হবে?
Ο ক) কপার সালফেট
Ο খ) জিংক সালফেট
Ο গ) ফেরাস সালফেট
Ο ঘ) নিকেল সালফেট
সঠিক উত্তর: (ঘ)
৭৯. ব্যাটারিতে সাধারনত কয়টি অংশ থাকে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৮০. বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে ভোল্টেজ উৎসের সংযোগকারী তার দুটিকে বলা হয়-
i. জীবন্ত তার
ii. মৃত তার
iii. নিরপেক্ষ তার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮১. মেইন তারটি কোনটি হয়ে মিটারে যায়?
Ο ক) ফিউজ
Ο খ) রোধ
Ο গ) ধারক
Ο ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর: (ক)
৮২. পরিবাহিতার উপর ভিত্তি করে কঠিন পদার্থের প্রকারভেদ হলো-
i. পরিবাহী
ii. অর্ধ পরিবাহী
iii. অন্তরক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহের একক হলো-
Ο ক) ওয়াট
Ο খ) কিলোওয়াট
Ο গ) ওয়াট ঘন্টা
Ο ঘ) কিলোওয়াট-ঘন্টা
সঠিক উত্তর: (ঘ)
৮৪. আইপিএস এর ক্ষেত্রে-
i. ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই
ii. একসাথে অনেকগুলো আউটপুটকে চালাতে সক্ষম
iii. এসি চালানো যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. নিচের কোন ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়?
Ο ক) সোনা
Ο খ) রূপা
Ο গ) তামা
Ο ঘ) নিকেল
সঠিক উত্তর: (গ)
৮৬. তড়িৎ বর্তনীর চিত্র বা নকশা আঁকার সুবিধার জন্য -
Ο ক) প্রত্যেকটি সংযোগের সংকেত চিহ্ন ব্যবহার করে থাকি
Ο খ) প্রত্যেকটি সংযোগের সংকেত চিহ্ন ব্যবহার করা হয় না
Ο গ) প্রত্যেকটি সংযোগের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়
Ο ঘ) প্রত্যেকটি সংযোগের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় না
সঠিক উত্তর: (গ)
৮৭. 60W এর একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
Ο ক) 0.9
Ο খ) 9
Ο গ) 90
Ο ঘ) 900
সঠিক উত্তর: (খ)
৮৮. সাধারণ বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোন বর্তনী উপযোগী নয়?
Ο ক) সিরিজ
Ο খ) সমান্তরাল
Ο গ) উভয়ই
Ο ঘ) অনুক্রম
সঠিক উত্তর: (ক)
৮৯. একটি বাল্বের গায়ে 100W-220V লেখা আছে। অতএব বাল্বটির-
i. ফিলামেন্টের রোধ 484 ওহম
ii. প্রবাহিত তড়িৎ 0.455 ওহম
iii. ক্ষমতা 100 ওয়াট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯০. লোহার উপর দস্তার ইলেক্ট্রোপ্লেটিং এর সময়-
i. লোহাকে ক্যাথোডরূপে ব্যবহার করতে হবে
ii. আয়রনের কোনো লবণের দ্রবণ ব্যবহার করতে হবে
iii. দস্তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯১. তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়কে কী বলে?
Ο ক) তড়িৎ বিশ্লেষণ
Ο খ) সিস্টেম লস
Ο গ) লোডশেডিং
Ο ঘ) তড়িৎ প্রলেপন
সঠিক উত্তর: (খ)
৯২. এনার্জি সেভিং বাল্বের সুবিধা-
i. খরচ সাশ্রয়
ii. শক্তির অপচয় কমায়
iii. পরিত্যক্ততার চাপ কমায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৩. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে-
i. আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়
ii. ধাতু শোধন করা হয়
iii. যন্ত্রাংশ মেরামত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৪. একটি ইউপিএসের কয়টি অংশ?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৯৫. আনইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই এর অংশ-
i. রেকটিফায়ার
ii. ব্যাটারি
iii. ইনভারটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৬. ইউপিএস এক সাথে কতটি তড়িৎযন্ত্র অপারেট করতে পারে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (ক)
৯৭. বিদ্যুৎ প্রবাহের একক কী?
Ο ক) অ্যাম্পিয়ার
Ο খ) ভোল্ট
Ο গ) ওয়াট
Ο ঘ) ক্যালরি
সঠিক উত্তর: (ক)
৯৮. কোন এককে বিদ্যুৎ বিল হিসাব করা হয়?
Ο ক) অ্যাম্পিয়ার
Ο খ) BOT
Ο গ) জুল
Ο ঘ) ভোল্ট
সঠিক উত্তর: (খ)
৯৯. ইলেক্ট্রোটাইপিং এ তৈরি করা হয়- i. হরফ ii. ব্লক iii. মডেল নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০০. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে লৌহের ওপর নিকেল ধাতুর ইলেকট্রোপ্লেটিং এর সময় সংঘটিত হয়-
i. অ্যানোডে: Ni-2e- Ni2+
ii. ক্যাথোডে: Ni2++2e- Ni
iii. ক্যাথোডে: Ni-2e- Ni2+
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোন তারে ভোল্টেজ থাকে?
Ο ক) জীবন্ত তারে
Ο খ) নিরপেক্ষ তারে
Ο গ) মৃত তারে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
৫২. তড়িৎ উৎস ও কম্পিউটারের সাথে লাগানো থাকে কোনটি?
Ο ক) আইপিএস
Ο খ) ইউপিএস
Ο গ) সিপিইউ
Ο ঘ) কী-বোর্ড
সঠিক উত্তর: (খ)
৫৩. আইপিএস কী?
Ο ক) ইনস্ট্যান্ট পাওয়ার
Ο খ) ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই
Ο গ) ইনস্ট্যান্ট পাওয়ার সুপার
Ο ঘ) আনইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই
সঠিক উত্তর: (খ)
৫৪. মেইন সুইচের সাথে কোনটি থাকে?
Ο ক) ফিউজ
Ο খ) প্লাগ-সকেট
Ο গ) বাতি
Ο ঘ) পাখা
সঠিক উত্তর: (ক)
৫৫. যে ধাতুর প্রলেপ দিতে হবে সেটি কী হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) অ্যানোড
Ο খ) ক্যাথোড
Ο গ) তড়িৎকোষ
Ο ঘ) তড়িৎদ্বার
সঠিক উত্তর: (ক)
৫৬. তড়িৎ মুদ্রণ করার সময় মোমের ছাপকে তড়িৎ পরিবাহী করতে কী ছিটিয়ে দেওয়া হয়?
Ο ক) লোহার গুঁড়া
Ο খ) তামার গুঁড়া
Ο গ) গ্রাফাইটের গুঁড়া
Ο ঘ) কাচের গুঁড়া
সঠিক উত্তর: (গ)
৫৭. পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে কীসে পরিণত হয়?
Ο ক) অণুতে
Ο খ) কণায়
Ο গ) আয়নে
Ο ঘ) নিউটনে
সঠিক উত্তর: (গ)
৫৮. HNO3 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
Ο ক) তড়িৎ বিশ্লেষণে
Ο খ) গ্যালভানাইজেশনে
Ο গ) তড়িৎ প্রলেপনে
Ο ঘ) তড়িৎ সংযোগে
সঠিক উত্তর: (ক)
৫৯. একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে 3 mg তামা সঞ্চিত হলে, অ্যানোডের ভর কত হ্রাস পাবে?
Ο ক) l mg
Ο খ) l.5 mg
Ο গ) 3 mg
Ο ঘ) 6 mg
সঠিক উত্তর: (গ)
৬০. লোডশেডিং - এর কারণ কোনটি?
Ο ক) দুর্বল মনিটরিং ব্যবস্থা
Ο খ) তড়িতের অবৈধ সংযোগ
Ο গ) বিদ্যুতের সিস্টেম লস
Ο ঘ) অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ
সঠিক উত্তর: (গ)
৬১. বিজ্ঞানী আরহেনিয়াস সর্বপ্রথম কত সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
Ο ক) ১৯৮০
Ο খ) ১৯৮১
Ο গ) ১৮৮০
Ο ঘ) ১৮৮১
সঠিক উত্তর: (ঘ)
৬২. ঋণাত্মক তড়িৎদ্বারকে কী বলে?
Ο ক) তড়িৎ বিশ্লেষ্য
Ο খ) ব্যাটারি
Ο গ) অ্যানোড
Ο ঘ) ক্যাথোড
সঠিক উত্তর: (ঘ)
৬৩. ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যাথোডে কী জমা হয়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) অপদ্রব্য
সঠিক উত্তর: (ক)
৬৪. বাজারে কয় ধররেনর ইউপিএস পাওয়া যায়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
৬৫. বিদ্যুৎ উচ্চ ভোল্টেজে সঞ্চালিত হলে লসের কী পরিবর্তন হবে?
Ο ক) বেড়ে যাবে
Ο খ) স্থির থাকবে
Ο গ) কমে যাবে
Ο ঘ) শূন্য হবে
সঠিক উত্তর: (গ)
৬৬. একই পদার্থের তৈরি যে দুটি পরিবাহীর সাহায্যে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাদেরকে বলা হয় -
Ο ক) তড়িৎ বিশ্লেষ্য
Ο খ) তড়িৎ কপাটিকা
Ο গ) তড়িৎদ্বার
Ο ঘ) তড়িৎ বিশ্লেষণ
সঠিক উত্তর: (গ)
৬৭. সিস্টেম লসের কারণ-
i. সরবরাহ পদ্ধতির ত্রুটি
ii. তড়িতের অবৈধ সংযোগ
iii. দুর্বল মনিটরিং ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৮. আইপিএসকে গৃহে ব্যবহৃত তড়িতের কোন অংশের সাথে সংযুক্ত করা হয়?
Ο ক) বাইরের অংশ
Ο খ) আউট পুট
Ο গ) ইনপুট
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
৬৯. তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতিকে কী বলে?
Ο ক) তড়িৎ বিশ্লেষণ
Ο খ) তড়িৎ মুদ্রণ
Ο গ) তড়িৎকোষ
Ο ঘ) তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য
সঠিক উত্তর: (খ)
৭০. নিচের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে না?
Ο ক) মানবদেহ
Ο খ) তামা
Ο গ) রাবার
Ο ঘ) নাইক্রোম
সঠিক উত্তর: (গ)
৭১. তড়িৎ দ্রব্যের মধ্যে তড়িৎ প্রবাহ চলে কোনটির মাধ্যমে?
Ο ক) ধনাত্মক আয়ন
Ο খ) ঋণাত্মক আয়ন
Ο গ) উভয়ই
Ο ঘ) পরিবাহী তার
সঠিক উত্তর: (গ)
৭২. আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
Ο ক) মেগাওয়াট-ঘন্টা
Ο খ) কিলোওয়াট-ঘন্টা
Ο গ) মেগাওয়াট-মিনিট
Ο ঘ) ওয়াট-ঘন্টা
সঠিক উত্তর: (খ)
৭৩. তড়িৎ বিশ্লেষ্যের সময় ক্যাথোডের দিকে যায় কোনটি?
Ο ক) ধনাত্মক আয়ন
Ο খ) ঋণাত্মক আয়ন
Ο গ) দ্রাবকের অণুগুলো
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (ক)
৭৪. একাধিক তড়িৎ কোষের সমন্বয়কে বলা হয়-
Ο ক) তড়িৎ বর্তনী
Ο খ) তড়িৎ প্রাবল্য
Ο গ) গ্যালভানোমিটার
Ο ঘ) ব্যাটারি
সঠিক উত্তর: (ঘ)
৭৫. খনি থেকে প্রাপ্ত ধাতু মিশ্রণকে কী বলে?
Ο ক) তড়িৎ মুদ্রণ
Ο খ) তড়িৎকোষ
Ο গ) আকরিক
Ο ঘ) ধাতু নিষ্কাশন
সঠিক উত্তর: (গ)
৭৬. তড়িৎ প্রবাহের দ্বারা দ্রবণের যে দ্রবটিকে দুই ভাগে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে কী বলে?
Ο ক) তড়িৎকোষ
Ο খ) তড়িৎ বিশ্লেষণ
Ο গ) তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
Ο ঘ) তড়িৎ মুদ্রণ
সঠিক উত্তর: (গ)
৭৭. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়-
i. পানি প্রবাহ
ii. গ্যাস
iii. মাটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৮. তামার উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ পাত্রে কোন দ্রব্যটি ব্যবহার করতে হবে?
Ο ক) কপার সালফেট
Ο খ) জিংক সালফেট
Ο গ) ফেরাস সালফেট
Ο ঘ) নিকেল সালফেট
সঠিক উত্তর: (ঘ)
৭৯. ব্যাটারিতে সাধারনত কয়টি অংশ থাকে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৮০. বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে ভোল্টেজ উৎসের সংযোগকারী তার দুটিকে বলা হয়-
i. জীবন্ত তার
ii. মৃত তার
iii. নিরপেক্ষ তার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮১. মেইন তারটি কোনটি হয়ে মিটারে যায়?
Ο ক) ফিউজ
Ο খ) রোধ
Ο গ) ধারক
Ο ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর: (ক)
৮২. পরিবাহিতার উপর ভিত্তি করে কঠিন পদার্থের প্রকারভেদ হলো-
i. পরিবাহী
ii. অর্ধ পরিবাহী
iii. অন্তরক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহের একক হলো-
Ο ক) ওয়াট
Ο খ) কিলোওয়াট
Ο গ) ওয়াট ঘন্টা
Ο ঘ) কিলোওয়াট-ঘন্টা
সঠিক উত্তর: (ঘ)
৮৪. আইপিএস এর ক্ষেত্রে-
i. ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই
ii. একসাথে অনেকগুলো আউটপুটকে চালাতে সক্ষম
iii. এসি চালানো যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. নিচের কোন ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়?
Ο ক) সোনা
Ο খ) রূপা
Ο গ) তামা
Ο ঘ) নিকেল
সঠিক উত্তর: (গ)
৮৬. তড়িৎ বর্তনীর চিত্র বা নকশা আঁকার সুবিধার জন্য -
Ο ক) প্রত্যেকটি সংযোগের সংকেত চিহ্ন ব্যবহার করে থাকি
Ο খ) প্রত্যেকটি সংযোগের সংকেত চিহ্ন ব্যবহার করা হয় না
Ο গ) প্রত্যেকটি সংযোগের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়
Ο ঘ) প্রত্যেকটি সংযোগের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় না
সঠিক উত্তর: (গ)
৮৭. 60W এর একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
Ο ক) 0.9
Ο খ) 9
Ο গ) 90
Ο ঘ) 900
সঠিক উত্তর: (খ)
৮৮. সাধারণ বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোন বর্তনী উপযোগী নয়?
Ο ক) সিরিজ
Ο খ) সমান্তরাল
Ο গ) উভয়ই
Ο ঘ) অনুক্রম
সঠিক উত্তর: (ক)
৮৯. একটি বাল্বের গায়ে 100W-220V লেখা আছে। অতএব বাল্বটির-
i. ফিলামেন্টের রোধ 484 ওহম
ii. প্রবাহিত তড়িৎ 0.455 ওহম
iii. ক্ষমতা 100 ওয়াট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯০. লোহার উপর দস্তার ইলেক্ট্রোপ্লেটিং এর সময়-
i. লোহাকে ক্যাথোডরূপে ব্যবহার করতে হবে
ii. আয়রনের কোনো লবণের দ্রবণ ব্যবহার করতে হবে
iii. দস্তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯১. তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়কে কী বলে?
Ο ক) তড়িৎ বিশ্লেষণ
Ο খ) সিস্টেম লস
Ο গ) লোডশেডিং
Ο ঘ) তড়িৎ প্রলেপন
সঠিক উত্তর: (খ)
৯২. এনার্জি সেভিং বাল্বের সুবিধা-
i. খরচ সাশ্রয়
ii. শক্তির অপচয় কমায়
iii. পরিত্যক্ততার চাপ কমায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৩. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে-
i. আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়
ii. ধাতু শোধন করা হয়
iii. যন্ত্রাংশ মেরামত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৪. একটি ইউপিএসের কয়টি অংশ?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৯৫. আনইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই এর অংশ-
i. রেকটিফায়ার
ii. ব্যাটারি
iii. ইনভারটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৬. ইউপিএস এক সাথে কতটি তড়িৎযন্ত্র অপারেট করতে পারে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (ক)
৯৭. বিদ্যুৎ প্রবাহের একক কী?
Ο ক) অ্যাম্পিয়ার
Ο খ) ভোল্ট
Ο গ) ওয়াট
Ο ঘ) ক্যালরি
সঠিক উত্তর: (ক)
৯৮. কোন এককে বিদ্যুৎ বিল হিসাব করা হয়?
Ο ক) অ্যাম্পিয়ার
Ο খ) BOT
Ο গ) জুল
Ο ঘ) ভোল্ট
সঠিক উত্তর: (খ)
৯৯. ইলেক্ট্রোটাইপিং এ তৈরি করা হয়- i. হরফ ii. ব্লক iii. মডেল নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০০. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে লৌহের ওপর নিকেল ধাতুর ইলেকট্রোপ্লেটিং এর সময় সংঘটিত হয়-
i. অ্যানোডে: Ni-2e- Ni2+
ii. ক্যাথোডে: Ni2++2e- Ni
iii. ক্যাথোডে: Ni-2e- Ni2+
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science