এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১১: জীব প্রযুক্তি (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১১: জীব প্রযুক্তি (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. সিকিল সেল রোগটি মানুষের কোথায় হয়?
Ο ক) ফুসফুসে
Ο খ) কিডনিতে
Ο গ) রক্তকণিকায়
Ο ঘ) পাকস্থলীতে
 সঠিক উত্তর: (গ)

 ২০২. বংশগতির ধারক ফ্যাক্টর-এর নাম জিন দিয়েছেন কে?
Ο ক) বিজ্ঞানী বেটসন
Ο খ) বিজ্ঞানী রবার্ট হুক
Ο গ) বিজ্ঞানী জন ডাল্টন
Ο ঘ) বিজ্ঞানী টমাস আলভা এডিসন
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. গোল্ডেন রাইস কোন ভিটামিন সমৃদ্ধ?
Ο ক) ভিটামিন-এ
Ο খ) ভিটামিন-সি
Ο গ) ভিটামিন-ডি
Ο ঘ) ভিটামিন-কে
 সঠিক উত্তর: (ক)

 ২০৪. নিচের কোনটি প্রোটিন?
Ο ক) হিস্টেন
Ο খ) গুয়ানিন
Ο গ) অ্যাডিনিন
Ο ঘ) থাইমিন
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. মানুষের সিনড্রোম হওয়ার কারণ কোনটি?
Ο ক) ক্রোমোজোমের নন-ডিসজাংশন
Ο খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
Ο গ) ক্রোমোজোমের সংখ্যা হ্রাস
Ο ঘ) অতিরিক্ত রক্তক্ষরণ
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. প্রাণঘাতী রোগ কোনটি?
Ο ক) রাতকানা
Ο খ) বর্ণান্ধতা
Ο গ) গ্লকোমা
Ο ঘ) হিমোফিলিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৭. কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম যে দুটি ভাগে বিভক্ত হয় তাদের প্রত্যেকটিকে কী বলে?
Ο ক) ক্রোমোনেমা
Ο খ) নিউক্লিওলাস
Ο গ) সেন্ট্রোমিয়ার
Ο ঘ) প্লাস্টিড
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. ক্রোমোজোমে কয়টি প্রোটিন থাকে?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ২টি
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. DNA অণুর প্রতিটি নিউক্লিওটাইড গঠিত হয়-
i. এটি দ্বি-সূত্রবিশিষ্ট লম্বা শৃঙ্খলের পলিনিউক্লিওটাইড
ii. এ অণুটি অনেক গুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত
iii. এটি সকল জীবের আদি বস্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১০. দুগ্ধজাত দ্রব্য- i. মাখন ii. পনির iii. দই নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. সেন্ট্রোমিয়ার কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) টেলোফেজ
 সঠিক উত্তর: (খ)

 ২১২. যখন দুটি জিনের একটি প্রকট অপরটি প্রচ্ছন্ন হয় তখন সেটি-
Ο ক) প্রকট
Ο খ) প্রচ্ছন্ন
Ο গ) হোমোজাইগাস
Ο ঘ) হেটারোজাইগাস
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৩. কতগুলো বিষয়ের সমন্বয়ে আধুনিক জীবপ্রযুক্তি গঠিত?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (খ)

 ২১৪. DNA অণুর রাসায়নিক গঠনের একক কোনটি?
Ο ক) সাইটোপ্লাজম
Ο খ) নিউক্লিওটাইড
Ο গ) প্লাজমা তন্তু
Ο ঘ) প্লাস্টিড
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. হোমোজাইগাস বলতে বোঝায়-
i. দুটি প্রকট জিন
ii. দুটি প্রচ্ছন্ন জিন
iii. একটি প্রকট ও একটি প্রচ্ছন্ন জিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৬. DNA টেস্টে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) চুল
Ο খ) মিউকাস
Ο গ) হাতের কোষ
Ο ঘ) নখ
 সঠিক উত্তর: (খ)

 ২১৭. DNA পার্শ্ব কাঠামো তৈরি করে কীভাবে?
Ο ক) স্ববিভাজন
Ο খ) দ্বিবিভাজন
Ο গ) সমবিভাজন
Ο ঘ) অসম বিভাজন
 সঠিক উত্তর: (ক)

 ২১৮. ডিএনএ অণুর আকৃতি অনেকটা-
Ο ক) সিঁড়ির মতো
Ο খ) লিফটের মতো
Ο গ) চাকার মতো
Ο ঘ) হাতির মতো
 সঠিক উত্তর: (ক)

 ২১৯. লিঙ্গ নির্ধারিত হয় কীসের মাধ্যমে?
Ο ক) সেক্স ক্রোমোজোম
Ο খ) অটোজোম
Ο গ) সেন্ট্রোমিয়ার
Ο ঘ) ক্রোমোনেমা
 সঠিক উত্তর: (ক)

 ২২০. ক্রোমোজোমে কয় ধরনের নিউক্লিক এসিড রয়েছে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক) 

 ২২১. প্রতিটি ক্রোমোজোমের দেহ কত গুচ্ছ সুতার মতো অংশ নিয়ে গঠিত?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ২২২. ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যাবে কীভাবে?
Ο ক) পর্যাপ্ত শস্য উৎপাদন করে
Ο খ) প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে
Ο গ) ট্রান্সজেনিক উদ্ভিদ চাষ করে
Ο ঘ) প্রাকৃতিক সারের ব্যবহারে উৎসাহিত করে
 সঠিক উত্তর: (গ)

 ২২৩. নিচের কোনটি ক্রোমোজোমের প্রোটিন?
Ο ক) গুয়ানিন
Ο খ) থাইমিন
Ο গ) হিস্টোন
Ο ঘ) ইউরাসিল
 সঠিক উত্তর: (গ)

 ২২৪. লোহিত কণিকা কাস্তের মতো হয় কোন ক্ষেত্রে?
Ο ক) সিকিল সেল
Ο খ) অ্যানিমিয়া
Ο গ) লিউকোমিয়া
Ο ঘ) গ্লুকোমা
 সঠিক উত্তর: (ক)

 ২২৫. দুটি ডিএনএ-র প্রান্ত জোড়া লাগানো হয় কোন এনজাইম দিয়ে?
Ο ক) লাইগেজ
Ο খ) লাইপেজ
Ο গ) রেস্ট্রিকশন এনজাইম
Ο ঘ) লাইএজ
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. অটোজোম নারী-পুরুষে কী রকম?
Ο ক) একই রকম
Ο খ) ভিন্নধর্মী
Ο গ) অর্ধেক ভিন্ন
Ο ঘ) একটি ভিন্ন
 সঠিক উত্তর: (ক)

 ২২৭. যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে সেটি-
Ο ক) প্রচ্ছন্ন
Ο খ) প্রকট
Ο গ) হোমোজাইগাস
Ο ঘ) হেটাবোজাইগাস
 সঠিক উত্তর: (খ)

 ২২৮. স্ত্রীলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
Ο ক) x
Ο খ) y
Ο গ) xx
Ο ঘ) xy
 সঠিক উত্তর: (গ)

 ২২৯. এমফাইসেমা নামক রোগ হয় কীসের অভাবে?
Ο ক) এন্টিট্রিপসিন
Ο খ) থ্রম্বিন
Ο গ) লাইপেজ
Ο ঘ) ইন্টারফেরন
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বের অংশকে কী বলে?
Ο ক) বাহু
Ο খ) ধাত্র
Ο গ) আবরণী
Ο ঘ) কণা
 সঠিক উত্তর: (ক)

 ২৩১. কোন জিনটির বৈশিষ্ট্য শুধু পুরুষের প্রকাশিত হয়?
Ο ক) x-লিংকড
Ο খ) y-লিংকড
Ο গ) লিংকড
Ο ঘ) o-লিংকড
 সঠিক উত্তর: (খ)

 ২৩২. সিকিল সেল রোগ হয় কীসের কারনে?
Ο ক) পয়েন্ট মিউটেশন
Ο খ) নন-ডিসজাংশন
Ο গ) সেক্স লিংকড জিন
Ο ঘ) মায়োসিস বিভাজন
 সঠিক উত্তর: (ক)

 ২৩৩. ফাইসিন নামক এনজাইম কোন রোগের প্রতিবোধে ব্যবহৃত হয়?
Ο ক) রক্তপাত বন্ধে
Ο খ) জন্ডিস
Ο গ) হাম
Ο ঘ) কৃমি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৪. ক্রোমাটিন ফাইবার কোষের কোথায় থাকে?
Ο ক) নিউক্লিয়াসের নিউক্লিও প্লাজমে
Ο খ) সাইটোপ্লাজমে
Ο গ) মাইটোকন্ড্রিয়ায়
Ο ঘ) কোষগহ্বরে
 সঠিক উত্তর: (ক)

 ২৩৫. DNA অণু আবিষ্কারের জন্য জেমস ওয়াটসন ও ফ্রানসিস ক্রিক কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
Ο ক) ১৯৫৩
Ο খ) ১৯৬২
Ο গ) ১৯৬৬
Ο ঘ) ১৯৭২
 সঠিক উত্তর: (খ)

 ২৩৬. কোষে কোন বিভাজন দ্বারা বংশগতির ধারা পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয়?
Ο ক) মায়োটিক
Ο খ) অ্যামাইটোসিস
Ο গ) দ্বিবিভাজন
Ο ঘ) মিয়োসিস
 সঠিক উত্তর: (ক)

 ২৩৭. সিকিলসেল রোগের লক্ষণ কী?
Ο ক) রক্তচাপ
Ο খ) রক্তশূন্যতা
Ο গ) কানে কম শোনা
Ο ঘ) চোখে কম দেখা
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. ওয়াটসন ও ক্রীক নোবেল পুরস্কার কত সালে পান?
Ο ক) ১৯৫২
Ο খ) ১৯৬২
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৮২
 সঠিক উত্তর: (খ)

 ২৩৯. নিচের কোন রোগটি মানুষের রক্তাকণিকায় হয়?
Ο ক) সিকিল সেল
Ο খ) হানটিংটন’স
Ο গ) ডাউন’স সিনড্রোম
Ο ঘ) মায়োপিয়া
 সঠিক উত্তর: (ক)

 ২৪০. ট্রান্সফরমেশনের ফলে সৃষ্ট জীবকে কী বলে?
Ο ক) ক্লোন
Ο খ) উত্তরাধিকার
Ο গ) ট্রান্সজেনিক জীব
Ο ঘ) রিকম্বনেন্ট জীব
 সঠিক উত্তর: (গ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নর উত্তর দাও: * রফিক একটি বিজ্ঞান পত্রিকায় একটি বংশগত রোগ সম্পর্কে পড়তে গিয়ে জানল যে এই রোগটি ক্রোমোজোমের নন-ডিসজাংশনের কারণে হয়। এই রোগে আক্রান্ত কোন নারীর ক্রোমোজোম xx এর পরিবর্তে x হয়।

 ২৪১. উল্লেখিত রোগের নাম কী?
Ο ক) হানটিংটন রোগ
Ο খ) ডাউন’স সিনড্রোম
Ο গ) হিমোফিলিয়া
Ο ঘ) টার্নার’স সিনড্রোম
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪২. উক্ত রোগের আক্রান্ত একজন স্ত্রীলোকের-
i. ঘাড় দীর্ঘ হয়
ii. জনন অঙ্গের বিকাশ ঘটে না
iii. স্তন বড় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post