এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১১: জীব প্রযুক্তি (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১১: জীব প্রযুক্তি (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. পুংলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
Ο ক) x
Ο খ) y
Ο গ) xx
Ο ঘ) xy
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫২. সেন্ট্রোমিয়ার-এর অপর নাম কী?
Ο ক) কাইনেটোকোর
Ο খ) সাইটোপ্লাজম
Ο গ) ক্রোমোজোম
Ο ঘ) মাইটোকন্ড্রিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. নিচের কোন রোগটির কারণে দৃষ্টিক্ষীণতা ঘটে?
Ο ক) রাতকানা
Ο খ) বর্ণান্ধতা
Ο গ) মায়োপিয়া
Ο ঘ) হিমোফিলিয়া
 সঠিক উত্তর: (গ)

 ১৫৪. অপরাধীকে শনাক্ত করা হয় কীভাবে?
Ο ক) বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে
Ο খ) শুধু রক্তের রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে
Ο গ) ফরেনসিক টেস্টের মাধ্যমে
Ο ঘ) আরএনএ টেস্টের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ১৫৫. কোনটি প্রকৃতির ওপর এক বড় ধরনের হস্তক্ষেপ হবে?
Ο ক) উদ্ভিদ ক্লোনিং
Ο খ) মানব ক্লোনিং
Ο গ) পশু ক্লোনিং
Ο ঘ) নন-ডিসজাংশন
 সঠিক উত্তর: (খ)

 ১৫৬. সর্বপ্রথম কারা DNA অণুর গঠন আবিষ্কার করেন?
Ο ক) জেমস ওয়াটসন ও রবার্ট হুক
Ο খ) জেমস ওয়াটসন ও ফ্রানসিস ক্রিক
Ο গ) রবার্ট হুক ও গ্রেগর মেন্ডেল
Ο ঘ) হার্বার্ট বয়ার ও স্ট্যানলি কোহেন
 সঠিক উত্তর: (খ)

 ১৫৭. ক্রোমোজোমে অল্প পরিমাণে পাওয়া যায়-
i. লৌহ
ii. ক্যালসিয়াম
iii. লিপিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. ক্রোমোজোমে কয় ধরনের নিউক্লিক এসিড দেখা যায়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
 সঠিক উত্তর: (খ)

 ১৫৯. ক্রোমোসোমে যে সকল প্রোটিন থাকে, তা হলো-
i. হিস্টোন প্রোটিন
ii. নন হিস্টোন প্রোটিন
iii. ইন্টাফেরন প্রোটিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬০. যার ২৩ তম জোড়ার ক্রোমোজোম xx হলে সে কী হবে?
Ο ক) পুরুষ
Ο খ) নারী
Ο গ) শিশু
Ο ঘ) বয়স্ক
 সঠিক উত্তর: (খ)

 ১৬১. ইন্টারফেরন ব্যবহার করা হয়-
i. হাম রোগের চিকিৎসায়
ii. হেপাটাইটিস এর চিকিৎসায়
iii. ক্যান্সার রোগের চিকিৎসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬২. যে জিনের বৈশিষ্ট্যর প্রকাশ ঘটে তাকে কী বলে?
Ο ক) প্রকট জিন
Ο খ) হেটোরোজাইগাস
Ο গ) প্রচ্ছন্ন জিন
Ο ঘ) অ্যালীল
 সঠিক উত্তর: (গ)

 ১৬৩. ভ্রণে জেনেটিক বিঘ্নতার কারণ কোনটি?
Ο ক) তেজস্ক্রিয় রশ্মি
Ο খ) সেক্স লিংকড জিন
Ο গ) ক্রোমোজোমের নন ডিসজাংশন
Ο ঘ) জীব প্রযুক্তি
 সঠিক উত্তর: (ক)

 ১৬৪. নাইট্রোজেন ক্ষারক পিউরিন এর অন্তর্ভুক্ত হলো-
i. এডিনিন
ii. গুয়ানিন
iii. থাইমিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬৫. নিউক্লিওটাইডে থাকে- i. শর্করা ii. ফসফেট iii. নাইট্রোজেন বেস নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৬. কোনটি ক্রোমোজোমে পাওয়া যায় না?
Ο ক) লিপিড
Ο খ) লৌহ
Ο গ) ক্যালসিয়াম
Ο ঘ) সীসা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৭. কোনটির কারণে দশ বছর বয়সেই শিশুর চলনশক্তি লোপ পায়?
Ο ক) জুডেনাইল গ্লুকোমা
Ο খ) রাতকানা
Ο গ) এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
Ο ঘ) মাসকুলার ডিসট্রফি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৮. বার্তাবাহক নিচের কোনটি?
Ο ক) m RNA
Ο খ) r RNA
Ο গ) t RNA
Ο ঘ) s RNA
 সঠিক উত্তর: (ক)

 ১৬৯. সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ২২টি
Ο ঘ) ৪৪টি
 সঠিক উত্তর: (খ)

 ১৭০. ক্রোমোজোমের প্রতিগুচ্ছ সুতার মতো অংশকে কী বলে?
Ο ক) ক্রোমোপ্লাজম
Ο খ) নিউক্লিওপ্লাজম
Ο গ) ক্রোমোনেমা
Ο ঘ) সাইটোপ্লাজম
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. কোন রোগ বিশিষ্ট বালকদের মধ্যে একজন স্বাভাবিক পুরুষের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা থাকে না?
Ο ক) সিকিল সেল
Ο খ) হানটিংটন’স
Ο গ) ডাউন’স সিনড্রোম
Ο ঘ) ক্লিনিফেলটারস সিনড্রোম
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭২. কতটি উদ্ভিদ প্রজাতিতে ট্রান্সজেনেসিস করা হয়েছে?
Ο ক) প্রায় ৩০
Ο খ) প্রায় ৪০
Ο গ) প্রায় ৫০
Ο ঘ) প্রায় ৬০
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. Escheritia coli মানুষের কোথায় থাকে?
Ο ক) অন্ত্রে
Ο খ) মাথায়
Ο গ) চোখে
Ο ঘ) নাকে
 সঠিক উত্তর: (ক)

 ১৭৪. জীব প্রযুক্তির উদাহরণ নয় কোনটি?
Ο ক) মদ
Ο খ) পাউরুটি
Ο গ) পনির
Ο ঘ) গরুর দুধ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৫. জীব প্রযুক্তির মাধ্যমে প্রস্তুতকৃত হরমোন-
i. দামি হয়
ii. সহজসাধ্য হয়
iii. দামেও কম পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭৬. নন-ডিসজাংশন সমস্যা কোষ বিভাজনের কোন ধাপে হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) টেলোফেজ
 সঠিক উত্তর: (গ)

 ১৭৭. দুইটি প্রকট জিন একসাথে থাকলে তাকে বলে -
Ο ক) প্রচ্ছন্ন জিন
Ο খ) প্রকট জিন
Ο গ) হোমোজাইগাস
Ο ঘ) হেটারোজাইগাস
 সঠিক উত্তর: (গ)

 ১৭৮. ট্রান্সজেনিক প্রাণী থেকে ঔষধ আহরণকে কী বলে?
Ο ক) ট্রান্সজেনসিস
Ο খ) মলিকুলার ফার্মিং
Ο গ) ক্লোনিং
Ο ঘ) ভ্যাকসিনেশন
 সঠিক উত্তর: (খ)

 ১৭৯. ক্রোমোনেমা-এর বহুবচন কোনটি?
Ο ক) ক্রোমোলেমা
Ο খ) ক্রোমোনেইমা
Ο গ) ক্রোমোনেমাটা
Ο ঘ) ক্রোমোনেমার
 সঠিক উত্তর: (গ)

 ১৮০. আধুনিক জৈব প্রযুক্তি বলতে বোঝায়-
i. অণুজীব বিজ্ঞান
ii. টিস্যু কালচার
iii. জিন প্রকৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮১. আজ থেকে কত বছর পূর্বে আধুনিক বংশগতি বিদ্যার ভিত্তি গড়ে উঠেছিল?
Ο ক) ১০০ বছর পূর্বে
Ο খ) ১৫০ বছর পূর্বে
Ο গ) ২০০ বছর পূর্বে
Ο ঘ) ৩০০ বছর পূর্বে
 সঠিক উত্তর: (খ)

 ১৮২. ক্রোমোজোমকে বংশগতির - বলা হয়।
Ο ক) মূল ভিত্তি
Ο খ) ভৌত ভিত্তি
Ο গ) জনক
Ο ঘ) প্রক্রিয়া
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. নিচের কোন রোগটির ভ্যাকসিন জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়েছে?
Ο ক) হাম
Ο খ) এইডস
Ο গ) ক্যান্সার
Ο ঘ) জন্ডিস
 সঠিক উত্তর: (ক)

 ১৮৪. জীব প্রযুক্তি কতগুলো অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যবহার হচ্ছে?
Ο ক) ৫০০
Ο খ) ১০০০
Ο গ) ২০০০
Ο ঘ) ৩০০০
 সঠিক উত্তর: (খ)

 ১৮৫. নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজন করা হয়-
Ο ক) ১৯৭২
Ο খ) ১৯৭৩
Ο গ) ১৯৭৪
Ο ঘ) ১৯৭৫
 সঠিক উত্তর: (খ)

 ১৮৬. জিন নামকরণ করেন-
Ο ক) মেন্ডেল
Ο খ) স্ট্যানলি
Ο গ) বয়ার
Ο ঘ) বেটসন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৭. ইনসুলিন কী?
Ο ক) এনজাইম
Ο খ) অ্যান্টিবায়োটিক
Ο গ) হরমোন
Ο ঘ) প্রোটিন
 সঠিক উত্তর: (গ)

 ১৮৮. প্রকৃতিতে ক্লোনিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে-
i. ব্যাকটেরিয়া
ii. অনেক শৈবাল
iii. ইস্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৯. ইন্টারফেরন কী দিয়ে গঠিত?
Ο ক) পেকটিন
Ο খ) গ্লাইকোজেন
Ο গ) নিউক্লিক এসিড
Ο ঘ) প্রোটিন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯০. পৃথিবীর প্রথম ক্লোনের নাম কী?
Ο ক) ডলি
Ο খ) পলি
Ο গ) কলি
Ο ঘ) মিলি
 সঠিক উত্তর: (ক)

 ১৯১. দুধের শর্করার নাম কী?
Ο ক) গ্লুকোজ
Ο খ) গ্যালাকটোজ
Ο গ) ল্যাকটোজ
Ο ঘ) মল্টোজ
 সঠিক উত্তর: (গ)

 ১৯২. নিচের কোন এনজাইমটি আঠার মতো কাজ করে?
Ο ক) লাইপেজ
Ο খ) লাইগেজ
Ο গ) সুক্রোজ
Ο ঘ) মল্টেজ
 সঠিক উত্তর: (খ)

 ১৯৩. আমাদের দেশে পনির তৈরি করা হয় কিসের দুধ থেকে?
Ο ক) গরু ও ছাগল
Ο খ) গরু ও মহিষ
Ο গ) ভেড়া ও ছাগল
Ο ঘ) গরু
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. কোন রোগের কারণে অক্ষি গোলকের কাঠিন্য হয়?
Ο ক) জুভেনাইল গ্লুকোমা
Ο খ) দৃষ্টিক্ষীণতা
Ο গ) অপটিক অ্যট্রফি
Ο ঘ) মায়োপিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. DNA অণুর প্রতিটি নিউক্লিওটাইডে কয় ধরনের রাসায়নিক উপাদান থাকে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (খ)

 ১৯৬. গবাদি পশুর প্লাজমা থেকে আহরিত হয় কোনটি?
Ο ক) ফাইসিন
Ο খ) ট্রিপসিন
Ο গ) থ্রম্বিন
Ο ঘ) প্যাপেইন
 সঠিক উত্তর: (গ)

 ১৯৭. কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশগতি রক্ষিত হয়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) মাইটোসিস
Ο ঘ) অসম বিভাজন
 সঠিক উত্তর: (খ)

 ১৯৮. সীমার মাথার সামনে একগোছা সাদা চুল দেখা যায়। কোন রোগের কারণে এটি ঘটেছে?
Ο ক) জুভেনাইল গ্লুকোমা
Ο খ) অপটিক এট্রফি
Ο গ) হোয়াইট ফোরলক
Ο ঘ) রাতকানা
 সঠিক উত্তর: (গ)

 ১৯৯. জৈব পিতা কী?
Ο ক) প্রকৃত পিতা
Ο খ) পালক পিতা
Ο গ) সৎ পিতা
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ২০০. সিকিল সেল রোগে লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন হয়?
Ο ক) গোলাকার
Ο খ) ডিম্বাকার
Ο গ) কাস্তের মত
Ο ঘ) লম্বাটে
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post