এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১১: জীব প্রযুক্তি (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১১: জীব প্রযুক্তি (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. নিচের কোনটি জৈব প্রযুক্তি দ্বারা উৎপাদিত হয়?
Ο ক) মাখন
Ο খ) পনির
Ο গ) দই
Ο ঘ) দুধ
 সঠিক উত্তর: (খ)

 ১০২. বিভিন্ন ধরনের RNA-
i. mRNA
ii. rRNA
iii. tRNA
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৩. মানব ক্লোনিং-এর প্রধান অন্তরায় কী?
Ο ক) ধর্ম
Ο খ) জনবল
Ο গ) অর্থ
Ο ঘ) যন্ত্রপাতি
 সঠিক উত্তর: (ক)

 ১০৪. দুধ দই-এ পরিণত হয় কোন ব্যাকটেরিয়ার কারণে?
Ο ক) E.coli
Ο খ) ল্যাক্টিক এসিড
Ο গ) Rhi=obinm
Ο ঘ) ফ্যাটি এসিড
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার মত অংশকে কী বলে?
Ο ক) নিউক্লিওলাস
Ο খ) নিউক্লিওপ্লাজম
Ο গ) সেন্ট্রোসোম
Ο ঘ) ক্রোমোজোম
 সঠিক উত্তর:

 ১০৬. রাইবোনিউক্লিক এসিডের প্রকারভেদের অন্তর্ভুক্ত হলো-
i. বার্তাবাহক রাইবোনিউক্লিক এসিড
ii. রাইবোজোমাল রাইবোনিউক্লিক এসিড
iii. ফসফোনিক রাইবোনিউক্লিক এসিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. বংশগতির ভৌত ভিত্তি কোনটি?
Ο ক) DNA
Ο খ) RNA
Ο গ) ক্রোমোজোম
Ο ঘ) নিউক্লিয়াস
 সঠিক উত্তর: (গ)

 ১০৮. মানবকল্যাণে জীবজ প্রতিনিধিদের নিয়ন্ত্রিত ব্যবহারকে কী বলে?
Ο ক) ঔষধ বিজ্ঞান
Ο খ) জীবপ্রযুক্তি
Ο গ) কৃষিবিজ্ঞান
Ο ঘ) অনুজীববিজ্ঞান
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. সিকিল সেল রোগ হলে-
i. দেহে তীব্র ব্যথা হয়
ii. রক্তশূন্যতা দেখা দেয়
iii. লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১০. জীবজগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রক হচ্ছে-
Ο ক) কোষ
Ο খ) নিউক্লিয়াস
Ο গ) জিন
Ο ঘ) ক্রোমোসোম
 সঠিক উত্তর: (গ)

 ১১১. বিজ্ঞানী মেন্ডেল বংশগত বৈশিষ্ট্যের নির্ধারকের একককে কী বলে অভিহিত করেছেন?
Ο ক) জিন
Ο খ) RNA
Ο গ) DNA
Ο ঘ) ফ্যাক্টর
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. ক্রোমাটিড গঠিত হয় কী দ্বারা?
Ο ক) প্রোটোনেমা
Ο খ) ক্রোমোনেমা
Ο গ) ক্রোমোপ্লাস্ট
Ο ঘ) নিউক্লিওপ্লাজম
 সঠিক উত্তর: (খ)

 ১১৩. বর্তমানে কাদের মতানুযায়ী, ক্রোমাটিড ও ক্রোমোনেমা ক্রোমোজোমের একই অংশের দুটি নাম?
Ο ক) পদার্থবিদ
Ο খ) কোষতত্ত্ববিদ
Ο গ) ইঞ্জিনিয়ার
Ο ঘ) কার্ডিওলজিস্ট
 সঠিক উত্তর: (খ)

 ১১৪. যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না তাকে কী বলে?
Ο ক) প্রকট জিন
Ο খ) হেটোরোজাইগাস
Ο গ) প্রচ্ছন্ন জিন
Ο ঘ) অ্যালীল
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা-
Ο ক) নির্দিষ্ট
Ο খ) অনির্দিষ্ট
Ο গ) ২০,০০০ এর কম
Ο ঘ) ২০,০০০ এর অধিক
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে DNA কে সাহায্যে করে-
Ο ক) প্রোটিন
Ο খ) RNA
Ο গ) হরমোন
Ο ঘ) এনজাইম
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. ফরেনসিক টেস্টে ব্যবহৃত হয়- i. DNA ii. অ্যান্টিবডি iii. হরমোন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. উচ্চ শ্রেণির জীবের দেহকোষের ক্রোমোজোমকে কী বলে?
Ο ক) নিওসোম
Ο খ) অটোসোম
Ο গ) ক্রোমাটিড
Ο ঘ) সেন্ট্রোসোম
 সঠিক উত্তর: (খ)

 ১১৯. কোন টেস্ট দ্বারা ডিএনএ বিশ্লেষণ করা হয়?
Ο ক) আল্ট্রাসনোগ্রাম
Ο খ) ইসিজি
Ο গ) সরোলজি
Ο ঘ) মাইক্রোটিউব
 সঠিক উত্তর: (গ)

 ১২০. দুগ্ধজাত খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) ব্যাকটেরিয়া
Ο খ) ভাইরাস
Ο গ) শৈবাল
Ο ঘ) প্রোটোজোয়া
 সঠিক উত্তর: (ক)

 ১২১. নিচের কোন রোগটির কারণে অপটিক স্নায়ু ক্ষয়িষ্ণুতা ঘটে?
Ο ক) এক্টডার্মাল ডিসপ্লেসিয়া
Ο খ) অপটিক অ্যট্রফি
Ο গ) মাসকুলার ডিসট্রফি
Ο ঘ) হোয়াইট ফোরলক
 সঠিক উত্তর: (খ)

 ১২২. সুপার রাইসে কোন ভিটামিন রয়েছে?
Ο ক) A
Ο খ) B
Ο গ) C
Ο ঘ) D
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. সিকিল সেল রোগ হবার কারণ কী?
Ο ক) পয়েন্ট মিউটেশন
Ο খ) ননডিসজাঙ্কসন
Ο গ) ক্রোমোসোম সংখ্যার হ্রাস বৃদ্ধি
Ο ঘ) ক্রোমোসোমের কোন অংশের হ্রাস বৃদ্ধি
 সঠিক উত্তর: (ক)

 ১২৪. ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন পৃথক করেন-
i. এভেরি
ii. ম্যাকলিওড
iii. ম্যাককারটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. সেক্স-লিংকড বৈশিষ্ট্যগুলো মহিলাদের চেয়ে পুরুষের বেশি প্রকাশিত হওয়ার কারণ কোনটি?
Ο ক) স্ত্রীলোকের দেহে এ জিনটি অকার্যকর থাকে
Ο খ) স্ত্রীলোকদের হোমোজাইগাস অবস্থায় এর প্রকাশ ঘটে
Ο গ) এটি কেবল পুরুষদের দেহে থাকে
Ο ঘ) পুরুষদের হোমোজাইগাস অবস্থায় এটি প্রকট হয়
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. ট্রান্সজেনিক জীব উদ্ভাবন করা হয়-
i. রিকম্বিনেন্ট DNA কৌশল প্রয়োগ করে
ii. জিন ক্লোনিং-এর মাধ্যমে
iii. ক্রোমোজোমের সংখ্যার হ্রাস-বৃদ্ধির ঘটিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৭. হানটিংটন’স রোগের কারণে শরীরের কোন অংশটি কাজ করে না?
Ο ক) কিডনি
Ο খ) লিভার
Ο গ) মস্তিষ্ক
Ο ঘ) হৃৎপিন্ড
 সঠিক উত্তর: (গ)

 ১২৮. নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন উপাদান হলো-
i. প্রোটিন
ii. শর্করা
iii. ফ্যাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৯. কোষের নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো যে বস্তুগুলো থাকে তাদেরকে কী বলে?
Ο ক) সেন্ট্রোমিয়ার
Ο খ) ক্রোমোজোম
Ο গ) নিউক্লিওটাইড
Ο ঘ) নিউক্লিওলাস
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. ক্লোনিং কয় ধরনের হয়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (খ)

 ১৩১. সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বের অংশ হল -
Ο ক) ক্রোমাটিড
Ο খ) কাইনেটোকোর
Ο গ) বাহু
Ο ঘ) ম্যাট্রিক্স
 সঠিক উত্তর: (গ)

 ১৩২. আলফা এন্টিট্রিপসিন প্রোটিনের অভাবে কোন রোগ হয়?
Ο ক) এমফাইসেমা
Ο খ) হিমোফিলিয়া
Ο গ) থ্যালাসেমিয়া
Ο ঘ) হার্ট ব্লক
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. কোষে সেন্ট্রোমিয়ার সংযুক্ত অংশের গঠন উপাদান হল-
i. প্রোটিন
ii. জৈব পদার্থ
iii. অজৈব পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৪. কোন পদ্ধতিতে প্রাপ্ত জীব হুবহু মাতৃজীবের মত হয়?
Ο ক) ক্লোনিং
Ο খ) যৌন প্রজনন
Ο গ) স্পোরলেশন
Ο ঘ) ফিশন
 সঠিক উত্তর: (ক)

 ১৩৫. জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা কোন দেশের গবেষকরা উদ্ভাবন করেছে?
Ο ক) বাংলাদেশ
Ο খ) জাপান
Ο গ) স্পেন
Ο ঘ) আমেরিকা
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. ক্রোমোজোমের নন-ডিসজাংশনের ফলে এক সাথে সৃষ্ট লক্ষণগুলোকে কী বলে?
Ο ক) সিম্পর্টম
Ο খ) সিনড্রোম
Ο গ) ডিসিস
Ο ঘ) প্রবলেম
 সঠিক উত্তর: (খ)

 ১৩৭. বট থেকে নিচের কোন এনজাইমটি পাওয়া যায়?
Ο ক) ফাইসিন
Ο খ) ট্রিপসিন
Ο গ) থ্রম্বিন
Ο ঘ) প্যাপেইন
 সঠিক উত্তর: (ক)

 ১৩৮. মানুষের রক্তে ‘সিকিল্‌ সেল’ রোগটি কেন হয়?
Ο ক) ক্রোমোজোমের সংখ্যা হ্রাসের জন্য
Ο খ) ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধির জন্য
Ο গ) পয়েন্ট মিউটেশনের জন্য
Ο ঘ) ক্রোমোজোমের একটি অংশ হ্রাসের জন্য
 সঠিক উত্তর: (গ)

 ১৩৯. জিন নামকরণ হয় কত সালে?
Ο ক) ১৯০৫
Ο খ) ১৯০৭
Ο গ) ১৯০৮
Ο ঘ) ১৯০৯
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. DNA অণুর গঠন আবিষ্কার করেন-
i. জেমস ওয়াটসন
ii. ফ্রানসিস ক্রীক
iii. গ্রেগর জোহান মেন্ডেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. জিন-এর ক্ষেত্রে প্রযোজ্য তথ্যটি হলো-
i. জিন হচ্ছে DNA অণুর সুনির্দিষ্ট একটি অংশ
ii. ক্রোমোজোমের গায়ে সন্নিবেশিত থাকে অসংখ্য জিন
iii. জিন হচ্ছে বংশগতির একক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪২. রিকম্বিনেন্ট DNA তৈরি হয় - পদ্ধতিতে?
Ο ক) জিন ক্লোনিং
Ο খ) সেল ক্লোনিং
Ο গ) রিপ্রোডাকটিভ ক্লোনিং
Ο ঘ) মাইক্রো ক্লোনিং
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. খন্ডিত DNA গ্রাহক কোষে প্রবেশ করানোকে কী বলে?
Ο ক) ট্রান্সলেশন
Ο খ) ট্রান্সফরমেশন
Ο গ) ট্রান্সজেনেসিস
Ο ঘ) ক্লোনিং
 সঠিক উত্তর: (খ)

 ১৪৪. কোনো সন্তানের DNA-এর গঠনের সাথে কোনো পিতার DNA-এর গঠনের শতকরা কত অংশ মিললে উক্ত ব্যক্তিকে ঐ সন্তানের প্রকৃত পিতা বলা হয়?
Ο ক) ৭০.৯%
Ο খ) ৮৮.৯%
Ο গ) ৯০.৯%
Ο ঘ) ৯৯.৯%
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৫. ক্রোমোজোম স্বাভাবিক অবস্থায় কোষে কীভা্বে থাকে?
Ο ক) সারিবদ্ধভাবে
Ο খ) সুশৃঙ্খলভাবে
Ο গ) বিশৃঙ্খলভাবে
Ο ঘ) থাকেন না
 সঠিক উত্তর: (গ)

 ১৪৬. সেন্ট্রোমিয়ারকে - নামেও ডাকা হয়?
Ο ক) ক্রোমাটিড
Ο খ) কাইনেটোকোর
Ο গ) বাহু
Ο ঘ) ম্যাট্রিক্স
 সঠিক উত্তর: (খ)

 ১৪৭. টার্নার’স সিনড্রোমে মহিলার সেক্স ক্রোমোজোম হয়-
Ο ক) X
Ο খ) XX
Ο গ) XXX
Ο ঘ) XXXY
 সঠিক উত্তর: (ক)

 ১৪৮. কত জোড়া ক্রোমোজোম নারী ও পুরুষের দেহকোষে একই রকম থাকে?
Ο ক) ১ জোড়া
Ο খ) ১০ জোড়া
Ο গ) ২২ জোড়া
Ο ঘ) ২৩ জোড়া
 সঠিক উত্তর: (গ)

 ১৪৯. রক্তপাত বন্ধে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) ফাইসিন
Ο খ) ট্রিপসিন
Ο গ) থ্রম্বিন
Ο ঘ) প্যাপেইন
 সঠিক উত্তর: (গ)

 ১৫০. মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?
Ο ক) ২০ জোড়া
Ο খ) ২২ জোড়া
Ο গ) ২৩ জোড়া
Ο ঘ) ২৫ জোড়া
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post