এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১১: জীব প্রযুক্তি (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১১: জীব প্রযুক্তি (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. রক্তের সাথে সম্পর্কিত রোগ কোনটি?
Ο ক) রাতকানা
Ο খ) বর্ণান্ধতা
Ο গ) গ্লুকোমা
Ο ঘ) হিমোফিলিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন আলাদা করা হয় কত সালে?
Ο ক) ১৯৩৩
Ο খ) ১৯৪৪
Ο গ) ১৯৫৫
Ο ঘ) ১৯৬৬
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. সেক্স ক্রোমোজোম গুলোকে প্রকাশ করা হয়-
i. x দ্বারা
ii. y দ্বারা
iii. z দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. পয়েন্ট মিউটেনশনের কারণে হয়-
i. সিঁকিল সেল রোগ
ii. হানটিংটন’স রোগ
iii. টানার’স সিনড্রোম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. মানুষের প্রতিটি দেহকোষে কত জোড়া অটোজোম রয়েছে?
Ο ক) ১ জোড়া
Ο খ) ২২ জোড়া
Ο গ) ২৩ জোড়া
Ο ঘ) ২৪ জোড়া
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. সেরোলজি টেস্টে ডিএনএ বিশ্লেষণ করা হয় মানুষের-
i. রক্তের
ii. বীর্যের
iii. লালার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়-
i. প্রোফেজ
ii. মেটাফেজ
iii. অ্যানাফেজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. x লিংকড জিন-
i. x ক্রোমোজোমে থাকে
ii. y ক্রোমোজোমে থাকে না
iii. প্রকট প্রকৃতির হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. পেঁপে থেকে কোন এনজাইম পাওয়া যায়?
Ο ক) অ্যামাইলেজ
Ο খ) প্রোটিয়েজ
Ο গ) লাইপেজ
Ο ঘ) প্যাপেইন
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. নিউক্লিক এসিড কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ৬১. ডিএনএ আবিষ্কৃত হয় কত সালে?
Ο ক) ১৯৫২
Ο খ) ১৯৫৩
Ο গ) ১৯৫৬
Ο ঘ) ১৯৫৫
 সঠিক উত্তর: (খ)

 ৬২. ইন্টারফেরন উপাদানটি কীভাবে গঠিত হয়েছে?
Ο ক) ক্ষুদ্র ক্ষুদ্র কার্বন অণুর সমন্বয়ে
Ο খ) কয়েকটি হাইড্রোজেন অণুর সমন্বয়ে
Ο গ) ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অণুর সমন্বয়ে
Ο ঘ) চারটি গ্লুকোজ অণুর সমন্বয়ে
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. গোল্ডেন রাইস কোন দেশ আবিষ্কার করে?
Ο ক) সুইডেন
Ο খ) আমেরিকা
Ο গ) চীন
Ο ঘ) বাংলাদেশ
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. জেনেটিক বিশৃঙ্খলার কারণ-
i. পয়েন্ট মিউটেশন
ii. নন-ডিসজাংশন
iii. ক্রোমোজোম সংখ্যার হ্রাস-বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. কোনটি একটি সমন্বিত বিজ্ঞান?
Ο ক) নৃবিজ্ঞান
Ο খ) রাষ্ট্রবিজ্ঞান
Ο গ) জীবপ্রযুক্তি
Ο ঘ) শারীরবিদ্যা
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. ডাউন’স সিনড্রোম রোগের লক্ষণ হলো-
i. চোখের পাতা ফুলে যায়
ii. নাক চ্যাপ্টা হয়
iii. হাতগুলো ছোট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. টিস্যু কালচারের মাধ্যমে সৃষ্ট ভাইরাস প্রতিরোধী জাত হলো-
i. আলু
ii. তামাক
iii. কলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. জীবকোষে RNA কয় ধরনের?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. ক্লিনিফেলটার’স সিনড্রোমে পুরুষের সেক্স ক্রোমোজোম হয়-
Ο ক) XY
Ο খ) XYY
Ο গ) XXY
Ο ঘ) XXYY
 সঠিক উত্তর: (গ)

 ৭০. কী আবিষ্কারের জন্য ওয়াটসন ও ক্রীক নোবেল পুরস্কার পান?
Ο ক) RNA
Ο খ) DNA
Ο গ) ক্রোমোজোম
Ο ঘ) কোষ
 সঠিক উত্তর: (খ)

 ৭১. ক্রোমোজোমে যে মৌলিক পদার্থ থাকে তা হলো-
i. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
ii. লৌহ ও ম্যাগনেসিয়াম
iii. ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৭২. নাইট্রোজেন ক্ষারক পাইরিমিডিন এর অন্তর্ভুক্ত হলো-
i. গুয়ানিন
ii. থাইমনি
iii. সাইটোসিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. জীব প্রযুক্তির পঠিত বিষয় নয় কোনটি?
Ο ক) অণুজীব বিজ্ঞান
Ο খ) টিস্যু কালচার
Ο গ) জিন প্রেকৌশল
Ο ঘ) ফিস কালচার
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. প্রতিটি ক্রোমাটিতে কতটি ক্রোমোনেমা থাকে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. জীবকোষে পাওয়া যায়-
i. বার্তা বাহক আরএনএ
ii. রাইবোজোমাল আরএনএ
iii. ট্রান্সফার আরএনএ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) ফাইসিন
Ο খ) ট্রিপসিন
Ο গ) থ্রম্বিন
Ο ঘ) প্যাপেইন
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. উল্লেখযোগ্য অ্যান্টিবায়োটিক হচ্ছে-
i. পেনিসিলিন
ii. সেফালোস্পোরিন
iii. ইন্টারফেরন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. DNA ও RNA এর বাহক কে?
Ο ক) জিন
Ο খ) প্রোটিন
Ο গ) ক্রোমোজোম
Ο ঘ) কোষ
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. নিচের কোনটি সেক্স লিংকড নয়?
Ο ক) বর্ণান্ধতা
Ο খ) সিকিল সেল
Ο গ) ডাউন’স সিনড্রোম
Ο ঘ) রাতকানা
 সঠিক উত্তর: (গ)

 ৮০. বিশ্বের দুধের প্রধান উৎস কোনটি?
Ο ক) গাভী
Ο খ) ছাগল
Ο গ) মহিষ
Ο ঘ) ভেড়া
 সঠিক উত্তর: (ক)

 ৮১. ইন্টাফেরন ব্যবহার করা হয়-
i. ক্যান্সার নিয়ন্ত্রণে
ii. হেপাটাইটিস চিকিৎসায়
iii. ডায়াবেটিস নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮২. নিচের কোনটি একটি সমন্বিত বিজ্ঞান?
Ο ক) অণু বিজ্ঞান
Ο খ) জীব প্রযুক্তি
Ο গ) সমুদ্র বিজ্ঞান
Ο ঘ) রসায়ন
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. কোনটির পূর্ণ নাম হচ্ছে ডি-অক্সিরাইবোনিউক্লিক এসিড?
Ο ক) DNA
Ο খ) R-RNA
Ο গ) RNA
Ο ঘ) R-DNA
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. প্রাকৃতিকভাবে ক্লোন তৈরি হয়- i. ব্যাকটেরিয়ায় ii. ইস্টে iii. মস-এ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. কোনো সন্তানের প্রকৃত পিতা কে তা নির্ণয় করা যায়-
i. জিন ক্লোনিং পদ্ধতির সাহায্যে
ii. DNA টেস্ট করে
iii. রিপ্রোডাকটিভ ক্লোনিং-এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. কত সালে ডি এন এ অণু আবিষ্কৃত হয়?
Ο ক) ১৯৫৩
Ο খ) ১৯৫১
Ο গ) ১৯৫৬
Ο ঘ) ১৯৭৬
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. সেক্স লিংকড বৈশিষ্ট্যধারী স্ত্রীর সকল পুত্র সন্তানে বৈশিষ্ট্য প্রকাশ পায় কিন্তু এর বাহক কে?
Ο ক) স্বামী
Ο খ) স্ত্রী
Ο গ) পুত্র সন্তান
Ο ঘ) কন্যা সন্তান
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. রক্তপাত বন্ধে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ট্রিপসিন এনজাইম
Ο খ) থ্রম্বিন এনজাইম
Ο গ) অ্যামাইলেজ এনজাইম
Ο ঘ) প্রোটিয়েজ এনজাইম
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. নিচের কোনটিকে রাইবোনিউক্লিক এসিড বলা হয়?
Ο ক) DNA
Ο খ) RNA
Ο গ) GTP
Ο ঘ) ATP
 সঠিক উত্তর: (খ)

 ৯০. কোন রোগটিতে আক্রান্ত ব্যক্তির জিহ্বা লম্বা ও হাত ছোট হয়?
Ο ক) হানটিংটন’স রোগ
Ο খ) সিকিল রোগ
Ο গ) ডাউন’স সিনড্রোম
Ο ঘ) ক্লিনিফেলটার’স সিনড্রোম
 সঠিক উত্তর: (গ)

 ৯১. কৃষি উন্নয়নে ব্যবহৃত হয়-
i. গুণগত মান উন্নয়ন
ii. স্টেরাইল ইনসেক্ট টেকনিক
iii. ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. কোষস্থ ক্রোমোজোমের রাসায়নিক পদার্থ হলো-
i. লিপিড ও ম্যাগনেসিয়াম আয়ন
ii. ক্যালসিয়াম ও লৌহ
iii. হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য হলো-
i. চর্বি যুক্ত মাংস উৎপাদন
ii. দ্রুত বিক্রয়যোগ্য করা
iii. রোগ প্রতিরোধী করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. DNA এর শর্করা কোনটি?
Ο ক) হেক্সোজ
Ο খ) ডেক্সোট্রোজ
Ο গ) রাইবোজ
Ο ঘ) ডি অক্সিরাইবোজ
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য-
i. চর্বিমুক্ত মাংস উৎপাদন
ii. দ্রত বিক্রয়যোগ্য করা
iii. রোগ প্রতিরোধ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. জিন প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে ভ্যাকসিন বা টিকা আবিষ্কৃত হয়েছে-
i. পোলিও রোগের
ii. যক্ষ্মা রোগের
iii. বসন্ত রোগের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৭. ট্রান্সজেনিক জীব উদ্ভাবনের হাতিয়ার-
i. রিকম্বিনেন্ট DNA কৌশল
ii. মাইক্রোইনজেকশন
iii. মাইক্রোপ্রপাগেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. নিচের কোনটিতে বিকলাঙ্গতা হয়?
Ο ক) হিমোফিলিয়া
Ο খ) মায়োপিয়া
Ο গ) মাসকুলার ডিস্ট্রফি
Ο ঘ) হোয়াইট ফোররক
 সঠিক উত্তর: (গ)

 ৯৯. DNA অণুর গঠন আবিষ্কার কত সালে?
Ο ক) ১৯৫৩ সালে
Ο খ) ১৯৬৩ সালে
Ο গ) ১৯৭৩ সালে
Ο ঘ) ১৯৮৩ সালে
 সঠিক উত্তর: (ক)

 ১০০. DNA প্রোফাইল তৈরি করা হয় কীভাবে?
Ο ক) রং পেন্সিল
Ο খ) রাসায়নিক বিক্রিয়া
Ο গ) ভৌত পরিবর্তন
Ο ঘ) ডাক্তারের ইচ্ছানুসারে
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post