ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১০: এসো বলকে জানি (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. বল-
i. বস্তুর দিক অপরিবর্তিত রাখে
ii. বস্তুর আকৃতি পরিবর্তন করে
iii. স্থির বস্তুকে গতিশীল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫২. ঘর্ষণ সর্বদা গতিকে-
Ο ক) বাড়িয়ে দেয়
Ο খ) বাড়তে সাহায্য করে
Ο গ) বাধা দেয়
Ο ঘ) সুষম গতিতে পরিবর্তন করে
সঠিক উত্তর: (গ)
১৫৩. ঘর্ষণকে কি বলা হয়?
Ο ক) অপশক্তি
Ο খ) প্রয়োজনীয় উপদ্রব
Ο গ) যন্ত্রের দক্ষতা হ্রাসকারক
Ο ঘ) বল বৃদ্ধিকারক
সঠিক উত্তর: (খ)
১৫৪. মাধ্যাকর্ষণ বলের অপর নাম কী?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) চৌম্বব বল
Ο গ) তাড়িতচৌম্বক বল
Ο ঘ) দুর্বল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ক)
১৫৫. নিউটনের প্রথম সূত্র হতে কোনটির গুণগত সংজ্ঞা পাওয়া যায়?
Ο ক) জড়তা
Ο খ) ট্রাফিক সিগন্যাল
Ο গ) বল
Ο ঘ) গতি
সঠিক উত্তর: (গ)
১৫৬. তেল এবং গ্রিজের মতো পদার্থকে বলা হয়-
Ο ক) অকটেন
Ο খ) পেট্রোলিয়াম
Ο গ) লুব্রিকেন্ট
Ο ঘ) কয়লা
সঠিক উত্তর: (গ)
১৫৭. পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকে কী বলে?
Ο ক) অভিকর্ষ বল
Ο খ) শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) দুর্বল নিউক্লিয় বল
Ο ঘ) চৌম্বক বল
সঠিক উত্তর: (ক)
১৫৮. তাড়িতচৌম্বক বলের মান নির্ভর করে কণিকাদ্বয়ের-
i. আধানের গুণফলের ওপর
ii. মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. আধানের ভরের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৯. কোন বলের মান দুটি বস্তুর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে?
Ο ক) ঘর্ষণ বল
Ο খ) মাধ্যাকর্ষণ বল
Ο গ) পেশিজ বল
Ο ঘ) তাড়িত চৌম্বক বল
সঠিক উত্তর: (খ)
১৬০. পরমাণুর গঠন নিয়ন্ত্রণ করে কোন বল?
Ο ক) চৌম্বক বল
Ο খ) আন্তঃআণবিক বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (খ)
১৬১. শক্তিশালী নিউক্লিয় বল-
i. তাড়িতচৌম্বক বলের চেয়ে ১০০০ গুণ শক্তিশালী
ii. নিউক্লিয়নগুলোর মাঝে ক্রিয়া করে
iii. নিউক্লিয়াসের বাইরে কাজ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬২. ক্রিয়া প্রতিক্রিয়া বলদ্বয় নিচের কোনটির উপর নির্ভরশীল?
Ο ক) স্থিরাবস্থার
Ο খ) গতিশীল অবস্থার
Ο গ) সাম্যবস্থায় থাকা
Ο ঘ) বর্তমানের উপর
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. যা বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলে?
Ο ক) ভরবেগ
Ο খ) জড়তা
Ο গ) চল
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (গ)
১৬৪. নিউটনের কোন সূত্র থেকে আমরা জানি, বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হবে?
Ο ক) প্রথম সূত্র
Ο খ) দ্বিতীয় সূত্র
Ο গ) সংরক্ষণ সূত্র
Ο ঘ) তৃতীয় সূত্র
সঠিক উত্তর: (ক)
১৬৫. সবুজ বাতি কী নির্দেশ করে?
Ο ক) থেমে যাওয়ার
Ο খ) এগিয়ে যাওয়ার
Ο গ) স্থির থাকার
Ο ঘ) ব্রেক কষার
সঠিক উত্তর: (গ)
১৬৬. রকেট কোনটির ওপর ভিত্তি করে চলে?
Ο ক) ক্রিয়া প্রতিক্রিয়া বল
Ο খ) গ্যালিলিওর সূত্রের
Ο গ) নিউটনের ১ম সূত্র
Ο ঘ) আপেক্ষিকতার
সঠিক উত্তর: (ক)
১৬৭. আমাদের পেছনের পা মাটির উপর কীভাবে বল প্রয়োগ করে?
Ο ক) লম্বভাবে
Ο খ) সোজা
Ο গ) ভূমির জড়তার জন্য
Ο ঘ) তির্যকভাবে
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. যে বল বস্তুর সংস্পর্শে না এসেও বস্তুর ওপর ক্রিয়া করে তাকে কী বল বলে?
Ο ক) স্পর্শ
Ο খ) অস্পর্শ
Ο গ) পেশিজ বল
Ο ঘ) ঘর্ষণ
সঠিক উত্তর: (খ)
১৬৯. নিউটনের প্রথম সূত্র হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে-
i. স্থির বস্তু স্থিরই থাকবে
ii. গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে
iii. গতিশীল বস্তু দ্রুতিতে সরলপথে চলতে থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭০. চুম্বক দ্বারা আকর্ষিত হয় না কোনটি?
Ο ক) লোহা
Ο খ) কাঠ
Ο গ) স্টিল
Ο ঘ) আলপিন
সঠিক উত্তর: (খ)
১৭১. কোনটির কারণে প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে নিরাপদে নামা সম্ভব?
Ο ক) পেশিজ বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) ঘাত বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (খ)
১৭২. কোনটির আকর্ষণ ও বিকর্ষণ করার ক্ষমতা আছে?
Ο ক) চুম্বক
Ο খ) মাধ্যাকর্ষণ বল
Ο গ) শক্তিশালী নিউক্লিয় বল
Ο ঘ) ঘর্ষণ বল
সঠিক উত্তর: (ক)
১৭৩. ঘর্ষণ কীভাবে বাড়ানো যায়?
Ο ক) পৃষ্ঠকে অমসৃণ করে
Ο খ) পৃষ্ঠকে পিচ্ছিল করে
Ο গ) বল রিয়ারিং ব্যবহার করে
Ο ঘ) পৃষ্ঠকে মসৃণ করে
সঠিক উত্তর: (ক)
১৭৪. মহাকর্ষ বলের মান বস্তুবদ্বয়ের-
i. ভরের গুণফলের সমানুপাতিক
ii. মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক
iii. মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৫. অস্পর্শ বল-
i. মাধ্যাকর্ষ বল
ii. দুর্বল নিউক্লিয় বল
iii. শক্তিশালী নিউক্লিয় বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. নিচের কোন বল আকর্ষণ ও বিকর্ষণ উভয়ধর্মী হতে পারে?
Ο ক) তাড়িতচৌম্বক বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) দুর্বল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ক)
১৭৭. ঘর্ষণ কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) পেট্রোলিয়াম
Ο খ) জেলি
Ο গ) লুব্রিকেন্ট
Ο ঘ) ডিজেল
সঠিক উত্তর: (গ)
১৭৮. কোনটি দ্বারা বলের পরিমাণ করা যায়?
Ο ক) ভর X বেগ
Ο খ) ভর X ভর
Ο গ) ভর X ত্বরণ
Ο ঘ) বেগ X বেগ
সঠিক উত্তর: (গ)
১৭৯. যন্ত্রপাতির যে সকল অংশ পরস্পরের সাথে ঘষা যায় সেগুলো কোনটির কারণে ক্ষয়প্রাপ্ত হয়?
Ο ক) অস্পর্শ বল
Ο খ) দুর্বল নিউক্লীয় বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) সবল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (খ)
১৮০. F = ma সম্পর্কটির ক্ষেত্রে-
i. ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করে যদি ভর অপরিবর্তিত থাকে
ii. বল দ্বিগুণ করলে বস্তুর ত্বরণ দ্বিগুণ যদি ভর অপরিবর্তীত থাকে
iii. বল নির্দিষ্ট থাকলে ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮১. অভিকর্ষ বল-
i. বস্তুর ভরের কারণে সৃষ্টি হয়
ii. এক ধরনের মাধ্যাকর্ষণ বল
iii. সমসময়ই আকর্ষণ ধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮২. 'পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে' এটি কোন বলের উদাহরণ?
Ο ক) দুর্বল নিউক্লিয় বল
Ο খ) শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) চৌম্বক বল
সঠিক উত্তর: (গ)
১৮৩. একটি নৌকা গতিশীল হবে না-
i. নৌকা কর্তৃক প্রযুক্ত বল বেশি হলে
ii. নৌকায় উপর প্রযুক্ত বল বেশি হলে
iii. নৌকা কর্তৃক এবং নৌকায় উপর প্রযুক্ত বল সমান হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৪. কোন বিজ্ঞানী বল, ভর ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করেন?
Ο ক) গ্যালিলিও
Ο খ) আইনস্টাইন
Ο গ) নিউটন
Ο ঘ) ডাল্টন
সঠিক উত্তর: (গ)
১৮৫. বল প্রয়োগ হয়-
i. ঠেলা বা টানায়
ii. বস্তুকে প্রসারিত বা সংকুচিত করায়
iii. বস্তুকে মোচড়ানো বা ছেড়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. মৌলিক কণিকা লেপটিন ক্ষয়প্রাপ্তির জন্য দায়ী কোন বল?
Ο ক) তাড়িতচৌম্বক বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) চৌম্বক বল
Ο ঘ) শক্তিশালী নিউক্লিয় বল
সঠিক উত্তর: (খ)
১৮৭. আমরা টেবিলে ঘুষি মারলে ব্যথা পাই কেন?
Ο ক) টেবিলের উপর বল প্রয়োগের জন্য
Ο খ) টেবিল শক্ত বলে
Ο গ) টেবিল চওড়া বলে
Ο ঘ) টেবিল কর্তৃক বল প্রয়োগের জন্য
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. ঘর্ষণ কমানোর জন্য কোনটির ব্যবহার করা হয়?
Ο ক) পেট্রোলিয়াম
Ο খ) জেলী
Ο গ) লুব্রিকেন্ট
Ο ঘ) ডিজেল
সঠিক উত্তর: (গ)
১৮৯. বলের আছে-
Ο ক) মান ও ভর
Ο খ) দিক ও ওজন
Ο গ) মান ও দিক
Ο ঘ) ভর ও ওজন
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: মহাবিশ্বে একটি বস্তু অপর বস্তুকে টানছে। এই বলকে মহাকর্ষ বল। এই বলের মান বস্তুদ্বয়ের ভর ও এদের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে।
১৯০. উল্লেখিত বল বস্তুদ্বয়ের-
i. ভরের উপর নির্ভরশীল
ii. দূরত্ব বাড়লে এর মান বাড়ে
iii. দূরত্ব বাড়লে এর মান কমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯১. উপরোক্ত ক্ষেত্রে বস্তুদ্বয়ের দূরত্ব বাড়লে বলের মানের কী হয়?
Ο ক) সমানুপাতিক হারে কমে
Ο খ) ব্যস্তানুপাতিক হারে বাড়ে
Ο গ) বর্গাকারে বাড়ে
Ο ঘ) বর্গের ব্যস্তনুপাতিক হারে কমে
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. বল-
i. বস্তুর দিক অপরিবর্তিত রাখে
ii. বস্তুর আকৃতি পরিবর্তন করে
iii. স্থির বস্তুকে গতিশীল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫২. ঘর্ষণ সর্বদা গতিকে-
Ο ক) বাড়িয়ে দেয়
Ο খ) বাড়তে সাহায্য করে
Ο গ) বাধা দেয়
Ο ঘ) সুষম গতিতে পরিবর্তন করে
সঠিক উত্তর: (গ)
১৫৩. ঘর্ষণকে কি বলা হয়?
Ο ক) অপশক্তি
Ο খ) প্রয়োজনীয় উপদ্রব
Ο গ) যন্ত্রের দক্ষতা হ্রাসকারক
Ο ঘ) বল বৃদ্ধিকারক
সঠিক উত্তর: (খ)
১৫৪. মাধ্যাকর্ষণ বলের অপর নাম কী?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) চৌম্বব বল
Ο গ) তাড়িতচৌম্বক বল
Ο ঘ) দুর্বল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ক)
১৫৫. নিউটনের প্রথম সূত্র হতে কোনটির গুণগত সংজ্ঞা পাওয়া যায়?
Ο ক) জড়তা
Ο খ) ট্রাফিক সিগন্যাল
Ο গ) বল
Ο ঘ) গতি
সঠিক উত্তর: (গ)
১৫৬. তেল এবং গ্রিজের মতো পদার্থকে বলা হয়-
Ο ক) অকটেন
Ο খ) পেট্রোলিয়াম
Ο গ) লুব্রিকেন্ট
Ο ঘ) কয়লা
সঠিক উত্তর: (গ)
১৫৭. পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকে কী বলে?
Ο ক) অভিকর্ষ বল
Ο খ) শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) দুর্বল নিউক্লিয় বল
Ο ঘ) চৌম্বক বল
সঠিক উত্তর: (ক)
১৫৮. তাড়িতচৌম্বক বলের মান নির্ভর করে কণিকাদ্বয়ের-
i. আধানের গুণফলের ওপর
ii. মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. আধানের ভরের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৯. কোন বলের মান দুটি বস্তুর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে?
Ο ক) ঘর্ষণ বল
Ο খ) মাধ্যাকর্ষণ বল
Ο গ) পেশিজ বল
Ο ঘ) তাড়িত চৌম্বক বল
সঠিক উত্তর: (খ)
১৬০. পরমাণুর গঠন নিয়ন্ত্রণ করে কোন বল?
Ο ক) চৌম্বক বল
Ο খ) আন্তঃআণবিক বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (খ)
১৬১. শক্তিশালী নিউক্লিয় বল-
i. তাড়িতচৌম্বক বলের চেয়ে ১০০০ গুণ শক্তিশালী
ii. নিউক্লিয়নগুলোর মাঝে ক্রিয়া করে
iii. নিউক্লিয়াসের বাইরে কাজ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬২. ক্রিয়া প্রতিক্রিয়া বলদ্বয় নিচের কোনটির উপর নির্ভরশীল?
Ο ক) স্থিরাবস্থার
Ο খ) গতিশীল অবস্থার
Ο গ) সাম্যবস্থায় থাকা
Ο ঘ) বর্তমানের উপর
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. যা বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলে?
Ο ক) ভরবেগ
Ο খ) জড়তা
Ο গ) চল
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (গ)
১৬৪. নিউটনের কোন সূত্র থেকে আমরা জানি, বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হবে?
Ο ক) প্রথম সূত্র
Ο খ) দ্বিতীয় সূত্র
Ο গ) সংরক্ষণ সূত্র
Ο ঘ) তৃতীয় সূত্র
সঠিক উত্তর: (ক)
১৬৫. সবুজ বাতি কী নির্দেশ করে?
Ο ক) থেমে যাওয়ার
Ο খ) এগিয়ে যাওয়ার
Ο গ) স্থির থাকার
Ο ঘ) ব্রেক কষার
সঠিক উত্তর: (গ)
১৬৬. রকেট কোনটির ওপর ভিত্তি করে চলে?
Ο ক) ক্রিয়া প্রতিক্রিয়া বল
Ο খ) গ্যালিলিওর সূত্রের
Ο গ) নিউটনের ১ম সূত্র
Ο ঘ) আপেক্ষিকতার
সঠিক উত্তর: (ক)
১৬৭. আমাদের পেছনের পা মাটির উপর কীভাবে বল প্রয়োগ করে?
Ο ক) লম্বভাবে
Ο খ) সোজা
Ο গ) ভূমির জড়তার জন্য
Ο ঘ) তির্যকভাবে
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. যে বল বস্তুর সংস্পর্শে না এসেও বস্তুর ওপর ক্রিয়া করে তাকে কী বল বলে?
Ο ক) স্পর্শ
Ο খ) অস্পর্শ
Ο গ) পেশিজ বল
Ο ঘ) ঘর্ষণ
সঠিক উত্তর: (খ)
১৬৯. নিউটনের প্রথম সূত্র হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে-
i. স্থির বস্তু স্থিরই থাকবে
ii. গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে
iii. গতিশীল বস্তু দ্রুতিতে সরলপথে চলতে থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭০. চুম্বক দ্বারা আকর্ষিত হয় না কোনটি?
Ο ক) লোহা
Ο খ) কাঠ
Ο গ) স্টিল
Ο ঘ) আলপিন
সঠিক উত্তর: (খ)
১৭১. কোনটির কারণে প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে নিরাপদে নামা সম্ভব?
Ο ক) পেশিজ বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) ঘাত বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (খ)
১৭২. কোনটির আকর্ষণ ও বিকর্ষণ করার ক্ষমতা আছে?
Ο ক) চুম্বক
Ο খ) মাধ্যাকর্ষণ বল
Ο গ) শক্তিশালী নিউক্লিয় বল
Ο ঘ) ঘর্ষণ বল
সঠিক উত্তর: (ক)
১৭৩. ঘর্ষণ কীভাবে বাড়ানো যায়?
Ο ক) পৃষ্ঠকে অমসৃণ করে
Ο খ) পৃষ্ঠকে পিচ্ছিল করে
Ο গ) বল রিয়ারিং ব্যবহার করে
Ο ঘ) পৃষ্ঠকে মসৃণ করে
সঠিক উত্তর: (ক)
১৭৪. মহাকর্ষ বলের মান বস্তুবদ্বয়ের-
i. ভরের গুণফলের সমানুপাতিক
ii. মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক
iii. মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৫. অস্পর্শ বল-
i. মাধ্যাকর্ষ বল
ii. দুর্বল নিউক্লিয় বল
iii. শক্তিশালী নিউক্লিয় বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. নিচের কোন বল আকর্ষণ ও বিকর্ষণ উভয়ধর্মী হতে পারে?
Ο ক) তাড়িতচৌম্বক বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) দুর্বল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ক)
১৭৭. ঘর্ষণ কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) পেট্রোলিয়াম
Ο খ) জেলি
Ο গ) লুব্রিকেন্ট
Ο ঘ) ডিজেল
সঠিক উত্তর: (গ)
১৭৮. কোনটি দ্বারা বলের পরিমাণ করা যায়?
Ο ক) ভর X বেগ
Ο খ) ভর X ভর
Ο গ) ভর X ত্বরণ
Ο ঘ) বেগ X বেগ
সঠিক উত্তর: (গ)
১৭৯. যন্ত্রপাতির যে সকল অংশ পরস্পরের সাথে ঘষা যায় সেগুলো কোনটির কারণে ক্ষয়প্রাপ্ত হয়?
Ο ক) অস্পর্শ বল
Ο খ) দুর্বল নিউক্লীয় বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) সবল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (খ)
১৮০. F = ma সম্পর্কটির ক্ষেত্রে-
i. ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করে যদি ভর অপরিবর্তিত থাকে
ii. বল দ্বিগুণ করলে বস্তুর ত্বরণ দ্বিগুণ যদি ভর অপরিবর্তীত থাকে
iii. বল নির্দিষ্ট থাকলে ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮১. অভিকর্ষ বল-
i. বস্তুর ভরের কারণে সৃষ্টি হয়
ii. এক ধরনের মাধ্যাকর্ষণ বল
iii. সমসময়ই আকর্ষণ ধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮২. 'পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে' এটি কোন বলের উদাহরণ?
Ο ক) দুর্বল নিউক্লিয় বল
Ο খ) শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) চৌম্বক বল
সঠিক উত্তর: (গ)
১৮৩. একটি নৌকা গতিশীল হবে না-
i. নৌকা কর্তৃক প্রযুক্ত বল বেশি হলে
ii. নৌকায় উপর প্রযুক্ত বল বেশি হলে
iii. নৌকা কর্তৃক এবং নৌকায় উপর প্রযুক্ত বল সমান হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৪. কোন বিজ্ঞানী বল, ভর ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করেন?
Ο ক) গ্যালিলিও
Ο খ) আইনস্টাইন
Ο গ) নিউটন
Ο ঘ) ডাল্টন
সঠিক উত্তর: (গ)
১৮৫. বল প্রয়োগ হয়-
i. ঠেলা বা টানায়
ii. বস্তুকে প্রসারিত বা সংকুচিত করায়
iii. বস্তুকে মোচড়ানো বা ছেড়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. মৌলিক কণিকা লেপটিন ক্ষয়প্রাপ্তির জন্য দায়ী কোন বল?
Ο ক) তাড়িতচৌম্বক বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) চৌম্বক বল
Ο ঘ) শক্তিশালী নিউক্লিয় বল
সঠিক উত্তর: (খ)
১৮৭. আমরা টেবিলে ঘুষি মারলে ব্যথা পাই কেন?
Ο ক) টেবিলের উপর বল প্রয়োগের জন্য
Ο খ) টেবিল শক্ত বলে
Ο গ) টেবিল চওড়া বলে
Ο ঘ) টেবিল কর্তৃক বল প্রয়োগের জন্য
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. ঘর্ষণ কমানোর জন্য কোনটির ব্যবহার করা হয়?
Ο ক) পেট্রোলিয়াম
Ο খ) জেলী
Ο গ) লুব্রিকেন্ট
Ο ঘ) ডিজেল
সঠিক উত্তর: (গ)
১৮৯. বলের আছে-
Ο ক) মান ও ভর
Ο খ) দিক ও ওজন
Ο গ) মান ও দিক
Ο ঘ) ভর ও ওজন
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: মহাবিশ্বে একটি বস্তু অপর বস্তুকে টানছে। এই বলকে মহাকর্ষ বল। এই বলের মান বস্তুদ্বয়ের ভর ও এদের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে।
১৯০. উল্লেখিত বল বস্তুদ্বয়ের-
i. ভরের উপর নির্ভরশীল
ii. দূরত্ব বাড়লে এর মান বাড়ে
iii. দূরত্ব বাড়লে এর মান কমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯১. উপরোক্ত ক্ষেত্রে বস্তুদ্বয়ের দূরত্ব বাড়লে বলের মানের কী হয়?
Ο ক) সমানুপাতিক হারে কমে
Ο খ) ব্যস্তানুপাতিক হারে বাড়ে
Ο গ) বর্গাকারে বাড়ে
Ο ঘ) বর্গের ব্যস্তনুপাতিক হারে কমে
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science