এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১০: এসো বলকে জানি (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১০: এসো বলকে জানি (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. ঘর্ষণ বল কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (ক)

 ১০২. অভিকর্ষ কী ধরনের বল?
Ο ক) চৌম্বক বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) শক্তিশালী নিউক্লিয় বল
 সঠিক উত্তর: (গ)

 ১০৩. ত্বরণকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) F
Ο খ) m
Ο গ) v
Ο ঘ) a
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৪. বেগের পরিবর্তনের হারকে বলা হয়?
Ο ক) সরণ
Ο খ) ত্বরণ
Ο গ) ভরবেগ
Ο ঘ) সুষম বেগ
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. চুম্বক পেরেক আকর্ষণ করে-
i. স্টিলের তৈরি বস্তুকে
ii. লোহার তৈরি বস্তুকে
iii. আলপিনের তৈরি বস্তুকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৬. দুর্বল নিউক্লিয় আকর্ষণ ও বিকর্ষণ উভয়ধর্মী হতে পারে?
Ο ক) তাড়িতচৌম্বক বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) দুর্বল নিউক্লিয় বল
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. মৌলিক কণিকা লেপটন ও হার্ডনের ক্ষয়প্রাপ্তিতে কাজ করে কোনটি?
Ο ক) তাড়িত চৌম্বক বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) সবল নিউক্লিয় বল
Ο ঘ) মহাকর্ষ বল
 সঠিক উত্তর: (খ)

 ১০৮. হাঁটার সময় আমরা সামনের পা দ্বারা মাটিতে খাড়াভাবে বল দেই আর পেছনের পা দ্বারা তির্যকভাবে মাটিতে বল দেই। উপরোক্ত ক্ষেত্রে-
i. পিছনের পায়ে প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়
ii. সামনের পায়ে প্রতিক্রিয়া বলের উল্লম্ব উপাংশ শরীরের ওজন বহনে সহায়তা করে
iii. উপরোক্ত ঘটনাটি নিউটনের গতির ৩য় সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, এটি কোন বলের ক্রিয়ায় সংঘটিত হয়?
Ο ক) মাধ্যাকর্ষণ বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) চৌম্বক বল
Ο ঘ) শক্তিশালী নিউক্লিয় বল
 সঠিক উত্তর: (ক)

 ১১০. পেশিজ বল কোন বলের উদাহারণ?
Ο ক) ঘাত বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) বলের ঘাত
Ο ঘ) প্লবতা
 সঠিক উত্তর: (খ)

 ১১১. হলুদ বাতি কী নির্দেশ করে?
Ο ক) হার্ড ব্রেক করার
Ο খ) থেমে যাওয়ার
Ο গ) এগিয়ে যাওয়ার
Ο ঘ) জোরে চালানোর
 সঠিক উত্তর: (খ)

 ১১২. বল বস্তুর-
i. ভরের ওপর নির্ভরশীল
ii. ভরবেগের ওপর নির্ভরশীল
iii. ত্বরণের ওপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১১৩. গতি বিষয়ক সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী?
Ο ক) ডাল্টন
Ο খ) নিউটন
Ο গ) আর্কিমিডিস
Ο ঘ) আইনস্টাইন
 সঠিক উত্তর: (খ)

 ১১৪. 'বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে? এটি কার সূত্র?
Ο ক) গ্যালিলিও
Ο খ) আইনস্টাইন
Ο গ) নিউটন
Ο ঘ) স্যার জগদীশ চন্দ্র বসু
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. কোনটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না বরং পিছলে যেতাম?
Ο ক) প্লবতা
Ο খ) ঘর্ষণ
Ο গ) পৃষ্ঠটান
Ο ঘ) শক্তি
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. 'যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে, তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে কী বলে?
Ο ক) পৃষ্ঠটান
Ο খ) ক্ষমতা
Ο গ) প্লবতা
Ο ঘ) বল
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. কোনো বইকে টেবিলের উপর রাখা হলো, বইয়ের ওপর পৃথিবীর কোন বলটি খাড়া নিচের দিকে ক্রিয়া করে?
Ο ক) আকর্ষণ বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) বিকর্ষণ বল
Ο ঘ) চৌম্বক বল
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
Ο ক) ১ম সুত্র
Ο খ) ২য় সূত্র
Ο গ) ৩য় সূত্র
Ο ঘ) মহাকর্ষ সূত্র
 সঠিক উত্তর: (ক)

 ১১৯. নিউটনের ১ম সূত্র থেকে পাওয়া যায় বস্তুর-
i. জড়তার ধারণা
ii. গতির ধারণা
iii. প্লবতার ধারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২০. পৃথিবী অপর বস্তুকে যে বলে টানে তাকে কী বলে?
Ο ক) মহাকর্ষ
Ο খ) অভিকর্ষ
Ο গ) সবল নিউক্লিয়
Ο ঘ) স্পর্শ বল
 সঠিক উত্তর: (খ) 

 ১২১. ভর কী ধরনের রাশি?
Ο ক) লব্দ রাশি
Ο খ) ঘর্ষণ
Ο গ) গতি
Ο ঘ) জড়তা
 সঠিক উত্তর: (গ)

 ১২২. একটি নৌকা ঠেললে বা টানলে সেটি কখন গতিশীল হয়?
Ο ক) যেকোনো মানের বল প্রয়োগ করলে
Ο খ) যথেষ্ট বল প্রয়োগ করলে
Ο গ) পানিতে নামলে
Ο ঘ) অনেকে মিলে উঁচু করলে
 সঠিক উত্তর: (খ)

 ১২৩. ''প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে'' এটি নিউটনের কোন সূত্র?
Ο ক) গতির ১ম সূত্র
Ο খ) গতির ২য় সূত্র
Ο গ) গতির ৩য় সূত্র
Ο ঘ) মহাকর্ষ সূত্র
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. কোনো তলকে খুব মসৃণ করে কোনটিকে কমানো যেতে পারে?
Ο ক) চৌম্বক বল
Ο খ) শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) অস্পর্শ বল
Ο ঘ) ঘর্ষণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. তড়িত চৌম্বক বল কণিকা দুটির মধ্যবর্তী দূরত্বের -
Ο ক) বর্গের ব্যস্তানুপাতিক
Ο খ) সমানুপাতিক
Ο গ) ব্যস্তানুপাতিক
Ο ঘ) বর্গের সমানুপাতিক
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. বস্তুর ভর বেশি হলে ঘর্ষন বল কেমন হয়?
Ο ক) কমে যায়
Ο খ) প্রভাব নেই
Ο গ) কমে এবং বাড়ে
Ο ঘ) বৃদ্ধি পায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. যে বল সরাসরি বস্তুর সংস্পর্শে এসে বস্তুর উপর ক্রিয়া করে তাকে কী বলে?
Ο ক) ঘাতবল
Ο খ) বলের ঘাত
Ο গ) স্পর্শ বল
Ο ঘ) সীমাস্থ বল
 সঠিক উত্তর: (গ)

 ১২৮. কোন বল নিউক্লিয়াসের বাইরে কাজ করে না?
Ο ক) সবল নিউক্লিয় বল
Ο খ) চুম্বক বল
Ο গ) তাড়িত চৌম্বক
Ο ঘ) মহাকর্ষ বল
 সঠিক উত্তর: (ক)

 ১২৯. পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশকালে উল্কা পুড়ে ছাই হয়ে যায় কেন?
Ο ক) গতির কারণে
Ο খ) ঘর্ষণ বলের কারণে
Ο গ) ঘাত বলের কারণে
Ο ঘ) অভিকর্ষজ ত্বরণের কারণে
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. নিচের কোনটি ঘর্ষণের অসুবিধা?
Ο ক) প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে অবতরণ
Ο খ) হাঁটতে পারা
Ο গ) যন্ত্রের দক্ষতা হ্রাস পাওয়া
Ο ঘ) বই, কলমসহ যাবতীয় জিনিস করতে পারা
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. শক্তিশালী নিউক্লিয় বল কোন ধরনের বল?
Ο ক) স্পর্শ বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) অস্পর্শ বল
Ο ঘ) টান বল
 সঠিক উত্তর: (গ)

 ১৩২. বল-
i. গতিশীল বস্তুকে স্থির করতে পারে
ii. ভর বৃদ্ধি করতে পারে
iii. বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৩. প্রোটন ও নিউট্রন এর মধ্যে ক্রিয়াশীল বল কোনটি?
Ο ক) দুর্বল নিউক্লিয় বল
Ο খ) মহাকর্ষ বল
Ο গ) তাড়িত চৌম্বক বল
Ο ঘ) শক্তিশালী নিউক্লিয় বল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৪. গাড়ীর টায়ারে সুতা থাকে কেন?
Ο ক) টেনে নিতে
Ο খ) ওজন কমাতে
Ο গ) ঘর্ষণ কমাতে
Ο ঘ) ভর কমাতে
 সঠিক উত্তর: (গ)

 ১৩৫. চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। এর কারণ কোনটি?
Ο ক) গতি জড়তা
Ο খ) স্থিতি জড়তা
Ο গ) প্রতিক্রিয়া বল
Ο ঘ) যাত্রীর ভারসাম্যহীনতা
 সঠিক উত্তর: (ক)

 ১৩৬. বল ঘটাতে পারে-
i. একটি বস্তুর আকৃতির পরিবর্তন
ii. গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি
iii. বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. ঘর্ষণ বল নির্ভর করে বস্তুর-
i. ভরের ওপর
ii. তাপ পরিবাহকত্বের ওপর
iii. পৃষ্ঠের প্রকৃতির ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. অস্পর্শ বল কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. নিউটনের প্রথম সূত্র হতে নিচের কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে?
Ο ক) ভর এবং বল
Ο খ) ভর এবং জড়তা
Ο গ) ভড়তা এবং বল
Ο ঘ) গতি এবং ভর
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. কোনটি থেকে আমরা জানি, কোনো বস্তুই নিজের থেকে এর অবস্থান পরিবর্তন করতে চায় না?
Ο ক) নিউটনের দ্বিতীয় সূত্র
Ο খ) নিউটনের প্রথম সূত্র
Ο গ) গ্যালিলিওর প্রথম সূত্র
Ο ঘ) গ্যালিলিওর দ্বিতীয় সূত্র
 সঠিক উত্তর: (খ)

 ১৪১. নিচের কোনটি তড়িৎ চৌম্বক নিয়ন্ত্রণ করে না?
Ο ক) রাসায়নিক বিক্রিয়া
Ο খ) তড়িৎ চৌম্বক ঘটনা
Ο গ) পরমাণুর সংখ্যা
Ο ঘ) আধানের মধ্যবর্তী দূরত্ব
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪২. শক্তিশালী নিউক্লিয় বল কাজ করে-
Ο ক) নিউক্লিয়াসের বাইরে
Ο খ) নিউক্লিয়াসের ভেতর
Ο গ) পরমাণুর বাইরে
Ο ঘ) অণুর বাইরে
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. দুটি চুম্বককে কাছাকাছি আনলে এরা পরস্পরের প্রতি যে বল প্রয়োগ করে তাকে বলা হয়-
Ο ক) চৌম্বক বল
Ο খ) তাড়িত চৌম্বব বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) নিউক্লিয় বল
 সঠিক উত্তর: (ক)

 ১৪৪. নিউটনের দ্বিতীয় সূত্র হতে ১ম সূত্র প্রতিপাদন করা যায় । কারণ-
i. দ্বিতীয় সূত্রে বলের মান শূন্য বসালে আদিবেগ ও শেষবেগের মান সমান পাওয়া যায়
ii. বল শূণ্য হয় বলে আদিবেগ শূণ্য হলে শেষবেগেও শূণ্য হয়
iii. প্রযুক্ত বল শূণ্য হওয়ার ফলে বস্তুর আদিবেগ ও শেষ বেগ একই হয় ফলে বস্তুর স্থির বা চলমান অবস্থা অক্ষুন্ন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৫. বস্তুর ভর বেশি হলে কোনটি বেশি হবে?
Ο ক) গতি
Ο খ) ত্বরণ
Ο গ) সময়
Ο ঘ) প্রযুক্ত বল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৬. স্যুটকেসের নিচে চাকা লাগানো হয় কেন?
Ο ক) টেনে নিতে
Ο খ) ওজন কমাতে
Ο গ) ঘর্ষণ কমাতে
Ο ঘ) ভর কমাতে
 সঠিক উত্তর: (গ)

 ১৪৭. একটি স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করতে পারে কোনটি?
Ο ক) বল
Ο খ) জড়তা
Ο গ) ভরবেগ
Ο ঘ) প্লবতা
 সঠিক উত্তর: (ক)

 ১৪৮. প্রত্যেক বস্তুর তার স্থিতি বা গতির অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে কী বলে?
Ο ক) জড়তা
Ο খ) বল
Ο গ) ভরবেগ
Ο ঘ) গতি
 সঠিক উত্তর: (ক)

 ১৪৯. ঘর্ষণের ফলে-
i. কাঠে পেরেক বা স্ত্রু আটকে থাকে
ii. দড়িতে গিরো দেওয়া সম্ভব হয়
iii. চলাফেরা করা সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫০. কোনো বস্তুর ওপর অন্য বস্তুর ধাক্কা বা টানকে কী বলে?
Ο ক) ভরবেগ
Ο খ) ভর
Ο গ) চাপ
Ο ঘ) বল
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post