এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৮ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৮ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. গ্রাম থেকে শহরে কোন শ্রেণির লোক বেশি আসে?
Ο ক) নিম্নশ্রেণি
Ο খ) মধ্যবিত্ত শ্রেণি
Ο গ) নিম্ন মধ্যবিত্ত শ্রেণি
Ο ঘ) উচ্চবিত্ত শ্রেণি
 সঠিক উত্তর: (ক)

 ৫২. নিচের কোনটি শহুরে বসতিতে বিদ্যমান?
Ο ক) শিল্পজাতকরণ
Ο খ) উন্নত চিকিৎসা
Ο গ) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
Ο ঘ) সব কয়টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. যাতায়াতের সুবিধা থাকা অঞ্চলে কী ধরনের বসতি গড়ে ওঠে?
Ο ক) ছড়ানো
Ο খ) পুঞ্জিভূত
Ο গ) বিক্ষিপ্ত
Ο ঘ) বিচ্ছিন্ন
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. গ্রামীণ বসতি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন বা গোষ্ঠীবদ্ধ হওয়ার কারণ কী?
Ο ক) প্রচুর লোক থাকে
Ο খ) কৃষির উপর অতি নির্ভরশীলতা
Ο গ) প্রচুর জমি থাকে
Ο ঘ) দোচালা ও চৌচালা বসতি থাকে
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. গভীরবদ্ধ বসতি নির্ভর করে-
i. ভূ-প্রকৃতির উপর
ii. উর্বর মাটির উপর
iii. জলের উৎসের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. সামাজিক বিভিন্নতার কারণে বসতি ভিন্ন হয় কেননা-
i. সমাজে বিভিন্ন ধর্মের লোক থাকে
ii. সমাজের বিভিন্ন ধর্মের মানুষের ভাবধারা ও চালচলন ভিন্ন থাকে
iii. সামাজিক বিভিন্নতার কারণে তারা ভিন্ন ভিন্ন বসতি পছন্দ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. বসতি স্থাপন কিসের প্রথম পদক্ষেপ?
Ο ক) অভিবাসন
Ο খ) অভিযোজন
Ο গ) অনুগমন
Ο ঘ) অভিশ্বসন
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. গ্রাম প্রধানত কী ধরনের অঞ্চল?
Ο ক) ভোক্তা অঞ্চল
Ο খ) মধ্য্বত্ত্বভোগীদের অঞ্চল
Ο গ) খাদ্য উৎপাদক অঞ্চল
Ο ঘ) সেবা প্রদানকারী অঞ্চল
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. তাইগ্রিস ইউফ্রেটিস অববাহিকায় কোন নগরীর উৎপত্তি হয়েছিল?
Ο ক) মহেঞ্জোদারো
Ο খ) হরপ্পা
Ο গ) আর
Ο ঘ) মেমফিস
 সঠিক উত্তর: (গ)

 ৬০. প্রাচীনকালে কোন নগরী শক্তিশালী নগরী হিসেবে পরিচিত ছিল?
Ο ক) রোম
Ο খ) পাসস্য
Ο গ) মহেঞ্জোদারো
Ο ঘ) হরপ্পা
 সঠিক উত্তর: (ক)

 ৬১. রৈখিক বসতির জন্য সুবিধাজনক স্থান হলো-
i. বন্যা প্রবণ এলাকা
ii. বন্যামুক্ত এলাকা
iii. উচ্চভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬২. বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য-
i. বসতির মধ্যে ব্যবধান
ii. ক্ষুদ্র পরিবারভূক্ত বসতি
iii. অধিবাসীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. কত শতাব্দীতে ইউরোপিয়গণ সম্রাজ্য বিস্তারের জন্যে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
Ο ক) ত্রয়োদশ শতাব্দীর শেষে
Ο খ) দ্বাদশ শতাব্দীর শেষে
Ο গ) চতুর্দশ শতাব্দীর শেষে
Ο ঘ) ষোড়শ শতাব্দীর শেষে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. বিশ্বের বিভিন্ন শহরে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে-
i. প্রাকৃতিক ভিন্নতাকে প্রয়োগ করে
ii. আধুনিক নকশা প্রয়োগ করে
iii. আধুনিক নির্মাণ সামগ্রী প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. নিচের কোনটি খাদ্য উৎপাদক অঞ্চল?
Ο ক) গ্রাম
Ο খ) শহর
Ο গ) নগর
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. রৈখিক বসতির উদাহরণ-
i. অপরিণত বদ্বীপ অঞ্চল
ii. পরিণত বদ্বীপের নিন্মাঞ্চল
iii. সক্রিয় বদ্বীপ অঞ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর:

 ৬৭. মানব বসতি গড়ে ওঠে-
i. অীভবাসনের জন্য
ii. প্রকৃতির অনুকূল অবস্থাকে কাজে লাগানোর জন্য
iii. প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. নিচের কোন কোন দেশে ইতস্তত বিক্ষিপ্ত বসতি দেখা যায়?
Ο ক) কানাডা
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) অষ্ট্রেলিয়া
Ο ঘ) সবকয়টিই
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা বসতিকে কী বলে?
Ο ক) জলবসতি
Ο খ) শীতল বসতি
Ο গ) পানীয় বসতি
Ο ঘ) আদ্র বসতি
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. কখন নগরায়নের কারণে পরিবেশ দূষিত হয়?
Ο ক) অপরিকল্পিত হলে
Ο খ) আধুনিক নগরায়ন হলে
Ο গ) জনসংখ্যা বৃদ্ধির ফলে
Ο ঘ) প্রাকৃতিক দুর্যোগের ফলে
 সঠিক উত্তর: (ক)

 ৭১. কাজের প্রকৃতি ও ধরন অনুসারে কত কোটি মানুষকে গ্রামীণ ও নগর এ দুটো শ্রেণিতে বিভক্ত করা যায়?
Ο ক) ৪০০ কোটি
Ο খ) ৫০০ কোটি
Ο গ) ৬০০ কোটি
Ο ঘ) ৭০০ কোটি
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. বিক্ষিপ্ত বসতিতে কী ধরনের বসতি দেখা যায়?
Ο ক) বসতিগুলো পরস্পর থেকে অনেক দূরে থাকে
Ο খ) প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত
Ο গ) বসতিগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত
Ο ঘ) এই বসতি কালক্রমে শহর বা নগরে পরিণত হয়
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. পশুচারণ এলাকায় কেমন বসতি দেখা যায়?
Ο ক) সংঘবদ্ধ
Ο খ) পুঞ্জিভূত
Ο গ) ছড়ানো
Ο ঘ) বিচ্ছিন্ন
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. সংঘবদ্ধ বসতি শহরে বা নগরে পরিণত হয় কখন?
Ο ক) অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হলে
Ο খ) বাসগৃহগুলোর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হলে
Ο গ) একাধিক রাস্তার সংযোগস্থল হলে
Ο ঘ) কালক্রমে
 সঠিক উত্তর: (গ)

 ৭৫. বাসগৃহগুলো পরস্পরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলেন কারণ-
i. সামাজিক বন্ধন
ii. অর্থনৈতিক কর্মকান্ড
iii. বিভিন্ন ধর্ম ও বর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. গ্রামীণ বসতি ও শহুরে বসতির মধ্যে পার্থক্য থাকে-
i. নির্মাণ সামগ্রীর
ii. রান্নাঘর, শোয়ারঘর
iii. পথঘাটের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৭. পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি?
Ο ক) বসতি স্থাপন
Ο খ) পরিবার গঠন
Ο গ) পেশা নির্বাচন
Ο ঘ) শিক্ষা গ্রহণ
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. পুঞ্জিভূত রৈখিক বসতিতে বসতিগুলোর মাঝখানে কী থাকে?
Ο ক) কিছুটা ফাঁকা থাকে
Ο খ) নদী থাকে
Ο গ) রাস্তা থাকে
Ο ঘ) চারণভূমি থাকে
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. বনের গভীরতার সাথে বসতির সম্পর্ক কী?
Ο ক) বন গভীর হলে বসতি গোষ্ঠীবদ্ধ হবে
Ο খ) বন অগভীর হলে বসতি বিক্ষিপ্ত হবে
Ο গ) বন অগভীর হলে বসতি ছড়ানো হবে
Ο ঘ) বন যত গভীর হবে বসতি তত ছড়ানো হবে
 সঠিক উত্তর: (ক)

 ৮০. বসতির শ্রেণিবিভাগ করা হয়েছে যার বিত্তিতে-
i. সামাজিক ভিন্নতা
ii. কাজের প্রকৃতি
iii. বসতির ধরন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮১. নিচের কোনটি কৃষি প্রধান গ্রামের দৃশ্য?
i. গোলাবাড়ি
ii. গোয়ালবাড়ি
iii. ঘরের ভিতরে উঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. কী কারণে পৃথিবী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে?
Ο ক) অর্থনৈতিক ভিন্নতার কারণে
Ο খ) প্রাকৃতিক ভিন্নতার কারণে
Ο গ) রাজনৈতিক ভিন্নতার কারণে
Ο ঘ) বনভূমির ভিন্নতার কারণে
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. নিচের কোনটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড?
Ο ক) কৃষিকাজ
Ο খ) মৎস চাষ
Ο গ) ব্যবসায় বাণিজ্য
Ο ঘ) হাঁড়িপাতিল তৈরি
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. জেলেগ্রাম, কুমারপাড়া, কামারপাড়া ইত্যাদি নামে চিহ্নিত করা হয় কিসের ভিত্তিতে?
Ο ক) বসতির ভত্তিতে
Ο খ) জীবিকার প্রধান উৎস অনুসারে
Ο গ) কাঠামোর বৈশিষ্ট্যের ভিত্তিতে
Ο ঘ) বসবাসের ধরনের ভিত্তিতে
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. লোক আকর্ষণের ক্ষমতা আছে কোন ধরনের শহরে?
Ο ক) যে শহরে যত বেশি আকাশচুম্বী অট্ট্রালিকা আছে
Ο খ) যে শহরে লোকসংখ্যা বেশি
Ο গ) যে শহর যত উন্নত
Ο ঘ) যে শহর অর্থনৈতিক দিক বেশি উন্নত
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. নিচের কোন বৈশিষ্ট্যের কারণে গ্রামীণ বসতি সহজে চেনা যায়?
Ο ক) কৃষিকাজ
Ο খ) রাস্তাঘাটের স্বল্পতা
Ο গ) দোচালা ঘর
Ο ঘ) সবকয়টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতিতেও একত্রে কয়টি পরিবার বাস করে?
Ο ক) ২টি পরিবার
Ο খ) ২ বা ৩টি পরিবার
Ο গ) ৪টি পরিবার
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. নিচের কোনটি গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ?
Ο ক) গোষ্ঠীবদ্ধ
Ο খ) ইতস্তত বিক্ষিপ্ত
Ο গ) রৈখিক
Ο ঘ) সবকয়টিই
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৯. কত শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতার পত্তন হয়?
Ο ক) ৭ম শতাব্দী
Ο খ) ৮ম শতাব্দী
Ο গ) ৯ম শতাব্দী
Ο ঘ) ১০ শতাব্দী
 সঠিক উত্তর: (খ)

 ৯০. গ্রামীণ বসতির সংখ্যা গরিষ্ঠ অধিবাসী জীবিকারর্জনের জন্য কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত?
Ο ক) ১ম
Ο খ) ২য়
Ο গ) ৩য়
Ο ঘ) ৪র্থ
 সঠিক উত্তর: (ক)

 ৯১. জার্মানী, পোল্যান্ড, নরওয়েতে কী ধরনের বসতি গড়ে উঠেছে?
Ο ক) বিক্ষিপ্ত
Ο খ) পুঞ্জিভূত
Ο গ) বিচ্ছিন্ন
Ο ঘ) গোষ্ঠীবদ্ধ
 সঠিক উত্তর: (ক)

 ৯২. নিচের কোনটি গ্রামীণ বসতিতে দেখা যায় না?
Ο ক) কৃষিকাজ
Ο খ) মৎস চাষ
Ο গ) পশু পালন
Ο ঘ) পোশাক শিল্প
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. বাহ্যিক দিক দিয়ে বিচার করলে শহরে আছে-
i. শোবার ঘর, গোয়াল ঘর দিয়ে ঘেরা উঠান
ii. অনেক রাস্তাঘাট
iii. আকাশচুম্বী অট্টালিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. জীবন ধারণের জন্য মানুষের প্রাথম ও প্রধান চাহিদা কী?
Ο ক) পানি
Ο খ) অক্সিজেন
Ο গ) খাদ্য
Ο ঘ) বিশুদ্ধ পানি
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. প্রথম পর্যায়ের অর্থনীতিক কর্মকান্ড নিচের কোনটি?
Ο ক) শিল্প
Ο খ) কৃষি
Ο গ) চিকিৎসা
Ο ঘ) শিক্ষকতা
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে কী বলে?
Ο ক) মানব বসতি
Ο খ) জীবনযাত্রা
Ο গ) সমাজ
Ο ঘ) পরিবেশ
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. অনুর্বর মাটিতে কি ধরনের বসতি গড়ে ওঠে?
Ο ক) বিক্ষিপ্ত
Ο খ) পুঞ্জিভূত
Ο গ) বিচ্ছিন্ন
Ο ঘ) গোষ্ঠীবদ্ধ
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. কোন ধরনের নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে?
Ο ক) পরিকল্পিত
Ο খ) অপরিকল্পিত
Ο গ) স্বইচ্ছা
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. বসতিগুলোর মাঝখানের কিছুটা ফাঁকা জায়গা কি কাজে ব্যবহৃত হয়?
Ο ক) রাস্তা হিসেবে
Ο খ) চারণভূমি হিসেবে
Ο গ) খামার হিসেবে
Ο ঘ) খেলার মাঠ হিসেবে
 সঠিক উত্তর: (গ)

 ১০০. জলদী ও সীতাকুন্ডের পাহাড়ে কোন ধরনের বসতি দেখা যায়?
Ο ক) গোষ্ঠীবদ্ধ
Ο খ) ইতস্তত বিক্ষিপ্ত
Ο গ) রৈখিক
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ১০১. হরপ্পা, মহেঞ্জোদারো কোন নদীর অববাহিকায় অবস্থিত ছিল?
Ο ক) সিন্ধু
Ο খ) গঙ্গা
Ο গ) নীল
Ο ঘ) সবকয়টিই
 সঠিক উত্তর: (ক)

 ১০২. নীল নদের অববাহিকায় কোন নগরের উৎপত্তি ঘটে?
Ο ক) মেমফিস
Ο খ) হরপ্পা
Ο গ) মহেঞ্জোদারো
Ο ঘ) সবকয়টিই
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. তুন্দ্রা জলবায়ু অঞ্চলের এক্সিমোরা কোন ধরনের ঘরে বসবাস করে?
Ο ক) দোচালা ঘর
Ο খ) চৌচালা ঘর
Ο গ) মাটির ঘর
Ο ঘ) বরফের ঘর
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৪. বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতি-
i. দো-চালা
ii. চৌ-চালা
iii. উচ্চ অট্টালিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. অনেক রাস্তাঘাট এবং বিশাল আকাশচুম্বী অট্টলিকা রয়েছে কোথায়?
Ο ক) শহরে
Ο খ) গ্রামে
Ο গ) পৌর এলাকায়
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ১০৬. বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতি-
i. দোচালা ধরনের বসতি
ii. পাকা ইটের বসতি
iii. চৌচালা ধরনের বসতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৭. মধুপুর বনে কোন ধরনের বসতি গড়ে উঠেছে?
Ο ক) পুঞ্জীভূত
Ο খ) বিচ্ছিন্ন
Ο গ) সংঘবদ্ধ
Ο ঘ) রৈখিক
 সঠিক উত্তর:

 ১০৮. রৈখিক বসতি দেখা যায়-
i. পাহাড়ের পাদদেশে
ii. নদী অববাহিকায়
iii. যেখানে পানীয় জলের পর্যাপ্ততা আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. নিচের কোনটি বসতি স্থাপনের নিয়ামক?
i. ভূপ্রকৃতি
ii. পানীয় জলের সহজলভ্যতা
iii. বনাঞ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১০. গোষ্ঠীবদ্ধ বসতির বৈশিষ্ট্য
i. এক স্থানে বেশ কয়েকটি পরিবারের বসবাস
ii. বাড়িগুলোর কম দুরত্ব
iii. বাসগৃহের একত্রে সমাবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. গ্রামীণ বসতিতে গ্রামবাসীদের মধ্যে একটা সহজ ও সরল আন্তারিকতা দেখা যায় কেন?
Ο ক) বাড়িগুলোর মধ্যে দুরত্ব কম থাকায়
Ο খ) পেশাগত মিল থাকায়
Ο গ) কৃষিকাজের বিভিন্ন অবস্থায় পরস্পরের সহযোগীতার প্রয়োজন হওয়ায়
Ο ঘ) খোলামেলা জায়গায় বাড়ি করা হয়
 সঠিক উত্তর: (গ)

 ১১২. প্রাচীনকালে মানুষ একত্রে বাস করত-
i. দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে
ii. বহিরাগত শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য
iii. জন্য জন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১১৩. উর্বর মাটিতে কোন ধরনের বসতি দেখতে পাওয়া যায়?
i. পুঞ্জিভূত বসতি
ii. বিক্ষিপ্ত বসতি
iii. সংঘবদ্ধ বসতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 নিচের উদ্দীপকটি পড় এবং পাঁটি প্রশ্নের উত্তর দাও: ইরাবতি ‘ভূগোল ও পরিবেশ’ বই পাঠ করে জানতে পারে, পূর্বে মানুষ ছিল যাযাবরের মতো। কিন্তু যখন খাদ্য সরবরাহের নিয়ন্ত্রণ খানিকটা তার আয়ত্ত্বে এল, তখন গড়ে উঠতে শুরু করল স্থায়ী বসতি বা গ্রাম।

 ১১৪. প্রাচীনকালে কোনটি ছিল সর্বাপেক্ষা শক্তিশালী নগরী?
Ο ক) রোম
Ο খ) প্যারিস
Ο গ) মিশর
Ο ঘ) রাশিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১১৫. নগরায়ন কয়টি সম্পর্কযুক্ত প্রক্রিয়ার সাথে জড়িত?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (ক)

 ১১৬. সামরিক ঘাটির নগর হলো-
i. ভারতের আগ্রা
ii. স্পেনের জিব্রাল্টার
iii. স্কটল্যান্ডের এডিনবরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. নিউক্যাসল কোথায় অবস্থিত?
Ο ক) যুক্তরাষ্ট্র
Ο খ) স্পেন
Ο গ) রাশিয়া
Ο ঘ) যুক্তরাজ্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৮. কোনটি বাণিজ্য ভিত্তিক নগর?
Ο ক) অষ্ট্রেলিয়ার ক্যানবেরা
Ο খ) রাশিয়ার ডোনেৎস
Ο গ) মরক্কোর ফেজ
Ο ঘ) পাকিস্তানের ইসলামাবাদ
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post