ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৭ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. বিগত কয়েক দশকে সমগ্রবিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে কোন পর্যায়ে রয়েছে?
Ο ক) যথেষ্ট হ্রাস পেয়েছে
Ο খ) যথেষ্ট বৃদ্ধি পেয়েছে
Ο গ) ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে
Ο ঘ) ব্যাপক উর্ধ্বমুখী
সঠিক উত্তর: (খ)
৫২. আফ্রিকা ও এশিয়ায় জন্ম ও মৃত্যুহার উভয়ই বেশি থাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল-
Ο ক) অপেক্ষাকৃত কম
Ο খ) অপেক্ষাকৃত বেশি
Ο গ) খুবই কম
Ο ঘ) অত্যন্ত কম
সঠিক উত্তর: (ক)
৫৩. স্থানভেদে মাত্র শতকরা ৫ ভাগ এলাকায় পৃথিবীর মোট জনসংখ্যার কত লোকের বসবাস?
Ο ক) প্রায় অর্ধেক
Ο খ) প্রায় এক-চতুর্থাংশ
Ο গ) প্রায় এক-তৃতীয়াংশ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৫৪. কত সালে কৃষিক্ষেত্রে বিপ্লব সাধিত হয়?
Ο ক) ১৬০০ সালে
Ο খ) ১৬৫০ সালে
Ο গ) ১৮৫০ সালে
Ο ঘ) ১৮৫০ সালের পর
সঠিক উত্তর: (ঘ)
৫৫. ঢাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ-
i. শিল্পায়ন ও নগরায়ন
ii. সহজ ও সুলভ পরিবহন
iii. মনোরম পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৬. ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Ο ক) ২.৩১%
Ο খ) ২.১৭%
Ο গ) ১.৪৮%
Ο ঘ) ১.৩৭%
সঠিক উত্তর: (ঘ)
৫৭. বর্তমানে পৃথিবী কিসে উন্নত যা জনসংখ্যার উপর প্রভাব ফেলে?
Ο ক) মহাকাশ বিজ্ঞান
Ο খ) তথ্য প্রযুক্তি
Ο গ) চিকিৎসা বিজ্ঞান
Ο ঘ) পদার্থ বিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৫৮. নিয়ামকগুলোর পারস্পারিক ক্রিয়অর ফলে কোন ক্ষেত্রে প্রভাব পড়ে?
Ο ক) সামাজিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৫৯. মাসুম গত পনের বছর অস্ট্রেলিয়ায় বসবাস করছে। তাহলে-
i. মাসুম অস্ট্রেলিয়া প্রবাসী
ii. মাসুমের প্রবসন দেশ অস্ট্রেলিয়া
iii. মাসুম বাংলাদেশের অভিবাসী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬০. ১৯০০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সময়ে জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক অবস্থা বলা হয়। বিগত কয়েক দশকে সমগ্র বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে যথেষ্ট বৃদ্ধি হয়েছে। তবে বিশ্বের অঞ্চল ভিত্তিতে সাম্প্রতিক পর্যায়ে দুটি ধারা লক্ষ্য করা যায়। তারা হল-
i. উন্নত
ii. উন্নত ও অনুন্নত
iii. উন্নয়নশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬১. নিচের কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক নয়?
Ο ক) জন্ম
Ο খ) মৃত্যু
Ο গ) অভিবাসন
Ο ঘ) অবিগমণ
সঠিক উত্তর: (ঘ)
৬২. প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে (migration) কয়ভাগে বিভক্ত করা হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৬৩. স্থানভেদে ঘনত্ব বা অবস্থানগত বা বিন্যাস হচ্ছে-
Ο ক) জনসংখ্যার বন্টন
Ο খ) জনসংখ্যার ঘনত্ব
Ο গ) জনসংখ্যার বিন্যাস
Ο ঘ) জনসংখ্যার তারতম্য
সঠিক উত্তর: (ক)
৬৪. জনসংখ্যা বর্তমানে কিরূপ সমস্যা?
Ο ক) স্থানীয়
Ο খ) আঞ্চলিক
Ο গ) রাষ্ট্রীয়
Ο ঘ) বিশ্বব্যাপী
সঠিক উত্তর: (ঘ)
৬৫. জনসংখ্যার ঘনত্ব প্রধানত কয়ভাবে পরিমাপ করা হয়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) দুই
সঠিক উত্তর: (ঘ)
৬৬. ১৬৫০ থেকে ১৯০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয়-
Ο ক) প্রাথমিক পর্যায়
Ο খ) মাধ্যমিক পর্যায়
Ο গ) সাম্প্রতিক পর্যায়
Ο ঘ) আধুনিক পর্যায়
সঠিক উত্তর: (খ)
৬৭. কোনটি জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক নয়?
Ο ক) নদী
Ο খ) শিল্পকারখানা
Ο গ) পাহাড়
Ο ঘ) জলবায়ু
সঠিক উত্তর: (খ)
৬৮. কোনটি ছাড়া উন্নয়ন সম্ভব নয়?
Ο ক) জনসংখ্যা
Ο খ) অর্থনৈতিক কর্মকান্ড
Ο গ) জনসংখ্যা বন্টন
Ο ঘ) পরিমিত শ্রমশক্তি
সঠিক উত্তর: (ঘ)
৬৯. আদমশুমারি রিপোর্ট মার্চ, ২০০১ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
Ο ক) ১৪.৯৭ কোটি
Ο খ) ১৬.৮০ কোটি
Ο গ) ১৪০ মিলিয়ন
Ο ঘ) ১৫.৮৫ মিলিয়ন
সঠিক উত্তর: (ক)
৭০. ১৮৫০-১৯৫০ এই শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কেমন?
Ο ক) চার গুণ
Ο খ) তিন গুণ
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৭১. জনসংখ্যা পরিবর্তনের বর্ধিষ্ণু পর্যায়ে আছে এমন দেশ কোনটি?
Ο ক) কেনিয়া
Ο খ) ভিয়েতনাম
Ο গ) চীন
Ο ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর: (ঘ)
৭২. পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির কারণ কোনটি?
Ο ক) অনুন্নত দেশে জন্মহার কম
Ο খ) উন্নত দেশে জন্মহার বৃদ্ধি
Ο গ) উন্নয়নশীল দেশে জন্মহার বৃদ্ধি
Ο ঘ) উন্নয়নশীল দেশে মৃত্যুহার হ্রাস
সঠিক উত্তর: (গ)
৭৩. কিসের প্রভাব জনবসতির বন্টন নিয়ন্ত্রণ করে?
Ο ক) জলবায়ু
Ο খ) বায়ু প্রবাহ
Ο গ) তাপ
Ο ঘ) আর্দ্রতা
সঠিক উত্তর: (ক)
৭৪. উন্নত বিশ্বের জনসংখ্যা কোন পর্যায়ে রয়েছে?
Ο ক) বৃদ্ধিরত
Ο খ) স্থিতিশীল
Ο গ) হ্রাসরত
Ο ঘ) অস্থিতিশীল
সঠিক উত্তর: (খ)
৭৫. সপ্তদশ শতাব্দীর পরে জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগে?
Ο ক) ৫০
Ο খ) ১০০
Ο গ) ২০০
Ο ঘ) ২৫০
সঠিক উত্তর: (গ)
৭৬. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি রোধে অধিক যুক্তিযুক্ত উপায় কোনটি?
Ο ক) বাল্যবিবাহ ও বহুবিবাহ বন্ধ
Ο খ) বিলম্ব বিবাহ ব্যবস্থা চালু
Ο গ) জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগের ব্যবস্থা
Ο ঘ) নারী শিক্ষা ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
সঠিক উত্তর: (গ)
৭৭. নারী-পুরুষের মৃত্যুহারের পার্থক্য সব থেকে বেশি হয় কিসে?
Ο ক) যুদ্ধ-বিগ্রহে
Ο খ) দুর্ঘটনায়
Ο গ) প্রসবকালীন নারীমৃত্যু
Ο ঘ) কোন পার্থক্য নেই
সঠিক উত্তর: (গ)
৭৮. কোনো দেশের জনসংখ্যা সম্প্রসারণ করা যায় কীভাবে?
Ο ক) জন্মহার বৃদ্ধি করে
Ο খ) জন্মহার হ্রাস করে
Ο গ) মৃত্যু হার বৃদ্ধি করে
Ο ঘ) শিশু মৃত্যুহার হ্রাস করে
সঠিক উত্তর: (ক)
৭৯. উনিশতত সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অবস্থাকে বলে-
Ο ক) প্রাথমিক পর্যায়
Ο খ) মাধ্যমিক পর্যায়
Ο গ) সাম্প্রতিক পর্যায়
Ο ঘ) প্রাচীন পর্যায়
সঠিক উত্তর: (গ)
৮০. ১৯৭১ সালে সংঘটিত স্বাধীনতা যুদ্ধে বীর শহিদের সংখ্যা কত?
Ο ক) প্রায় পচিশ লাখ
Ο খ) প্রায় ত্রিশ লাখ
Ο গ) প্রায় তিন লাখ
Ο ঘ) প্রায় ত্রিশ লাখ
সঠিক উত্তর: (খ)
৮১. বর্তমানে বিশ্বে জাতীয় ভিত্তিতে পাঁচ থেকে দশ বছর অন্তর লোক গণনার যে ধারা চলছে তার প্রচলন শুরু হয় কবে?
Ο ক) ১৬০০-১৬১০ সাল থেকে
Ο খ) ১৬৫০-১৬৫৫ সাল থেকে
Ο গ) ১৬৫০-১৬৬০ সাল থেকে
Ο ঘ) ১৬৫৫-১৬৬০ সাল থেকে
সঠিক উত্তর: (খ)
৮২. অভিবাসনকে প্রভাবিত করে কোনটি?
Ο ক) শহর বা গ্রামীণ উন্নয়ন
Ο খ) বাস্তুত্যাগীদের
Ο গ) জন্মহার
Ο ঘ) মৃত্যুহার
সঠিক উত্তর: (ক)
৮৩. বাংলাদেশের কোন বিভাগে জনঘনত্ব সব থেকে বেশি?
Ο ক) রাজশাহী
Ο খ) খুলনা
Ο গ) বরিশাল
Ο ঘ) ঢাকা
সঠিক উত্তর: (ঘ)
৮৪. মৃত্যুহার নির্ণয়ে বয়স-নির্দিষ্ট মৃত্যুহার গুরুত্বপূর্ণ-
i. বয়স অনুযায়ী মৃত্যুহার
ii. বার্ধক্যজনিত মৃত্যুহার
iii. অকাল মৃত্যুর হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. কোনো দেশের জনসংখ্যা সংকোচন প্রধানত কয়ভাবে কার্যকর করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৮৬. প্রাথমিক পর্যায়ে পৃথিবীর জনসংখ্যা ও বৃদ্ধির হার উভয় ছিল-
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) খুব কম
Ο ঘ) কম
সঠিক উত্তর: (গ)
নিচের উদ্দীপকটি পড় এবং পাঁচটি প্রশ্নের উত্তর দাও: কোনো দেশ বা অঞ্চলের অপরিহার্য উপাদান হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা রাষ্ট্র গঠনেরই অন্যতম প্রধান একক। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) প্রতিবছরের মতো ২০১২ সালেও ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদন ২০১২’ প্রকাশ করেছে। এ প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে মোট জনসংখ্যা ৭০৫ কোটি ২১ লাখ। এর মধ্যে বাংলাদেশ ১৫ কোটি ২৪ লাখ জনসংখ্যা নিয়ে পৃথিবীর ৮ম শীর্ষ জনবহুল দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে।
৮৭. মধ্য উনবিংশ থেকে মধ্য বিংশ এই এক শতকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার কেমন ছিল?
Ο ক) চার গুণ
Ο খ) ছয় গুণ
Ο গ) তিন গুণ
Ο ঘ) দুই গুণ
সঠিক উত্তর: (ঘ)
৮৮. মধ্য উনবিংশ থেকে মধ্য বিংশ এই এক শতকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার কেমন ছিল?
Ο ক) চার গুণ
Ο খ) ছয় গুণ
Ο গ) তিন গুণ
Ο ঘ) দুই গুণ
সঠিক উত্তর: (ঘ)
৮৯. নতুন সহস্রাব্দের প্রাক্কালে পৃথিবীর জনসংখ্যা কোথায় দিয়ে দাঁড়ায়?
Ο ক) ৬০৭০ মিলিয়নে
Ο খ) ৬০০০ মিলিয়নে
Ο গ) ৬৯৭২ মিলিয়নে
Ο ঘ) ৬০৫০ মিলিয়নে
সঠিক উত্তর: (ক)
৯০. বর্তমানে বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি?
Ο ক) বাংলাদেশ
Ο খ) চীন
Ο গ) ভারত
Ο ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: (খ)
৯১. বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. কর্মক্ষম পুরুষের মৃত্যুহার বেশি
ii. বয়সের প্রাধান্য যেখানে প্রায় অর্ধেক লোক পরনির্ভরশীল
iii. ৬০ হতে ৯০+ লোকের সংখ্যার মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. বিগত কয়েক দশকে সমগ্রবিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে কোন পর্যায়ে রয়েছে?
Ο ক) যথেষ্ট হ্রাস পেয়েছে
Ο খ) যথেষ্ট বৃদ্ধি পেয়েছে
Ο গ) ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে
Ο ঘ) ব্যাপক উর্ধ্বমুখী
সঠিক উত্তর: (খ)
৫২. আফ্রিকা ও এশিয়ায় জন্ম ও মৃত্যুহার উভয়ই বেশি থাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল-
Ο ক) অপেক্ষাকৃত কম
Ο খ) অপেক্ষাকৃত বেশি
Ο গ) খুবই কম
Ο ঘ) অত্যন্ত কম
সঠিক উত্তর: (ক)
৫৩. স্থানভেদে মাত্র শতকরা ৫ ভাগ এলাকায় পৃথিবীর মোট জনসংখ্যার কত লোকের বসবাস?
Ο ক) প্রায় অর্ধেক
Ο খ) প্রায় এক-চতুর্থাংশ
Ο গ) প্রায় এক-তৃতীয়াংশ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৫৪. কত সালে কৃষিক্ষেত্রে বিপ্লব সাধিত হয়?
Ο ক) ১৬০০ সালে
Ο খ) ১৬৫০ সালে
Ο গ) ১৮৫০ সালে
Ο ঘ) ১৮৫০ সালের পর
সঠিক উত্তর: (ঘ)
৫৫. ঢাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ-
i. শিল্পায়ন ও নগরায়ন
ii. সহজ ও সুলভ পরিবহন
iii. মনোরম পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৬. ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Ο ক) ২.৩১%
Ο খ) ২.১৭%
Ο গ) ১.৪৮%
Ο ঘ) ১.৩৭%
সঠিক উত্তর: (ঘ)
৫৭. বর্তমানে পৃথিবী কিসে উন্নত যা জনসংখ্যার উপর প্রভাব ফেলে?
Ο ক) মহাকাশ বিজ্ঞান
Ο খ) তথ্য প্রযুক্তি
Ο গ) চিকিৎসা বিজ্ঞান
Ο ঘ) পদার্থ বিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৫৮. নিয়ামকগুলোর পারস্পারিক ক্রিয়অর ফলে কোন ক্ষেত্রে প্রভাব পড়ে?
Ο ক) সামাজিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৫৯. মাসুম গত পনের বছর অস্ট্রেলিয়ায় বসবাস করছে। তাহলে-
i. মাসুম অস্ট্রেলিয়া প্রবাসী
ii. মাসুমের প্রবসন দেশ অস্ট্রেলিয়া
iii. মাসুম বাংলাদেশের অভিবাসী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬০. ১৯০০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সময়ে জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক অবস্থা বলা হয়। বিগত কয়েক দশকে সমগ্র বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে যথেষ্ট বৃদ্ধি হয়েছে। তবে বিশ্বের অঞ্চল ভিত্তিতে সাম্প্রতিক পর্যায়ে দুটি ধারা লক্ষ্য করা যায়। তারা হল-
i. উন্নত
ii. উন্নত ও অনুন্নত
iii. উন্নয়নশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬১. নিচের কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক নয়?
Ο ক) জন্ম
Ο খ) মৃত্যু
Ο গ) অভিবাসন
Ο ঘ) অবিগমণ
সঠিক উত্তর: (ঘ)
৬২. প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে (migration) কয়ভাগে বিভক্ত করা হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৬৩. স্থানভেদে ঘনত্ব বা অবস্থানগত বা বিন্যাস হচ্ছে-
Ο ক) জনসংখ্যার বন্টন
Ο খ) জনসংখ্যার ঘনত্ব
Ο গ) জনসংখ্যার বিন্যাস
Ο ঘ) জনসংখ্যার তারতম্য
সঠিক উত্তর: (ক)
৬৪. জনসংখ্যা বর্তমানে কিরূপ সমস্যা?
Ο ক) স্থানীয়
Ο খ) আঞ্চলিক
Ο গ) রাষ্ট্রীয়
Ο ঘ) বিশ্বব্যাপী
সঠিক উত্তর: (ঘ)
৬৫. জনসংখ্যার ঘনত্ব প্রধানত কয়ভাবে পরিমাপ করা হয়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) দুই
সঠিক উত্তর: (ঘ)
৬৬. ১৬৫০ থেকে ১৯০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয়-
Ο ক) প্রাথমিক পর্যায়
Ο খ) মাধ্যমিক পর্যায়
Ο গ) সাম্প্রতিক পর্যায়
Ο ঘ) আধুনিক পর্যায়
সঠিক উত্তর: (খ)
৬৭. কোনটি জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক নয়?
Ο ক) নদী
Ο খ) শিল্পকারখানা
Ο গ) পাহাড়
Ο ঘ) জলবায়ু
সঠিক উত্তর: (খ)
৬৮. কোনটি ছাড়া উন্নয়ন সম্ভব নয়?
Ο ক) জনসংখ্যা
Ο খ) অর্থনৈতিক কর্মকান্ড
Ο গ) জনসংখ্যা বন্টন
Ο ঘ) পরিমিত শ্রমশক্তি
সঠিক উত্তর: (ঘ)
৬৯. আদমশুমারি রিপোর্ট মার্চ, ২০০১ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
Ο ক) ১৪.৯৭ কোটি
Ο খ) ১৬.৮০ কোটি
Ο গ) ১৪০ মিলিয়ন
Ο ঘ) ১৫.৮৫ মিলিয়ন
সঠিক উত্তর: (ক)
৭০. ১৮৫০-১৯৫০ এই শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কেমন?
Ο ক) চার গুণ
Ο খ) তিন গুণ
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৭১. জনসংখ্যা পরিবর্তনের বর্ধিষ্ণু পর্যায়ে আছে এমন দেশ কোনটি?
Ο ক) কেনিয়া
Ο খ) ভিয়েতনাম
Ο গ) চীন
Ο ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর: (ঘ)
৭২. পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির কারণ কোনটি?
Ο ক) অনুন্নত দেশে জন্মহার কম
Ο খ) উন্নত দেশে জন্মহার বৃদ্ধি
Ο গ) উন্নয়নশীল দেশে জন্মহার বৃদ্ধি
Ο ঘ) উন্নয়নশীল দেশে মৃত্যুহার হ্রাস
সঠিক উত্তর: (গ)
৭৩. কিসের প্রভাব জনবসতির বন্টন নিয়ন্ত্রণ করে?
Ο ক) জলবায়ু
Ο খ) বায়ু প্রবাহ
Ο গ) তাপ
Ο ঘ) আর্দ্রতা
সঠিক উত্তর: (ক)
৭৪. উন্নত বিশ্বের জনসংখ্যা কোন পর্যায়ে রয়েছে?
Ο ক) বৃদ্ধিরত
Ο খ) স্থিতিশীল
Ο গ) হ্রাসরত
Ο ঘ) অস্থিতিশীল
সঠিক উত্তর: (খ)
৭৫. সপ্তদশ শতাব্দীর পরে জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগে?
Ο ক) ৫০
Ο খ) ১০০
Ο গ) ২০০
Ο ঘ) ২৫০
সঠিক উত্তর: (গ)
৭৬. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি রোধে অধিক যুক্তিযুক্ত উপায় কোনটি?
Ο ক) বাল্যবিবাহ ও বহুবিবাহ বন্ধ
Ο খ) বিলম্ব বিবাহ ব্যবস্থা চালু
Ο গ) জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগের ব্যবস্থা
Ο ঘ) নারী শিক্ষা ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
সঠিক উত্তর: (গ)
৭৭. নারী-পুরুষের মৃত্যুহারের পার্থক্য সব থেকে বেশি হয় কিসে?
Ο ক) যুদ্ধ-বিগ্রহে
Ο খ) দুর্ঘটনায়
Ο গ) প্রসবকালীন নারীমৃত্যু
Ο ঘ) কোন পার্থক্য নেই
সঠিক উত্তর: (গ)
৭৮. কোনো দেশের জনসংখ্যা সম্প্রসারণ করা যায় কীভাবে?
Ο ক) জন্মহার বৃদ্ধি করে
Ο খ) জন্মহার হ্রাস করে
Ο গ) মৃত্যু হার বৃদ্ধি করে
Ο ঘ) শিশু মৃত্যুহার হ্রাস করে
সঠিক উত্তর: (ক)
৭৯. উনিশতত সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অবস্থাকে বলে-
Ο ক) প্রাথমিক পর্যায়
Ο খ) মাধ্যমিক পর্যায়
Ο গ) সাম্প্রতিক পর্যায়
Ο ঘ) প্রাচীন পর্যায়
সঠিক উত্তর: (গ)
৮০. ১৯৭১ সালে সংঘটিত স্বাধীনতা যুদ্ধে বীর শহিদের সংখ্যা কত?
Ο ক) প্রায় পচিশ লাখ
Ο খ) প্রায় ত্রিশ লাখ
Ο গ) প্রায় তিন লাখ
Ο ঘ) প্রায় ত্রিশ লাখ
সঠিক উত্তর: (খ)
৮১. বর্তমানে বিশ্বে জাতীয় ভিত্তিতে পাঁচ থেকে দশ বছর অন্তর লোক গণনার যে ধারা চলছে তার প্রচলন শুরু হয় কবে?
Ο ক) ১৬০০-১৬১০ সাল থেকে
Ο খ) ১৬৫০-১৬৫৫ সাল থেকে
Ο গ) ১৬৫০-১৬৬০ সাল থেকে
Ο ঘ) ১৬৫৫-১৬৬০ সাল থেকে
সঠিক উত্তর: (খ)
৮২. অভিবাসনকে প্রভাবিত করে কোনটি?
Ο ক) শহর বা গ্রামীণ উন্নয়ন
Ο খ) বাস্তুত্যাগীদের
Ο গ) জন্মহার
Ο ঘ) মৃত্যুহার
সঠিক উত্তর: (ক)
৮৩. বাংলাদেশের কোন বিভাগে জনঘনত্ব সব থেকে বেশি?
Ο ক) রাজশাহী
Ο খ) খুলনা
Ο গ) বরিশাল
Ο ঘ) ঢাকা
সঠিক উত্তর: (ঘ)
৮৪. মৃত্যুহার নির্ণয়ে বয়স-নির্দিষ্ট মৃত্যুহার গুরুত্বপূর্ণ-
i. বয়স অনুযায়ী মৃত্যুহার
ii. বার্ধক্যজনিত মৃত্যুহার
iii. অকাল মৃত্যুর হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. কোনো দেশের জনসংখ্যা সংকোচন প্রধানত কয়ভাবে কার্যকর করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৮৬. প্রাথমিক পর্যায়ে পৃথিবীর জনসংখ্যা ও বৃদ্ধির হার উভয় ছিল-
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) খুব কম
Ο ঘ) কম
সঠিক উত্তর: (গ)
নিচের উদ্দীপকটি পড় এবং পাঁচটি প্রশ্নের উত্তর দাও: কোনো দেশ বা অঞ্চলের অপরিহার্য উপাদান হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা রাষ্ট্র গঠনেরই অন্যতম প্রধান একক। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) প্রতিবছরের মতো ২০১২ সালেও ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদন ২০১২’ প্রকাশ করেছে। এ প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে মোট জনসংখ্যা ৭০৫ কোটি ২১ লাখ। এর মধ্যে বাংলাদেশ ১৫ কোটি ২৪ লাখ জনসংখ্যা নিয়ে পৃথিবীর ৮ম শীর্ষ জনবহুল দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে।
৮৭. মধ্য উনবিংশ থেকে মধ্য বিংশ এই এক শতকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার কেমন ছিল?
Ο ক) চার গুণ
Ο খ) ছয় গুণ
Ο গ) তিন গুণ
Ο ঘ) দুই গুণ
সঠিক উত্তর: (ঘ)
৮৮. মধ্য উনবিংশ থেকে মধ্য বিংশ এই এক শতকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার কেমন ছিল?
Ο ক) চার গুণ
Ο খ) ছয় গুণ
Ο গ) তিন গুণ
Ο ঘ) দুই গুণ
সঠিক উত্তর: (ঘ)
৮৯. নতুন সহস্রাব্দের প্রাক্কালে পৃথিবীর জনসংখ্যা কোথায় দিয়ে দাঁড়ায়?
Ο ক) ৬০৭০ মিলিয়নে
Ο খ) ৬০০০ মিলিয়নে
Ο গ) ৬৯৭২ মিলিয়নে
Ο ঘ) ৬০৫০ মিলিয়নে
সঠিক উত্তর: (ক)
৯০. বর্তমানে বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি?
Ο ক) বাংলাদেশ
Ο খ) চীন
Ο গ) ভারত
Ο ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: (খ)
৯১. বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. কর্মক্ষম পুরুষের মৃত্যুহার বেশি
ii. বয়সের প্রাধান্য যেখানে প্রায় অর্ধেক লোক পরনির্ভরশীল
iii. ৬০ হতে ৯০+ লোকের সংখ্যার মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Geography