এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৬ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৬ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. উষ্ণ ও শীতল স্রোত মিলনের ফলাফল-
i. ঘন কুয়াশা
ii. ঘূর্ণিবাত
iii. ঝড় ঝঞ্চা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. সমুদ্র ও উপকূলবর্তী নদীর জলরাশির নিয়মিত স্ফীত বা ফুলে ওঠাকে কি বলে?
Ο ক) সমুদ্র স্রোত
Ο খ) জোয়ার
Ο গ) ভাটা
Ο ঘ) বায়ু প্রবাহ
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. কোন স্রোতের প্রভাবে ল্যাব্রাডর দ্বীপ পুঞ্জের নিকট অঞ্চল বরফাচ্ছন্ন থাকে?
Ο ক) উর্ধ্বমুখী স্রোত
Ο খ) নিম্নমুখী স্রোত
Ο গ) উষ্ণ সমুদ্রসোত
Ο ঘ) শীতল স্রোত
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয়-
i. নিউফাউন্ডল্যান্ডের উপকূলে
ii. জাপান উপকূলে
iii. ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. সমুদ্র স্রোতের প্রধান কারণ কোনটি?
Ο ক) বাষ্পীভবন
Ο খ) পৃথিবীর ঘূর্ণন
Ο গ) বায়ুপ্রবাহ
Ο ঘ) ভূ-ভাগের অবস্থান
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. জোয়ার ভাটার ফলে নদীতে কোনটি ঘটে?
Ο ক) লবণাক্ততা বৃদ্ধি পায়
Ο খ) পানির ঘনত্ব বেড়ে যায়
Ο গ) নদী নাব্যতা বাড়ায়
Ο ঘ) নদীখাত গভীর হয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. জাহাজ চলাচলের অসুবিধার জন্য দায়ী-
i. উষ্ণ স্রোত
ii. তীব্র স্রোত
iii. হিমশৈল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. কোন মহাসাগর থেকে অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি হয়েছে?
Ο ক) প্রশান্ত
Ο খ) আটলান্টিক
Ο গ) ভারত
Ο ঘ) উত্তর
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. সমুদ্র জোয়ার সৃষ্টির জন্য কোন বল মূখ্য ভূমিকা পালন করে?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) কেন্দ্রাতিগ বল
Ο গ) কেন্দ্রবিমুখীবল
Ο ঘ) আকর্ষণ শক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৬০. দৈনিক কতবার জোয়ার ভাটা সংঘটিত হয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ৬১. উত্তর মহাসাগরের মহীসোপান কত কি.মি. প্রশস্ত?
Ο ক) ১২৮০
Ο খ) ১২৮৭
Ο গ) ১২৯০
Ο ঘ) ১২৯২
 সঠিক উত্তর: (খ)

 ৬২. বাংলাদেশের উপকূল পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান কেমন হবে?
Ο ক) সংকীর্ণ
Ο খ) প্রশস্ত
Ο গ) অতি সংকীর্ণ
Ο ঘ) অধিক প্রশস্ত
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. প্রশান্ত মহাসাগরের অধিকাংশ সমুদ্রখাত কোথায় অবস্থিত?
Ο ক) উত্তর প্রান্তে
Ο খ) দক্ষিণ প্রান্তে
Ο গ) পূর্ব প্রান্তে
Ο ঘ) পশ্চিম প্রান্তে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. পানির মধ্যে শব্দের বেগ কত মিটার পার সেকেন্ড?
Ο ক) ১২২৫
Ο খ) ৭৫০
Ο গ) ১৪৭৫
Ο ঘ) ১৫৭৫
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. কোন সমুদ্রের জল দ্রুত উত্তপ্ত হয়?
Ο ক) গভীর
Ο খ) নিরক্ষীয় অঞ্চলের
Ο গ) অগভীর
Ο ঘ) মেরু অঞ্চলের
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণ ক্ষেত্র-
i. বঙ্গোপসাগরের উপকূল
ii. নিউফাউন্ডল্যান্ড উপকূল
iii. জাপান উপকূল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. শীতল স্রোত কিভাবে নিরক্ষীয় উষ্ণমন্ডলের দিকে প্রবাহিত হয়?
Ο ক) প্রবাহিত রূপে
Ο খ) অন্তঃপ্রবাহ রূপে
Ο গ) পৃষ্ঠ পবাহ রূপে
Ο ঘ) ঘূর্ণয়ন প্রবাহরূপে
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. পৃথিবীর সর্বাপেক্ষা গভীরতম খাত কোনটি?
Ο ক) পোন্টারিকো
Ο খ) ম্যারিয়ানা
Ο গ) শুন্ডা
Ο ঘ) ফ্লেপোর্তা
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. কোন হ্রদটি কানাডার সীমান্তে অবস্থিত?
Ο ক) বৈকাল
Ο খ) ভিক্টোরিয়া
Ο গ) সুপিরিয়র
Ο ঘ) গ্রান্ড ক্যানিয়ন
 সঠিক উত্তর: (গ)

 ৭০. উত্তর-আমেরিকার পূর্ব অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির কারণ-
i. শীতল ল্যাব্রাডর স্রোত
ii. উষ্ণ উপসাগরীয় স্রোত
iii. বেরিং স্রোত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭১. মাহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ তাকে কি বলে?
Ο ক) মহাকর্ষ
Ο খ) অধিকর্ষ
Ο গ) মাধ্যাকর্ষণ
Ο ঘ) ত্বরণ
 সঠিক উত্তর: (ক)

 ৭২. মহীঢালের গভীরতা কত?
Ο ক) ১৫০-২০০০ মিটার
Ο খ) ২০০-৩০০০ মিটার
Ο গ) ৪৫০-৫০০০ মিটার
Ο ঘ) ৬৮০-৭০০০ মিটার
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. পৃথিবীর সাথে কোনটির আকর্ষণ সবচেয়ে বেশি?
Ο ক) সূর্য
Ο খ) চাঁদ
Ο গ) নক্ষত্র
Ο ঘ) মঙ্গল
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. পোর্টোরিকো কি?
Ο ক) গভীর সমুদ্রখাত
Ο খ) সমভূমি
Ο গ) মালভূমি
Ο ঘ) মহীঢাল
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. সঞ্চালন স্রোতের প্রভাবে কি হয়?
Ο ক) সমুদ্রের জলরাশি একস্থানে প্রবাহিত হয়
Ο খ) লবণাক্ততার তারতম্য হয়
Ο গ) গভীরতার তারতম্য হয়
Ο ঘ) সমুদ্রের বরফের গলন হয়
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. সমুদ্রস্রোত একাধিক শাখায় বিভক্ত হয় কখন?
Ο ক) সমুদ্রের জরেল ঘনত্ব বেশি হলে
Ο খ) উষ্ণ স্রোত বিশিষ্ট সমুদ্রে
Ο গ) প্রবাহপথে ভূখন্ডের অবস্থান থাকলে
Ο ঘ) সমুদ্রের গভীরতার তারতম্য হলে
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. ৬০০ দক্ষিণ অক্ষাংশ থেকে এন্টার্কটিকার হিমবাহ পর্যন্ত বিস্তৃত কোন মহাসাগর?
Ο ক) ভারত
Ο খ) প্রশান্ত
Ο গ) উত্তর
Ο ঘ) দক্ষিণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. মহীঢালের বিস্তৃতি কত?
Ο ক) ৭০ কি.মি.
Ο খ) ১৬-৩২ কি.মি.
Ο গ) ১৮ কি.মি.
Ο ঘ) ৫৫ কি.মি.
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
Ο ক) ব্যারোমিটার
Ο খ) ফ্যাদোমিটার
Ο গ) সেক্সট্যান্ট
Ο ঘ) সিসমোগ্রাফ
 সঠিক উত্তর: (খ)

 ৮০. সমুদ্র তলদেশের ভূমিরূপের সবচেয়ে উপরের অংশকে কী বলে?
Ο ক) মহীঢাল
Ο খ) তটদেশীয় অঞ্চল
Ο গ) উপকূলীয় ঢাল
Ο ঘ) শৈলশিরা
 সঠিক উত্তর: (গ)

 ৮১. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের নিয়ন্ত্রণ করে-
i. দিক
ii. গতি
iii. প্রবাহের ধরন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮২. সমুদ্রের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে?
Ο ক) ব্যারোমিটার
Ο খ) সেক্সট্যান্ট
Ο গ) বেতার তরঙ্গ
Ο ঘ) শব্দ তরঙ্গ
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. বঙ্গোপসাগরে কত প্রজাতির চিংড়ি আছে?
Ο ক) ১৯
Ο খ) ৩৩৬
Ο গ) ৪৪২
Ο ঘ) ৭১৬
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. সমুদ্রের পানি যে নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে তাকে কি বলে?
Ο ক) পানির নিঃসরণ
Ο খ) সমুদ্রস্রোত
Ο গ) ঢেউ
Ο ঘ) কোনটিই না
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. ম্যারিয়ানা খাতের গভীরতা কত?
Ο ক) ১০,৮৭০ মিটার
Ο খ) ১০,৮৭০ কি.মি.
Ο গ) ৮,৫৩৮ মিটার
Ο ঘ) ৮,৫৩৮ কি.ম.
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. বঙ্গোপসাগরে মৎস প্রজাতির সংখ্যা কত?
Ο ক) ৪৪২
Ο খ) ৩৩৬
Ο গ) ১৯
Ο ঘ) ৭১৫
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. সঞ্চালন স্রোত তৈরি হয়-
i. সমুদ্রের উপরের অংশের স্রোত
ii. সমুদ্রের গভীর অংশের স্রোত
iii. সমুদ্রের নিমজ্জিত স্রোত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. নিমজ্জিত শৈলশিরার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কোনটি?
Ο ক) আগ্নেয় শিলা
Ο খ) প্রশান্ত শৈলশিরা
Ο গ) পাললিক শিলা
Ο ঘ) আটলান্টিক শৈলশিরা
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৯. চারদিকে স্থলবেষ্টিত সাগর কোনটি?
Ο ক) উত্তর মহাসাগর
Ο খ) দক্ষিণ মহাসাগর
Ο গ) এন্টার্কটিকা মহাসাগর
Ο ঘ) আটলান্টিক মহাসাগর
 সঠিক উত্তর: (ক)

 ৯০. বায়ু উত্তর গোলার্ধের ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধের বামদিকে বেঁকে যায়। এটি কোন সূত্র?
Ο ক) ফেরেলের সূত্র
Ο খ) বায়বেলটের সূত্র
Ο গ) গতির সূত্র
Ο ঘ) নিউটনের সূত্র
 সঠিক উত্তর: (ক)

 ৯১. উষ্ণ স্রোত গুরুত্বপূর্ণ কারণ-
i. এর ফলে বন্দরের ব্যবহার বৃদ্ধি পায়
ii. এর অনুকূলে জাহাজ দ্রুত চলতে পারে
iii. এর প্রভাবে বৃষ্টিপাতও ঘটে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. পলিমাটি সিন্ধুমল, লাভা ও সূক্ষ্মভস্ম প্রভৃতি স্তরে স্তরে সঞ্চিত হয়ে কোন শিলার সৃষ্টি হয়?
Ο ক) আগ্নেয়
Ο খ) পাললিক
Ο গ) রূপান্তরিত
Ο ঘ) মালভূমি
 সঠিক উত্তর: (খ)

 নিচের উদ্দীপকটি পড়ে দুইটি প্রশ্নের উত্তর দাও: ঝুমু তার ফুফুর সাথে জাহাজ করে নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে বিখ্যাত একটি সমুদ্রস্রোতের অনুকূলে এঙ্গোলা থেকে ব্রাজিলের নাটালে যাচ্ছিল। সমুদ্রের উপর দিয়ে তার এ ভ্রমণ তার চিরদিনই মনে থাকবে।

 ৯৩. ঝুমুর দেখা স্রোতটি কোন ধরনের?
Ο ক) উষ্ণ
Ο খ) শীতল
Ο গ) নাতিশীতোষ্ণ
Ο ঘ) সুমেরু
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. উক্ত স্রোতের প্রভাবে-
i. সামুদ্রিক জাহাজ দ্রুত চলাচল করতে পারে
ii. ব্যবসা-বাণিজ্যের প্রসার হয়
iii. নিরাপদে জাহাজ চালানো যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post