এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৫ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৫ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়?
i. হিলিয়াম
ii. নিয়ন
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫২. বায়ুমন্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. কোন অঞ্চলগুলো একই অক্ষাংশে অবস্থিত?
i. রাজবাড়ি
ii. দিনাজপুর
iii. শিলং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. বাংলাদেশে কখন পরিচলন বৃষ্টি শুরু হয়?
Ο ক) বর্ষার সময়
Ο খ) গ্রীষ্মের মাঝামাঝিতে
Ο গ) গ্রীষ্মের শুরুতে
Ο ঘ) বর্ষার মাঝামাঝিতে
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ কোন স্তরে ঘটে থাকে?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) তাপমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. বায়ুমন্ডলের প্রধান উপাদান কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. বায়ুমন্ডলের ওজোন গ্যাস কী শোষণ করে?
Ο ক) সূর্যরশ্মি
Ο খ) অতিবেগুনী রশ্মি
Ο গ) বেগুনী রশ্মি
Ο ঘ) কিছুই না
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. মেসোপজের উপরে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমন্ডল বলে?
Ο ক) প্রায় ৫০০ কিলোমিটার
Ο খ) প্রায় ৪০০ কিলোমিটার
Ο গ) প্রায় ৬০০ কিলোমিটার
Ο ঘ) প্রায় ৩০০ কিলোমিটার
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. কোন ধরনের বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয়ে থাকে?
Ο ক) পরিচলন বৃষ্টি
Ο খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি
Ο গ) ঘূর্ণিবাতজনিত বৃষ্টি
Ο ঘ) সংঘর্ষ বৃষ্টি
 সঠিক উত্তর: (গ)

 ৬০. পরিপৃক্ত বায়ুর অপর নাম কোনটি?
Ο ক) অসম্পৃক্ত
Ο খ) সম্পৃক্ত
Ο গ) আদ্র বায়ু
Ο ঘ) শুষ্ক বায়ু
 সঠিক উত্তর: (খ)

 ৬১. বায়ুমন্ডলের কোনটি নেই? i. বর্ণ ii. গন্ধ iii. আকার নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. স্ট্রাটোমন্ডলের বায়ুতে কী বিদ্যমান থাকে?
Ο ক) ধূলিকণা
Ο খ) জলীয়বাষ্প
Ο গ) বৃষ্টিপাত
Ο ঘ) মেঘ
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম কী?
Ο ক) স্ট্রাটোমন্ডল
Ο খ) ট্রপোবিরতি
Ο গ) তাপমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. ওজোন গ্যাসের স্তর কোন স্তরে বেশি পরিমাণে আছে?
Ο ক) স্ট্রাটোন্ডল
Ο খ) মেসোমন্ডল
Ο গ) তাপমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. বায়ুমন্ডলে কোন উপাদানটি শতকরা ১.২৭ ভাগ?
i. অন্যান্য গ্যাস
ii. জলীয় বাষ্প
iii. কনিকাসমূহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. কোনটি বায়ুমন্ডলের প্রধান উপাদান?
i. আরগন
ii. ওজন
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. বায়ুমন্ডলের কোনগুলো সমন্বয়ে শতকরা মোট ৯৮.৭৩ ভাগ গ্যাস?
i. হিলিয়াম
ii. অক্সিজেন
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. বায়ুমন্ডলে CO2 এর পরিমাণ কত?
Ο ক) ০.০৩ ভাগ
Ο খ) ১.২৭ ভাগ
Ο গ) ২১ ভাগ
Ο ঘ) ০.৮০ ভাগ
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. ট্রাপোমন্ডল ব্যতীত কোনটি ঘটনা না?
i. বরফ জমত না
ii. আবহাওয়া সৃষ্টি হতো না
iii. শস্য ও বনভূমির জন্য সৃষ্টি হতো না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. কোনটি বায়ুমন্ডলের উপাদান নয়?
Ο ক) অক্সিজেন
Ο খ) আরগন
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) হিলিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ৭১. মেসোপজের উপরে ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে কী বলে?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) তাপমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
 সঠিক উত্তর: (গ)

 ৭২. ট্রপোমন্ডল স্তরে সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়?
Ο ক) ৮০ সে.
Ο খ) ১০০ সে.
Ο গ) ৭০ সে.
Ο ঘ) ৬০ সে.
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. জলীয় বাষ্প ধারণ করার সীমা কোনটির ওপর নির্ভরশীল?
Ο ক) নদীনালা
Ο খ) খালবিল
Ο গ) ঝরনা
Ο ঘ) সমুদ্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. কোন স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে?
Ο ক) লাব্রাডর স্রোত
Ο খ) উপসাগরীয় স্রোত
Ο গ) কলিং স্রোত
Ο ঘ) মরুদেশীয় স্রোত
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. বায়ুমন্ডলে র্ভপৃষ্ঠ থেকে উপরের দিকে যে ছয়টি বিন্যাস রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল-
i. মেসোমন্ডল
ii. বারিমন্ডল
iii. চৌম্বকমন্ডল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রাধান্য বেশি দেখা যায়?
i. হিলিয়াম
ii. অক্সিজেন
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমন্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে কোথায় ফিরে আসে?
Ο ক) ভূপৃষ্ঠে
Ο খ) পৃথিবীতে
Ο গ) স্ট্রাটোমন্ডলে
Ο ঘ) চৌম্বকমন্ডলে
 সঠিক উত্তর:

 ৭৮. কোন স্তরের মধ্যে দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে?
Ο ক) তাপমন্ডল
Ο খ) ট্রপোমন্ডল
Ο গ) মেসোমন্ডল
Ο ঘ) স্ট্রাটোমন্ডল
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. তাপমন্ডলের নিম্ন অংশকে কী বলা হয়?
Ο ক) তাপবিরতি
Ο খ) মেসোবিরতি
Ο গ) এক্সোমন্ডল
Ο ঘ) আয়নমন্ডল
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. মধ্য ইউরোপের বিভিন্ন দেশে কখন ঘুর্ণিবাতজনিত বৃষ্টিপাত হয়?
Ο ক) গ্রীষ্মকালে
Ο খ) বর্ষাকালে
Ο গ) শরৎকালে
Ο ঘ) শীতকালে
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. ট্রপোমন্ডল র্ভপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
Ο ক) ৮-৯ কিলোমিটার
Ο খ) ১২-১৪ কিলোমিটার
Ο গ) ১৬-১৮ কিলোমিটার
Ο ঘ) ১০-১২ কিলোমিটার
 সঠিক উত্তর: (গ)

 ৮২. বায়ুমন্ডলের কোন স্তরটি সমমন্ডলের অন্তর্ভুক্ত নয়?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) মেসোমন্ডল
Ο গ) স্ট্রাটোমন্ডল
Ο ঘ) তাপমন্ডল
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. কোন পদ্ধতিতে পানি বাষ্কাকারে উপরে ওঠে?
Ο ক) সমপাতন
Ο খ) বাষ্মীভবন
Ο গ) ঘনীভবন
Ο ঘ) ঊর্ধ্বপাতন
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. বায়ুমন্ডলের নিচের দিক থেকে দ্বিতীয় স্তরের নাম কী?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) তাপমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস কোন স্তরে দেখা যায়?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) চৌম্বকমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাকে কী বলে?
Ο ক) শুষ্ক বায়ু
Ο খ) পরিপৃক্ত বায়ু
Ο গ) শিশিরাঙ্ক
Ο ঘ) আদ্র বায়ু
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. কোন সময় মৌসুমি বায়ু বেশি প্রবাহিত হয়?
Ο ক) গ্রীষ্মকালে
Ο খ) শীতকালে
Ο গ) বর্ষাকালে
Ο ঘ) বসন্তকালে
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. স্টাটোমন্ডলের বায়ুতে কী থাকে না?
Ο ক) ধূলিকণা
Ο খ) জলীয়বাষ্প
Ο গ) বৃষ্টিপাত
Ο ঘ) মেঘ
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. চৌম্বকমন্ডল স্তরে বায়ুমন্ডলকে বেষ্টন করে কোন চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করে?
i. ইলেকট্রন
ii. তরঙ্গ
iii. প্রেটন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯০. যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
Ο ক) বায়ুপ্রবাহ
Ο খ) বায়ুচাপ
Ο গ) বায়ুমন্ডল
Ο ঘ) বায়ু
 সঠিক উত্তর: (গ)

 ৯১. নিচের কোনটি ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য?
i. উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়
ii. বায়ু উপরে নিচে ওঠানামা করে
iii. উপরের দিকের বাতাসে জলীয় বাষ্প থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯২. বায়ুমন্ডলের কোন স্তরটি বিসমমন্ডলের অন্তর্ভুক্ত নয়?
Ο ক) তাপমন্ডল
Ο খ) মেসোমন্ডল
Ο গ) এক্সোমন্ডল
Ο ঘ) চৌম্বকমন্ডল
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. বায়ুমন্ডল না থাকলে পৃথিবীর উপরিভাগ কী হতো?
Ο ক) অতিবেগুণি রশ্মিময়
Ο খ) বরফাচ্ছন্ন
Ο গ) মরুময়
Ο ঘ) জলাবদ্ধ
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. আরগন গ্যাসটি বায়ুমন্ডলের কোন স্তরে থাকে?
Ο ক) স্ট্রাটোমন্ডল
Ο খ) ট্রপোমন্ডল
Ο গ) আয়রনমন্ডল
Ο ঘ) তাপমন্ডল
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. ট্রপোপজের উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত কী নামে পরিচিত?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) তাপমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. কোনটি বারিপাত নয়?
Ο ক) ঝরনা
Ο খ) তুহিন
Ο গ) কুয়াশা
Ο ঘ) তুষার
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. বায়ুমন্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিমি. এর মধ্যে সীমাবদ্ধ?
Ο ক) ৯৪ ভাগ
Ο খ) ৯৫ ভাগ
Ο গ) ৯৬ ভাগ
Ο ঘ) ৯৭ ভাগ
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. কী কারণে বায়ুমন্ডল ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে?
Ο ক) পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি
Ο খ) সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি
Ο গ) সৌরজগতের মাধ্যাকর্ষণ শক্তি
Ο ঘ) জ্যোতিষ্কের মাধ্যাকর্ষণ শক্তি
 সঠিক উত্তর: (ক)

 ৯৯. বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে কী বলে?
Ο ক) সম্পৃক্ত বায়ু
Ο খ) শিশিরাঙ্ক
Ο গ) বায়ুর আদ্রতা
Ο ঘ) আদ্র বায়ু
 সঠিক উত্তর: (গ)

 ১০০. স্থানীয় বায়ুর উদাহরণ-
i. আরব মালভূমির সাইমুম
ii. রকি পর্বের চিনুক
iii. উত্তর আমেরিকার প্রেইরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 নিচের ছকের আলোকে দুইটি প্রশ্নের উত্তর দাও।
বায়ুমন্ডল বিভিন্ন গ্যাস এবং অসংখ্য ধূলিকণার সংমিশ্রণে গঠিত।

বিভিন্ন উপাদান
শতকরা হার
নাইট্রোজেন
৭৮.০২
অক্সিজেন
২০.৭১
জলীয় বাষ্প
০.৪১
ধূলিকণা ও উদ্ভিদকণা
০.০১

 ১০১. বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে কোন উপাদানটির পরিমাণ দ্বিতীয়?
Ο ক) অক্সিজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) আরগন
Ο ঘ) জলীয় বাষ্প
 সঠিক উত্তর: (ক)

 ১০২. বায়ুমন্ডলে কোন উপাদানগুলো সবচেয়ে কম রয়েছে?
i. নাইট্রোজেন
ii. ধূলিকণা
iii. উদ্ভিদকণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post