ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৪ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. প্রকৃতিতে খনিজ কী অবস্থায় পাওয়া যায়?
Ο ক) মিশ্রিত অবস্থায়
Ο খ) কেলাসিত অবস্থায়
Ο গ) ম্যাগমা অবস্থায়
Ο ঘ) জমাট বাঁধা অবস্থায়
সঠিক উত্তর: (ক)
৫২. সিমা কী দিয়ে তৈরি?
Ο ক) সিলিকন ও ম্যাগনেসিয়াম
Ο খ) লোহা ও নিকেল
Ο গ) ম্যাগনেসিয়াম ও কোবাল্ড
Ο ঘ) সিলিকন ও অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (ক)
৫৩. ক্ষয়জাত সমভূমির অন্তর্গত বাংলাদেশের-
i. প্লাবন সমভূমি
ii. মধুপুরের চত্বর
iii. বরেন্দ্রভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৪. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ-
i. ভূত্বকে ফাটল
ii. ভূগর্ভের রাসায়নিক ক্রিয়া
iii. ভূআন্দোলনের পার্শ্বচাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৫. গুরুমন্ডলীয় স্তরটি কত কিলোমিটার পুরু?
Ο ক) প্রায় ৩৪৮৬ কিলোমিটার
Ο খ) প্রায় ২৮৮৫ কিলোমিটার
Ο গ) প্রায় ২২৭০ কিলোমিটার
Ο ঘ) প্রায় ১২১৬ কিলোমিটার
সঠিক উত্তর: (খ)
৫৬. ম্যাগমা ভূত্বকের ফাটল দেয় ভূপৃষ্ঠে বের হয়ে আসলে তাকে কী বলে?
Ο ক) লাভা
Ο খ) গ্যাব্রো
Ο গ) টাফ
Ο ঘ) ব্রেসিয়া
সঠিক উত্তর: (ক)
৫৭. স্তরীভূত শিলার বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) নদীস্রোত, বায়ু বা হিমবাহ স্তরীভূত শিলা গঠনে ভূমিকা রাখে
Ο খ) নদীর পলল স্তরীভূত শিলা তৈরির প্রধান নিয়ামক
Ο গ) স্তরীভূত শিলা অত্যন্ত কঠিন
Ο ঘ) স্তরীভূত শিলা ভূপৃষ্ঠের কাছাকাছি স্তরে স্তরে সজ্জিত থাকে
সঠিক উত্তর: (ঘ)
৫৮. কোন শিলা পলি দ্বারা গঠিত?
Ο ক) আগ্নেয় শিলা
Ο খ) রূপান্তরিত শিলা
Ο গ) পাললিক শিলা
Ο ঘ) ভূত্বক
সঠিক উত্তর: (গ)
৫৯. কেন্দ্রমন্ডলের প্রধান উপাদানগুলো কী কী?
Ο ক) সিলিকন ও অ্যালুমিনিয়াম
Ο খ) সিলিকন ও নিকেল
Ο গ) ম্যাগনেসিয়াম ও লৌহ
Ο ঘ) লোহা ও নিকেল
সঠিক উত্তর: (ঘ)
৬০. কোন শিলার কোনো স্তর নেই?
Ο ক) পাললিক শিলা
Ο খ) অপত্রায়ন শিলা
Ο গ) রূপান্তরিত শিলা
Ο ঘ) আগ্নেয় শিলা
সঠিক উত্তর: (ঘ)
৬১. কোন শিলায় কোনো জীবাশ্ম নেই?
Ο ক) পাললিক শিলা
Ο খ) অপত্রায়ন শিলা
Ο গ) রূপান্তরিত শিলা
Ο ঘ) আগ্নেয় শিলা
সঠিক উত্তর: (ঘ)
৬২. নিম্নগতিতে নদীর-
i. স্রোতের গতি বেড়ে যায়
ii. গভীরতা কমে যায়
iii. পার্শ্বক্ষয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৩. পাললিক শিলা গঠিত হয়-
Ο ক) গলিত পদার্থ জমে
Ο খ) লাভার মাধ্যমে
Ο গ) স্তরীভূত হয়ে
Ο ঘ) সাগরের তলদেশে জমাট বেঁধে
সঠিক উত্তর: (ঘ)
৬৪. কোন জাতীয় শিলার প্রধান খনিজ উপাদানের নাম সিলিকন ও ম্যাগনেসিয়াম?
Ο ক) ব্যাসল্ট
Ο খ) মার্বেল পাথর
Ο গ) গ্রানাইট
Ο ঘ) চুনাপাথর
সঠিক উত্তর: (ক)
৬৫. গিরিখাত সাধারণত-
i. শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয়
ii. অত্যন্ত সংকীর্ণ ও গভীর হয়
iii. কঠিন শিলাস্তরে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৬. নদীর ক্ষয়জাত ভূমিরূপ হলো-
i. পলল কোণ
ii. ক্যানিয়ন
iii. জলপ্রপাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৭. আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)
৬৮. সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত স্তরের নাম কী?
Ο ক) সিমা স্তর
Ο খ) সিয়াল
Ο গ) গুরুমন্ডল
Ο ঘ) অশ্মমন্ডল
সঠিক উত্তর: (খ)
৬৯. দক্ষিণ পূর্ব এশিয়ায় সুনামি হয়-
i. ২০১২ সালে
ii. ২০১১ সালে
iii. ২০০৪ সালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৭০. মধ্যগতিতে নদী-
i. সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়
ii. পার্শ্বক্ষয় বেশি হয়
iii. ক্রমশ প্রশস্ততা কমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭১. মহাদেশীয় ভূত্বকরে শিলাস্তর কোন কোন উপাদান দ্বারা গঠিত?
Ο ক) সিলিকন ও ম্যাগনেসিয়াম
Ο খ) লোহা ও নিকেল
Ο গ) ম্যাগনেসিয়াম ও কোবাল্ড
Ο ঘ) সিলিকন ও অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (ঘ)
৭২. ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া হচ্ছে-
i. আকস্মিক পরিবর্তন
ii. ভৌগলিক পরিবর্তন
iii. ধীর পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৩. টেলক কী?
Ο ক) শিলা
Ο খ) কর্দম
Ο গ) ব্যাসল্ট
Ο ঘ) খনিজ
সঠিক উত্তর: (ঘ)
৭৪. ভূত্বকের নিচের স্তরকে কী বলে?
Ο ক) অশ্মমন্ডল
Ο খ) পাতাল
Ο গ) নমনীয়মন্ডল
Ο ঘ) গুরুমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৭৫. পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন-
i. ১৩৭-১৫৭ মিটার বিস্তৃত
ii. প্রায় ২.৪ কিলোমিটার গভীর
iii. ৪৮২ কিলোমিটার দীর্ঘ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৬. ক্ষয়সাধন হয়ে থাকে-
i. বায়ুপ্রবাহ দ্বারা
ii. নদীস্রোত দ্বারা
iii. হিমবাহ দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭. উর্ধ্বগতি অবস্থায় নদী-
i. স্থলভাগকে ক্ষয় করে
ii. পরিবহন করে
iii. সঞ্চয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৮. আগ্নেয় শিলা কোনটি?
Ο ক) জিপসাম
Ο খ) চুন
Ο গ) টাফ
Ο ঘ) কয়লা
সঠিক উত্তর: (গ)
৭৯. বিস্ফোরক শিলা হচ্ছে-
Ο ক) গ্রানাইট ও গ্যাব্রো
Ο খ) টাফ ও ব্রেসিয়া
Ο গ) সায়েনাইট ও টাফ
Ο ঘ) ব্রেসিয়া ও গ্রানাইট
সঠিক উত্তর: (খ)
৮০. কেন্দ্রমন্ডলের প্রধান গঠন উপাদান কী?
Ο ক) লোহা
Ο খ) মাটি
Ο গ) প্রস্তর
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (ক)
৮১. কোনটি আগ্নেয় শিলা?
Ο ক) কাঁকর ও কাদা
Ο খ) কেওলিন ও কয়লা
Ο গ) গ্রানাইট ও গ্যাব্রো
Ο ঘ) স্লেট ও চুনাপাথর
সঠিক উত্তর: (গ)
৮২. গুরুমন্ডল কোন শিলা দ্বারা গঠিত?
Ο ক) আগ্নেয়
Ο খ) পাললিক
Ο গ) ব্যাসল্ট
Ο ঘ) কঠিন
সঠিক উত্তর: (গ)
৮৩. বাংলাদেশের পলল সমভূমি দেখা যায়-
i. রাজশাহী জেলায়
ii. রংপুর জেলায়
iii. দিনাজপুর জেলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৪. কয়লা কোন প্রকার শিলা?
Ο ক) রূপান্তরিত শিলা
Ο খ) রাসায়নিক পাললিক শিলা
Ο গ) যান্ত্রিক পাললিক শিলা
Ο ঘ) জৈবিক পাললিক শিলা
সঠিক উত্তর: (ঘ)
৮৫. চুনাপাথর, প্রবাল ইত্যাদি হচ্ছে জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা। সুতরাং আমরা বলতে পারি-
Ο ক) জৈব পদার্থ শিলার ভিতর স্তরীভূত হতে পারে
Ο খ) জৈব পদার্থ সবসময় বিশ্লিষ্ট হয়ে মিশে যায়
Ο গ) শিলা গঠনে সবসময় অজৈব পদার্থ প্রয়োজনীয়
Ο ঘ) আগ্নেয় শিলা প্রচন্ড ভঙ্গুর
সঠিক উত্তর: (ক)
৮৬. তামা কয়টি মৌল দ্বারা গঠিত?
Ο ক) একটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) অনেকগুলো
সঠিক উত্তর: (ক)
৮৭. একটিমাত্র মৌল দিয়ে গঠিত খনিজের নাম-
Ο ক) রূপা
Ο খ) নিকেল
Ο গ) লোহা
Ο ঘ) চুনাপাথর
সঠিক উত্তর: (ক)
৮৮. কোনটি আগ্নেয় শিলার উদাহরণ নয়?
Ο ক) ব্যাসল্ট
Ο খ) কয়লা
Ο গ) ডাইক
Ο ঘ) ল্যাকোলিথ
সঠিক উত্তর: (খ)
৮৯. মহাদেশীয় ভূত্বক কী দ্বারা গঠিত?
Ο ক) সিলিকন ও অ্যালুমিনিয়াম
Ο খ) সিলিকন ও ম্যাপনেসিয়াম
Ο গ) সোডিয়াম ও অ্যালুমিনিয়াম
Ο ঘ) সোডিয়াম ও সিলিকন
সঠিক উত্তর: (ক)
নিচের উদ্দীপকটি পড়ে দুইটি প্রশ্নের উত্তর দাও: পলাশদের বাড়ি ব্রহ্মপুত্র নদীর তীরে। একদিন পলাশ তার চাচার সাথে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখল নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বলল, একসময় নদীর স্রোতের বেগ খুব বেশী ছিল।
৯০. উদ্দীপকে উল্লেখিত নদীটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে?
Ο ক) প্রাথমিক অবস্থা
Ο খ) নিম্নগতি
Ο গ) মধ্যগতি
Ο ঘ) উর্ধ্বগতি
সঠিক উত্তর: (খ)
৯১. উদ্দীপকে উল্লেখিত নদীর বর্তমানে-
i. উপত্যকা গভীর
ii. নিম্নক্ষয় বন্ধ
iii. নদীবাহিত বালুকণা ও কাদা মোহনায় সঞ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. প্রকৃতিতে খনিজ কী অবস্থায় পাওয়া যায়?
Ο ক) মিশ্রিত অবস্থায়
Ο খ) কেলাসিত অবস্থায়
Ο গ) ম্যাগমা অবস্থায়
Ο ঘ) জমাট বাঁধা অবস্থায়
সঠিক উত্তর: (ক)
৫২. সিমা কী দিয়ে তৈরি?
Ο ক) সিলিকন ও ম্যাগনেসিয়াম
Ο খ) লোহা ও নিকেল
Ο গ) ম্যাগনেসিয়াম ও কোবাল্ড
Ο ঘ) সিলিকন ও অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (ক)
৫৩. ক্ষয়জাত সমভূমির অন্তর্গত বাংলাদেশের-
i. প্লাবন সমভূমি
ii. মধুপুরের চত্বর
iii. বরেন্দ্রভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৪. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ-
i. ভূত্বকে ফাটল
ii. ভূগর্ভের রাসায়নিক ক্রিয়া
iii. ভূআন্দোলনের পার্শ্বচাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৫. গুরুমন্ডলীয় স্তরটি কত কিলোমিটার পুরু?
Ο ক) প্রায় ৩৪৮৬ কিলোমিটার
Ο খ) প্রায় ২৮৮৫ কিলোমিটার
Ο গ) প্রায় ২২৭০ কিলোমিটার
Ο ঘ) প্রায় ১২১৬ কিলোমিটার
সঠিক উত্তর: (খ)
৫৬. ম্যাগমা ভূত্বকের ফাটল দেয় ভূপৃষ্ঠে বের হয়ে আসলে তাকে কী বলে?
Ο ক) লাভা
Ο খ) গ্যাব্রো
Ο গ) টাফ
Ο ঘ) ব্রেসিয়া
সঠিক উত্তর: (ক)
৫৭. স্তরীভূত শিলার বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) নদীস্রোত, বায়ু বা হিমবাহ স্তরীভূত শিলা গঠনে ভূমিকা রাখে
Ο খ) নদীর পলল স্তরীভূত শিলা তৈরির প্রধান নিয়ামক
Ο গ) স্তরীভূত শিলা অত্যন্ত কঠিন
Ο ঘ) স্তরীভূত শিলা ভূপৃষ্ঠের কাছাকাছি স্তরে স্তরে সজ্জিত থাকে
সঠিক উত্তর: (ঘ)
৫৮. কোন শিলা পলি দ্বারা গঠিত?
Ο ক) আগ্নেয় শিলা
Ο খ) রূপান্তরিত শিলা
Ο গ) পাললিক শিলা
Ο ঘ) ভূত্বক
সঠিক উত্তর: (গ)
৫৯. কেন্দ্রমন্ডলের প্রধান উপাদানগুলো কী কী?
Ο ক) সিলিকন ও অ্যালুমিনিয়াম
Ο খ) সিলিকন ও নিকেল
Ο গ) ম্যাগনেসিয়াম ও লৌহ
Ο ঘ) লোহা ও নিকেল
সঠিক উত্তর: (ঘ)
৬০. কোন শিলার কোনো স্তর নেই?
Ο ক) পাললিক শিলা
Ο খ) অপত্রায়ন শিলা
Ο গ) রূপান্তরিত শিলা
Ο ঘ) আগ্নেয় শিলা
সঠিক উত্তর: (ঘ)
৬১. কোন শিলায় কোনো জীবাশ্ম নেই?
Ο ক) পাললিক শিলা
Ο খ) অপত্রায়ন শিলা
Ο গ) রূপান্তরিত শিলা
Ο ঘ) আগ্নেয় শিলা
সঠিক উত্তর: (ঘ)
৬২. নিম্নগতিতে নদীর-
i. স্রোতের গতি বেড়ে যায়
ii. গভীরতা কমে যায়
iii. পার্শ্বক্ষয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৩. পাললিক শিলা গঠিত হয়-
Ο ক) গলিত পদার্থ জমে
Ο খ) লাভার মাধ্যমে
Ο গ) স্তরীভূত হয়ে
Ο ঘ) সাগরের তলদেশে জমাট বেঁধে
সঠিক উত্তর: (ঘ)
৬৪. কোন জাতীয় শিলার প্রধান খনিজ উপাদানের নাম সিলিকন ও ম্যাগনেসিয়াম?
Ο ক) ব্যাসল্ট
Ο খ) মার্বেল পাথর
Ο গ) গ্রানাইট
Ο ঘ) চুনাপাথর
সঠিক উত্তর: (ক)
৬৫. গিরিখাত সাধারণত-
i. শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয়
ii. অত্যন্ত সংকীর্ণ ও গভীর হয়
iii. কঠিন শিলাস্তরে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৬. নদীর ক্ষয়জাত ভূমিরূপ হলো-
i. পলল কোণ
ii. ক্যানিয়ন
iii. জলপ্রপাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৭. আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)
৬৮. সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত স্তরের নাম কী?
Ο ক) সিমা স্তর
Ο খ) সিয়াল
Ο গ) গুরুমন্ডল
Ο ঘ) অশ্মমন্ডল
সঠিক উত্তর: (খ)
৬৯. দক্ষিণ পূর্ব এশিয়ায় সুনামি হয়-
i. ২০১২ সালে
ii. ২০১১ সালে
iii. ২০০৪ সালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৭০. মধ্যগতিতে নদী-
i. সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়
ii. পার্শ্বক্ষয় বেশি হয়
iii. ক্রমশ প্রশস্ততা কমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭১. মহাদেশীয় ভূত্বকরে শিলাস্তর কোন কোন উপাদান দ্বারা গঠিত?
Ο ক) সিলিকন ও ম্যাগনেসিয়াম
Ο খ) লোহা ও নিকেল
Ο গ) ম্যাগনেসিয়াম ও কোবাল্ড
Ο ঘ) সিলিকন ও অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (ঘ)
৭২. ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া হচ্ছে-
i. আকস্মিক পরিবর্তন
ii. ভৌগলিক পরিবর্তন
iii. ধীর পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৩. টেলক কী?
Ο ক) শিলা
Ο খ) কর্দম
Ο গ) ব্যাসল্ট
Ο ঘ) খনিজ
সঠিক উত্তর: (ঘ)
৭৪. ভূত্বকের নিচের স্তরকে কী বলে?
Ο ক) অশ্মমন্ডল
Ο খ) পাতাল
Ο গ) নমনীয়মন্ডল
Ο ঘ) গুরুমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৭৫. পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন-
i. ১৩৭-১৫৭ মিটার বিস্তৃত
ii. প্রায় ২.৪ কিলোমিটার গভীর
iii. ৪৮২ কিলোমিটার দীর্ঘ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৬. ক্ষয়সাধন হয়ে থাকে-
i. বায়ুপ্রবাহ দ্বারা
ii. নদীস্রোত দ্বারা
iii. হিমবাহ দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭. উর্ধ্বগতি অবস্থায় নদী-
i. স্থলভাগকে ক্ষয় করে
ii. পরিবহন করে
iii. সঞ্চয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৮. আগ্নেয় শিলা কোনটি?
Ο ক) জিপসাম
Ο খ) চুন
Ο গ) টাফ
Ο ঘ) কয়লা
সঠিক উত্তর: (গ)
৭৯. বিস্ফোরক শিলা হচ্ছে-
Ο ক) গ্রানাইট ও গ্যাব্রো
Ο খ) টাফ ও ব্রেসিয়া
Ο গ) সায়েনাইট ও টাফ
Ο ঘ) ব্রেসিয়া ও গ্রানাইট
সঠিক উত্তর: (খ)
৮০. কেন্দ্রমন্ডলের প্রধান গঠন উপাদান কী?
Ο ক) লোহা
Ο খ) মাটি
Ο গ) প্রস্তর
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (ক)
৮১. কোনটি আগ্নেয় শিলা?
Ο ক) কাঁকর ও কাদা
Ο খ) কেওলিন ও কয়লা
Ο গ) গ্রানাইট ও গ্যাব্রো
Ο ঘ) স্লেট ও চুনাপাথর
সঠিক উত্তর: (গ)
৮২. গুরুমন্ডল কোন শিলা দ্বারা গঠিত?
Ο ক) আগ্নেয়
Ο খ) পাললিক
Ο গ) ব্যাসল্ট
Ο ঘ) কঠিন
সঠিক উত্তর: (গ)
৮৩. বাংলাদেশের পলল সমভূমি দেখা যায়-
i. রাজশাহী জেলায়
ii. রংপুর জেলায়
iii. দিনাজপুর জেলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৪. কয়লা কোন প্রকার শিলা?
Ο ক) রূপান্তরিত শিলা
Ο খ) রাসায়নিক পাললিক শিলা
Ο গ) যান্ত্রিক পাললিক শিলা
Ο ঘ) জৈবিক পাললিক শিলা
সঠিক উত্তর: (ঘ)
৮৫. চুনাপাথর, প্রবাল ইত্যাদি হচ্ছে জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা। সুতরাং আমরা বলতে পারি-
Ο ক) জৈব পদার্থ শিলার ভিতর স্তরীভূত হতে পারে
Ο খ) জৈব পদার্থ সবসময় বিশ্লিষ্ট হয়ে মিশে যায়
Ο গ) শিলা গঠনে সবসময় অজৈব পদার্থ প্রয়োজনীয়
Ο ঘ) আগ্নেয় শিলা প্রচন্ড ভঙ্গুর
সঠিক উত্তর: (ক)
৮৬. তামা কয়টি মৌল দ্বারা গঠিত?
Ο ক) একটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) অনেকগুলো
সঠিক উত্তর: (ক)
৮৭. একটিমাত্র মৌল দিয়ে গঠিত খনিজের নাম-
Ο ক) রূপা
Ο খ) নিকেল
Ο গ) লোহা
Ο ঘ) চুনাপাথর
সঠিক উত্তর: (ক)
৮৮. কোনটি আগ্নেয় শিলার উদাহরণ নয়?
Ο ক) ব্যাসল্ট
Ο খ) কয়লা
Ο গ) ডাইক
Ο ঘ) ল্যাকোলিথ
সঠিক উত্তর: (খ)
৮৯. মহাদেশীয় ভূত্বক কী দ্বারা গঠিত?
Ο ক) সিলিকন ও অ্যালুমিনিয়াম
Ο খ) সিলিকন ও ম্যাপনেসিয়াম
Ο গ) সোডিয়াম ও অ্যালুমিনিয়াম
Ο ঘ) সোডিয়াম ও সিলিকন
সঠিক উত্তর: (ক)
নিচের উদ্দীপকটি পড়ে দুইটি প্রশ্নের উত্তর দাও: পলাশদের বাড়ি ব্রহ্মপুত্র নদীর তীরে। একদিন পলাশ তার চাচার সাথে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখল নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বলল, একসময় নদীর স্রোতের বেগ খুব বেশী ছিল।
৯০. উদ্দীপকে উল্লেখিত নদীটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে?
Ο ক) প্রাথমিক অবস্থা
Ο খ) নিম্নগতি
Ο গ) মধ্যগতি
Ο ঘ) উর্ধ্বগতি
সঠিক উত্তর: (খ)
৯১. উদ্দীপকে উল্লেখিত নদীর বর্তমানে-
i. উপত্যকা গভীর
ii. নিম্নক্ষয় বন্ধ
iii. নদীবাহিত বালুকণা ও কাদা মোহনায় সঞ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Geography