এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৩ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৩ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. ১০ দ্রাঘিমা র জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট?
Ο ক) ৪ মিনিট
Ο খ) ১৫ মিনিট
Ο গ) ৩০ মিনিট
Ο ঘ) ৪৫ মিনিট
 সঠিক উত্তর: (ক)

 ৫২. সূর্য যখন কোনো একটি স্থানের ঠিক মাথার উপর আসে তখন সেখানে কোণের পরিমাণ কত?
Ο ক) ০০
Ο খ) ১৫০
Ο গ) ৩০০
Ο ঘ) ৪৫০
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. মানচিত্রে যদি ১:১০০,০০০ লেখা থাকলে আমরা কী বুঝতে পারি?
Ο ক) ১ একক ভূমির ১০,০০০ এককের বেশি
Ο খ) ১ একক ভূমির ১০,০০০ এককের কম
Ο গ) ১ একক ভূমির ১০,০০০ এককের সমান
Ο ঘ) ১ একক ভূমির ১০,০০০ এককের তুলনা
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. কত সাল থেকে GIS ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
Ο ক) ১৯৭২ সাল
Ο খ) ১৯৮০ সাল
Ο গ) ১৯৮২ সাল
Ο ঘ) ১৯৯২ সাল
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. গ্রিনিচ কত ডিগ্রি দ্রাঘিমারেখায় অবস্থিত?
Ο ক) ০০
Ο খ) ১৫০
Ο গ) ২২.৫০
Ο ঘ) ৪৫০
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. জলবায়ুগত মানচিত্রে কোন বিষয়টির প্রাধান্য থাকে?
i. বায়ুপ্রবাহ ও বায়ুর চাপ
ii. তাপমাত্রা
iii. বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. কোন স্থানে কোন জিনিস/বস্তু আছে তার ওপর ভিত্তি করে কোন ধরনের মানচিত্র তৈরি করা হয়?
Ο ক) স্থানীয়
Ο খ) রাজনৈতিক
Ο গ) সামরিক
Ο ঘ) ঐতিহাসিক
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. কিসের মাধ্যমে বিভিন্ন মহাদেশ ও মহাসাগর সম্পর্কে জানা যায়?
Ο ক) নকশা
Ο খ) মানচিত্র
Ο গ) দলিল
Ο ঘ) কম্পিউটার
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. ভূচিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?
Ο ক) কোরোগ্রাফিক্যাল
Ο খ) টপোগ্রাফিক
Ο গ) ক্যাডাস্ট্রাল
Ο ঘ) ওয়াল ম্যাপ
 সঠিক উত্তর: (ক)

 ৬০. GIS মানচিত্রের উপযোগিতা-
Ο ক) বাড়িয়ে দেয়
Ο খ) কমিয়ে দেয়
Ο গ) অপরিবর্তিত রাখে
Ο ঘ) ভূমির বন্ধুরতা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. কাগজের মধ্যে চিত্র এঁকে কোনো অঞ্চলের অবস্থা বুঝানো সম্ভব কি ব্যবহার করে?
Ο ক) সীমানা
Ο খ) স্কেল
Ο গ) চিহ্ন
Ο ঘ) শিরোনাম
 সঠিক উত্তর: (গ)

 ৬২. বাংলাদেশের সাধারণত কোন স্কেলটি অনুসরণ করা হয়?
Ο ক) মিশরি
Ο খ) ব্রিটিশ
Ο গ) ইতালি
Ο ঘ) গ্রিস
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. ঢাকার দ্রাঘিমা ৯০০ পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা ৪৫০ পূর্ব। ঢাকার সথানীয় সময় দুপুর ২ টা হলে সেই সময় রিয়াদের স্থানীয় সময় কত?
Ο ক) সকাল ১১টা ১১ মিনিট
Ο খ) দুপুর ১টা ১১ মিনিট
Ο গ) রাত ১১টা ৯ মিনিট
Ο ঘ) রাত ১১টা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. নিচের কোনটি GIS –এর উপাদান নয়?
Ο ক) মনিটর
Ο খ) সফটওয়্যার
Ο গ) ডাটা বা তথ্য
Ο ঘ) ভূমির বন্ধুরতা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. যুক্তরাজ্যের লন্ডন শহর বাংলাদেশের প্রমাণ সময় হতে কত ঘন্টা পশ্চাদবর্তী?
Ο ক) ৫ ঘন্টা
Ο খ) ৬ ঘন্টা
Ο গ) ৭ ঘন্টা
Ο ঘ) ৮ ঘন্টা
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. প্রতি ডিগ্রি দ্রাঘিমা ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত মিনিট?
Ο ক) ৪ মিনিট
Ο খ) ১ মিনিট
Ο গ) ৪০ মিনিট
Ο ঘ) ৫ মিনিট
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. ‘ক’ শহরের দ্রাঘিমা ৭০০৪৫' পূর্ব এবং ‘খ’ শহরের দ্রাঘিমা ১৫০১৫' পূর্ব। ‘ক’ শহরের স্থানীয় সময় সকাল ৭টা হলে ‘খ’ শহরের স্থানীয় সময় কত?
Ο ক) ভোর ৪টা ১৮ মিনিট
Ο খ) ভোর ৩টা ১৮ মিনিট
Ο গ) ভোর ৫টা ৩৮ মিনিট
Ο ঘ) ভোর ৩টা ২৮ মিনিট
 সঠিক উত্তর: (খ)

 ৭০. দেওয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোথায় ব্যবহার করার জন্য?
Ο ক) অফিস কক্ষে
Ο খ) বাড়ির কক্ষে
Ο গ) জরিপ অফিস কক্ষে
Ο ঘ) শেণি কক্ষে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. নিচের কোন বিষয়গুলো মানচিত্রে উপস্থাপনের জন্য খুবই প্রয়োজন?
i. শিরোনাম ও দিক
ii. প্রতিভূ অনুপাত ও স্কেল
iii. সূচক ও সীমানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. একটি মানচিত্রের মধ্যে কোন তথ্যটি থাকবে?
i. স্কেল ও অবিক্ষেপের উপর
ii. কনভেনশনাল সাইনের উপর
iii. মানচিত্র অঙ্কনকারীর দক্ষতা ও মানচিত্র অঙ্কনের ধরনের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. পুরো পৃতিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দিয়ে ভাগ করা হয়েছে?
Ο ক) ১৮০০
Ο খ) ২৫০০
Ο গ) ৩৬০০
Ο ঘ) ৯০০
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. আগের দিনে কিসের উপর মানচিত্র অঙ্কন করা হতো?
Ο ক) কাগজের উপর
Ο খ) মাটির উপর
Ο গ) কাপড়ের উপর
Ο ঘ) গাছের উপর
 সঠিক উত্তর: (গ)

 ৭৫. সর্বপ্রথম GIS আবিষ্কৃত হয় কত সালে?
Ο ক) ১৯৬২ সালে
Ο খ) ১৯৬৩ সালে
Ο গ) ১৯৬৪ সালে
Ο ঘ) ১৯৬৫ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায় কোনটির সাহায্যে?
Ο ক) মৌজা মানচিত্র
Ο খ) মানচিত্র
Ο গ) ছবি
Ο ঘ) পোস্টার
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. মানচিত্র নিচের কোনটি সম্পর্কে ধারণা দেয়?
i. ভূপ্রকৃতি ও জলবায়ু সম্পর্কে
ii. মহাদেশ ও মহাসাগর সম্পর্কে
iii. মানুষের জীবনপ্রণালি সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৮. মানচিত্রে উচ্চভূমি ও মালভূমিকে বোঝানো হয় কোন রং দিয়ে?
Ο ক) হলুদ বা কমলা
Ο খ) বাদামি
Ο গ) নীল
Ο ঘ) সাদা
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. যেকোনো ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের কী ব্যবহার করতে হয়?
Ο ক) প্রতীক চিহ্ন
Ο খ) সূচক
Ο গ) স্কেল
Ο ঘ) সীমানা
 সঠিক উত্তর: (ক)

 ৮০. যুক্তরাজ্য বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
Ο ক) উত্তর
Ο খ) দক্ষিণ
Ο গ) পূর্ব
Ο ঘ) পশ্চিম
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. ৩৬০০ দ্রাঘিমা সমান কত মিনিট?
Ο ক) ১১৪০ মিনিট
Ο খ) ১৪৪০ মিনিট
Ο গ) ১৪০০ মিনিট
Ο ঘ) ১৪৪০ মিনিট
 সঠিক উত্তর: (খ)

 ৮২. মানচিত্রে জলাশয়কে প্রকাশ করার জন্য কোন ধরনের রং দেওয়া হয়?
Ο ক) সাদা
Ο খ) বাদামি
Ο গ) নীল
Ο ঘ) সাদা
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. টপোগ্রাফিক মানচিত্রে নিচের কোনটি দেখানো হয়?
i. পাহাড়, মালভূমি ও সমভূমি
ii. নদী, উপত্যকা ও হ্রদ
iii. রেলপথ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. পতিভূ অনুপাতের সাহায্যে মানচিত্রের দূরত্ব যখন ১ সেন্টিমিটার তখন ভূমির দূরত্ব কত?
Ο ক) ১০০ সেন্টিমিটার
Ο খ) ১০ সেন্টিমিটার
Ο গ) ১০০০ সেন্টিমিটার
Ο ঘ) ১০০০ সেন্টিমিটার
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. মানচিত্রগুলোকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. প্রাকৃতিক বিষয়ক মানচিত্রে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে কোনটি দেখানো হয়?
i. পাহাড়, মালভূমি
ii. সমভূমি, নদী
iii. উপত্যকা, হ্রদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. Map বা মানচিত্র কোন শব্দ থেকে এসেছে?
Ο ক) ল্যাটিন
Ο খ) গ্রিক
Ο গ) আরবি
Ο ঘ) ফারসি
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. Representive Fraction-এর অর্থ কী?
Ο ক) প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
Ο খ) মৌজা মানচিত্র
Ο গ) দেওয়াল মানচিত্র
Ο ঘ) প্রতিভূ অনুপাত
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. মানচিত্রের স্কেলে ১ সেন্টিমিটার সমান কত?
Ο ক) ৪ হেক্টোমিটার
Ο খ) ৩ হেক্টোমিটার
Ο গ) ২ হেক্টোমিটার
Ο ঘ) ১ হেক্টোমিটার
 সঠিক উত্তর: (ক)

 নিচের উদ্দীপকটি পড় এবং চারটি প্রশ্নের উত্তর দাও: সাবিনা এবং সালমা বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে গেল। সেখানে তারা কিছু ঐতিহাসিক জিনিস একটি মানচিত্রে দেখতে পেল। ঐ মানচিত্রে কিছু স্থাপত্য, পূর্বেকার ঐ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ও সীমানা দেখতে পেল।

 ৯০. উদ্দীপকে উল্লিখিত সালমা ও সাবিনা কোন ধরনের মানচিত্র দেখতে পেয়েছিল?
Ο ক) মৌজা মানচিত্রে
Ο খ) সাংস্কৃতিক মানচিত্র
Ο গ) দেওয়াল মানচিত্র
Ο ঘ) ঐতিহাসিক মানচিত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. নিচের কোনটি সাংস্কৃতিক মানচিত্রের আওতাভূক্ত?
i. স্থানীয় মানচিত্র
ii. ঐতিহাসিক মানচিত্র
iii. মৌজা মানচিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯২. সেনাবাহিনীর লোকজন নিজস্ব ব্যবহারের জন্য কোন ধরনের মানচিত্র ব্যবহার করেন?
Ο ক) স্থানীয় মানচিত্র
Ο খ) অর্থনৈতিক মানচিত্র
Ο গ) ঐতিহাসিক মানচিত্র
Ο ঘ) সামরিক মানচিত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. রাষ্ট্রের সীমা, রাজধানী ও গুরুত্বপূর্ণ শহর কোন মানচিত্রে দেখানো হয়?
Ο ক) অর্থনৈতিক মানচিত্র
Ο খ) সামাজিক মানচিত্র
Ο গ) রাজনৈতিক মানচিত্র
Ο ঘ) স্থানীয় মানচিত্র
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post