এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১৩ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১৩ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. কোনটি পরিবেশ টিকে থাকার প্রধান উপায়?
Ο ক) প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার
Ο খ) প্রাকৃতিক সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহার
Ο গ) মানব সম্পদের যথাযথ ব্যবহার
Ο ঘ) বনজ সম্পদের যথাযথ ব্যবহার
 সঠিক উত্তর: (ক)

 ৫২. সর্বশেষ কখন ভাওয়াল ও মধুপুর গড়ে হাতির দেখা পাওয়া যেত?
Ο ক) আঠারো শতকের শুরুতে
Ο খ) উনিশ শতকের শুরুতে
Ο গ) বিশ শতকের শুরুতে
Ο ঘ) একুশ শতকের শুরুতে
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. স্থলজ বাস্তুসংস্থান নষ্ট হওযায় বাংলাদেশের কোন অঞ্চলে উত্তপ্ততা ও শৈত্যপ্রবাহ বৃদ্ধি পেয়েছে?
Ο ক) উত্তরাঞ্চলে
Ο খ) দক্ষিণাঞ্চলে
Ο গ) পূর্বাঞ্চলে
Ο ঘ) পশ্চিমাঞ্চলে
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. জনসংখ্যা বৃদ্ধির ফলে অন্যান্য প্রাণীর কী প্রভাব পড়ছে?
Ο ক) খাদ্য সংকট
Ο খ) আবাসস্থল ধ্বংস
Ο গ) শিকারের ক্ষেত্র হারাচ্ছে
Ο ঘ) বনভূমি ধ্বংস
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. কোনটি মাছ বিলুপত্ত হওয়ার কারণ?
Ο ক) পানি দূষণ
Ο খ) খাদ্যের অভাব
Ο গ) পুকুর ভরাট
Ο ঘ) জলজ বাস্তুসংস্থানে ব্যঘাত
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. পরিবেশের বিশেষ অবস্থায় বাস্তুসংস্থানগুলো কোন নিয়মে চললে তাকে ভারসাম্য অবস্থা বলে?
Ο ক) নির্ভরশীল অবস্থায়
Ο খ) স্বাধীনভাবে
Ο গ) স্বাভাবিকভাবে
Ο ঘ) শৃঙ্খলাবদ্ধভাবে
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. বাংলাদেশে কত প্রজাতির উভচর প্রাণী সনাক্ত করা হয়েছে?
Ο ক) ৫৭৮টি
Ο খ) ১৯টি
Ο গ) ১১৯টি
Ο ঘ) ১২৪টি
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. বাংলাদেশে কত প্রজাতির পাখি রয়েছে?
Ο ক) ১৪০ প্রজাতি
Ο খ) ৫৪০ প্রজাতি
Ο গ) ১৭৮ প্রজাতি
Ο ঘ) ৫৭৮ প্রজাতি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. পরিবেশের উপাদানগুলো কীভাবে থাকে?
Ο ক) সম্পর্কহীনভাবে
Ο খ) একত্রিত অবস্থায়
Ο গ) শৃঙ্খলভাবে
Ο ঘ) বিশৃঙ্খলভাবে
 সঠিক উত্তর: (গ)

 ৬০. কীভাবে উন্নয়নমূলক কর্মকান্ড করতে হবে?
Ο ক) পরিবেশের ভারসাম্য নষ্ট করে
Ο খ) পরিবেশের ভারসাম্য রক্ষা না করে
Ο গ) পরিবেশের ভারসাম্য নষ্ট না করে
Ο ঘ) সামাজিক উন্নয়নের মাধ্যমে
 সঠিক উত্তর: (গ)

 ৬১. কোনটি একটি দেশের অন্যান্য উন্নয়নের ওপর নির্ভরশীল?
Ο ক) কৃষির উন্নয়ন
Ο খ) শিল্পের উন্নয়ন
Ο গ) যোগাযোগের উন্নয়ন
Ο ঘ) বাসস্থানের উন্নয়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. মাটি অধিক তাপমাত্রা গ্রহণ কী ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে?
Ο ক) মাটি উত্তপ্ত হচ্ছে
Ο খ) গ্রীণ হাউস প্রতিক্রিয়া হচ্ছে
Ο গ) বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে
Ο ঘ) ভূমি উদ্ভিদহীন হচ্ছে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. ক্ষুদ্র কীটপতঙ্গ ও জলজ উদ্ভিদকে কী বলা হয়?
Ο ক) উৎপাদক
Ο খ) ১ম শ্রেণির খাদক
Ο গ) ২য় শ্রেণির খাদক
Ο ঘ) অণুজীব
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. ঊনিশ শতকে বাংলাদেশের বন্যপ্রাণীর কতটি প্রজাতি বিলুপ্ত হয়েছে?
Ο ক) ১৮ প্রজাতি
Ο খ) ১৯ প্রজাতি
Ο গ) ২৭ প্রজাতি
Ο ঘ) ৩৯ প্রজাতি
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কী হয়?
Ο ক) পরিবেশ দূষিত হয়
Ο খ) মরুকরণ হয়
Ο গ) পরিবেশের ভারসাম্য নষ্ট হয়
Ο ঘ) গ্রীণহাউজ প্রতিক্রিয়া তীব্র হয়
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে –
i. কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য
ii. জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য
iii. খাদ্যের চাহিদা পূরণের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. বায়ু দূষণের প্রত্যক্ষ ফলাফল হলো –
i. মাটির অধিক তাপমাত্রা বৃদ্ধি
ii. গ্রীণহাউজ প্রতিক্রিয়া
iii. স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. সমুদ্র উচ্চতা বৃদ্ধিতে জলমগ্ন হয়ে পরবে –
i. ঢাকা
ii. নোয়াখালী
iii. বরিশাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. পরিবেশ সংরক্ষণের সর্বত্তম উপায় কোনটি?
Ο ক) অবস্থার পরিবর্তন না করা
Ο খ) সতর্কতার সঙ্গে ব্যবহার
Ο গ) ক্ষতিপূরণ করে
Ο ঘ) পাহাড়ের মাটি কাটা বন্ধকরণ
 সঠিক উত্তর: (খ)

 ৭০. প্রয়োজনীয় অবকাঠামো হিসেবে দেশের যোগাযোগ ব্যবস্থা হতে হবে –
i. আধুনিক
ii. যুগোপযোগী
iii. সুসংগঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. কোনটি রক্ষায় বাংলাদেশ বিশেষ সাফল্য অর্জন করেছে?
Ο ক) বায়ুদূষণ রোধে
Ο খ) উদ্ভিদজাত জ্বালানি ব্যবহার রোধ
Ο গ) পানি দূষণ রোধ
Ο ঘ) ওজোন স্তর রক্ষায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. পরিবেশ সংরক্ষণে তোমার গৃহীত পদক্ষেপ হবে –
i. সতর্কতার সাথে সম্পদ ব্যবহার
ii. নদীর গতিপথ পরিবর্তন না করা
iii. পাহাড়ের মাটি কাটা বন্ধ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. সরকার ইতোমধ্যেই বন সংরক্ষণে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তার সাথে তুমি একাত্মতা প্রকাশ কর এবং যথাসাধ্য সহযোগিতা কর। তোমার সহযোগিতার ক্ষেত্র হবে –
i. সড়ক ও বাঁধের পাশে বনায়ন
ii. পতিত জমিতে বৃক্ষরোপণ
iii. জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. একটি পুকুরের বাস্তুসংস্থানের উপাদান হচ্ছে –
i. কুমির
ii. ভাইরাস-ব্যাকটেরিয়া
iii. ছোট পোকামাকড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. জমির উর্বরতা হ্রাসের ফলে কী ঘটে?
Ο ক) মাটির রং বদলে যায়
Ο খ) মাটির রাসায়নিক উপাদান হ্রাস পায়
Ο গ) মাটির জৈব উপাদান হ্রাস পায়
Ο ঘ) মাটির জৈব উপাদান বেড়ে যায়
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. বাতাসে CO1 ও CFC বৃদ্ধিতে কী অসুবিধা হয়েছে?
Ο ক) গ্রীণহাউস তৈরি হচ্ছে
Ο খ) তাপমাত্রা হ্রাস পাচ্ছে
Ο গ) গ্রীণহাউস প্রতিক্রিয়া হচ্ছে
Ο ঘ) সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসছে
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. আমরা পরিবেশ হতে কোন সম্পদ ব্যবহার করি?
Ο ক) প্রাকৃতিক সম্পদ
Ο খ) জলজ সম্পদ
Ο গ) মানব সম্পদ
Ο ঘ) বনজ সম্পদ
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. স্থলজ বাস্তুসংস্থান নষ্ট হওয়ার পরোক্ষ ফল কোনটি?
Ο ক) জলমগ্নতা
Ο খ) জলোচ্ছ্বাস
Ο গ) সংক্রামক রোগ বৃদ্ধি
Ο ঘ) উত্তপ্ততা বৃদ্ধি
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. বাংলাদেশে কত প্রজাতির সরীসৃপ প্রাণী রয়েছে?
Ο ক) ১২৪ প্রজাতির
Ο খ) ১১৯ প্রজাতির
Ο গ) ১৯ প্রজাতির
Ο ঘ) ১২৬ প্রজাতির
 সঠিক উত্তর: (ক)

 ৮০. মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পাচ্ছে কেন?
Ο ক) অধিক শস্য উৎপাদনের ফলে
Ο খ) বন, পাহাড় কাটার ফলে
Ο গ) মাটির জৈব উপাদান হ্রাস পাওয়ার ফলে
Ο ঘ) কীটনাশক ব্যবহারের ফলে
 সঠিক উত্তর: (খ)

 ৮১. বৃহৎ আকারে উন্নয়ন কর্মকান্ড হতে পারে –
i. শিল্পক্ষেত্রে
ii. কৃষিক্ষেত্রে
iii. বাসস্থানের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. বর্তমানে সিলেটের কোথায় হাতি দেখতে পাওয়া যায়?
Ο ক) জঙ্গলে
Ο খ) চা বাগানে
Ο গ) পাহাড়ে
Ο ঘ) মণিপুরি পাড়ায়
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. পরিবেশের কোন উপাদান প্রতিটি শৃঙ্খলের উপর নির্ভরশীল?
Ο ক) গাছপালা
Ο খ) কীটপতঙ্গ
Ο গ) মানুষ
Ο ঘ) জলজ প্রাণী
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন, পরিবর্ধন ও প্রভাবিত করে কোন পরিবেশ?
Ο ক) মানবিক পরিবেশ
Ο খ) সামাজিক পরিবেশ
Ο গ) বাস্তুসংস্থানের পরিবেশ
Ο ঘ) বনজ পরিবেশ
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. উন্নয়ন বলতে কী বোঝ?
Ο ক) নতুন কিছু সৃষ্টি
Ο খ) জীবনযাত্রার মান বৃদ্ধি
Ο গ) অভাব পূরণ
Ο ঘ) কোনো কিছু উপযুক্ততা বৃদ্ধি
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. পরিবেশ নষ্ট হওয়া থেকে রক্ষা করার দায়িত্ব কার?
Ο ক) সরকারের
Ο খ) পরিবেশ উন্নয়ন সংস্থার
Ο গ) আমাদের সকলের
Ο ঘ) সচেতন নাগরিকের
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. কোনটি পরিবেশ ও তার ভারসাম্য রক্ষার মূল উপাদান?
Ο ক) জীববৈচিত্র্য
Ο খ) মৎস্য সম্পদ
Ο গ) বনজ সম্পদ
Ο ঘ) প্রাণী সম্পদ
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে?
Ο ক) নোয়াখালী
Ο খ) ফেনী
Ο গ) মাদারীপুর
Ο ঘ) গোপালগঞ্জ
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. মানবিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশকে –
i. প্রভাবিত করে
ii. পরিবর্তন করে
iii. পরিবর্ধন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. কৃষির উন্নয়নের জন্য কোনটি অপ্রয়োজনীয়?
Ο ক) কীটনাশক ব্যবহার
Ο খ) ভূ-নিম্নস্থ পানি সেচের ব্যবহার
Ο গ) সার ব্যবহার
Ο ঘ) ভূ-উপরস্থ পানি সেচের ব্যবহার
 সঠিক উত্তর: (ঘ)

 * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: সুমি শীতের ছুটিতে খুলনায় মামার বাসায় বেড়াতে যায়। একদিন মামার সঙ্গে সুন্দরবন দেখতে গেলে সে বিভিন্ন ধরনের জীবজন্তু ও বৃক্ষাদি দেখতে পায়। সে মামার কাছে জানতে পারে অতীতে এ বনে আরও বেশি জীবজন্তু ও গাছপালা ছিল।

 ৯১. সুমির দেখা বনভূমিতে পাওয়া যায় –
Ο ক) কড়ই, গজারি
Ο খ) গরান, গোলপাতা
Ο গ) চাপালিশ, তেলসুর
Ο ঘ) শাল, সেগুন
 সঠিক উত্তর: (খ)

 ৯২. উক্ত বনভূমি ধ্বংস হলে –
i. ভূগর্ভস্থ পানির লবণাক্তকা বাড়বে
ii. উদ্ভিদ জন্মানোর পরিবেশ নষ্ট হবে
iii. জলোচ্ছ্বাসের পরিমাণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post