ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১১ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. বৈশাখ মাসে প্রতিবছর প্রায়ই কালবৈশাখী ঝড় হয়ে থাকে। কৃষিক্ষেত্রে কোন ফসলটির জন্য কালবৈশাখীর বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ?
Ο ক) ধান ও পাট
Ο খ) গম ও যব
Ο গ) গম ও ইক্ষু
Ο ঘ) ভুট্টো ও পাট
সঠিক উত্তর: (ক)
৫২. ইক্ষু চাষের জন্য কত সেমি বৃষ্টিপাতের প্রয়োজন?
Ο ক) ১১০
Ο খ) ১৩০
Ο গ) ১৪০
Ο ঘ) ১৫০
সঠিক উত্তর: (ঘ)
৫৩. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীববৈচিত্র্যের প্রতি হতে হবে-
i. ক্রিয়াশীল
ii. যত্নশীল
iii. রক্ষণশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৪. বাংলাদেশের স্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি?
Ο ক) গরান
Ο খ) কড়ই
Ο গ) বহেড়া
Ο ঘ) হিজল
সঠিক উত্তর: (ক)
৫৫. বাংলাদেশের কোথায় পীট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে?
Ο ক) মৌলভীবাজারে
Ο খ) পাবনার চলনবিলে
Ο গ) রাজশাহীতে
Ο ঘ) সিলেটে
সঠিক উত্তর: (ঘ)
৫৬. কোন ধরনের মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক?
Ο ক) বেলে
Ο খ) দোআঁশ
Ο গ) পলি
Ο ঘ) কাদা
সঠিক উত্তর: (খ)
৫৭. ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) কয়লা
Ο খ) প্রাকৃতিক গ্যাস
Ο গ) খনিজ তেল
Ο ঘ) ডিজেল
সঠিক উত্তর: (খ)
৫৮. বাংলাদেশের গ্যাসক্ষেত্রের উত্তোলনযোগ্য সম্ভাব্য ও প্রাথমিক মজুদের পরিমাণ কত ট্রিলিয়ন ঘনফুট?
Ο ক) ২৫.৭০
Ο খ) ২৬.৭০
Ο গ) ২৬.৭৩
Ο ঘ) ২৬.৮৩
সঠিক উত্তর: (গ)
৫৯. বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে কোন গাছের প্রাধান্য বেশি?
Ο ক) সেগুন
Ο খ) মেহগনি
Ο গ) কড়ই
Ο ঘ) শাল
সঠিক উত্তর: (ঘ)
৬০. কোনটির উৎপাদন কুমিল্লায় ভালো হয়?
Ο ক) আউশ
Ο খ) আমন
Ο গ) বোরো
Ο ঘ) ইরি
সঠিক উত্তর: (গ)
৬১. বাংলাদেশের গ্যাসক্ষেত্র হচ্ছে- i. কামতা ii. সেমুতাং iii. কৈলাসটিয়া নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. একটি দেশের উন্নয়নের জন্য কৃষি ব্যবস্থা হবে-
i. লাভজনক
ii. টেকসই
iii. পরিবেশ বান্ধব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৩. মধুপুর ও ভাওয়ালের গড়ে ক্রান্তীয় গাছের বনভূমি গড়ে ওঠার কারণ-
i. হলুদ-লাল রঙের লৌহ মৃত্তিকার আধিক্য
ii. পরিমিত তাপমাত্রা ও বৃষ্টিপাত
iii. বিরল জনবসতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৪. দেশের উন্নয়নে কৃষিব্যবস্থাকে করতে হবে-
i. লাভজনক
ii. টেকসই
iii. পরিবেশবান্ধব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৫. আমাদের দেশের কৃষিখাতও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অন্যতম অবদান-
i. ধান ও গমের
ii. হিমায়িত খাদ্যের
iii. কাঁচা পাটের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৬. বাংলাদেশের কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা বনভূমি দেখা যায়?
Ο ক) খাগড়াছড়ি-রাঙামাটি-খুলনা
Ο খ) সাতক্ষীরা-বাগেরহাট-বরগুনা
Ο গ) ময়মনসিংহ-টাঙ্গাইল-গাজীপুর
Ο ঘ) খাগড়াছড়ি-রাঙামাটি-বান্দরবান
সঠিক উত্তর: (ঘ)
৬৭. ভুট্টো কীরূপ কৃষিজ ফসল?
Ο ক) খাদ্যশস্য
Ο খ) অর্থকরী
Ο গ) কার্যকরী
Ο ঘ) মিতব্যয়ী
সঠিক উত্তর: (ক)
৬৮. ইক্ষু চাষের জন্য কীরূপ ভূমি প্রয়োজন?
Ο ক) নিম্নভূমি
Ο খ) নদী উপকূলবর্তী ভূমি
Ο গ) সমতল ভূমি
Ο ঘ) ঢালু সমতল ভূমি
সঠিক উত্তর: (গ)
৬৯. ইক্ষু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফসল-
i. রস পানের জন্য
ii. চিনি উৎপাদনে
iii. গুড় উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭০. গম চাষের জন্য প্রয়োজন-
i. ১৬০-২২০ সেলিসিয়াস তাপমাত্রা
ii. তীব্র সূর্যালোক
iii. ৫০-৭০ সেমি বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭১. বাংলাদেশের বনভূমির পরিমাণ কম। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বৃক্ষের সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর হবে-
i. সরকারিভাবে সংরক্ষিত বনভূমি
ii. সামাজিক বন্যায়ন সৃষ্টি
iii. বেসরকারি সাহায্য সংস্থার উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭২. পর্ণমোচী বা পাতাঝরা বৃক্ষের বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
i. গাছের পাতাগুলো চিকন, তৈলাক্ত এবং পরিমাণে বেশি
ii. গাছের পাতা বড়, পরিমাণে কম এবং বছরের নির্দিষ্ট সময়ে একসাথে ঝরে পড়ে
iii. গাছের পুরু, মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৩. কোন ফসলটি উৎপাদন করলে গুড় শিল্পের কাঁচামাল পাওয়া যাবে?
Ο ক) ধান
Ο খ) পাট
Ο গ) ইক্ষু
Ο ঘ) চা
সঠিক উত্তর: (গ)
৭৪. স্রোতজ বনভূমি বা সুন্দরবনের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) আয়তন ৭৪৬৪ বর্গকিলোমিটার
Ο খ) সুন্দরী ও গরান এ বনভূমিরে প্রধান গাছ
Ο গ) এ বনভূমির গাছগুলো স্থানীয়ভাবে গজারি নামে পরিচিত
Ο ঘ) খাগড়াছড়ি, বান্দরবান, বরগুনা, বাগেরহাট নিয়ে এ এলাকা গঠিত
সঠিক উত্তর: (খ)
৭৫. বনভূমি ভূমিকা পালন করে-
i. অর্থনৈতিক উন্নয়নে
ii. প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায়
iii. জনসংখ্যা নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৬. বনজ সম্পদ কৃষি উন্নয়ন ভূমিকা রাখে-
i. বন্যা ও প্লাবনের হাত থেকে ভূমিকে রক্ষা করে
ii. কৃষিকাজের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে
iii. জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৭. পাট চাষ ভালো হয় কোন অঞ্চলে?
Ο ক) উষ্ণ
Ο খ) শীতল
Ο গ) কম বৃষ্টিপ্রবণ অঞ্চল
Ο ঘ) নাতিশীতোষ্ণ
সঠিক উত্তর: (ক)
৭৮. মৌলভীবাজার জেলার বরমচাল তেলক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল তেল উত্তোলিত হয়?
Ο ক) ৬০০
Ο খ) ১,২০০
Ο গ) ৮০০
Ο ঘ) ১,৬০০
সঠিক উত্তর: (খ)
৭৯. ক্রান্তীয় পাতাঝরা বনভূমির কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৮০. দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির বিষয়ে তুমি চিন্তাশীল ও যত্নবান। তোমার চিন্তা কীভাবে দূরীভূত হতে পারে?
Ο ক) কৃষির মাধ্যমে
Ο খ) ব্যবসায়ের মাধ্যমে
Ο গ) শিল্পায়নের মাধ্যমে
Ο ঘ) রপ্তানির মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৮১. স্রোতজ বা লবণাক্ত পানির বনভূমির বৃক্ষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-
i. গাছগুলোর শ্বাসমূল জোয়ারে সময় পানির ওপর জেগে থাকে
ii. বীজের অঙ্কুরোদগম ফল গাছে থাকতেই হয়
iii. গাছগুলো খুবই দীর্ঘ ও মোটা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮২. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়-
i. গৃহস্থালির জ্বালানি কাজে
ii. বিদ্যুৎ উৎপাদনে
iii. বৈদুতিক পাখা চালাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৩. কৃষিখাত আমাদের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে-
i. হিমায়িত খাদ্য
ii. কাঁচাপাট
iii. চা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৪. চা চাষে কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন?
Ο ক) ১০০
Ο খ) ১৫০
Ο গ) ২০০
Ο ঘ) ২৫০
সঠিক উত্তর: (ঘ)
৮৫. বরেন্দ্র অঞ্চলের বনভূমিতে কোন বৃক্ষের প্রাধান্য দেখা যায়?
Ο ক) গেওয়া
Ο খ) গরান
Ο গ) জারুল
Ο ঘ) শাল
সঠিক উত্তর: (ঘ)
৮৬. দেশের কোথায় গম চাষ ভালো হয়?
Ο ক) উত্তরাঞ্চলে
Ο খ) পশ্চিমাঞ্চলে
Ο গ) পূর্বাঞ্চলে
Ο ঘ) দক্ষিণাঞ্চলে
সঠিক উত্তর: (ক)
৮৭. সুন্দরবন অবস্থিত- i. খুলনা ii. বাগেরহাট iii. সাতক্ষীরা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৮. বাংলাদেশেল তাপবিদ্যুৎ উৎপাদনে কোন খনিজ ব্যবহৃত হয়?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) চুনপাথর
Ο গ) কঠিন শিলা
Ο ঘ) চিনামাটি
সঠিক উত্তর: (ক)
নিচের অনুচ্ছেদটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও: আবুল মিয়া তার জমিতে ইক্ষু চাষ করেন। তার জমিতে ইক্ষু খুব ভালো হয়।
৮৯. আবুল মিয়া কীভাবে দেশের শিল্পক্ষেত্রে অবদান রাখেন?
Ο ক) কাঁচামাল সরবরাহ করে
Ο খ) যন্ত্রপাতি সরবরাহ করে
Ο গ) শ্রমশক্তি সরবরাহ করে
Ο ঘ) মূলধন সরবরাহ করে
সঠিক উত্তর: (ক)
৯০. আবুল মিয়ার জমির ধরন হতে পারে-
i. বেলে দোআঁশ
ii. কর্দমময় দোআঁশ
iii. পলি দোআঁশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. বৈশাখ মাসে প্রতিবছর প্রায়ই কালবৈশাখী ঝড় হয়ে থাকে। কৃষিক্ষেত্রে কোন ফসলটির জন্য কালবৈশাখীর বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ?
Ο ক) ধান ও পাট
Ο খ) গম ও যব
Ο গ) গম ও ইক্ষু
Ο ঘ) ভুট্টো ও পাট
সঠিক উত্তর: (ক)
৫২. ইক্ষু চাষের জন্য কত সেমি বৃষ্টিপাতের প্রয়োজন?
Ο ক) ১১০
Ο খ) ১৩০
Ο গ) ১৪০
Ο ঘ) ১৫০
সঠিক উত্তর: (ঘ)
৫৩. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীববৈচিত্র্যের প্রতি হতে হবে-
i. ক্রিয়াশীল
ii. যত্নশীল
iii. রক্ষণশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৪. বাংলাদেশের স্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি?
Ο ক) গরান
Ο খ) কড়ই
Ο গ) বহেড়া
Ο ঘ) হিজল
সঠিক উত্তর: (ক)
৫৫. বাংলাদেশের কোথায় পীট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে?
Ο ক) মৌলভীবাজারে
Ο খ) পাবনার চলনবিলে
Ο গ) রাজশাহীতে
Ο ঘ) সিলেটে
সঠিক উত্তর: (ঘ)
৫৬. কোন ধরনের মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক?
Ο ক) বেলে
Ο খ) দোআঁশ
Ο গ) পলি
Ο ঘ) কাদা
সঠিক উত্তর: (খ)
৫৭. ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) কয়লা
Ο খ) প্রাকৃতিক গ্যাস
Ο গ) খনিজ তেল
Ο ঘ) ডিজেল
সঠিক উত্তর: (খ)
৫৮. বাংলাদেশের গ্যাসক্ষেত্রের উত্তোলনযোগ্য সম্ভাব্য ও প্রাথমিক মজুদের পরিমাণ কত ট্রিলিয়ন ঘনফুট?
Ο ক) ২৫.৭০
Ο খ) ২৬.৭০
Ο গ) ২৬.৭৩
Ο ঘ) ২৬.৮৩
সঠিক উত্তর: (গ)
৫৯. বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে কোন গাছের প্রাধান্য বেশি?
Ο ক) সেগুন
Ο খ) মেহগনি
Ο গ) কড়ই
Ο ঘ) শাল
সঠিক উত্তর: (ঘ)
৬০. কোনটির উৎপাদন কুমিল্লায় ভালো হয়?
Ο ক) আউশ
Ο খ) আমন
Ο গ) বোরো
Ο ঘ) ইরি
সঠিক উত্তর: (গ)
৬১. বাংলাদেশের গ্যাসক্ষেত্র হচ্ছে- i. কামতা ii. সেমুতাং iii. কৈলাসটিয়া নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. একটি দেশের উন্নয়নের জন্য কৃষি ব্যবস্থা হবে-
i. লাভজনক
ii. টেকসই
iii. পরিবেশ বান্ধব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৩. মধুপুর ও ভাওয়ালের গড়ে ক্রান্তীয় গাছের বনভূমি গড়ে ওঠার কারণ-
i. হলুদ-লাল রঙের লৌহ মৃত্তিকার আধিক্য
ii. পরিমিত তাপমাত্রা ও বৃষ্টিপাত
iii. বিরল জনবসতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৪. দেশের উন্নয়নে কৃষিব্যবস্থাকে করতে হবে-
i. লাভজনক
ii. টেকসই
iii. পরিবেশবান্ধব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৫. আমাদের দেশের কৃষিখাতও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অন্যতম অবদান-
i. ধান ও গমের
ii. হিমায়িত খাদ্যের
iii. কাঁচা পাটের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৬. বাংলাদেশের কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা বনভূমি দেখা যায়?
Ο ক) খাগড়াছড়ি-রাঙামাটি-খুলনা
Ο খ) সাতক্ষীরা-বাগেরহাট-বরগুনা
Ο গ) ময়মনসিংহ-টাঙ্গাইল-গাজীপুর
Ο ঘ) খাগড়াছড়ি-রাঙামাটি-বান্দরবান
সঠিক উত্তর: (ঘ)
৬৭. ভুট্টো কীরূপ কৃষিজ ফসল?
Ο ক) খাদ্যশস্য
Ο খ) অর্থকরী
Ο গ) কার্যকরী
Ο ঘ) মিতব্যয়ী
সঠিক উত্তর: (ক)
৬৮. ইক্ষু চাষের জন্য কীরূপ ভূমি প্রয়োজন?
Ο ক) নিম্নভূমি
Ο খ) নদী উপকূলবর্তী ভূমি
Ο গ) সমতল ভূমি
Ο ঘ) ঢালু সমতল ভূমি
সঠিক উত্তর: (গ)
৬৯. ইক্ষু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফসল-
i. রস পানের জন্য
ii. চিনি উৎপাদনে
iii. গুড় উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭০. গম চাষের জন্য প্রয়োজন-
i. ১৬০-২২০ সেলিসিয়াস তাপমাত্রা
ii. তীব্র সূর্যালোক
iii. ৫০-৭০ সেমি বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭১. বাংলাদেশের বনভূমির পরিমাণ কম। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বৃক্ষের সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর হবে-
i. সরকারিভাবে সংরক্ষিত বনভূমি
ii. সামাজিক বন্যায়ন সৃষ্টি
iii. বেসরকারি সাহায্য সংস্থার উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭২. পর্ণমোচী বা পাতাঝরা বৃক্ষের বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
i. গাছের পাতাগুলো চিকন, তৈলাক্ত এবং পরিমাণে বেশি
ii. গাছের পাতা বড়, পরিমাণে কম এবং বছরের নির্দিষ্ট সময়ে একসাথে ঝরে পড়ে
iii. গাছের পুরু, মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৩. কোন ফসলটি উৎপাদন করলে গুড় শিল্পের কাঁচামাল পাওয়া যাবে?
Ο ক) ধান
Ο খ) পাট
Ο গ) ইক্ষু
Ο ঘ) চা
সঠিক উত্তর: (গ)
৭৪. স্রোতজ বনভূমি বা সুন্দরবনের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) আয়তন ৭৪৬৪ বর্গকিলোমিটার
Ο খ) সুন্দরী ও গরান এ বনভূমিরে প্রধান গাছ
Ο গ) এ বনভূমির গাছগুলো স্থানীয়ভাবে গজারি নামে পরিচিত
Ο ঘ) খাগড়াছড়ি, বান্দরবান, বরগুনা, বাগেরহাট নিয়ে এ এলাকা গঠিত
সঠিক উত্তর: (খ)
৭৫. বনভূমি ভূমিকা পালন করে-
i. অর্থনৈতিক উন্নয়নে
ii. প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায়
iii. জনসংখ্যা নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৬. বনজ সম্পদ কৃষি উন্নয়ন ভূমিকা রাখে-
i. বন্যা ও প্লাবনের হাত থেকে ভূমিকে রক্ষা করে
ii. কৃষিকাজের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে
iii. জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৭. পাট চাষ ভালো হয় কোন অঞ্চলে?
Ο ক) উষ্ণ
Ο খ) শীতল
Ο গ) কম বৃষ্টিপ্রবণ অঞ্চল
Ο ঘ) নাতিশীতোষ্ণ
সঠিক উত্তর: (ক)
৭৮. মৌলভীবাজার জেলার বরমচাল তেলক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল তেল উত্তোলিত হয়?
Ο ক) ৬০০
Ο খ) ১,২০০
Ο গ) ৮০০
Ο ঘ) ১,৬০০
সঠিক উত্তর: (খ)
৭৯. ক্রান্তীয় পাতাঝরা বনভূমির কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৮০. দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির বিষয়ে তুমি চিন্তাশীল ও যত্নবান। তোমার চিন্তা কীভাবে দূরীভূত হতে পারে?
Ο ক) কৃষির মাধ্যমে
Ο খ) ব্যবসায়ের মাধ্যমে
Ο গ) শিল্পায়নের মাধ্যমে
Ο ঘ) রপ্তানির মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৮১. স্রোতজ বা লবণাক্ত পানির বনভূমির বৃক্ষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-
i. গাছগুলোর শ্বাসমূল জোয়ারে সময় পানির ওপর জেগে থাকে
ii. বীজের অঙ্কুরোদগম ফল গাছে থাকতেই হয়
iii. গাছগুলো খুবই দীর্ঘ ও মোটা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮২. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়-
i. গৃহস্থালির জ্বালানি কাজে
ii. বিদ্যুৎ উৎপাদনে
iii. বৈদুতিক পাখা চালাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৩. কৃষিখাত আমাদের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে-
i. হিমায়িত খাদ্য
ii. কাঁচাপাট
iii. চা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৪. চা চাষে কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন?
Ο ক) ১০০
Ο খ) ১৫০
Ο গ) ২০০
Ο ঘ) ২৫০
সঠিক উত্তর: (ঘ)
৮৫. বরেন্দ্র অঞ্চলের বনভূমিতে কোন বৃক্ষের প্রাধান্য দেখা যায়?
Ο ক) গেওয়া
Ο খ) গরান
Ο গ) জারুল
Ο ঘ) শাল
সঠিক উত্তর: (ঘ)
৮৬. দেশের কোথায় গম চাষ ভালো হয়?
Ο ক) উত্তরাঞ্চলে
Ο খ) পশ্চিমাঞ্চলে
Ο গ) পূর্বাঞ্চলে
Ο ঘ) দক্ষিণাঞ্চলে
সঠিক উত্তর: (ক)
৮৭. সুন্দরবন অবস্থিত- i. খুলনা ii. বাগেরহাট iii. সাতক্ষীরা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৮. বাংলাদেশেল তাপবিদ্যুৎ উৎপাদনে কোন খনিজ ব্যবহৃত হয়?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) চুনপাথর
Ο গ) কঠিন শিলা
Ο ঘ) চিনামাটি
সঠিক উত্তর: (ক)
নিচের অনুচ্ছেদটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও: আবুল মিয়া তার জমিতে ইক্ষু চাষ করেন। তার জমিতে ইক্ষু খুব ভালো হয়।
৮৯. আবুল মিয়া কীভাবে দেশের শিল্পক্ষেত্রে অবদান রাখেন?
Ο ক) কাঁচামাল সরবরাহ করে
Ο খ) যন্ত্রপাতি সরবরাহ করে
Ο গ) শ্রমশক্তি সরবরাহ করে
Ο ঘ) মূলধন সরবরাহ করে
সঠিক উত্তর: (ক)
৯০. আবুল মিয়ার জমির ধরন হতে পারে-
i. বেলে দোআঁশ
ii. কর্দমময় দোআঁশ
iii. পলি দোআঁশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Geography