এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১০ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১০ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ο ক) কিওক্রাডাং
Ο খ) চিম্বুক
Ο গ) তাজিনডং
Ο ঘ) হিমালয়
 সঠিক উত্তর: (গ)

 ৫২. কোনটি বাংলাদেশকে সুবিশাল দ্বীপে পরিণত করেছে?
Ο ক) পাহাড়
Ο খ) সাগর
Ο গ) নদী
Ο ঘ) লেক
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. প্লাবন সমভূমির আয়তন কত?
Ο ক) ৪১০৩ বর্গ কি. মি.
Ο খ) ৯৩২০ বর্গ কি. মি.
Ο গ) ১,২৪২৬৬ বর্গ কি. মি.
Ο ঘ) ১,৪৭,৫৭০ বর্গ কি. মি.
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
Ο ক) বাংলাদেশ
Ο খ) কিলিমানজারো
Ο গ) জাপান
Ο ঘ) ইতালী
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য বিরাজমান?
Ο ক) পশ্চিমবঙ্গ
Ο খ) আসাম
Ο গ) মিজোরাম
Ο ঘ) ত্রিপুরা
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. তাজিনডং কি নামে পরিচিত?
Ο ক) কিওক্রাডং
Ο খ) চিম্বুক
Ο গ) বিজয়
Ο ঘ) রুমা
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কোন জেলার অন্তর্গত?
Ο ক) রাঙামাটি, শরিয়তপুর
Ο খ) শরিয়তপুর, রাজশাহী
Ο গ) সাতক্ষীরা, খুলনা
Ο ঘ) খাগড়াছড়ি, বান্দরবান
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. বালাদেশ কত ডিগ্রি দ্রাঘিমার মধ্যে অবস্থিত?
Ο ক) ৮৮০ ০১' পূর্ব থেকে ৯২০ ৩৪' পূর্ব
Ο খ) ৮৮০ ০১' পূর্ব থেকে ৯২০ ৪১' পূর্ব
Ο গ) ৯২০ ০১' পূর্ব থেকে ৮৮০ ০১' পূর্ব
Ο ঘ) ৮৮০ ৪১' পূর্ব থেকে ৯২০ ৩৪' পূর্ব
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. বাংলাদেশের অক্ষাংশ কত ডিগ্রি?
Ο ক) ২০০ ০১' উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮' উত্তর অক্ষরেখা
Ο খ) ২০০ ৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২০০ ৩৮' উত্তর অক্ষরেখা
Ο গ) ২০০ ৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮' উত্তর অক্ষরেখা
Ο ঘ) ২০০ ৩৮' উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮' উত্তর অক্ষরেখা
 সঠিক উত্তর: (ক)

 ৬০. ১৯৯৬-৯৭ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বনাঞ্চলের আয়তন কত ছিল?
Ο ক) ২০৬৫০ বর্গ কি. মি.
Ο খ) ২১৬৫৫ বর্গ কি. মি.
Ο গ) ২১৬৫৭ বর্গ কি. মি.
Ο ঘ) ২০৬৫৭ বর্গ কি. মি.
 সঠিক উত্তর: (গ)

 ৬১. এই রায়ে বাংলাদেশ কত নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান পেয়েছে?
Ο ক) ৩০০
Ο খ) ৩৫০
Ο গ) ৪০০
Ο ঘ) ৪৫০
 সঠিক উত্তর: (খ)

 ৬২. স্থায়ী বসবাসের জন্য কোন ভূমিরুপ আদর্শ?
Ο ক) পাহাড়
Ο খ) পর্বত
Ο গ) সমমূমি
Ο ঘ) মালভূমি
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. বাংলাদেশের পাহাড়গুলোর সাথে মিল পাওয়া যায়-
i. আসামের লুসাই পাহাড়
ii. মায়ানমারের আরাকান পাহাড়
iii. মিজোরামের লুসাই পাহাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. তাজিনডং কোথায় অবস্থিত?
Ο ক) রাঙামাটি
Ο খ) চট্টগ্রাম
Ο গ) বান্দরবান
Ο ঘ) খাগড়াছড়ি
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত?
Ο ক) পর্বত
Ο খ) ঢিবি
Ο গ) ঢিলা
Ο ঘ) পাহাড়
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. প্লাবনসমভূমি হতে বরেন্দ্রভূমির উচ্চতা কত মিটার?
Ο ক) ৬.১২
Ο খ) ২১
Ο গ) ৩০
Ο ঘ) ৩৪
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. প্রায় সমুদ্র সমতলে অবস্থিত?
Ο ক) চট্টগ্রাম
Ο খ) সুন্দরবন
Ο গ) দিনাজপুর
Ο ঘ) বগুড়া
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. বাংলাদেশ ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য কত?
Ο ক) ২৮০ কি. মি.
Ο খ) ৭১৬ কি. মি.
Ο গ) ৩১০ কি. মি.
Ο ঘ) ৩৭১৫ কি. মি.
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. অনুমানিক কত বছর পূর্বের সময়কাল প্লাইস্টোরিন কাল বলা হয়?
Ο ক) ১০০০০ বছর পূর্ব
Ο খ) ১৫০০০ বছর পূর্ব
Ο গ) ২০০০০ বছর পূর্ব
Ο ঘ) ২৫০০০ বছর পূর্ব
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত মিটার?
Ο ক) ৮
Ο খ) ১৮
Ο গ) ২০
Ο ঘ) ৩৭.৫০
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনটির প্রভাব অপরিসীম?
Ο ক) জলবায়ু
Ο খ) আবহাওয়া
Ο গ) ভূপ্রকৃতি
Ο ঘ) বঙ্গোপসাগর
 সঠিক উত্তর: (গ)

 ৭২. বাংলাদেশের বিক্ষিপ্তভাগে ছড়িয়ে থাকা জলাভূমির স্থানীয়ভাবে কী বলে-
i. বিল
ii. ঝিল
iii. হাওর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
Ο ক) ১০ নটিক্যাল মাইল
Ο খ) ১২ নটিক্যাল মাইল
Ο গ) ১০ নটিক্যাল কিলোমাইল
Ο ঘ) ১২ নটিক্যাল কিলোমাইল
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. টারশিয়ারী যুগের পাহাড়সমূহ-
i. দক্ষিণ-পূর্বের পাহাড়
ii. উত্তরের পাহাড়
iii. উত্তর-পূর্বের পাহাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. টাঙ্গাইল, পাবনা, কুমিল্লা কোন সমভূমির অন্তর্ভূক্ত?
Ο ক) পাদদেশীয় সমভূমি
Ο খ) বন্যা প্লাবন সমভূমি
Ο গ) ব-দ্বীপ সমভূমি
Ο ঘ) উপকূলীয় সমভূমি
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. বাংলাদেশের কোন সময় বন্যার সৃষ্টি হয়?
Ο ক) গ্রাষ্মকালে
Ο খ) বর্ষাকালে
Ο গ) শরৎকালে
Ο ঘ) বসন্তকালে
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. প্লাইস্টোনিকালের সোপান সমূহের অন্তর্ভূক্ত-
i. বরেন্দ্রভূমি
ii. মধুপুর ও ভাওয়ালের গড়
iii. কুমিল্লার লালমাই পাহাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. সমুদ্রসীমার জন্য বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে কোথায় মামলা দায়ের করে?
Ο ক) আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল
Ο খ) সালিশ ট্রাইবুনাল
Ο গ) সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল
Ο ঘ) আন্তজার্তিক সালিশ ট্রাইবুনাল
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. নোয়াখালী, ফেনী কোন সমভূমির অন্তর্ভূক্ত?
Ο ক) পাদদেশীয় সমভূমি
Ο খ) বন্যা প্লাবন সমভূমি
Ο গ) ব-দ্বীপ সমভূমি
Ο ঘ) উপকূলীয় সমভূমি
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. কুমিল্লা শহর থেকে কত পশ্চিমে লালমাই পাহাড় দেখা যায়?
Ο ক) ৬ কি. মি.
Ο খ) ৮ কি. মি.
Ο গ) ১০ কি. মি.
Ο ঘ) ১২ কি. মি.
 সঠিক উত্তর: (খ)

 ৮১. বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে?
Ο ক) ভারত শ্রীলঙ্কা
Ο খ) ভারত পাকিস্তান
Ο গ) ভারত-মায়ানমার
Ο ঘ) মায়ানমার পাকিস্তান
 সঠিক উত্তর: (গ)

 ৮২. বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দৈর্ঘ্য কত কি. মি.?
Ο ক) ২৮০
Ο খ) ৭১৬
Ο গ) ৩১০৫
Ο ঘ) ৩৭১৫
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. বঙ্গোপসাগরের জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ কত সালে মায়ানমারের বিপক্ষে মামলা করে?
Ο ক) ১৪ই ডিসেম্বর, ২০০৯ সাল
Ο খ) ১৫ই ডিসেম্বর, ২০১০ সাল
Ο গ) ১৬ই ডিসেম্বর, ২০১১ সাল
Ο ঘ) ১৭ই ডিসেম্বর, ২০১২ সাল
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. সাম্প্রতিকালের প্লাবন সমভূমিতে আছে-
i. জলাভূমি
ii. নিম্নভূমি
iii. পরিত্যাক্ত অশ্বখুরাকৃতি নদীখাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. ভূ-প্রকৃতি বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করে-
i. কৃষির উপর
ii. ব্যবসা-বাণিজ্যের উপর
iii. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. বাংলাদেশের পূর্বে ভারতের-
i. আসাম ও ত্রিপুরা
ii. ত্রিপুরা ও মিজোরাম
iii. মায়ানমার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. সমুদ্র সমতল থেকে ময়মনসিংহের উচ্চতা কত মিটার?
Ο ক) ৮
Ο খ) ১৮
Ο গ) ২০
Ο ঘ) ৩৭.৫০
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড়ের উচ্চতা কত?
Ο ক) ৬-১২ মিটার
Ο খ) ২১ মিটার
Ο গ) ৩০ মিটার
Ο ঘ) ৩৪ মিটার
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. স্রোতজ সমভূমির অন্তগর্ত কোনটি?
Ο ক) রংপুর, দিনাজপুর
Ο খ) কুষ্টিয়া, যশোর
Ο গ) নোয়াখালী, ফেনী
Ο ঘ) খুলনা, পটুয়াখালী
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
Ο ক) দক্ষিণ-পূর্ব
Ο খ) দক্ষিণ-পশ্চিম
Ο গ) উত্তর-পূর্ব
Ο ঘ) উত্তর-পশ্চিম
 সঠিক উত্তর: (ঘ)

 নিচের অনুচ্ছেদটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও: মঈন চট্টগ্রামে বাস করে। তার বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত। এ নদীটির পানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

 ৯১. উদ্দীপকের নদীটির নাম কী?
Ο ক) সাঙ্গু
Ο খ) কর্ণফুলী
Ο গ) ব্রহ্মপুত্র
Ο ঘ) পদ্মা
 সঠিক উত্তর: (খ)

 ৯২. উক্ত নদীটি যে যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে-
i. রাঙ্গামাটি
ii. খাগড়াছড়ি
iii. চট্টগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post