এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৯: গদ্য - উপেক্ষিত শক্তির উদ্বোধন (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৯: গদ্য - উপেক্ষিত শক্তির উদ্বোধন (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. মহাত্মা গান্ধীর ডাকে সবাই ব্যগ্র হয়ে ছুটে যেত কেন?
Ο ক) তিনি সাধারণের কাতারে নেমেছিলেন বলে
Ο খ) তিনি মানুষকে মুক্তির কথা শোনাতেন বলে
Ο গ) তিনি সবাইকে অর্থ সাহায্য দিতেন বলে
Ο ঘ) তিনি স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন বলে
 সঠিক উত্তর: (ক)

 ২. কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরতে আহবান করেছেন?
Ο ক) নেতৃত্বদানকারীদের
Ο খ) উপেক্ষিত ভাইদের
Ο গ) প্রতারকদের
Ο ঘ) যারা হাতে অস্ত্র নিয়ে আছে তাদের
 সঠিক উত্তর: (খ)

 ৩. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
Ο ক) কুহেলিকা
Ο খ) যুবগাণী
Ο গ) অগ্নিবীনা
Ο ঘ) মৃত্যুক্ষুধা
 সঠিক উত্তর: (খ)

 ৪. উপেক্ষিত শক্তি কী আনতে পারে?
Ο ক) ভেদাভেদ
Ο খ) সাম্প্রদায়িকতা
Ο গ) সন্দেহ
Ο ঘ) পরিবর্তন
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. ‘মন তুমি জান কি - তোমাতে বিরাজে খোদা ওর থেকে ও নয় সে জুদা।’ যে বক্তব্যকে এ উক্তির পরিণতি বিবেচনা করা যায় তা হলো -
i. মহাজাগরণের দিনে আমাদের সে শক্তিকে ভুলিলে চলিবে না
ii. সে ও যে এক আল্লাহর সৃষ্টি
iii. তাহার আত্মা তোমার আত্মার মতোই একই মহা আত্মার অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬. তথাকথিত হতভাগাদের অবহেলা করার ফলে আমাদের কোনটি গড়ে উঠতে পারছে না?
Ο ক) সমাজতন্ত্র
Ο খ) গণতন্ত্র
Ο গ) অধিকার
Ο ঘ) জাতীয়তা
 সঠিক উত্তর: (খ)

 ৭. অগ্নিবীণা ও বিষের বাঁশি কোন ধরনের রচনা?
Ο ক) কাব্যগ্রন্থ
Ο খ) নাটক
Ο গ) উপন্যাস
Ο ঘ) ছোটগল্প
 সঠিক উত্তর: (ক)

 ৮. “ঐ তথাকথিত ‘ছোটলোক’-এর অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ।” এখানে ছোটলোকের সঙ্গে সম্পর্কযুক্ত -
i. মেহনতি মানুষ
ii. শ্রমিক সম্প্রদায়
iii. সাধারণ চাকরিজীবী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯. কত বছর বয়সে কাজী নজরুল বাকশক্তি হারান?
Ο ক) ৪৩ বছর
Ο খ) ৪২ বছর
Ο গ) ৪১ বছর
Ο ঘ) ৪০ বছর
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. কোনটি ব্যতিত জাতীয় উন্নতি সম্ভব নয়?
Ο ক) সামষ্টিক অনুভূতি
Ο খ) ব্যক্তিগত অনুভূতি
Ο গ) ত্যাগের অনুভূতি
Ο ঘ) সহমর্মিতার অনুভূতি
 সঠিক উত্তর: (ক)

 ১১. কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়েছিলেন -
Ο ক) দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে
Ο খ) দুর্ঘটনায় পড়ে
Ο গ) ভুল চিকিৎসার কারণে
Ο ঘ) যুদ্ধে বাকযন্ত্রের ক্ষতির কারণে
 সঠিক উত্তর: (ক)

 ১২. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ‘ছোটলোক’ হচ্ছে -
i. উপেক্ষিত শক্তি
ii. দশ আনা শক্তি
iii. অসহায় শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩. কাজী নজরুল ইসলামের মতে সত্যিকারের মানুষ হচ্ছে -
i. তথাকথিত ছোটলোক
ii. উপেক্ষিত হতভাগারা
iii. ভদ্র সম্প্রদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪. ‘চক্রবাক’ কাজী নজরুল ইসলামের কী জাতীয় রচনা?
Ο ক) গল্প
Ο খ) কাব্যগ্রন্থ
Ο গ) উপন্যাস
Ο ঘ) নাটক
 সঠিক উত্তর: (খ)

 ১৫. কাজী নজরুল ইসলামের মতে উপেক্ষিত শক্তির নির্ভরশীলতার পরিমাণ -
Ο ক) আট আনা
Ο খ) ছয় আনা
Ο গ) নয় আনা
Ο ঘ) দশ আনা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী?
Ο ক) চুরুলিয়া
Ο খ) জোড়াসাঁকো
Ο গ) কাজির শিমলা
Ο ঘ) আসানসোল
 সঠিক উত্তর: (ক)

 ১৭. ছোটলোক সম্প্রদায় জন্ম হতে -
i. সুখ ভোগ করে থাকে
ii. ঘৃণা পেয়ে থাকে
iii. উপেক্ষা পেয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে লেখক কোন অবদানকে প্রাধান্য দিয়েছেন?
Ο ক) উপেক্ষিত শক্তির বিনাশ
Ο খ) উপেক্ষিত শক্তির অবহেলা
Ο গ) উপেক্ষিত শক্তি মূল্যায়ন
Ο ঘ) উপেক্ষিত শক্তির আবির্ভাব
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. ‘মসীময়’ এর সাথে সাদৃশ্য রয়েছে -
Ο ক) কলমের কালির
Ο খ) মৌমাছির চোখের
Ο গ) মৌমাছির রঙের
Ο ঘ) মহৎ মনের
 সঠিক উত্তর: (ক)

 ২০. কাজী নজরুল ইসলাম সোচ্চার ছিলেন -
i. সামাজিক অবিচারের বিরুদ্ধে
ii. পরাধীনতার বিরুদ্ধে
iii. ঔপনিবেশিক জান্তার বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ) 

 ২১. ‘বোধন’ শব্দটি নজরুল ইসলাম কোন অর্থে প্রয়োগ করেছেন?
Ο ক) বাধ্যবাধকতা
Ο খ) উদ্বুদ্ধকরণ
Ο গ) অভিষেক
Ο ঘ) উন্নয়ন
 সঠিক উত্তর: (খ)

 ২২. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ না হওয়ার কারণ -
i. ছোটলোক বলে অবহেলা
ii. সহজ-সরল জীবনযাপন
iii. ভদ্র সম্প্রদায়ের অত্যাচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৩. ‘হাবিব সাহেব অভিজাত বংশের মানুষ হওয়া সত্ত্বেও ধনী-গরিব, কুলি-মজুর, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বুকে টেনে নেন।’ হাবিব সাহেবের মানসিকতার সাথে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে -
i. মহাত্মা গান্ধীর
ii. রবীন্দ্রনাথ ঠাকুর
iii. কাজী নজরুল ইসলাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৪. কাজী নজরুল ইসলাম ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কোন মহাপুরুষের উদাহরণ টেনেছেন?
Ο ক) কামাল আতাতুর্ক
Ο খ) মহাত্মা গান্ধী
Ο গ) হাজী মুহম্মদ মোহসীন
Ο ঘ) স্বামী বিবেকানন্দ
 সঠিক উত্তর: (খ)

 ২৫. ধান থেকে চাল তৈরির লোকজ যন্ত্রের নাম কী?
Ο ক) বরজ
Ο খ) গোলা
Ο গ) কুলা
Ο ঘ) ঢেঁকি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬. কবি ‘তথাকথিত’ শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) যথোচিত
Ο খ) সুনিশ্চিত
Ο গ) অবহেলিত
Ο ঘ) মনগড়া
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭. কত বছর বয়সে কাজী নজরুল অসুস্থ হন?
Ο ক) আটত্রিশ বচর বয়সে
Ο খ) তেতাল্লিশ বছর বয়সে
Ο গ) পঁয়তাল্লিশ বছর বয়সে
Ο ঘ) ছিয়াত্তর বছর বয়সে
 সঠিক উত্তর: (খ)

 ২৮. ভারতের অসাধ্য সাধন রাজনীতির শিল্পী -
Ο ক) ভারতচন্দ্র
Ο খ) মহাত্মা গান্ধী
Ο গ) ভারতের সেনাবাহিনী
Ο ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
 সঠিক উত্তর: (খ)

 ২৯. ‘আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে’ - এখানে ‘দশ আনা’ শব্দগুচ্ছ দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) সমগ্র
Ο খ) সিংহভাগ
Ο গ) শতভাগ
Ο ঘ) আপামর
 সঠিক উত্তর: (খ)

 ৩০. ভারতবাসী মহাত্মা গান্ধীর কথা কর্ণপাত করেন -
i. তিনি বুকের রক্ত দিয়েছেন বলে
ii. তাদের সুখ-দুঃখে সাথী হয়েছেন বলে
iii. তাদের জন্য উপোস করেছেন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উপেক্ষিত হতভাগারা কার দিকে দলে দলে ছুটে গেছে?
Ο ক) নদীর দিকে
Ο খ) সরকারি বাসভবনের দিকে
Ο গ) ধর্মালয়ের দিকে
Ο ঘ) মহাত্মা গান্ধীর
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. তথাকথিত ‘ছোটলোক’ সম্প্রদায়ের অন্তর কীসের মতো?
Ο ক) স্ফটিকের
Ο খ) কাচের
Ο গ) মার্বেলের
Ο ঘ) আয়নার
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. কাজী নজরুল ইসলামের মতে, ভদ্রদের শক্তি নাই -
Ο ক) কর্মক্ষেত্রে নেমে কাজ করার
Ο খ) আত্মনির্ভরশীল হওয়ার
Ο গ) যুগোপযোগী শিক্ষার
Ο ঘ) ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের
 সঠিক উত্তর: (ক)

 ৩৪. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত ‘আভিজাত্য গর্বিত সম্প্রদায়’ - এর প্রতিনিধিত্ব করে -
i. ধনিক শ্রেণি
ii. বণিক শ্রেণি
iii. কুলীন শ্রেণি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. শত শত বছর ধরে চেষ্টা করেও জনশক্তিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ কী?
Ο ক) অশিক্ষা ও ধর্মীয় গোঁড়ামি
Ο খ) অভিজাতদের কথায় কেউ কর্ণপাত করে না
Ο গ) ভাগ্যের কাছে অসহায় তাই
Ο ঘ) ছোটদের প্রতি উদারতার কারণে
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. কবি কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে -
Ο ক) প্রেমের কবি
Ο খ) প্রকৃতির কবি
Ο গ) পল্লিকবি
Ο ঘ) বিদ্রোহী কবি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. ‘সঙ্কোচ জড়তা’ স্বভাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে -
Ο ক) তথাকথিত ছোটলোকদের
Ο খ) ভদ্র সম্প্রদায়ের
Ο গ) শিক্ষিত সমাজের
Ο ঘ) দেশের শাসকদের
 সঠিক উত্তর: (ক)

 ৩৮. ‘উপেক্ষিতবোধ জাগিয়ে তোলার বাঁশি’কে এককথায় কী বলা হয়?
Ο ক) প্রলয় বাঁশি
Ο খ) সুরেলা বাঁশি
Ο গ) বোধন বাঁশি
Ο ঘ) মরণ বাঁশি
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. জাগো অপশন বন্দি ওঠোরে যত - এ আহবান প্রবন্ধের কোন চরিত্রের জন্য প্রযোজ্য?
Ο ক) ভদ্রলোকদের
Ο খ) নেতৃবৃন্দের
Ο গ) ছোটলোকদের
Ο ঘ) অহংকারীদের
 সঠিক উত্তর: (গ)

 ৪০. ‘আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি’ - এই পঙক্তিটির শিষ্ট চলিত রুফ কোনটি?
Ο ক) আমরা তাহাদের উপেক্ষা করে আসি
Ο খ) আমরা তাদের উপেক্ষা করি
Ο গ) আমরা তাদের উপেক্ষা করে আসছি
Ο ঘ) আমরা তাদের উপেক্ষা করিয়া আসি
 সঠিক উত্তর: (গ)

 ৪১. নজরুল উদ্ধৃত রবীন্দ্রনাথের কবিতায় দেশকে কী বলে সম্বোধন করা হয়েছে?
Ο ক) মাতা
Ο খ) জননী
Ο গ) অভাগা
Ο ঘ) দুর্ভাগা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২. কাজী নজরুল ইসলামের রচিত গানের বিখ্যাত সংকলনটি হচ্ছে -
Ο ক) মরুভাস্কর
Ο খ) লাঙল
Ο গ) ধূমকেতু
Ο ঘ) বুলবুল
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩. ‘শিউলিমালা’ কী ধরনের রচনা?
Ο ক) নাটক
Ο খ) গল্প
Ο গ) উপন্যাস
Ο ঘ) প্রবন্ধ
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. দেশে যুগান্তর সাধনের জন্য দরকার -
Ο ক) উপেক্ষিত শক্তির জাগরণ
Ο খ) শ্রমের পরিমাণ বৃদ্ধি
Ο গ) অভিজাত শ্রেণির কর্মতৎপরতা বৃদ্ধি
Ο ঘ) বেশি বেশি কারখানা নির্মাণ
 সঠিক উত্তর: (ক)

 ৪৫. দরিদ্ররা খেতে না পেলে কে তাদের সাথে উপবাস করতেন -
Ο ক) কাজী নজরুল ইসলাম
Ο খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) মহাত্মা গান্ধী
Ο ঘ) রাজা রামমোহন রায়
 সঠিক উত্তর: (গ)

 ৪৬. মহাত্মা গান্ধীর সাথে ভারতবাসীর সম্পর্ক ছিল -
Ο ক) প্রাণ খুলে মিশবার
Ο খ) ঘোড়ার গাড়িতে চড়তে দেওয়ার
Ο গ) মাথায় রাজমুকুট পরার
Ο ঘ) কলের তৈরি কাপড় পরার
 সঠিক উত্তর: (ক)

 ৪৭. মানুষকে মানুষ হইয়া ঘৃণা করা কিসের ধর্ম নয়?
Ο ক) আত্মার ধর্ম
Ο খ) মুসলমানদের ধর্ম
Ο গ) নীতি আদর্শের
Ο ঘ) সত্যের ধর্ম
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. চির সুখীজন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে? এই কথার সাথে সংগতিপূর্ণ হচ্ছে -
i. এসব বঞ্চিত মানুষের উপেক্ষার আঘাত
ii. বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখ
iii. দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. কাজী নজরুল ইসলামের সমাধি কোথায়?
Ο ক) বাংলা একাডেমীতে
Ο খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন এলাকায়
Ο গ) কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায়
Ο ঘ) চুরুলিয়া গ্রামে
 সঠিক উত্তর: (খ)

 ৫০. কাজী নজরুল ইসলামকে কীভাবে সমাহিত করা হয়েছে?
Ο ক) পূর্ণ সামরিক মর্যাদায়
Ο খ) রাষ্ট্রীয় অতিথির মর্যাদায়
Ο গ) শ্রেষ্ঠ নাগরিকের মর্যাদায়
Ο ঘ) সেরা বুদ্ধিজীবীর মর্যাদায়
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post