এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৮: গদ্য - বনফুল (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৮: গদ্য - বনফুল (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. কীসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গণে প্রবেশ
Ο ক) রবিবারের চিঠি
Ο খ) কল্লোল
Ο গ) শনিবারের চিঠি
Ο ঘ) সংবাদ
 সঠিক উত্তর: (গ)

 ২. মানুষ নিমের পাতা ছিড়ে -
i. রান্না করে খায়
ii. গরম তেলে ভাজে
iii. চুলকানিতে লাগায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. নিমাগাছকে কেউ যত্ন করে না যে কারণে -
i. আলসেমির কারণে
ii. অজ্ঞতার কারণে
iii. অপ্রয়োজনীয়তার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক-বাক্য কোন লাইনে?
Ο ক) প্রথম লাইনে
Ο খ) দ্বিতীয় লাইনে
Ο গ) মাঝের লাইনে
Ο ঘ) শেষ লাইনে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) মণিহার
Ο খ) সীতাহার
Ο গ) গীতহার
Ο ঘ) দোহার
 সঠিক উত্তর: (ক)

 ৬. ‘নিমগাছ’ গল্পে কোন সবজির নাম উল্লেখ করা হয়েছে?
Ο ক) পটল
Ο খ) বেগুন
Ο গ) টমেটো
Ο ঘ) লাউ
 সঠিক উত্তর: (খ)

 ৭. লোকজন সিদ্ধ করে নিমগাছের কোন উপাদানটি খায়?
Ο ক) কান্ড
Ο খ) ছাল
Ο গ) ফুল
Ο ঘ) শিকড়
 সঠিক উত্তর: (খ)

 ৮. ‘নিমগাছ’ গল্পে বিজ্ঞদের মাঝে প্রকাশ পেয়েছে -
i. উদাসীনতা
ii. অবহেলা
iii. দায়িত্বহীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯. বনফুলের পরিচয়, তিনি একজন - i. কবি ii. গল্পকার iii. নাট্যকার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. বনফুলের কর্মজীবন শুরু হয় -
Ο ক) মেডিক্যাল অফিসার হিসেবে
Ο খ) ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে
Ο গ) কলেজের শিক্ষক হিসেবে
Ο ঘ) পত্রিকার সম্পাদক হিসেবে
 সঠিক উত্তর: (ক)

 ১১. বনফুলের গল্প ও উপন্যাসের বিষয়বস্তু কী ছিল?
Ο ক) বাস্তবজীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান
Ο খ) কাল্পনিক উপাদান
Ο গ) পরাবাস্তববাদ
Ο ঘ) প্রাণীবিষয়ক
 সঠিক উত্তর: (ক)

 ১২. ‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্গত?
Ο ক) অদৃশ্যলোক
Ο খ) বনফুলের গল্প
Ο গ) বাহুল্য
Ο ঘ) তন্বী
 সঠিক উত্তর: (ক)

 ১৩. কত সালে বনফুলের সাহিত্য অঙ্গণে প্রবেশ ঘটে?
Ο ক) ১৯১৬
Ο খ) ১৯১৮
Ο গ) ১৯২০
Ο ঘ) ১৯২৭
 সঠিক উত্তর: (খ)

 ১৪. নিমগাছের সাথে কোনটি তুলনীয়?
Ο ক) কবিরাজের জীবন
Ο খ) কবির জীবন
Ο গ) লক্ষ্মীবউটার জীবন
Ο ঘ) বিজ্ঞজনের জীবন
 সঠিক উত্তর: (গ)

 ১৫. ‘অব্যর্থ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
Ο ক) সন্ধি
Ο খ) সমাস
Ο গ) উপসর্গ
Ο ঘ) প্রত্যয়
 সঠিক উত্তর: (গ)

 ১৬. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন?
Ο ক) নিমগাছের গুণাগুণ জানেন বলে
Ο খ) নিমগাছ বাড়িটাকে পাহাড়া দিবে
Ο গ) পাতা, ডাল বা ছালের জন্য অন্যের বাড়িতে খোঁজ করতে হয় না
Ο ঘ) পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
 সঠিক উত্তর: (ক)

 ১৭. নিমগাছ না যেতে পেরে কী করল?
Ο ক) কান্নাকাটি
Ο খ) বিধাতাকে দোষারোপ
Ο গ) স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল
Ο ঘ) মারা গেল
 সঠিক উত্তর: (গ)

 ১৮. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি -
i. সীমাহীন কথার আখ্যানসম্পন্ন
ii. নিমগাছ সম্পর্কে প্রযোজ্য
iii. লক্ষ্মীবউটা সম্পর্কে প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. ‘পদ্মভূষণ’ উপাধি লাভ করেন -
Ο ক) বুদ্ধদেব বসু
Ο খ) বনফুল
Ο গ) মানিক বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) সুভাষ মুখোপাধ্যায়
 সঠিক উত্তর: (খ)

 ২০. নিমগাছের বাহারি ফুলগুলো ছিল -
Ο ক) থোকা থোকা
Ο খ) ছাড়া ছাড়া
Ο গ) অঙ্কুরিত
Ο ঘ) গাছের নিচে পাটির মতো
 সঠিক উত্তর: (ক)

 ২১. নিমগাছের পাতা ছিঁড়ে কেউ কেউ কী করছে?
Ο ক) সিদ্ধ করছে
Ο খ) বাতাস দিচ্ছে
Ο গ) শিলে পিষছে
Ο ঘ) ঔষধ বানাচ্ছে
 সঠিক উত্তর: (গ)

 ২২. হাজারীবাগের সেন্ট কলম্বাস করেজ থেকে বনফুল কত সালে আইএসসি পাস করেন?
Ο ক) ১৯১৮
Ο খ) ১৯১৯
Ο গ) ১৯২০
Ο ঘ) ১৯২১
 সঠিক উত্তর: (গ)

 ২৩. লোকটিকে দেখে নিমগাছটার কী ইচ্ছে হলো?
Ο ক) পা ভেঙ্গে দিতে
Ο খ) কথা বলতে
Ο গ) চিমটি কাটতে
Ο ঘ) সঙ্গে যেতে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪. ‘নিমগাছ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
Ο ক) অদৃশ্যলোক
Ο খ) দৃশ্যমান
Ο গ) অদৃশ্য
Ο ঘ) দৃশ্যমান স্বপ্ন
 সঠিক উত্তর: (ক)

 ২৫. ‘প্রতীকী অর্থ’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) ভিন্নার্থে
Ο খ) একই অর্থে
Ο গ) বিপরীত অর্থে
Ο ঘ) বাস্তব অর্থে
 সঠিক উত্তর: (খ)

 ২৬. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুমি হন যে কারণে -
i. নিমের হাওয়া ভালো
ii. নিম একটি উপকারী বৃক্ষ
iii. এটি যত্ন ছাড়াই বেড়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭. বনফুল কোন মিডিক্যাল কলেজ থেকে এমবি পাস করেন?
Ο ক) কলকাতা মেডিক্যাল কলেজ
Ο খ) দিল্লি মেডিক্যাল কলেজ
Ο গ) মাদ্রাজ অফিসার হিসেবে
Ο ঘ) পাটনা মেডিক্যাল কলেজ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮. নতুন লোক মুগ্ধদৃষ্টিতে চেয়ে থেকে চলে গেল যে কারণে -
i. কিছু করার ছিল না
ii. নিমগাছের মালিকের তাড়া খেয়েছে
iii. কাজ আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৯. ‘অনুগামিনী’ হলো বনফুলের -
Ο ক) উপন্যাস
Ο খ) কাব্যগ্রন্থ
Ο গ) গল্পগ্রন্থ
Ο ঘ) কাব্যনাট্য
 সঠিক উত্তর: (গ)

 ৩০. গরম তেলে ভাজলে নিমপাতা -
i. মচমচে হয়
ii. উপাদেয় হয়
iii. ঔষধি গুণসম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩১. ‘ছাল’ শব্দের অর্থ কী?
Ο ক) পাতা
Ο খ) বাকল
Ο গ) ডাল
Ο ঘ) রস
 সঠিক উত্তর: (খ)

 ৩২. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জীবনী নাটক হলো -
i. শ্রীমধুসূদন
ii. বিন্দুবিসর্গ
iii. বিদ্যাসাগর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. যিনি কবিতা লেখেন তাকে কী বলে?
Ο ক) কবিরাজ
Ο খ) চিকিৎসক
Ο গ) সাহিত্যিক
Ο ঘ) কবি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. কবি নিমগাছটির - i. ছাল তুলল না ii. পাতা ছিঁড়ল না iii. ডাল ভাঙল না নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. নিমগাছের উপকারের কথা বর্ণনা করে লেখক আসলে কী প্রকাশ করেছেন?
Ο ক) গৃহকর্তার প্রতাপ
Ο খ) বিজ্ঞদের অভিজ্ঞতা
Ο গ) ছোটদের সচেতনতা
Ο ঘ) বিজ্ঞজনের জীবন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬. নিমগাছের বাহ্যিক উপকারিতা প্রকাশ করে -
i. আত্মত্যাগ
ii. দায়বদ্ধতা
iii. অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. ফেব্রুয়ারি মাসের কত তারিখে বনফুল মৃত্যুবরণ করেন?
Ο ক) ৫
Ο খ) ৭
Ο গ) ৮
Ο ঘ) ৯
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮. ‘সে আর এক আবর্জনা’ কথাটি নির্দেশ করে -
Ο ক) বিপদ
Ο খ) নতুন আপদ
Ο গ) বিরক্তি
Ο ঘ) প্রতিবাদ
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. বনফুলের গল্পগ্রন্থ হলো -
i. বাহুল্য, বিন্দুবিসর্গ, অনুগামিনী
ii. বনফুলের গল্প, কিছুক্ষণ, জঙ্গম
iii. ঊর্মিমালা, দূরবীন, তন্বী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪০. রাস্তার পাশের অর্জুন গাছটি থেকে মানুষ বাকল, ডাল এবং পাতা নিচ্ছে। - উদ্দীপকের এই বিষয়টি তোমার পঠিত কোন গল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ?
Ο ক) পালামৌ
Ο খ) নিরীহ বাঙালি
Ο গ) নিমগাছ
Ο ঘ) আম আঁটির ভেঁপু
 সঠিক উত্তর: (গ) 

 ৪১. বনফুল কী ধরনের লেখনীর মাধ্যমে সাহিত্য অঙ্গণে প্রবেশ করেন?
Ο ক) নাটক
Ο খ) উপন্যাস
Ο গ) ছোটগল্প
Ο ঘ) ব্যঙ্গ কবিতা ও প্যারডি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২. কবি আর কবিরাজদের পার্থক্য দেখা যায় -
i. উন্নত মানসিকতায়
ii. স্বার্থপরতায়
iii. লোভে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞজনরা খুশি হন, কারণ -
i. নিমের হাওয়া ভালো
ii. নিম একটি উপকারী বৃক্ষ
iii. এটা যত্ন ছাড়াই বেড়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৪. নিম কোন ধরনের বৃক্ষ?
Ο ক) ফলজ বৃক্ষ
Ο খ) বনজ বৃক্ষ
Ο গ) ঔষধি বৃক্ষ
Ο ঘ) পবিত্র বৃক্ষ
 সঠিক উত্তর: (গ)

 ৪৫. ‘হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো।’ তিনি কে?
Ο ক) কবিরাজ
Ο খ) কবি
Ο গ) ঠাকুর
Ο ঘ) বাউল
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. কবির মুগ্ধতার কারণ হলো -
i. উন্নত ব্যক্তিত্ব
ii. নিমগাছের রূপ
iii. নিগমাছের গুণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৭. নিমগাছের কচি পাতাগুলো অনেকে খায় -
i. উপকারিতা আছে বলে
ii. অভ্যাস
iii. মানুষের কথা শুনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. উপকার শব্দের ‘উপ’ - i. উপসর্গ ii. অনুসর্গ iii. পদ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. বনফুল কী উপাধি লাভ করেন?
Ο ক) নাইট
Ο খ) পদ্মভূষণ
Ο গ) লিটল মাস্টার
Ο ঘ) ভারতগর্ব
 সঠিক উত্তর: (খ)

 ৫০. বনফুল লেখাপড়া করেন -
i. সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয়ে
ii. সেন্ট কলম্বাস কলেজে
iii. পাটনা মেডিক্যাল কলেজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post