এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২৮: সহপাঠ - কাকতাড়ুয়া (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২৮: সহপাঠ - কাকতাড়ুয়া (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

১. বাঙ্কারের মধ্যে বুধা কী পুঁতে রাখবে?
Ο ক) গ্রেনেড
Ο খ) বারুদ
Ο গ) মাইন
Ο ঘ) ছুরি
 সঠিক উত্তর: (গ)

http://www.webschoolbd.com
 ২. বড়দের জন্য সেলিনা হোসেনের প্রকাশিত উপন্যাস কয়টি?
Ο ক) একত্রিশটি
Ο খ) বত্রিশটি
Ο গ) তেত্রিশটি
Ο ঘ) চৌত্রিশটি
 সঠিক উত্তর: (গ)

 ৩. আবু ইসহাকের উপন্যাস কোনটি?
Ο ক) পদ্মার পলিদ্বীপ
Ο খ) কাশবনের কন্যা
Ο গ) খেলাঘর
Ο ঘ) জননী
 সঠিক উত্তর: (ক)

 ৪. কাকতাড়ুয়া সেজে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকলে বুধার মাথায় কিসের ছায়া নেমে আসে?
Ο ক) মেঘের ছায়া
Ο খ) বিমানের ছায়া
Ο গ) শুকুনের ছায়া
Ο ঘ) পাখির ছায়া
 সঠিক উত্তর: (গ)

 ৫. বুধার ছিটানো ভাতগুলো কারা খায়?
Ο ক) কাকেরা
Ο খ) কুকুরেরা
Ο গ) শকুনেরা
Ο ঘ) বানরেরা
 সঠিক উত্তর: (ক)

 ৬. শাহাবুদ্দিন-
i. মুক্তিযোদ্ধা কমান্ডার
ii. আর্ট কলেজের ছাত্র
iii. দেশপ্রেমিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭. মিঠু ও আলি কোথায় যোগ দিতে গেল?
Ο ক) সেনাবাহিনীতে
Ο খ) বিমানবাহিনীতে
Ο গ) মুক্তিবাহিনীতে
Ο ঘ) নৌবাহিনীতে
 সঠিক উত্তর: (গ)

 ৮. বুধা’র কয় ভাই বোন কলেরায় মারা যায়?
Ο ক) ৩ জন
Ο খ) ৪ জন
Ο গ) ৫ জন
Ο ঘ) ৬ জন
 সঠিক উত্তর: (খ)

 ৯. যুদ্ধ চলাকালে গাঁয়ে কোন কমিটি গঠন করা হয়েছিল?
Ο ক) যুদ্ধ পরিচালনা কমিটি
Ο খ) আল বদর কমিটি
Ο গ) মুক্তিযোদ্ধা কমিটি
Ο ঘ) শান্তি কমিটি
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. পোড়া বাজারের দিকে তাকিয়ে বুধার-
Ο ক) কাঁদতে ইচ্ছা করে
Ο খ) প্রতিশোধ নিতে ইচ্ছা করে
Ο গ) দু:খ হয়
Ο ঘ) চোখ লাল হয়
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. জীবনের সমগ্রতা প্রতিফলিত হয় কীসে?
Ο ক) গল্পে
Ο খ) নাটকে
Ο গ) উপন্যাসে
Ο ঘ) কবিতায়
 সঠিক উত্তর: (গ)

 ১২. বুধা ও ফুলকলি কার বাড়িতে গিয়ে পান্তা খায়?
Ο ক) নোলক বুয়ার
Ο খ) হরিকাকুর
Ο গ) আতাফুপুর
Ο ঘ) চাচির
 সঠিক উত্তর: (গ)

 ১৩. মুড়ি ভাজে কে?
Ο ক) নোলক বুয়া
Ο খ) আতা ফুফু
Ο গ) হরিকাকু
Ο ঘ) হাশেম মিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৪. উপন্যাসের চর্চা হয়-
Ο ক) প্রায় চারশ বছর
Ο খ) প্রায় আড়াইশো বছর
Ο গ) প্রায় তিনশ বছর
Ο ঘ) প্রায় একশ বছর
 সঠিক উত্তর: (ক)

 ১৫. বুধা বাঁশের লাঠির মাথায় শুকনো পাট জড়িয়ে কয়টি মশাল বানায়?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
 সঠিক উত্তর: (ক)

 ১৬. শাহাবুদ্দিন বুধাকে কী দায়িত্ব দিয়েছিলেন?
Ο ক) বোমা মেরে ক্যাম্প ধ্বংস করার
Ο খ) মাইন দিয়ে ক্যাম্প উড়িয়ে দেওয়ার
Ο গ) গুলি করে সেনাবাহিনী হত্যা করার
Ο ঘ) আগুন লাগিয়ে আহাদ মুন্সির বাড়ি পুড়িয়ে দেওয়ার
 সঠিক উত্তর: (খ)

 ১৭. বুধার চাচাতো ভাই-বোন কত জন?
Ο ক) ছয় জন
Ο খ) সাত জন
Ο গ) নয় জন
Ο ঘ) আট জন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. ‘কেয়ামত’ কোন ভাষার শব্দ?
Ο ক) ফরাসি
Ο খ) হিন্দি
Ο গ) আরবি
Ο ঘ) বাংলা
 সঠিক উত্তর: (গ)

 ১৯. ডালাভরা বাজার করতে পারলে হাশেম মিয়া-
i. আনন্দে আত্মহারা হয়
ii. হরিকাকাকে বাসায় খেতে বলে
iii. বুধাকে বাসায় খেতে ডাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ২০. বুধাকে কার কাছে মুরব্বি মনে হয়?
Ο ক) আহাদ মুন্সি
Ο খ) ফুলকলি
Ο গ) বুধার চাচি
Ο ঘ) কুন্তি
 সঠিক উত্তর: (গ)

 ২১. বুধা আগুন দিয়ে পুড়িয়ে ‍দিয়েছিল-
i. রাজাকার কমান্ডারের বাড়ি
ii. আলির বাড়ি
iii. চেয়ারম্যানের বাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২২. সেনাবাহিনী বাজারে -
i. আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল
ii. ক্যাম্প স্থাপন করেছিল
iii. গুলি করে মানুষ হত্যা করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২৩. আলির মতে-কী খেলে বুধার পেট ভরে?
Ο ক) রোদ
Ο খ) জ্যোৎস্না
Ο গ) বাতাস
Ο ঘ) বৃষ্টির পানি
 সঠিক উত্তর: (ক)

 ২৪. একটি উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে কত হওয়া বাঞ্ছনীয় বলে মনে করেন ইএম ফস্টার?
Ο ক) দশ হাজার
Ο খ) পনেরো হাজার
Ο গ) বিশ হাজার
Ο ঘ) পঁচিশ হাজার
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫. মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন কোথায় পড়াশোনা করে?
Ο ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
Ο খ) ঢাকা মেডিক্যালে
Ο গ) আর্ট কলেজে
Ο ঘ) বিদেশে
 সঠিক উত্তর: (গ)

 ২৬. চাচির প্রতি বুধা হয়ে উঠে -
Ο ক) অকৃতজ্ঞ
Ο খ) কৃতজ্ঞ
Ο গ) বিশ্বাসী
Ο ঘ) শক্তিশালী
 সঠিক উত্তর: (খ)

 ২৭. “কোথাও না কোথাও একটা আশ্রয় তো জুটবে”-উক্তিটি কার?
Ο ক) তাহেরার
Ο খ) নোলক বুয়ার
Ο গ) চাচির
Ο ঘ) ফুলকলির
 সঠিক উত্তর: (খ)

 ২৮. মিলিটারি আসে কিসে করে?
Ο ক) ট্যাঙ্কে চড়ে
Ο খ) বিমানে
Ο গ) জিপে করে
Ο ঘ) পায়ে হেঁটে
 সঠিক উত্তর: (গ)

 ২৯. রবীন্দ্রনাথের বহুল আলোচিত উপন্যাস-
i. চোখের বালি
ii. গোরা
iii. পথের দাবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৩০. ছোটবেলায় বুধা কেমন ছিল?
Ο ক) চতুর
Ο খ) বুদ্ধিমান
Ο গ) সাহসী
Ο ঘ) লক্ষ্মী ছেলের মতো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১. গণকবর মানে-
i. সবার সামনে কবর দেওয়া
ii. কাফন ছাড়া কবর দেওয়া
iii. সবাইকে এক গর্তে কবর দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. বুধা ফুলকলিকে নিয়ে কাদের বাড়িতে গিয়েছিল?
Ο ক) মামার বাড়িতে
Ο খ) শ্বশুর বাড়িতে
Ο গ) চাচির বাড়িতে
Ο ঘ) নিজ বাড়িতে
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. মিলিটারিরা কীসে করে গ্রামে এসেছিল?
Ο ক) বাসে করে
Ο খ) পায়ে হেঁটে
Ο গ) জিপে করে
Ο ঘ) ট্রাকে করে
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. কখন ফুলকলির দু:খ থাকবে না?
Ο ক) নতুন চাকরি পেলে
Ο খ) রাজাকার কমান্ডার মারা গেলে
Ο গ) বুধা বড় হলে
Ο ঘ) দেশ স্বাধীন হলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. ‘কৃষ্ণকান্তের উইল’ কার রচনা?
Ο ক) শরৎচন্দ্র
Ο খ) রবীন্দ্রনাথ
Ο গ) বঙ্কিমচন্দ্র
Ο ঘ) বিভূতিভূষণ
 সঠিক উত্তর: (গ)

 ৩৬. বুধা পেয়ারাগুলো ক্যাম্পে নিয়ে কী করেছিল-
i. নিজে একটি পেয়ারায় কামড় দিয়েছিল
ii. একটি পেয়ারা প্রথম সৈনিককে দিল
iii. সব সৈনিককে একটি করে পেয়ারা দিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৭. গাঁয়ের লোক ওর নাম দিয়েছে কাকতাড়ুয়া-কাকে?
Ο ক) আলী
Ο খ) মিঠু
Ο গ) বুধা
Ο ঘ) মতিউর
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. উপন্যাস হচ্ছে -
i. দীর্ঘ রচনা
ii. সৃষ্টিশীল রচনা
iii. সংক্ষিপ্ত প্রবন্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের প্রধান চরিত্র কে?
Ο ক) বুধা
Ο খ) কুন্তি
Ο গ) আহাদ মুন্সি
Ο ঘ) ফুলকলি
 সঠিক উত্তর: (ক)

 ৪০. বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়?
Ο ক) ৩ জন
Ο খ) ৪ জন
Ο গ) ৫ জন
Ο ঘ) ৬ জন
 সঠিক উত্তর: (খ)

 ৪১. কে বুধাকে মুক্তির কথা বলে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে?
Ο ক) নোলক বুয়া
Ο খ) হাশেম মিয়া
Ο গ) চাচি
Ο ঘ) হরিকাকু
 সঠিক উত্তর: (গ)

 ৪২. বুধাকে কাবু করতে পারে না-
Ο ক) আনন্দ
Ο খ) শীত
Ο গ) ভয়
Ο ঘ) ধমক
 সঠিক উত্তর: (গ)

 ৪৩. সেলিনা হোসেন জন্মগ্রহণ করেন কোথায়?
Ο ক) ঢাকায়
Ο খ) নাটোরে
Ο গ) পাবনায়
Ο ঘ) রাজশাহীতে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪. হরিকাকু বুধাকে কী নামে ডাকত?
Ο ক) ছন্নছাড়া
Ο খ) মানিক রতন
Ο গ) বুদ্ধ
Ο ঘ) কাকতাড়ুয়া
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. আলির চায়ের দোকানে বসা মানুষগুলোর অবস্থা হলো-
i. বড় গলায় কথা বলে না
ii. চুপচাপ থাকে, দীর্ঘশ্বাস ফেলে
iii. মাঝে মাঝে আতংকিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. আহাদ মুন্সির বড় ছেলে কে?
Ο ক) আলি
Ο খ) মতিউর
Ο গ) মিঠু
Ο ঘ) কুদ্দুস
 সঠিক উত্তর: (খ)

 ৪৭. “এখন শুব্দটি শোনার জন্য বসে থাকব”-কে বলেছে?
Ο ক) মিঠু
Ο খ) বুধা
Ο গ) শাহাবুদ্দিন
Ο ঘ) আলী
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. বুধা কাকে ঘুম পাড়ানির গান শোনাত?
Ο ক) তিনুকে
Ο খ) শিশুকে
Ο গ) তালেবকে
Ο ঘ) ফুলকলিকে
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. বুধাকে আহাদ মুন্সি দেখে-
i. মাথায় হাত বুলিয়ে দেয়
ii. মায়া হয়
iii. নাম জিগ্যেস করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০. কখন বুধার মা ভাপা পিঠা বানাত?
Ο ক) গ্রীষ্ম কালে
Ο খ) বর্ষাকালে
Ο গ) শীত কালে
Ο ঘ) শরৎ কালে
 সঠিক উত্তর: (গ)

প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।


আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post