ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২৫: পদ্য - আমার পরিচয় (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘আমার পরিচয়’ কবিতায় আউল-বাউলদের দেউল কী দিয়ে তৈরি?
Ο ক) চিত্রকলা
Ο খ) ছন
Ο গ) মাটি
Ο ঘ) পাটকাঠি
সঠিক উত্তর: (গ)
২. কবি তাঁর পরিচয় শনাক্ত করেছেন -
Ο ক) হাজার বছরের পটভূমিতে
Ο খ) পারিবারিক ঐতিহ্যে
Ο গ) বংশের গতিধারায়
Ο ঘ) সমকালীন পটভূমিতে
সঠিক উত্তর: (ক)
৩. সৈয়দ শামসুল হকের ক্ষেত্রে যা সত্য -
i. কবি
ii. কথাসাহিত্যিক
iii. নাট্যকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. সৈয়দ শামসুল হক কত তারিখে জন্মগ্রহণ করেন?
Ο ক) ২৭ ডিসেম্বর
Ο খ) ২৮ ডিসেম্বর
Ο গ) ২৯ ডিসেম্বর
Ο ঘ) ৩০ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
৫. ‘আমার পরিচয়’ কবিতায় কবি চর্যাপদের কোন উপাদান থেকে এসেছেন?
Ο ক) পঙক্তি
Ο খ) অক্ষর
Ο গ) ছন্দ
Ο ঘ) ভাব
সঠিক উত্তর: (খ)
৬. মুসলমানদের ফরজ কাজসমূহ পালনে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলন করেন কে?
Ο ক) সূর্য সেন
Ο খ) হাজী শরীয়তউল্লাহ
Ο গ) তিতুমীর
Ο ঘ) শেখ মুজিবুর
সঠিক উত্তর: (খ)
৭. কবি হাজার চরণ চিহ্ন কোথায় ফেলে এসেছেন?
Ο ক) যুদ্ধক্ষেত্রে
Ο খ) রাজপথে
Ο গ) বীজমন্ত্রে
Ο ঘ) পেছনে
সঠিক উত্তর: (ঘ)
৮. রাজা ধর্মপালদেবের রাজত্বকাল হলো -
Ο ক) ৭৭৭-৮১০ খ্রি:
Ο খ) ৭৮৩-৮০১ খ্রি:
Ο গ) ৭৯১-৮১৭ খ্রি:
Ο ঘ) ৭৯৮-৮২৩ খ্রি:
সঠিক উত্তর: (ক)
৯. ‘চর্যাপদ’ কী?
Ο ক) মধ্যযুগের কাব্য
Ο খ) বাংলা সাহিত্যের আদি নিদর্শন
Ο গ) বাংলা গদ্যের আদি নিদর্শন
Ο ঘ) বাংলা আধুনিক কবিতার প্রথম নিদর্শন
সঠিক উত্তর: (খ)
১০. পাহাড়পুরের বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত?
Ο ক) বগুড়া
Ο খ) নওগাঁ
Ο গ) চাঁপাইনবাবগঞ্জ
Ο ঘ) রাজশাহী
সঠিক উত্তর: (খ)
১১. ‘আমার পরিচয়’ কবিতায় বাংলা লোকসাহিত্যের উপাদানগুলো হলো -
i. কমলার দীঘি
ii. মহুয়ার পালা
iii. সওদাগরের ডিঙা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. মাস্টার দা সূর্য সেন আজীবন কী করেছেন?
Ο ক) ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ
Ο খ) ধর্ম সাধনা
Ο গ) সন্ন্যাসী জীবনযাপন
Ο ঘ) ব্রিটিশদের তাবেদারি
সঠিক উত্তর: (ক)
১৩. তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৭৬২
Ο খ) ১৮২৬
Ο গ) ১৭৭২
Ο ঘ) ১৭৮২
সঠিক উত্তর: (ঘ)
১৪. হাজী শরিয়তউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) মাদারীপুর
Ο খ) নাটোর
Ο গ) ময়মনসিংহ
Ο ঘ) জামালপুর
সঠিক উত্তর: (ক)
১৫. জয়নুল আবেদিন ছবি আঁকতেন -
i. দুর্ভিক্ষতাড়িত জীবন ও জগতের
ii. দেশজ ইতিহাসের
iii. ঐতিহ্য ও সংস্কৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. ‘গীতাঞ্জলি’ কী?
Ο ক) নজরুলের কবিতার বই
Ο খ) রবীন্দ্রনাথের কবিতার বই
Ο গ) নজরুলের গানের বই
Ο ঘ) রবীন্দ্রনাশের গানের স্বরলিপি
সঠিক উত্তর: (খ)
১৭. কবি যে কারণে বলেছেন, ‘হাজার চরণ চিহ্ন পেছনে ফেলে এসেছি।’ তা হলো -
i. হাজার বছর ধরে বাংলায় বসবাস করা হচ্ছে
ii. হাজার বছরের স্বতন্ত্র সংস্কৃতি ও ধর্ম নিয়ে বসবাস করা হচ্ছে
iii. বাঙালি জাতিগতভাবে পৃথক মনোভাবের জাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮. ‘আমার পরিচয়’ কবিতায় কোন যুগের চিত্রকলার কথা আছে?
Ο ক) মুঘল যুগের
Ο খ) পাল যুগের
Ο গ) সুলতানি যুগের
Ο ঘ) পাঠান যুগের
সঠিক উত্তর: (খ)
১৯. নিচের কোন জন ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে যুক্ত ছিলেন না?
Ο ক) ক্ষুদিরাম
Ο খ) সূর্যসেন
Ο গ) তিতুমীর
Ο ঘ) জয়নুল
সঠিক উত্তর: (ঘ)
২০. সৈয়দ শামসুল হক যে পুরস্কারে ভূষিত হয়েছেন -
i. একুশে পদক
ii. স্বাধীনতা পদক
iii. বাংলা একাডেমী পুরস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১. বাঙালির হাজার বছরের পথ চলা হচ্ছে -
i. বাঙালির অস্তিত্ব
ii. বাংলা সামনে এগুচ্ছে
iii. বাংলার ক্লান্তি নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২. বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিল -
i. শাসকগোষ্ঠীর বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য
ii. অস্তিত্ব রক্ষার জন্য
iii. মানুষের যুদ্ধংদেহী মনোভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩. কবি তাঁর পরিচয় খুঁজে পেয়েছেন -
i. ইতিহাসের ধারাবাহিকতায়
ii. ঐতিহ্যের ধারায়
iii. সাম্যবাদী চেতনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. কবি হাজার বছর চলেন কোন পথ দিয়ে?
Ο ক) গলিপথ
Ο খ) মেঠোপথ
Ο গ) আলপথ
Ο ঘ) রাজপথ
সঠিক উত্তর: (গ)
২৫. চর্যাপদের সাথে সম্পর্ক রয়েছে -
i. বৌদ্ধ সহজিয়াদের
ii. নেপালের রাজদরবারের
iii. হরপ্রসাদ শাস্ত্রীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. সৈয়দ শামসুল হকের কোন গ্রন্থ থেকে ‘আমার পরিচয়’ শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে?
Ο ক) অগ্নি ও জলের কবিতা
Ο খ) রাজনৈতিক কবিতা
Ο গ) একদা এক রাজ্যে
Ο ঘ) কিশোর কবিতা সমগ্র
সঠিক উত্তর: (ঘ)
২৭. ‘বজ্রকন্ঠ’ কার কন্ঠকে বলা হয়?
Ο ক) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
Ο খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο গ) মওলানা ভাসানী
Ο ঘ) জিয়াউর রহমান
সঠিক উত্তর: (খ)
২৮. পাল যুগের সাথে সম্পর্কিত -
i. কৈবর্ত বিদ্রোহ
ii. সোমপুর বিহার
iii. বড় সোনামসজিদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯. পাহাড়পুর বৌদ্ধবিহার কে আবিষ্কার করেন?
Ο ক) স্যার রিচার্ডসন
Ο খ) স্যার উইলিয়ামসর
Ο গ) স্যার বিলিফোর্ড
Ο ঘ) স্যার কানিংহাম
সঠিক উত্তর: (ঘ)
৩০. ‘কৈবর্ত বিদ্রোহ’ নির্দেশ করে -
i. বাঙালির রাজনৈতিক ইতিহাসের দীর্ঘপথ
ii. বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য
iii. বাঙালির অতীত ইতিহাস খারাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. বাঙালির সংগ্রামী চেতনার ব্রিটিশ বিরোধী নায়ক -
Ο ক) ক্ষুদিরাম, সূর্য সেন
Ο খ) জয়নুল, অবনঠাকুর
Ο গ) বারোভূঁইয়ারা
Ο ঘ) কৈবর্ত বিদ্রোহীরা
সঠিক উত্তর: (ক)
৩২. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালির জাতীয় স্লোগান কী ছিল?
Ο ক) বাংলাদেশ জিন্দাবাদ
Ο খ) জয় বাংলা
Ο গ) বন্দে মাতরম
Ο ঘ) জয় হিন্দ
সঠিক উত্তর: (খ)
৩৩. চাঁদ সওদাগরের কাহিনী কোথায় বর্ণিত হয়েছে?
Ο ক) চর্যাপদে
Ο খ) মঙ্গলকাব্যে
Ο গ) ময়মনসিংহ গীতিকায়
Ο ঘ) গীতিকবিতায়
সঠিক উত্তর: (খ)
৩৪. ‘আমার পরিচয়’ কবিতায় তিতুমীর ও হাজী শরীয়তউল্লাহ - এর নাম বলার কারণ হলো -
i. বাঙালির স্বাধীকার আন্দোলনের ইতিহাস বোঝানোর জন্য
ii. বিদেশি শাসকদের দাসত্ব মেনে না নেওয়ার পুরোধাদের জানতে
iii. তাদের সংগ্রামী চেতনার রক্ষা পরবর্তী প্রজন্মকে জানাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. ‘আমার পরিচয়’ কবিতায় কবি বাংলার পলিমাটিতে চলেন -
Ο ক) হাতের চিহ্ন ফেলে
Ο খ) পায়ের চিহ্ন ফেলে
Ο গ) দ্রুতবেগে
Ο ঘ) ধীরগতিতে
সঠিক উত্তর: (খ)
৩৬. সৈয়দ শামসুল হকের পড়াশোনার সাথে সম্পর্কযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান -
i. ঢাকা কলেজিয়েট স্কুল
ii. জগন্নাথ কলেজ
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭. ‘নুরুলদীনের সারাজীবন’ সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা?
Ο ক) কাব্যগ্রন্থ
Ο খ) গল্পগ্রন্থ
Ο গ) উপন্যাস
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (ঘ)
৩৮. হাজী শরিয়তউল্লাহ প্রবর্তিত আন্দোলনের নাম কী?
Ο ক) ভারত ছাড় আন্দোলন
Ο খ) আত্মশুদ্ধি আন্দোলন
Ο গ) সশস্ত্র আন্দোলন
Ο ঘ) ফরায়েজি আন্দোলন
সঠিক উত্তর: (ঘ)
৩৯. ‘আমার পরিচয়’ কবিতায় ধরা পড়েছে কবির -
i. স্বদেশপ্রেম
ii. স্বাজত্যবোধ
iii. ঐতিহ্যপ্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০. ক্ষুদিরামের ফাঁসির আদেশ কার্যকর করা হয় কত সালে?
Ο ক) ১৯০৮
Ο খ) ১৯১০
Ο গ) ১৯১২
Ο ঘ) ১৯১৪
সঠিক উত্তর: (ক)
৪১. আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে কী আছে?
Ο ক) ইতিহাস
Ο খ) ঐতিহ্য
Ο গ) সংস্কৃতি
Ο ঘ) সংগ্রাম
সঠিক উত্তর: (ক)
৪২. ‘আমার পরিচয়’ কবিতায় ‘বীজমন্ত্র’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) মন্ত্রের বীজ
Ο খ) মূল প্রেরণা
Ο গ) বজ্রকন্ঠ
Ο ঘ) চর্যাপদ
সঠিক উত্তর: (খ)
৪৩. তিতুমীর শহিদ হন কত সালে?
Ο ক) ১৮৪১
Ο খ) ১৯১০
Ο গ) ১৯১২
Ο ঘ) ১৯১৪
সঠিক উত্তর: (গ)
৪৪. ‘আমার পরিচয়’ কবিতায় কতটি নদী কবির আগমন সম্পর্কে প্রশ্ন করে?
Ο ক) পাঁচশত
Ο খ) নয়শত
Ο গ) তেরোশত
Ο ঘ) পনেরোশত
সঠিক উত্তর: (গ)
৪৫. কবি বরেন্দ্রভূমের কোন মসজিদ থেকে এসেছেন?
Ο ক) শিয়া মসজিদ
Ο খ) ষাট গম্বুজ মসজিদ
Ο গ) আদী মসজিদ
Ο ঘ) সোনা মসজিদ
সঠিক উত্তর: (ঘ)
৪৬. কবি কোথাকার মন্দির-বেদি থেকে এসেছেন?
Ο ক) জোড়বাংলার
Ο খ) পাহাড়পুরের
Ο গ) কমলার দীঘির
Ο ঘ) বরেন্দ্রভূমের
সঠিক উত্তর: (ঘ)
৪৭. শিশুতোষ গ্রন্থ ও নাটক রচনা করেছেন কে?
Ο ক) মনসুর বয়াতি
Ο খ) শাকিল খান
Ο গ) কায়কোবাদ
Ο ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর: (ঘ)
৪৮. বারোভূঁইয়াদের নেতা কে ছিলেন?
Ο ক) প্রতাপাদিত্য
Ο খ) কেদার রায়
Ο গ) চাঁদ রায়
Ο ঘ) ঈসা খাঁ
সঠিক উত্তর: (ঘ)
৪৯. চট্টগ্রামকে ইংরেজমুক্ত করে স্বাধীন ঘোষণা করেন কে?
Ο ক) প্রীতিলতা
Ο খ) ক্ষুদিরাম
Ο গ) সূর্যসেন
Ο ঘ) তিতুমীর
সঠিক উত্তর: (গ)
৫০. ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি জাতি কোথায় জন্ম নিয়েছে?
Ο ক) আমেরিকায়
Ο খ) ফ্রান্সে
Ο গ) জার্মানে
Ο ঘ) বাংলায়
সঠিক উত্তর: (ঘ)
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘আমার পরিচয়’ কবিতায় আউল-বাউলদের দেউল কী দিয়ে তৈরি?
Ο ক) চিত্রকলা
Ο খ) ছন
Ο গ) মাটি
Ο ঘ) পাটকাঠি
সঠিক উত্তর: (গ)
২. কবি তাঁর পরিচয় শনাক্ত করেছেন -
Ο ক) হাজার বছরের পটভূমিতে
Ο খ) পারিবারিক ঐতিহ্যে
Ο গ) বংশের গতিধারায়
Ο ঘ) সমকালীন পটভূমিতে
সঠিক উত্তর: (ক)
৩. সৈয়দ শামসুল হকের ক্ষেত্রে যা সত্য -
i. কবি
ii. কথাসাহিত্যিক
iii. নাট্যকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. সৈয়দ শামসুল হক কত তারিখে জন্মগ্রহণ করেন?
Ο ক) ২৭ ডিসেম্বর
Ο খ) ২৮ ডিসেম্বর
Ο গ) ২৯ ডিসেম্বর
Ο ঘ) ৩০ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
৫. ‘আমার পরিচয়’ কবিতায় কবি চর্যাপদের কোন উপাদান থেকে এসেছেন?
Ο ক) পঙক্তি
Ο খ) অক্ষর
Ο গ) ছন্দ
Ο ঘ) ভাব
সঠিক উত্তর: (খ)
৬. মুসলমানদের ফরজ কাজসমূহ পালনে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলন করেন কে?
Ο ক) সূর্য সেন
Ο খ) হাজী শরীয়তউল্লাহ
Ο গ) তিতুমীর
Ο ঘ) শেখ মুজিবুর
সঠিক উত্তর: (খ)
৭. কবি হাজার চরণ চিহ্ন কোথায় ফেলে এসেছেন?
Ο ক) যুদ্ধক্ষেত্রে
Ο খ) রাজপথে
Ο গ) বীজমন্ত্রে
Ο ঘ) পেছনে
সঠিক উত্তর: (ঘ)
৮. রাজা ধর্মপালদেবের রাজত্বকাল হলো -
Ο ক) ৭৭৭-৮১০ খ্রি:
Ο খ) ৭৮৩-৮০১ খ্রি:
Ο গ) ৭৯১-৮১৭ খ্রি:
Ο ঘ) ৭৯৮-৮২৩ খ্রি:
সঠিক উত্তর: (ক)
৯. ‘চর্যাপদ’ কী?
Ο ক) মধ্যযুগের কাব্য
Ο খ) বাংলা সাহিত্যের আদি নিদর্শন
Ο গ) বাংলা গদ্যের আদি নিদর্শন
Ο ঘ) বাংলা আধুনিক কবিতার প্রথম নিদর্শন
সঠিক উত্তর: (খ)
১০. পাহাড়পুরের বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত?
Ο ক) বগুড়া
Ο খ) নওগাঁ
Ο গ) চাঁপাইনবাবগঞ্জ
Ο ঘ) রাজশাহী
সঠিক উত্তর: (খ)
১১. ‘আমার পরিচয়’ কবিতায় বাংলা লোকসাহিত্যের উপাদানগুলো হলো -
i. কমলার দীঘি
ii. মহুয়ার পালা
iii. সওদাগরের ডিঙা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. মাস্টার দা সূর্য সেন আজীবন কী করেছেন?
Ο ক) ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ
Ο খ) ধর্ম সাধনা
Ο গ) সন্ন্যাসী জীবনযাপন
Ο ঘ) ব্রিটিশদের তাবেদারি
সঠিক উত্তর: (ক)
১৩. তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৭৬২
Ο খ) ১৮২৬
Ο গ) ১৭৭২
Ο ঘ) ১৭৮২
সঠিক উত্তর: (ঘ)
১৪. হাজী শরিয়তউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) মাদারীপুর
Ο খ) নাটোর
Ο গ) ময়মনসিংহ
Ο ঘ) জামালপুর
সঠিক উত্তর: (ক)
১৫. জয়নুল আবেদিন ছবি আঁকতেন -
i. দুর্ভিক্ষতাড়িত জীবন ও জগতের
ii. দেশজ ইতিহাসের
iii. ঐতিহ্য ও সংস্কৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. ‘গীতাঞ্জলি’ কী?
Ο ক) নজরুলের কবিতার বই
Ο খ) রবীন্দ্রনাথের কবিতার বই
Ο গ) নজরুলের গানের বই
Ο ঘ) রবীন্দ্রনাশের গানের স্বরলিপি
সঠিক উত্তর: (খ)
১৭. কবি যে কারণে বলেছেন, ‘হাজার চরণ চিহ্ন পেছনে ফেলে এসেছি।’ তা হলো -
i. হাজার বছর ধরে বাংলায় বসবাস করা হচ্ছে
ii. হাজার বছরের স্বতন্ত্র সংস্কৃতি ও ধর্ম নিয়ে বসবাস করা হচ্ছে
iii. বাঙালি জাতিগতভাবে পৃথক মনোভাবের জাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮. ‘আমার পরিচয়’ কবিতায় কোন যুগের চিত্রকলার কথা আছে?
Ο ক) মুঘল যুগের
Ο খ) পাল যুগের
Ο গ) সুলতানি যুগের
Ο ঘ) পাঠান যুগের
সঠিক উত্তর: (খ)
১৯. নিচের কোন জন ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে যুক্ত ছিলেন না?
Ο ক) ক্ষুদিরাম
Ο খ) সূর্যসেন
Ο গ) তিতুমীর
Ο ঘ) জয়নুল
সঠিক উত্তর: (ঘ)
২০. সৈয়দ শামসুল হক যে পুরস্কারে ভূষিত হয়েছেন -
i. একুশে পদক
ii. স্বাধীনতা পদক
iii. বাংলা একাডেমী পুরস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১. বাঙালির হাজার বছরের পথ চলা হচ্ছে -
i. বাঙালির অস্তিত্ব
ii. বাংলা সামনে এগুচ্ছে
iii. বাংলার ক্লান্তি নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২. বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিল -
i. শাসকগোষ্ঠীর বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য
ii. অস্তিত্ব রক্ষার জন্য
iii. মানুষের যুদ্ধংদেহী মনোভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩. কবি তাঁর পরিচয় খুঁজে পেয়েছেন -
i. ইতিহাসের ধারাবাহিকতায়
ii. ঐতিহ্যের ধারায়
iii. সাম্যবাদী চেতনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. কবি হাজার বছর চলেন কোন পথ দিয়ে?
Ο ক) গলিপথ
Ο খ) মেঠোপথ
Ο গ) আলপথ
Ο ঘ) রাজপথ
সঠিক উত্তর: (গ)
২৫. চর্যাপদের সাথে সম্পর্ক রয়েছে -
i. বৌদ্ধ সহজিয়াদের
ii. নেপালের রাজদরবারের
iii. হরপ্রসাদ শাস্ত্রীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. সৈয়দ শামসুল হকের কোন গ্রন্থ থেকে ‘আমার পরিচয়’ শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে?
Ο ক) অগ্নি ও জলের কবিতা
Ο খ) রাজনৈতিক কবিতা
Ο গ) একদা এক রাজ্যে
Ο ঘ) কিশোর কবিতা সমগ্র
সঠিক উত্তর: (ঘ)
২৭. ‘বজ্রকন্ঠ’ কার কন্ঠকে বলা হয়?
Ο ক) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
Ο খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο গ) মওলানা ভাসানী
Ο ঘ) জিয়াউর রহমান
সঠিক উত্তর: (খ)
২৮. পাল যুগের সাথে সম্পর্কিত -
i. কৈবর্ত বিদ্রোহ
ii. সোমপুর বিহার
iii. বড় সোনামসজিদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯. পাহাড়পুর বৌদ্ধবিহার কে আবিষ্কার করেন?
Ο ক) স্যার রিচার্ডসন
Ο খ) স্যার উইলিয়ামসর
Ο গ) স্যার বিলিফোর্ড
Ο ঘ) স্যার কানিংহাম
সঠিক উত্তর: (ঘ)
৩০. ‘কৈবর্ত বিদ্রোহ’ নির্দেশ করে -
i. বাঙালির রাজনৈতিক ইতিহাসের দীর্ঘপথ
ii. বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য
iii. বাঙালির অতীত ইতিহাস খারাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. বাঙালির সংগ্রামী চেতনার ব্রিটিশ বিরোধী নায়ক -
Ο ক) ক্ষুদিরাম, সূর্য সেন
Ο খ) জয়নুল, অবনঠাকুর
Ο গ) বারোভূঁইয়ারা
Ο ঘ) কৈবর্ত বিদ্রোহীরা
সঠিক উত্তর: (ক)
৩২. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালির জাতীয় স্লোগান কী ছিল?
Ο ক) বাংলাদেশ জিন্দাবাদ
Ο খ) জয় বাংলা
Ο গ) বন্দে মাতরম
Ο ঘ) জয় হিন্দ
সঠিক উত্তর: (খ)
৩৩. চাঁদ সওদাগরের কাহিনী কোথায় বর্ণিত হয়েছে?
Ο ক) চর্যাপদে
Ο খ) মঙ্গলকাব্যে
Ο গ) ময়মনসিংহ গীতিকায়
Ο ঘ) গীতিকবিতায়
সঠিক উত্তর: (খ)
৩৪. ‘আমার পরিচয়’ কবিতায় তিতুমীর ও হাজী শরীয়তউল্লাহ - এর নাম বলার কারণ হলো -
i. বাঙালির স্বাধীকার আন্দোলনের ইতিহাস বোঝানোর জন্য
ii. বিদেশি শাসকদের দাসত্ব মেনে না নেওয়ার পুরোধাদের জানতে
iii. তাদের সংগ্রামী চেতনার রক্ষা পরবর্তী প্রজন্মকে জানাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. ‘আমার পরিচয়’ কবিতায় কবি বাংলার পলিমাটিতে চলেন -
Ο ক) হাতের চিহ্ন ফেলে
Ο খ) পায়ের চিহ্ন ফেলে
Ο গ) দ্রুতবেগে
Ο ঘ) ধীরগতিতে
সঠিক উত্তর: (খ)
৩৬. সৈয়দ শামসুল হকের পড়াশোনার সাথে সম্পর্কযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান -
i. ঢাকা কলেজিয়েট স্কুল
ii. জগন্নাথ কলেজ
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭. ‘নুরুলদীনের সারাজীবন’ সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা?
Ο ক) কাব্যগ্রন্থ
Ο খ) গল্পগ্রন্থ
Ο গ) উপন্যাস
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (ঘ)
৩৮. হাজী শরিয়তউল্লাহ প্রবর্তিত আন্দোলনের নাম কী?
Ο ক) ভারত ছাড় আন্দোলন
Ο খ) আত্মশুদ্ধি আন্দোলন
Ο গ) সশস্ত্র আন্দোলন
Ο ঘ) ফরায়েজি আন্দোলন
সঠিক উত্তর: (ঘ)
৩৯. ‘আমার পরিচয়’ কবিতায় ধরা পড়েছে কবির -
i. স্বদেশপ্রেম
ii. স্বাজত্যবোধ
iii. ঐতিহ্যপ্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০. ক্ষুদিরামের ফাঁসির আদেশ কার্যকর করা হয় কত সালে?
Ο ক) ১৯০৮
Ο খ) ১৯১০
Ο গ) ১৯১২
Ο ঘ) ১৯১৪
সঠিক উত্তর: (ক)
৪১. আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে কী আছে?
Ο ক) ইতিহাস
Ο খ) ঐতিহ্য
Ο গ) সংস্কৃতি
Ο ঘ) সংগ্রাম
সঠিক উত্তর: (ক)
৪২. ‘আমার পরিচয়’ কবিতায় ‘বীজমন্ত্র’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) মন্ত্রের বীজ
Ο খ) মূল প্রেরণা
Ο গ) বজ্রকন্ঠ
Ο ঘ) চর্যাপদ
সঠিক উত্তর: (খ)
৪৩. তিতুমীর শহিদ হন কত সালে?
Ο ক) ১৮৪১
Ο খ) ১৯১০
Ο গ) ১৯১২
Ο ঘ) ১৯১৪
সঠিক উত্তর: (গ)
৪৪. ‘আমার পরিচয়’ কবিতায় কতটি নদী কবির আগমন সম্পর্কে প্রশ্ন করে?
Ο ক) পাঁচশত
Ο খ) নয়শত
Ο গ) তেরোশত
Ο ঘ) পনেরোশত
সঠিক উত্তর: (গ)
৪৫. কবি বরেন্দ্রভূমের কোন মসজিদ থেকে এসেছেন?
Ο ক) শিয়া মসজিদ
Ο খ) ষাট গম্বুজ মসজিদ
Ο গ) আদী মসজিদ
Ο ঘ) সোনা মসজিদ
সঠিক উত্তর: (ঘ)
৪৬. কবি কোথাকার মন্দির-বেদি থেকে এসেছেন?
Ο ক) জোড়বাংলার
Ο খ) পাহাড়পুরের
Ο গ) কমলার দীঘির
Ο ঘ) বরেন্দ্রভূমের
সঠিক উত্তর: (ঘ)
৪৭. শিশুতোষ গ্রন্থ ও নাটক রচনা করেছেন কে?
Ο ক) মনসুর বয়াতি
Ο খ) শাকিল খান
Ο গ) কায়কোবাদ
Ο ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর: (ঘ)
৪৮. বারোভূঁইয়াদের নেতা কে ছিলেন?
Ο ক) প্রতাপাদিত্য
Ο খ) কেদার রায়
Ο গ) চাঁদ রায়
Ο ঘ) ঈসা খাঁ
সঠিক উত্তর: (ঘ)
৪৯. চট্টগ্রামকে ইংরেজমুক্ত করে স্বাধীন ঘোষণা করেন কে?
Ο ক) প্রীতিলতা
Ο খ) ক্ষুদিরাম
Ο গ) সূর্যসেন
Ο ঘ) তিতুমীর
সঠিক উত্তর: (গ)
৫০. ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি জাতি কোথায় জন্ম নিয়েছে?
Ο ক) আমেরিকায়
Ο খ) ফ্রান্সে
Ο গ) জার্মানে
Ο ঘ) বাংলায়
সঠিক উত্তর: (ঘ)
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
Tags
SSC Bangla1