এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২৪: পদ্য - তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২৪: পদ্য - তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

১. শামসুর রাহমান ইন্টারমিডিয়েট পাস করেন -
Ο ক) ঢাকা কলেজ থেকে
Ο খ) চট্টগ্রামের পাহাড়তলী কলেজ থেকে
Ο গ) কলকাতা ইসলামিয়া কলেজ থেকে
Ο ঘ) ময়মনসিংহ সরকারি কলেজ থেকে
 সঠিক উত্তর: (ক)

http://www.webschoolbd.com
 ২. মেঘনার মাঝি উদ্দাম ঝড়ে নৌকা চালানোর সময় বলে -
Ο ক) নারায়ে তকবির
Ο খ) জয় বাবা লোকনাথ
Ο গ) গাজী গাজী
Ο ঘ) জয় মা গঙ্গা
 সঠিক উত্তর: (গ)

 ৩. দহন, নিপীড়ন, লুন্ঠন, নির্যাতন, হত্যাযজ্ঞ - শব্দগুলো তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) অন্ধবধূ
Ο খ) কপোতাক্ষ নদ
Ο গ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
Ο ঘ) আমার সন্তান
 সঠিক উত্তর: (গ)

 ৪. ‘জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা’ - এখানে ‘সাহসী’ হলো -
i. বিপদকে ভয় না করে সামনে এগিয়ে যাওয়া
ii. ভয়কে তুচ্ছ মনে করে কর্তব্য সম্পাদন করা
iii. ভয়কে আরো ভয় মনে করে পিছনে হটা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫. ‘অপরাহ্ন’ শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
Ο ক) তৎসম
Ο খ) অর্ধ-তৎসম
Ο গ) দেশি
Ο ঘ) আঞ্চলিক
 সঠিক উত্তর: (ক)

 ৬. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কে আসবে বলে সাকিনা বিবির কপাল ভাঙল?
Ο ক) স্বাধীনতা
Ο খ) মুক্তিযোদ্ধারা
Ο গ) মুজিবনগর সরকার
Ο ঘ) পাক হানাদাররা
 সঠিক উত্তর: (ক)

 ৭. রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে কেন?
Ο ক) রুস্তম শেখ মৃত বলে
Ο খ) রুস্তম শেখের যক্ষ্মা হয়েছে তাই
Ο গ) রুস্তম শেখ রিকশাওয়ালা বলে
Ο ঘ) রুস্তম শেখ সরকারি সহায়তা গ্রহণ করে নি
 সঠিক উত্তর: (ক)

 ৮. কবি শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) ঢাকা
Ο খ) নরসিংদী
Ο গ) রাজশাহী
Ο ঘ) বরিশাল
 সঠিক উত্তর: (ক)

 ৯. তেজি তরুণ রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কেন?
Ο ক) পশু-পাখি শিকার করতে
Ο খ) বনদস্যুদের হত্যা করতে
Ο গ) স্বাধীনতা অর্জনে শত্রু হনন করতে
Ο ঘ) অ্যাডভেঞ্চারের রোমাঞ্চে
 সঠিক উত্তর: (গ)

 ১০. স্বাধীনতা কোনটি উড়িয়ে আসবে?
Ο ক) ঝান্ডা
Ο খ) নিশান
Ο গ) কেতন
Ο ঘ) পতাকা
 সঠিক উত্তর: (খ)

 ১১. মোল্লাবাড়ির বিধবা কী ধরে দাঁড়িয়ে আছে?
Ο ক) গাছের ডাল
Ο খ) পোড়া ঘরের খুঁটি
Ο গ) ঘরের চাল
Ο ঘ) ঘরের বেড়া
 সঠিক উত্তর: (খ)

 ১২. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Ο ক) দেশদ্রোহী হতে ইচ্ছে করে
Ο খ) শঙ্কিত আলোকে
Ο গ) মায়াবী পর্দা দুলে ওঠো
Ο ঘ) আমি কিংবদন্তির কথা বলছি
 সঠিক উত্তর: (ক)

 ১৩. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় উত্থাপিত হয়েছে -
i. স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা
ii. স্বাধীনতার স্বরূপ
iii. স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় পথের ধারে শূন্য থালা হাতে বসেছিল -
Ο ক) থুত্থুড়ো বুড়ো
Ο খ) সাকিনা বিবি
Ο গ) অনাথ কিশোরী
Ο ঘ) হরিদাসী
 সঠিক উত্তর: (গ)

 ১৫. শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) ২০০৫
Ο খ) ২০০৬
Ο গ) ২০০৭
Ο ঘ) ২০০৮
 সঠিক উত্তর: (খ)

 ১৬. থুত্থুড়ে বুড়োর চোখের নিচে কী?
Ο ক) ঝুলে পড়া চামড়া
Ο খ) রাতজাগা কালো দাগ
Ο গ) অপরাহ্নের দুর্বল ঝিলিক
Ο ঘ) শোকের অশ্রুধারা
 সঠিক উত্তর: (গ)

 ১৭. মোল্লাবাড়ির বিধবার ঘরটি ছিল -
Ο ক) খড়ের
Ο খ) টিনের
Ο গ) দগ্ধ
Ο ঘ) পরিপাটি
 সঠিক উত্তর: (গ)

 ১৮. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে?
Ο ক) বুড়োর ছেলের
Ο খ) বিধবার স্বামীর
Ο গ) মতলব মিয়ার
Ο ঘ) রুস্তম শেখের
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. স্বাধীনতা আসবে বলে গ্রামের পর গ্রাম কী হয়েছে?
Ο ক) সুজলা-সুফলা-শস্য-শ্যামলা
Ο খ) নানা রঙের সাজে সজ্জিত
Ο গ) পুড়ে ছাই
Ο ঘ) আলো ঝলমল
 সঠিক উত্তর: (গ)

 ২০. ‘স্বাধীনতা’ হলো একটি দেশের প্রত্যেকটি নাগরিকের -
Ο ক) জন্মগত অধিকার
Ο খ) সংগ্রামের ফসল
Ο গ) আকাঙ্ক্ষার ধন
Ο ঘ) বিলাসের বস্তু
 সঠিক উত্তর: (ক)

 ২১. পিতামাতার লাশের ওপর কে হামাগুড়ি দিল?
Ο ক) শেয়াল-শকুন
Ο খ) ছেলেমেয়ে
Ο গ) ঘাতকেরা
Ο ঘ) অবুঝ শিশু
 সঠিক উত্তর: (ঘ)

 ২২. স্বাধীনতার জন্য স্বজন হারানো নারীরা হলো -
i. সাকিনা বিবি
ii. হরিদাসী
iii. রহিমা খাতুন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘নতুন নিশান’ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) রংবেরঙের নিশান
Ο খ) মুক্তিযোদ্ধাদের প্রাণশক্তি
Ο গ) তরুণ মুক্তিযোদ্ধা
Ο ঘ) স্বাধীন দেশের পতাকা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪. কাদের জীবনের প্রত্যাশা, হতাশা ও সংগ্রাম শামসুর রাহমানের কবিতায় বিধৃত?
Ο ক) গাঁয়ের কৃষক-মজুর
Ο খ) মধ্যবিত্ত নাগরিক
Ο গ) বস্তির শ্রমজীবী মানুষ
Ο ঘ) উচ্চবিত্ত অভিজাত
 সঠিক উত্তর: (খ)

 ২৫. শামসুর রাহমান প্রকৃতিনির্ভর -
i. উৎপ্রেক্ষায়
ii. উপমায়
iii. চিত্রকল্পে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৬. দগ্ধ হওয়া লোকালয় চেয়ে থাকে -
Ο ক) হানাদারের পথে
Ο খ) প্রবীণ বাঙালির চোখে
Ο গ) মুক্তিযোদ্ধার পথের দিকে
Ο ঘ) তরুণ নেতৃত্বের মুখের দিকে
 সঠিক উত্তর: (খ)

 ২৭. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় অনাথ বা এতিম হলো -
i. অবুঝ শিশু
ii. হাড্ডিসার কিশোরী
iii. সাকিনা ও হরিদাসী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮. মতলব মিয়া পেশায় কী?
Ο ক) মাঝি
Ο খ) কৃষক
Ο গ) মুদি দোকানি
Ο ঘ) গায়ক
 সঠিক উত্তর: (ক)

 ২৯. তেজি তরুণের পদভারে হতে চলেছে -
Ο ক) ভূমিকম্প
Ο খ) নবজাগরণ
Ο গ) নতুন পৃথিবীর জন্ম
Ο ঘ) অন্যায়-অবিচারের সমাপ্তি
 সঠিক উত্তর: (গ)

 ৩০. কর্মজবিনে শামসুর রাহমান কোন পেশা গ্রহণ করেন?
Ο ক) অধ্যাপনা
Ο খ) সরকারি চাকরি
Ο গ) সাংবাদিকতা
Ο ঘ) ব্যবসা
 সঠিক উত্তর: (গ)

 ৩১. স্বাধীনতাকে কোথায় আসতেই হবে?
Ο ক) প্রতিটি ঘরে
Ο খ) স্বদেশে
Ο গ) এই বাংলায়
Ο ঘ) পাকিস্তানে
 সঠিক উত্তর: (গ)

 ৩২. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল কেন?
Ο ক) নদীর ভাঙনে
Ο খ) সড়ক দুর্ঘটনায়
Ο গ) স্বাধীনতা যুদ্ধে স্বামী শহিদ হওয়ায়
Ο ঘ) নাইতে গিয়ে সিঁথির সিঁদুর মুছে গেছে
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. কেমন ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে স্বাধীনতা আসবে?
Ο ক) আনুষ্ঠানিক ঘোষণার
Ο খ) টেলিগ্রাম মারফত ঘোষণার
Ο গ) জ্বলন্ত ঘোষণার
Ο ঘ) রেডিওর ঘোষণার
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. ‘রক্তগঙ্গায় ভাসার’ বিষয়টি তুলে ধরে -
i. বাঙালির আত্মত্যাগের ব্যাপকতা
ii. হানাদার বাহিনীর রক্তলোলুপতা
iii. দেশব্যাপী হত্যাযজ্ঞ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক কীসের প্রতীক?
Ο ক) বীরত্বের
Ο খ) শৌর্যের
Ο গ) বাহাদুরির
Ο ঘ) দানবের
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬. ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যটি কে রচনা করেন?
Ο ক) ফররুখ আহমদ
Ο খ) আহসান হাবীব
Ο গ) শামসুর রাহমান
Ο ঘ) মোহাম্মদ মনিরুজ্জামান
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. ‘যত্রতত্র’ শব্দটি কোন শব্দের অভিধায় দেখা যায়?
Ο ক) আঞ্চলিক
Ο খ) দেশি
Ο গ) হিন্দি
Ο ঘ) সংস্কৃত
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮. মেঘনা নদীর কোন অবস্থায় ‘গাজী গাজী’ উচ্চারিত হয়?
Ο ক) শান্ত অবস্থায়
Ο খ) উদ্দাম ঝড়ো অবস্থায়
Ο গ) স্তব্ধ নিঝুম আঁধারে
Ο ঘ) দুপুরে প্রখর রোদে
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. শামসুর রাহমান বাংলা একাডেমী পুরস্কার ও একুশে পদক পান কেন?
Ο ক) নিরলস কাব্যচর্চার জন্য
Ο খ) দক্ষ সাংবাদিকতার জন্য
Ο গ) অতি আধুনিক কাব্যধারার জন্য
Ο ঘ) অনন্য-সাধারণ কবির কীর্তির জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটি কে?
Ο ক) হরিশংকর জলদাস
Ο খ) নিত্যানন্দ দাস
Ο গ) কেষ্ট দাস
Ο ঘ) নিত্য দাস
 সঠিক উত্তর: (গ)

 ৪১. সনাতন ধর্মে সিঁথির সিঁদুর মুছে ফেলা হয় কেন?
Ο ক) স্বামী সমুদ্র পাড়ি দিয়ে প্রায়শ্চিত্ত হিসেবে
Ο খ) স্বামী মারা গেলে বিধবার চিহ্ন হিসেবে
Ο গ) স্বামী প্রবাসে গেলে প্রোষিতভর্তৃকার পরিচয় হিসেবে
Ο ঘ) স্বামী যুদ্ধে গেলে বীরাঙ্গনার লক্ষণ হিসেবে
 সঠিক উত্তর: (খ)

 ৪২. কবিতার বিষয় ও উপাদানে শামসুর রাহমান কী কেন্দ্রিক?
Ο ক) গ্রামকেন্দ্রিক
Ο খ) শরহকেন্দ্রিক
Ο গ) রাজনীতিকেন্দ্রিক
Ο ঘ) পুঁজিবাদকেন্দ্রিক
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. ‘মেশিনগান খই ফোটাল’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ব্যাপক মানুষ হত্যা করল
Ο খ) খইয়ের মতো সাদা অবস্থা
Ο গ) ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে এল
Ο ঘ) ব্যাপক গোলাবারুদ জড়ো হলো
 সঠিক উত্তর: (ক)

 ৪৪. নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?
Ο ক) বাঘের গর্জন
Ο খ) মহিষের শিং
Ο গ) পশুর চামড়া
Ο ঘ) হরিণের হাড়
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫. কুকুরটির প্রভুর বা বাস্তুভিটা কোথায়?
Ο ক) বিধ্বস্ত পাড়ায়
Ο খ) শাহবাজপুরে
Ο গ) বনে-জঙ্গলে
Ο ঘ) মোল্লাবড়িতে
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাসের সাথে উজাড় হলো -
Ο ক) বিশ্ববিদ্যালয়
Ο খ) দোকানপাট
Ο গ) বস্তি
Ο ঘ) মাদরাসা
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. ‘তুমি আসবেল বিধ্বস্ত প্রভুর বাস্তুভিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকর’ - ‘বিধ্বস্ত পাড়ায়’ এ বাক্যাংশে যে চিত্র প্রকাশ পেয়েছে, তা হলো -
i. ধ্বংসচিত্র
ii. জলন্ত গ্রাম
iii. প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কবি দৃঢ়তার সঙ্গে যা উচ্চারণ করেন, তা হলো -
i. বাঙালি একদিন দেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনবেই
ii. নতুন নিশান উড়িয়ে, বিজয় আসবেই
iii. অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. কবি শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৯২৮
Ο খ) ১৯২৯
Ο গ) ১৯৩০
Ο ঘ) ১৯৩১
 সঠিক উত্তর: (খ)

 ৫০. শামসুর রাহমানের ‘বিধ্বস্ত নীলিমা’ কোন জাতীয় গ্রন্থ?
Ο ক) প্রবন্ধ
Ο খ) নাটক
Ο গ) উপন্যাস
Ο ঘ) কাব্যগ্রন্থ
 সঠিক উত্তর: (ঘ)

প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।


আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post