ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২৩: পদ্য - আমি কোনো আগন্তুক নই (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কবি আহসান হাবীব ‘বিকেল’কে ক্লান্ত বলেছেন কেন?
Ο ক) মেঘে ঢাকা বলে
Ο খ) খর রৌদ্রের কারণে
Ο গ) কবির সাথে গল্প করে বলে
Ο ঘ) সারাদিনের পথ পরিক্রমায়
সঠিক উত্তর: (ঘ)
২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির কোন দিকটি ফুটে উঠেছে?
Ο ক) দায়িত্ববোধ
Ο খ) কর্তব্যবোধ
Ο গ) দেশের প্রতি ভালোবাসা
Ο ঘ) বিদেশের প্রতি টান
সঠিক উত্তর: (গ)
৩. নিশিরাইত বাঁশবাগানসহ জোনাকি সাক্ষী কতগুলো?
Ο ক) বিস্তর
Ο খ) শতাধিক
Ο গ) গুটিকয়েক
Ο ঘ) একটি
সঠিক উত্তর: (ক)
৪. বৈঠায় আর লাঙলে হাত রাখলে বোঝা যায় -
i. এতে কবির হাতের পরশ আছে
ii. এতে স্বদেশি গন্ধ আছে
iii. এগুলো এদেশের সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৫. পুবের পুকুর পাড়ে কী গাছ অবস্থিত?
Ο ক) জারুল
Ο খ) জামরুল
Ο গ) ডুমুর
Ο ঘ) নিশিন্দা
সঠিক উত্তর: (গ)
৬. দেশ মানে শুধু কী নয়?
Ο ক) ভূখন্ড
Ο খ) জনগোষ্ঠী
Ο গ) চারপাশের প্রকৃতি
Ο ঘ) মানচিত্র
সঠিক উত্তর: (গ)
৭. কবি আহসান হাবীব কোন কলেজে পড়াশুনা করেন?
Ο ক) বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
Ο খ) কারমাইকেল কলেজ, রংপুর
Ο গ) ব্রজমোহন কলেজ, বরিশাল
Ο ঘ) ব্রজলাল কলেজ, খুলনা
সঠিক উত্তর: (গ)
৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের ছায়ার কথা বলা হয়েছে?
Ο ক) জ্যোৎস্নার
Ο খ) আসমানের
Ο গ) জামরুলের
Ο ঘ) নিশিন্দার
সঠিক উত্তর: (ঘ)
৯. কবি আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৯১৫
Ο খ) ১৯১৭
Ο গ) ১৯২৫
Ο ঘ) ১৯২০
সঠিক উত্তর: (খ)
১০. বৈঠায় হাত রাখলে কার পরশ বোঝা যায়?
Ο ক) কবির
Ο খ) বৃদ্ধার
Ο গ) বৃদ্ধের
Ο ঘ) জমিলার মা’র
সঠিক উত্তর: (ক)
১১. ‘রানী খালের সাঁকো’ একটি -
i. সুফিয়া কামালের লেখা গল্পগ্রন্থ
ii. আহসান হাবীব রচিত কিশোর পাঠ্য উপন্যাস
iii. আল মাহমুদের লেখা কাব্যগ্রন্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১২. কবি এ গাঁয়ে কী নন?
Ο ক) একা
Ο খ) উদ্বাস্তু
Ο গ) নবাগত
Ο ঘ) অভ্যাগত
সঠিক উত্তর: (ঘ)
১৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে?
Ο ক) আহসান হাবীব
Ο খ) আল মাহমুদ
Ο গ) শামসুর রাহমান
Ο ঘ) হুমায়ুন আজাদ
সঠিক উত্তর: (ক)
১৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার প্রথম পঙক্তি কোটি?
Ο ক) আমি কোনো অভ্যাগত নই
Ο খ) আমি কোনো আগন্তুক নই
Ο গ) আসমানের তারা সাক্ষী
Ο ঘ) খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নেই
সঠিক উত্তর: (গ)
১৫. জোনাকিরা আলো জ্বালাচ্ছে -
i. বাঁশ বাগানে
ii. লেবুর তলে
iii. ঘরের পিছনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. ‘আগন্তুক’ শব্দটি ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) অতিথি
Ο খ) অপরিচিত
Ο গ) নিমন্ত্রিত অতিথি
Ο ঘ) বহিরাগত
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘লাঙল’ শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
Ο ক) শুদ্ধ রীতি
Ο খ) অশুদ্ধ রীতি
Ο গ) সাধু রীতি
Ο ঘ) চরিত রীতি
সঠিক উত্তর: (ঘ)
১৮. কবি এ গাঁয়ে কোন নিয়মে ছিলেন?
Ο ক) স্বাভাবিক
Ο খ) নাড়ির টানে
Ο গ) স্বাপ্নিক
Ο ঘ) অনিচ্ছায়
সঠিক উত্তর: (গ)
১৯. কবি আহসান হাবীব ‘দৈনিক বাংলা’ পত্রিকার কোন দায়িত্ব পালন করেন?
Ο ক) সহকারী সম্পাদক
Ο খ) সাহিত্য সম্পাদক
Ο গ) সংবাদ সম্পাদক
Ο ঘ) নির্বাহী সম্পাদক
সঠিক উত্তর: (খ)
২০. কদম আলী ও জমিলার মা হলো -
i. দারিদ্র্যতার প্রতীক
ii. গাঁয়ের অকাল বার্ধক্যের নিদর্শন
iii. গ্রাম্য লোকের অনাহারের নিদর্শন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. মাটিতে কার গন্ধ রয়েছে?
Ο ক) কবির
Ο খ) কদম আলীর
Ο গ) জমিলার মা’র
Ο ঘ) আগন্তুকের
সঠিক উত্তর: (ক)
২২. কদম আলীর চোখে কী ফুটে উঠেছে?
Ο ক) ভয়
Ο খ) ক্লান্তি
Ο গ) সাহস
Ο ঘ) আশা
সঠিক উত্তর: (খ)
২৩. ‘আসমান’ শব্দের অর্থ কী?
Ο ক) আকাশ
Ο খ) বাতাস
Ο গ) সমান
Ο ঘ) বারি
সঠিক উত্তর: (ক)
২৪. চিরল পাতায় কী দেখা যায়?
Ο ক) ফড়িং
Ο খ) কুয়াশা
Ο গ) টলমল শিশির
Ο ঘ) কৃষকের স্বপ্ন
সঠিক উত্তর: (গ)
২৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মাকে কোন শ্রেণির প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে?
Ο ক) ধনী
Ο খ) সন্তানহীনা
Ο গ) অভাবী
Ο ঘ) দেশপ্রেমিক
সঠিক উত্তর: (গ)
২৬. আহসান হাবীব কার চিরচেনা স্বজন?
Ο ক) পাখির
Ο খ) কদম আলীর
Ο গ) জোনাকির
Ο ঘ) জমিলার মা’র
সঠিক উত্তর: (খ)
২৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ধানের পাতা কেমন?
Ο ক) শ্যামল
Ο খ) অমসৃণ
Ο গ) সূচালো
Ο ঘ) চিরল
সঠিক উত্তর: (ঘ)
২৮. ডুমুরের ডাল কেমন?
Ο ক) ঝাকড়া
Ο খ) মোটা
Ο গ) চিকন
Ο ঘ) জাঁকালো
সঠিক উত্তর: (ক)
২৯. ‘জমিন’ শব্দটি কোন শব্দের অভিধায় দেখা যায়?
Ο ক) সংস্কৃত
Ο খ) দেশি
Ο গ) বিদেশি
Ο ঘ) আঞ্চলিক
সঠিক উত্তর: (গ)
৩০. কবি বেড়ে উঠেছেন -
i. গ্রামীণ জীবনে
ii. শহুরে জীবনে
iii. প্রবাস জীবনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ -
i. রাত্রিশেষ
ii. ছায়াহরিণ
iii. সারা দুপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২. কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন, কারণ -
i. আকাশের তারা ত্রিকালদর্শী
ii. মিটি মিটি আলো জ্বেলে সে সবাইকে দেখে
iii. আকাশের তারা কবিদের খুব পছন্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩. আহসান হাবীব কিসের জন্য বাংলা একাডেমি ও একুশে পদক পুরস্কার লাভ করেন?
Ο ক) সাংবাদিকতার জন্য
Ο খ) সাহিত্যকর্মের জন্য
Ο গ) জীবনবোধের জন্য
Ο ঘ) সম্পাদনার জন্য
সঠিক উত্তর: (খ)
৩৪. ‘বৈঠায় লাঙলে’ কবির হাতের স্পর্শ কেমন?
Ο ক) আলতো
Ο খ) নোংরা
Ο গ) গভীর
Ο ঘ) খেয়ালি
সঠিক উত্তর: (গ)
৩৫. নিশিন্দার ছায়া কিসের চাদরে ঢাকা?
Ο ক) জ্যোৎস্নার
Ο খ) মেঘের
Ο গ) গোধুলির
Ο ঘ) হাতের স্পর্শ
সঠিক উত্তর: (ক)
৩৬. কবি আহসান হাবীব কোথায় বেড়ে উঠেছেন?
Ο ক) শহরে
Ο খ) বন্দরে
Ο গ) গ্রামে
Ο ঘ) বিদেশে
সঠিক উত্তর: (গ)
৩৭. কবি যে ভিনদেশি পথিক নন তা তিনি কীভাবে বলেন?
Ο ক) অনুরোধ করে
Ο খ) ঘোষণা করে
Ο গ) কসম করে
Ο ঘ) চিৎকার করে
সঠিক উত্তর: (গ)
৩৮. কবি নিজেকে কেমন বালক বরে অভিহিত করেছেন?
Ο ক) পাগল
Ο খ) চিরচেনা
Ο গ) অবোধ
Ο ঘ) অচেনা
সঠিক উত্তর: (গ)
৩৯. কবির চিরচেনা কারা?
Ο ক) জমিলার দাদী, আলী মিয়া
Ο খ) জমিলার মেয়ে, আদব আলী
Ο গ) জমিলার মা, কদম আলী
Ο ঘ) হারিসার দাদী, মাখন মিয়া
সঠিক উত্তর: (গ)
৪০. কবি স্বাপ্নিক নিয়মে কোথায় থাকেন?
Ο ক) বাঁশবাগানে
Ο খ) জন্মভূমিতে
Ο গ) আসমানে
Ο ঘ) জমিনে
সঠিক উত্তর: (খ)
৪১. কবিতায় ‘খর রৌদ্র জলজ বাতাস’ বলার কারণ কী?
Ο ক) প্রচন্ড রোদে বাতাস বয় বলে
Ο খ) রৌদ্রতাপে প্রবাহিত বাতাসে জলীয় বাষ্প থাকে বলে
Ο গ) রৌদ্রে বাতাস প্রবাহিত হয় না বলে
Ο ঘ) গ্রামের বাতাস জলে পূর্ণ থাকে বলে
সঠিক উত্তর: (খ)
৪২. আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দিয়েছে কোনটি?
Ο ক) গভীর জীবনবোধ ও নৈরাশ্য
Ο খ) নিবিড় পর্যবেক্ষণ ও নৈরাশ্য
Ο গ) গভীর জীবনবোধ ও আশাবাদ
Ο ঘ) নিবিড় পর্যবেক্ষণ ও আশাবাদ
সঠিক উত্তর: (গ)
৪৩. মূলত জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক কত দিনের?
Ο ক) আজীবনের
Ο খ) শৈশবের
Ο গ) বৃদ্ধকালের
Ο ঘ) যৌবনের
সঠিক উত্তর: (ক)
৪৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় আসমানের তারার পরে কবি কাকে সাক্ষী করেছেন?
Ο ক) বাঁশবাগান
Ο খ) জমিনের ফুল
Ο গ) জারুল জামরুল
Ο ঘ) পুবের পুকুর
সঠিক উত্তর: (খ)
৪৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন মাসের ধানের কথা বলা হয়েছে?
Ο ক) কার্তিকের ধান
Ο খ) পৌষের ধান
Ο গ) বৈশাখের ধান
Ο ঘ) বর্ষাকালের ধান
সঠিক উত্তর: (ক)
৪৬. পাখিরা জানে কবি এদেশের -
i. কোনো আত্মীয় নন
ii. অনাগত নন
iii. ভিনদেশি পথিক নন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. ‘রাত্রিশেষ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
Ο ক) আহসান হাবীব
Ο খ) শামসুর রাহমান
Ο গ) মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর: (ক)
৪৮. কবিকে চেনার ব্যাপারে আসমানের কাকে সাক্ষী করা হয়েছে?
Ο ক) সূর্যকে
Ο খ) তারাকে
Ο গ) গ্রহকে
Ο ঘ) চাঁদকে
সঠিক উত্তর: (খ)
৪৯. ভিনদেশি পথিকেরা হলো তারা, যারা -
i. গাঁয়ে চিরদিন থাকে না
ii. যাদের অস্তিত্বে জন্মভূমির কিছু ঠাঁই পায় না
iii. যারা হঠাৎ এসে হঠাৎ চলে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০. এ গাঁয়ে কে আগুন্তুক নন?
Ο ক) বৃদ্ধ লোকটি
Ο খ) অচেনা লোকটি
Ο গ) বৃদ্ধা মহিলা
Ο ঘ) কবি আহসান হাবীব
সঠিক উত্তর: (ঘ)
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কবি আহসান হাবীব ‘বিকেল’কে ক্লান্ত বলেছেন কেন?
Ο ক) মেঘে ঢাকা বলে
Ο খ) খর রৌদ্রের কারণে
Ο গ) কবির সাথে গল্প করে বলে
Ο ঘ) সারাদিনের পথ পরিক্রমায়
সঠিক উত্তর: (ঘ)
২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির কোন দিকটি ফুটে উঠেছে?
Ο ক) দায়িত্ববোধ
Ο খ) কর্তব্যবোধ
Ο গ) দেশের প্রতি ভালোবাসা
Ο ঘ) বিদেশের প্রতি টান
সঠিক উত্তর: (গ)
৩. নিশিরাইত বাঁশবাগানসহ জোনাকি সাক্ষী কতগুলো?
Ο ক) বিস্তর
Ο খ) শতাধিক
Ο গ) গুটিকয়েক
Ο ঘ) একটি
সঠিক উত্তর: (ক)
৪. বৈঠায় আর লাঙলে হাত রাখলে বোঝা যায় -
i. এতে কবির হাতের পরশ আছে
ii. এতে স্বদেশি গন্ধ আছে
iii. এগুলো এদেশের সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৫. পুবের পুকুর পাড়ে কী গাছ অবস্থিত?
Ο ক) জারুল
Ο খ) জামরুল
Ο গ) ডুমুর
Ο ঘ) নিশিন্দা
সঠিক উত্তর: (গ)
৬. দেশ মানে শুধু কী নয়?
Ο ক) ভূখন্ড
Ο খ) জনগোষ্ঠী
Ο গ) চারপাশের প্রকৃতি
Ο ঘ) মানচিত্র
সঠিক উত্তর: (গ)
৭. কবি আহসান হাবীব কোন কলেজে পড়াশুনা করেন?
Ο ক) বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
Ο খ) কারমাইকেল কলেজ, রংপুর
Ο গ) ব্রজমোহন কলেজ, বরিশাল
Ο ঘ) ব্রজলাল কলেজ, খুলনা
সঠিক উত্তর: (গ)
৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের ছায়ার কথা বলা হয়েছে?
Ο ক) জ্যোৎস্নার
Ο খ) আসমানের
Ο গ) জামরুলের
Ο ঘ) নিশিন্দার
সঠিক উত্তর: (ঘ)
৯. কবি আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৯১৫
Ο খ) ১৯১৭
Ο গ) ১৯২৫
Ο ঘ) ১৯২০
সঠিক উত্তর: (খ)
১০. বৈঠায় হাত রাখলে কার পরশ বোঝা যায়?
Ο ক) কবির
Ο খ) বৃদ্ধার
Ο গ) বৃদ্ধের
Ο ঘ) জমিলার মা’র
সঠিক উত্তর: (ক)
১১. ‘রানী খালের সাঁকো’ একটি -
i. সুফিয়া কামালের লেখা গল্পগ্রন্থ
ii. আহসান হাবীব রচিত কিশোর পাঠ্য উপন্যাস
iii. আল মাহমুদের লেখা কাব্যগ্রন্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১২. কবি এ গাঁয়ে কী নন?
Ο ক) একা
Ο খ) উদ্বাস্তু
Ο গ) নবাগত
Ο ঘ) অভ্যাগত
সঠিক উত্তর: (ঘ)
১৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে?
Ο ক) আহসান হাবীব
Ο খ) আল মাহমুদ
Ο গ) শামসুর রাহমান
Ο ঘ) হুমায়ুন আজাদ
সঠিক উত্তর: (ক)
১৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার প্রথম পঙক্তি কোটি?
Ο ক) আমি কোনো অভ্যাগত নই
Ο খ) আমি কোনো আগন্তুক নই
Ο গ) আসমানের তারা সাক্ষী
Ο ঘ) খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নেই
সঠিক উত্তর: (গ)
১৫. জোনাকিরা আলো জ্বালাচ্ছে -
i. বাঁশ বাগানে
ii. লেবুর তলে
iii. ঘরের পিছনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. ‘আগন্তুক’ শব্দটি ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) অতিথি
Ο খ) অপরিচিত
Ο গ) নিমন্ত্রিত অতিথি
Ο ঘ) বহিরাগত
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘লাঙল’ শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
Ο ক) শুদ্ধ রীতি
Ο খ) অশুদ্ধ রীতি
Ο গ) সাধু রীতি
Ο ঘ) চরিত রীতি
সঠিক উত্তর: (ঘ)
১৮. কবি এ গাঁয়ে কোন নিয়মে ছিলেন?
Ο ক) স্বাভাবিক
Ο খ) নাড়ির টানে
Ο গ) স্বাপ্নিক
Ο ঘ) অনিচ্ছায়
সঠিক উত্তর: (গ)
১৯. কবি আহসান হাবীব ‘দৈনিক বাংলা’ পত্রিকার কোন দায়িত্ব পালন করেন?
Ο ক) সহকারী সম্পাদক
Ο খ) সাহিত্য সম্পাদক
Ο গ) সংবাদ সম্পাদক
Ο ঘ) নির্বাহী সম্পাদক
সঠিক উত্তর: (খ)
২০. কদম আলী ও জমিলার মা হলো -
i. দারিদ্র্যতার প্রতীক
ii. গাঁয়ের অকাল বার্ধক্যের নিদর্শন
iii. গ্রাম্য লোকের অনাহারের নিদর্শন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. মাটিতে কার গন্ধ রয়েছে?
Ο ক) কবির
Ο খ) কদম আলীর
Ο গ) জমিলার মা’র
Ο ঘ) আগন্তুকের
সঠিক উত্তর: (ক)
২২. কদম আলীর চোখে কী ফুটে উঠেছে?
Ο ক) ভয়
Ο খ) ক্লান্তি
Ο গ) সাহস
Ο ঘ) আশা
সঠিক উত্তর: (খ)
২৩. ‘আসমান’ শব্দের অর্থ কী?
Ο ক) আকাশ
Ο খ) বাতাস
Ο গ) সমান
Ο ঘ) বারি
সঠিক উত্তর: (ক)
২৪. চিরল পাতায় কী দেখা যায়?
Ο ক) ফড়িং
Ο খ) কুয়াশা
Ο গ) টলমল শিশির
Ο ঘ) কৃষকের স্বপ্ন
সঠিক উত্তর: (গ)
২৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মাকে কোন শ্রেণির প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে?
Ο ক) ধনী
Ο খ) সন্তানহীনা
Ο গ) অভাবী
Ο ঘ) দেশপ্রেমিক
সঠিক উত্তর: (গ)
২৬. আহসান হাবীব কার চিরচেনা স্বজন?
Ο ক) পাখির
Ο খ) কদম আলীর
Ο গ) জোনাকির
Ο ঘ) জমিলার মা’র
সঠিক উত্তর: (খ)
২৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ধানের পাতা কেমন?
Ο ক) শ্যামল
Ο খ) অমসৃণ
Ο গ) সূচালো
Ο ঘ) চিরল
সঠিক উত্তর: (ঘ)
২৮. ডুমুরের ডাল কেমন?
Ο ক) ঝাকড়া
Ο খ) মোটা
Ο গ) চিকন
Ο ঘ) জাঁকালো
সঠিক উত্তর: (ক)
২৯. ‘জমিন’ শব্দটি কোন শব্দের অভিধায় দেখা যায়?
Ο ক) সংস্কৃত
Ο খ) দেশি
Ο গ) বিদেশি
Ο ঘ) আঞ্চলিক
সঠিক উত্তর: (গ)
৩০. কবি বেড়ে উঠেছেন -
i. গ্রামীণ জীবনে
ii. শহুরে জীবনে
iii. প্রবাস জীবনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ -
i. রাত্রিশেষ
ii. ছায়াহরিণ
iii. সারা দুপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২. কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন, কারণ -
i. আকাশের তারা ত্রিকালদর্শী
ii. মিটি মিটি আলো জ্বেলে সে সবাইকে দেখে
iii. আকাশের তারা কবিদের খুব পছন্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩. আহসান হাবীব কিসের জন্য বাংলা একাডেমি ও একুশে পদক পুরস্কার লাভ করেন?
Ο ক) সাংবাদিকতার জন্য
Ο খ) সাহিত্যকর্মের জন্য
Ο গ) জীবনবোধের জন্য
Ο ঘ) সম্পাদনার জন্য
সঠিক উত্তর: (খ)
৩৪. ‘বৈঠায় লাঙলে’ কবির হাতের স্পর্শ কেমন?
Ο ক) আলতো
Ο খ) নোংরা
Ο গ) গভীর
Ο ঘ) খেয়ালি
সঠিক উত্তর: (গ)
৩৫. নিশিন্দার ছায়া কিসের চাদরে ঢাকা?
Ο ক) জ্যোৎস্নার
Ο খ) মেঘের
Ο গ) গোধুলির
Ο ঘ) হাতের স্পর্শ
সঠিক উত্তর: (ক)
৩৬. কবি আহসান হাবীব কোথায় বেড়ে উঠেছেন?
Ο ক) শহরে
Ο খ) বন্দরে
Ο গ) গ্রামে
Ο ঘ) বিদেশে
সঠিক উত্তর: (গ)
৩৭. কবি যে ভিনদেশি পথিক নন তা তিনি কীভাবে বলেন?
Ο ক) অনুরোধ করে
Ο খ) ঘোষণা করে
Ο গ) কসম করে
Ο ঘ) চিৎকার করে
সঠিক উত্তর: (গ)
৩৮. কবি নিজেকে কেমন বালক বরে অভিহিত করেছেন?
Ο ক) পাগল
Ο খ) চিরচেনা
Ο গ) অবোধ
Ο ঘ) অচেনা
সঠিক উত্তর: (গ)
৩৯. কবির চিরচেনা কারা?
Ο ক) জমিলার দাদী, আলী মিয়া
Ο খ) জমিলার মেয়ে, আদব আলী
Ο গ) জমিলার মা, কদম আলী
Ο ঘ) হারিসার দাদী, মাখন মিয়া
সঠিক উত্তর: (গ)
৪০. কবি স্বাপ্নিক নিয়মে কোথায় থাকেন?
Ο ক) বাঁশবাগানে
Ο খ) জন্মভূমিতে
Ο গ) আসমানে
Ο ঘ) জমিনে
সঠিক উত্তর: (খ)
৪১. কবিতায় ‘খর রৌদ্র জলজ বাতাস’ বলার কারণ কী?
Ο ক) প্রচন্ড রোদে বাতাস বয় বলে
Ο খ) রৌদ্রতাপে প্রবাহিত বাতাসে জলীয় বাষ্প থাকে বলে
Ο গ) রৌদ্রে বাতাস প্রবাহিত হয় না বলে
Ο ঘ) গ্রামের বাতাস জলে পূর্ণ থাকে বলে
সঠিক উত্তর: (খ)
৪২. আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দিয়েছে কোনটি?
Ο ক) গভীর জীবনবোধ ও নৈরাশ্য
Ο খ) নিবিড় পর্যবেক্ষণ ও নৈরাশ্য
Ο গ) গভীর জীবনবোধ ও আশাবাদ
Ο ঘ) নিবিড় পর্যবেক্ষণ ও আশাবাদ
সঠিক উত্তর: (গ)
৪৩. মূলত জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক কত দিনের?
Ο ক) আজীবনের
Ο খ) শৈশবের
Ο গ) বৃদ্ধকালের
Ο ঘ) যৌবনের
সঠিক উত্তর: (ক)
৪৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় আসমানের তারার পরে কবি কাকে সাক্ষী করেছেন?
Ο ক) বাঁশবাগান
Ο খ) জমিনের ফুল
Ο গ) জারুল জামরুল
Ο ঘ) পুবের পুকুর
সঠিক উত্তর: (খ)
৪৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন মাসের ধানের কথা বলা হয়েছে?
Ο ক) কার্তিকের ধান
Ο খ) পৌষের ধান
Ο গ) বৈশাখের ধান
Ο ঘ) বর্ষাকালের ধান
সঠিক উত্তর: (ক)
৪৬. পাখিরা জানে কবি এদেশের -
i. কোনো আত্মীয় নন
ii. অনাগত নন
iii. ভিনদেশি পথিক নন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. ‘রাত্রিশেষ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
Ο ক) আহসান হাবীব
Ο খ) শামসুর রাহমান
Ο গ) মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর: (ক)
৪৮. কবিকে চেনার ব্যাপারে আসমানের কাকে সাক্ষী করা হয়েছে?
Ο ক) সূর্যকে
Ο খ) তারাকে
Ο গ) গ্রহকে
Ο ঘ) চাঁদকে
সঠিক উত্তর: (খ)
৪৯. ভিনদেশি পথিকেরা হলো তারা, যারা -
i. গাঁয়ে চিরদিন থাকে না
ii. যাদের অস্তিত্বে জন্মভূমির কিছু ঠাঁই পায় না
iii. যারা হঠাৎ এসে হঠাৎ চলে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০. এ গাঁয়ে কে আগুন্তুক নন?
Ο ক) বৃদ্ধ লোকটি
Ο খ) অচেনা লোকটি
Ο গ) বৃদ্ধা মহিলা
Ο ঘ) কবি আহসান হাবীব
সঠিক উত্তর: (ঘ)
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
Tags
SSC Bangla1