এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২২: পদ্য - বৃষ্টি (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২২: পদ্য - বৃষ্টি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিসিএস প্রিলি টেষ্ট

১. বর্ষার জমাটবাঁধা কালো অন্ধকার আমাদের মনকে -
i. ছন্দোময় করে তোলে
ii. কল্পলোকে নিয়ে যায়
iii. তোলপাড় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

http://www.webschoolbd.com
 ২. ‘বৃষ্টি’ কবিতাটি কতটি স্তবকে রচিত?
Ο ক) ৫
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ২
 সঠিক উত্তর: (খ)

 ৩. কাকে কেন্দ্র করে গ্রাম গড়ে উঠেছে?
Ο ক) আবাদি জমি
Ο খ) নদী
Ο গ) বিস্তৃত মাঠ
Ο ঘ) দগ্ধ ধানক্ষেত
 সঠিক উত্তর: (খ)

 ৪. “ফররুখ আহমদের পিতার নাম সৈয়দ হাতেম আলী।” - এ পঙক্তিতে ফুটে ওঠা নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) খান বংশীয়
Ο খ) ভূঁইয়া বংশীয়
Ο গ) সৈয়দ বংশীয়
Ο ঘ) শেখ বংশীয়
 সঠিক উত্তর: (গ)

 ৫. তৃষিত বন জেগে উঠেছে কেন?
Ο ক) বর্ষণের সুর শুনে
Ο খ) বিদগ্ধ আকাশ দেখে
Ο গ) বৃষ্টির প্রতীক্ষা করে
Ο ঘ) পুবের হাওয়ায় ভেসে
 সঠিক উত্তর: (ক)

 ৬. বিদগ্ধ আকাশ, মাঠ বলতে বোঝায় -
i. রৌদ্র ঝলসিত আকাশ ও মাটি
ii. রৌদ্রে পুষ্ট আকাশ ও মাঠ
iii. রৌদ্রদগ্ধ আকাশ ও মাঠ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭. নদীর ফাটলে জোয়ার আনে কোনটি?
Ο ক) বন্যা
Ο খ) ঝড়
Ο গ) মেঘ
Ο ঘ) মাটি
 সঠিক উত্তর: (ক)

 ৮. ‘সওয়ার’ অর্থ কী?
Ο ক) আরোহণ করা
Ο খ) আরোহী
Ο গ) নৌকা
Ο ঘ) পালকি
 সঠিক উত্তর: (খ)

 ৯. ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে’ - পঙক্তিটি কীভাবে ‘বৃষ্টি’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ -
Ο ক) বৃষ্টির জন্য প্রতীক্ষা প্রকাশ করছে বলে
Ο খ) বৃষ্টির আগমনের আনন্দ প্রকাশ করছে বলে
Ο গ) বৃষ্টির স্নিগ্ধ সৌন্দর্যকে প্রকাশ করছে বলে
Ο ঘ) বৃষ্টির দিনের সংবেদনশীলতাকে প্রকাশ করেছে বলে
 সঠিক উত্তর: (ক)

 ১০. পদ্মা-মেঘনা কী?
Ο ক) বাংলাদেশের দুটি রণতরী
Ο খ) দুটি রাষ্ট্রীয় অতিথিশালা
Ο গ) দুটি বাণিজ্যিক জাহাজ
Ο ঘ) বাংলাদেশের দুটি প্রধান নদী
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. ‘সাত সাগরের মাঝি’ কার রচনা?
Ο ক) কাজী নজরুল ইসলাম
Ο খ) ফররুখ আহমদ
Ο গ) গোলাম মোস্তফা
Ο ঘ) সৈয়দ আলী আহসান
 সঠিক উত্তর: (খ)

 ১২. ‘বৃষ্টি’ কবিতার রচয়িতা কে?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) জসীমউদদীন
Ο গ) ফররুম আহমদ
Ο ঘ) আহসান হাবীব
 সঠিক উত্তর: (গ)

 ১৩. কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন?
Ο ক) কন্যার
Ο খ) পরি
Ο গ) আলোর
Ο ঘ) বৃষ্টির
 সঠিক উত্তর: (খ)

 ১৪. রুক্ষ মাঠ ও অাসমান কীসের সুর শোনে?
Ο ক) মেঘের
Ο খ) বর্ষণের
Ο গ) বিদ্যুৎ চমকানোর
Ο ঘ) চাতকের
 সঠিক উত্তর: (খ)

 ১৫. তৃষিত বনের সাথে কী জেগে ওঠে?
Ο ক) তৃষাতপ্ত মন
Ο খ) তৃষাতপ্ত পথিক
Ο গ) গৌরবের ফসল
Ο ঘ) তৃষ্ণার্ত মাটি
 সঠিক উত্তর: (ক)

 ১৬. রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ-ওঠা হাতের মতন’ - কোন কবিতার চরণ?
Ο ক) জীবন সঙ্গীত
Ο খ) বৃষ্টি
Ο গ) প্রাণ
Ο ঘ) সুখের লাগিয়া
 সঠিক উত্তর: (খ)

 ১৭. ‘সিরাজাম মুনীরা’ গ্রন্থের রচয়িতা কে?
Ο ক) কাজী নজরুল ইসলাম
Ο খ) আহসান হাবীব
Ο গ) ফররুখ আহমদ
Ο ঘ) কামাল চৌধুরী
 সঠিক উত্তর: (গ)

 ১৮. ‘বৃষ্টি’ কবিতাটি শুরু এবং শেষ হয়েছে -
i. শুরু হয়েছে প্রতীক্ষিত বৃষ্টির আগমন দিয়ে
ii. শেষ হয়েছে বৃষ্টির যশগাথা গেয়ে
iii. শেষ হয়েছে প্রকৃতির সাথে মানুষের রসসিক্ততা দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৯. বহু প্রতীক্ষিত বৃষ্টি! কারণ বৃষ্টি -
i. প্রাণের স্পন্দন নিয়ে আসে
ii. বর্ষার আগমনী বার্তা নিয়ে আসে
iii. প্রকৃতির রুক্ষতা দূর করে দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. ‘বর্ষণমুখর’ শব্দের সাথে সাদৃশ্য রয়েছে -
i. স্থিরতার
ii. প্রবহমানতার
iii. জলাবদ্ধতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২১. ‘অরণ্য’ শব্দ বলতে কী বোঝ?
Ο ক) ক্ষেত
Ο খ) গাছ
Ο গ) সৌন্দর্য
Ο ঘ) বন
 সঠিক উত্তর: (ঘ)

 ২২. ‘রৌদ্র-দগ্ধ ধানক্ষেত’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) রোদে পুষ্ট ধানক্ষেত
Ο খ) রোদে স্বর্ণালিবরণ ধানক্ষেত
Ο গ) রোদে পাকানো ধানক্ষেত
Ο ঘ) রোদে ঝলসিত ধানক্ষেত
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩. ‘বৃষ্টি’ কবিতায় কোন ফসলের নাম উল্লেখ আছে?
Ο ক) ধান
Ο খ) পাট
Ο গ) সরিষা
Ο ঘ) তিল
 সঠিক উত্তর: (ক)

 ২৪. বর্ষার সময় নদীর দু ধারে কী দেখা যায়?
Ο ক) প্লাবন
Ο খ) বিদ্যুৎচমক
Ο গ) ফাটল
Ο ঘ) ভাটা
 সঠিক উত্তর: (ক)

 ২৫. নদীর ফাটলে বন্যা কী আনে?
Ο ক) প্লাবন
Ο খ) জলোচ্ছ্বাস
Ο গ) জীবন ও ফসলের ক্ষতি
Ο ঘ) পূর্ণ প্রাণের জোয়ার
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬. নিচের কোন কাব্যগ্রন্থগুলো কবি ফররুখ আহমদের?
Ο ক) অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক
Ο খ) রাখালী, বালুচর, বোবা কাহিনী
Ο গ) নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, পাখির বাসা
Ο ঘ) সাঁঝের মায়া, মায়াকাজল, উদাত্ত পৃথিবী
 সঠিক উত্তর: (গ)

 ২৭. কোথায় পূর্ণ প্রাণের জোয়ার আসে?
Ο ক) সাগরের পাড়ে
Ο খ) নদীর ফাটলে
Ο গ) নদীর পাড়ে
Ο ঘ) বিলের পাড়ে
 সঠিক উত্তর: (খ)

 ২৮. ‘ধানক্ষেত’ - এর সাথে সম্পর্কযুক্ত হলো -
i. কৃষকের
ii. লাঙলের
iii. জলের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. সাহিত্যে অবদানের জন্য ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার পান?
Ο ক) আদমজী পুরস্কার
Ο খ) একুশে স্বর্ণপদক
Ο গ) বাংলা একাডেমী পুরস্কার
Ο ঘ) নাসির উদ্দিন স্বর্ণপদক
 সঠিক উত্তর: (খ)

 ৩০. ফররুখ আহমদ বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) মাগুরা
Ο খ) বগুড়া
Ο গ) সাতক্ষীরা
Ο ঘ) কুষ্টিয়া
 সঠিক উত্তর: (ক)

 ৩১. পদ্মা-মেঘনার দুপাশে আবাদি গ্রাম বলতে বোঝায় -
i. নদীমাতৃক বাংলাদেশ
ii. নদীতীরবর্তী গ্রাম-প্রান্তর
iii. নানা নৌবন্দর, গঞ্জ ও হাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩২. বিস্মৃত দিন কী অবস্থায় পড়ে আছে?
Ο ক) নিঃসঙ্গ নির্জন
Ο খ) রুক্ষ বিষন্ন
Ο গ) রৌদ্র-দগ্ধ
Ο ঘ) বিষন্ন মেদুর
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. তৃষাতপ্ত মনের পাড়ি দেওয়া পথ-প্রান্তরের যে চিত্র ‘বৃষ্টি’ কবিতায় ফুটে উঠেছে তা কেমন?
Ο ক) বর্ণিল
Ο খ) রোমাঞ্চকর
Ο গ) বন্ধুর
Ο ঘ) বঙ্কিম
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. দিক দিগন্তের পথে বিদ্যুতের কী দেখা যায়?
Ο ক) প্রাণের জোয়ার
Ο খ) অপরূপ আভা
Ο গ) স্নিগ্ধ কোমলতা
Ο ঘ) তৃষ্ণাতপ্ত মন
 সঠিক উত্তর: (খ)

 ৩৫. ‘বিষন্ন মেদুর’ শব্দটি দ্বারা ‘বৃষ্টি’ কবিতায় কী বোঝানো হয়েছে?
Ο ক) হতাশা
Ο খ) অবসাদ
Ο গ) স্নিগ্ধ কোমল
Ο ঘ) তৃষাতপ্ত মন
 সঠিক উত্তর: (গ)

 ৩৬. বর্ষণমুখর দিনে তৃষ্ণাতপ্ত মন জেগে উঠছে কেন?
Ο ক) বিষন্ন মেদুর হয়ে
Ο খ) বর্ষণের সুর শুনে
Ο গ) পুবের হাওয়ায় ভেসে
Ο ঘ) বিগদ্ধ আকাশ দেখে
 সঠিক উত্তর: (খ)

 ৩৭. কোন সময়ের মেঘ বিষন্নমেদুর?
Ο ক) বর্ষার
Ο খ) শরতের
Ο গ) হেমন্তের
Ο ঘ) কালবৈশাখীর
 সঠিক উত্তর: (ক)

 ৩৮. “১৯৪৭ সালের ১৯শে অক্টোবর কবি ফররুখ আহমদ পরলোকগমন করেন।” - এ বক্তব্যে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) উনিশ শতকের শেষ ধাপ
Ο খ) বিশ শতকের শেষ ধাপ
Ο গ) বিশ শতকের মাঝামাঝি
Ο ঘ) বিশ শতকের শেষ ধাপ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯. বৃষ্টিতে প্রাণ জুড়ায় কী?
Ο ক) রুক্ষ মাটি
Ο খ) ধানের শীষ
Ο গ) আমের মুকুল
Ο ঘ) বর্ষার ফুল
 সঠিক উত্তর: (ক)

 ৪০. ‘বৃষ্টি’ কবিতার কবির বিস্মৃত দিন কেমন?
Ο ক) বর্ণিল ও বৈচিত্র‌্যময়
Ο খ) সুখে-দুঃখে ভরা
Ο গ) সুখ স্বাচ্ছন্দ্যময়
Ο ঘ) নিঃসঙ্গ নির্জন
 সঠিক উত্তর: (ঘ) 

 ৪১. ‘বৃষ্টি’ কবিতায় বর্ণিত নিঃসঙ্গ নিজন হলো -
i. বিস্মৃত দিন
ii. অতীত দিন
iii. হারানো দিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২. ফররুখ আহমদ কোন দুটি বিষয়ে অনার্সে ভর্তি হন?
Ο ক) পদার্থ ও রসায়ন
Ο খ) পদার্থ ও গণিত
Ο গ) দর্শন ও ইংরেজি
Ο ঘ) বাংলা ও ভাষাতত্ত্ব
 সঠিক উত্তর: (গ)

 ৪৩. ‘বৃষ্টি’ কবিতায় ‘বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে সওয়ার হয়েছে’ বলা হয় কেন?
Ο ক) মেঘেদের সাজপোশাক পরেছে বলে
Ο খ) মেঘেদের আড়ালে ঢাকা পড়ছে বলে
Ο গ) মেঘে মেঘে ঘুরে বেড়াচ্ছে বলে
Ο ঘ) মেঘে মেঘে প্রাণের জোয়ার আনছে বলে
 সঠিক উত্তর: (গ)

 ৪৪. ‘তৃষিত’ শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) প্রতীক্ষিত
Ο খ) পিপাসার্ত
Ο গ) ভোগেচ্ছুক
Ο ঘ) কাম্য
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. বৃষ্টি একাকী জীবনে বাড়ায় -
Ο ক) বিড়ম্বনা
Ο খ) বিরহ
Ο গ) বিরক্তি
Ο ঘ) বিশ্বাস
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. ‘দিকদিগন্তের পথে অপরূপ আভা’ - কিসের আভার কথা বলা হয়েছে?
Ο ক) চাঁদের
Ο খ) সূর্যের
Ο গ) মেঘের
Ο ঘ) বিদ্যুতের
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭. ‘আজি ঝর ঝর মুখর বাদল দিনে’ - চরণটির সাথে ‘বৃষ্টি’ কবিতার সাদৃশ্যপূর্ণ পঙক্তি হলো -
i. বৃষ্টি এলো ....... বহু প্রতীক্ষিত বৃষ্টি!
ii. বৃষ্টি এলো পুবের হাওয়ায়
iii. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮. বৃষ্টির সাথে সম্পর্ক রয়েছে - i. আকাশের ii. সূর্যের iii. প্রকৃতির নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৯. ফররুখ আহমদ স্টাফ রাইটার হিসেবে কত বছর নিয়োজিত ছিলেন?
Ο ক) ১০ বছর
Ο খ) ১৫ বছর
Ο গ) ২০ বছর
Ο ঘ) ২৫ বছর
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০. ফররুখ আহমদ স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন -
i. দর্শনের
ii. ইংরেজির
iii. বাংলার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।


আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post