এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২০: পদ্য - সেইদিন এই মাঠ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২০: পদ্য - সেইদিন এই মাঠ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

১. লক্ষ্মীপেঁচার সাথে কোন সময়ের সাদৃশ্য রয়েছে?
Ο ক) সকালের
Ο খ) দুপুরের
Ο গ) বিকেলের
Ο ঘ) রাতের
 সঠিক উত্তর: (ঘ)

http://www.webschoolbd.com
 ২. ‘এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে
Ο খ) এশিরিয়া আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল
Ο গ) পুড়ে যাওয়া বেবিলনের ছাই পড়ে আছে
Ο ঘ) এশিরিয়া ধুলো বেবিলনে পড়ে ছাই হলো
 সঠিক উত্তর: (ক)

 ৩. জীবনানন্দ দাশ কী কবি হিসেবে পরিচিত?
Ο ক) প্রকৃতির কবি
Ο খ) আধুনিক জীবনচেতনার কবি
Ο গ) নাগরিক কবি
Ο ঘ) বাস্তববাদী কবি
 সঠিক উত্তর: (খ)

 ৪. জীবনানন্দ দাশ কলকাতার কোন কলেজ থেকে শিক্ষালাভ করেন?
Ο ক) প্রেসিডেন্সি কলেজ
Ο খ) রিপন কলেজ
Ο গ) কলকাতা কলেজ
Ο ঘ) সেন্ট ডেভিয়ার্স কলেজ
 সঠিক উত্তর: (ক)

 ৫. ‘সেইদিন এই মাঠ’ কবিতাটির নামকরণ করা হয়েছে -
Ο ক) রূপকের আশ্রয়ে
Ο খ) অন্তর্নিহিত তাৎপর্যের ওপর
Ο গ) বিষয়বস্তুর ওপর
Ο ঘ) দার্শনিক তত্ত্বের ওপর
 সঠিক উত্তর: (গ)

 ৬. ‘সেইদিন এই মাঠ’ কবিতার স্বপ্নের সাথে সম্পর্ক রয়েছে -
i. প্রকৃতির
ii. মানুষের
iii. নক্ষত্রের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭. জীবনানন্দ দাশের জননীর নাম কী?
Ο ক) কুসুমকুমারী দাশ
Ο খ) কুসুম রানি দাশ
Ο গ) কুসুম কানন দাশ
Ο ঘ) কুসুম বালা দাশ
 সঠিক উত্তর: (ক)

 ৮. নিচের কোনটি জীবনানন্দ দাশের রচিত গ্রন্থ?
Ο ক) চক্রবাক
Ο খ) তীর্থরেণু
Ο গ) চিন্তাতরঙ্গিনী
Ο ঘ) সুতীর্থ
 সঠিক উত্তর: (ঘ)

 ৯. ‘সাধ’ শব্দের অর্থ হলো -
Ο ক) খোয়াব
Ο খ) পুলক
Ο গ) স্পৃহা
Ο ঘ) মমতা
 সঠিক উত্তর: (গ)

 ১০. মরণশীল ব্যক্তি মানুষের মৃত্যুর সাথে সাথে প্রকৃতির যে দিকটি পরিবর্তন হয় না -
i. প্রাণময় সৌন্দর্য
ii. চিরকালীন ব্যস্ততা
iii. নিত্যকার বিনির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. ‘ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি চরবে গরু খেলবে রাখাল ওই মাঠে।’ - পঙক্তিটিতে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন কথাটির সাথে সামঞ্জস্যপূর্ণ?
Ο ক) যেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো
Ο খ) এই নদী নক্ষত্রের তলে সেদিনো দেখিবে স্বপ্ন
Ο গ) লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
Ο ঘ) সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
 সঠিক উত্তর: (ক)

 ১২. ‘সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’ পঙক্তিটিতে কবি মাঠ বলতে কী বুঝিয়েছেন?
Ο ক) মানুষের বিচরণভূমি
Ο খ) প্রকৃতির সৌন্দর্য
Ο গ) সভ্যতার অবস্থান
Ο ঘ) মানুষের স্বপ্নভূমি
 সঠিক উত্তর: (ক)

 ১৩. সেইদিন এই মাঠ কী হবে না বলে কবি মনে করেন?
Ο ক) শান্ত
Ο খ) স্তব্ধ
Ο গ) স্থবির
Ο ঘ) বন্ধ
 সঠিক উত্তর: (খ)

 ১৪. এশিরিয়া, বেবিলন হলো -
i. মানুষের নাম
ii. সভ্যতার নাম
iii. বাড়ির নাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (খ)

 ১৫. ‘এশিরিয়া’ কী?
Ο ক) একটি মহাদেশের নাম
Ο খ) একটি সংস্কৃতির নাম
Ο গ) একটি জাতিগোষ্ঠীর নাম
Ο ঘ) একটি সভ্যতার নাম
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. জীবনানন্দ দাশ মূলত -
Ο ক) আধুনিক জীবনচেতনার কবি
Ο খ) গ্রামবাংলার কবি
Ο গ) দ্রোহের কবি
Ο ঘ) নগরচেতনার কবি
 সঠিক উত্তর: (ক)

 ১৭. জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৯০৩
Ο খ) ১৮৯৯
Ο গ) ১৮৯৭
Ο ঘ) ১৮৯৫
 সঠিক উত্তর: (খ)

 ১৮. সভ্যতা একইসাথে যেসব বিপরীত বৈশিষ্ট্যের ধারক -
i. ক্ষয় ও বিনির্মাণ
ii. ভাঙা ও গড়া
iii. জীবন ও মৃত্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯. জীবনানন্দ দাশ কোন স্কুলে পড়াশোনা করেছিলেন?
Ο ক) বরিশাল জিলা স্কুল
Ο খ) সেন্ট আলফ্রেড হাই স্কুল
Ο গ) বরিশাল ব্রজমোহন স্কুল
Ο ঘ) বরিশাল ব্রজমোহন কলেজ
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. চালতাফুলের গন্ধের ঢেউটি কেমন ছিল?
Ο ক) নরম
Ο খ) উষ্ণ
Ο গ) শীতল
Ο ঘ) অপূর্ব
 সঠিক উত্তর: (ক)

 ২১. কবির মতে শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের মতো গন্ধের ঢেউ কতটা সময় প্রবাহিত হবে?
Ο ক) কিছুকালব্যাপী
Ο খ) যুগান্তরব্যাপী
Ο গ) অনন্তকালব্যাপী
Ο ঘ) বছরব্যাপী
 সঠিক উত্তর: (গ)

 ২২. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় লক্ষ্মীপেঁচা কী করবে তার লক্ষ্মীটির তরে?
Ο ক) নাচবে
Ο খ) জীবন দিবে
Ο গ) অভিনয় করবে
Ο ঘ) গান গাইবে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবির কোন ভাবনা প্রকাশিত হয়েছে?
Ο ক) মৃত্যুভাবনা
Ο খ) অস্তিত্বভাবনা
Ο গ) সমাজ ভাবনা
Ο ঘ) দেশ ভাবনা
 সঠিক উত্তর: (খ)

 ২৪. প্রকৃতির মধ্যে কীসের আস্বাদ পাওয়া যায়?
Ο ক) বিচিত্র কলরবের
Ο খ) বিচিত্র দুর্বলতার
Ο গ) বিচিত্র গন্ধের
Ο ঘ) বিচিত্র শক্তির
 সঠিক উত্তর: (গ)

 ২৫. জীবনানন্দ দাশের পিতার নাম কী?
Ο ক) গোবিন্দ দাশ
Ο খ) নিত্যানন্দ দাশ
Ο গ) পরমানন্দ দাশ
Ο ঘ) সত্যানন্দ দাশ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬. ‘খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে।’ এখানে খেয়ানৌকার সাথে সম্পৃক্ত হলো -
i. মাঝি
ii. বৈঠা
iii. পাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭. কবির দৃষ্টিতে কোন দেশ এক অনন্য রূপসী?
Ο ক) বাংলাদেশ
Ο খ) পাকিস্তান
Ο গ) ভুটান
Ο ঘ) নেপাল
 সঠিক উত্তর: (ক)

 ২৮. নদী কীসের তলে সেদিনো স্বপ্ন দেখবে?
Ο ক) আকাশের
Ο খ) নক্ষত্রের
Ο গ) প্রকৃতির
Ο ঘ) সৌন্দর্যের
 সঠিক উত্তর: (খ)

 ২৯. চালতাফুলে কী পড়ে থাকে?
Ο ক) ধুলোর চাদর
Ο খ) গ্রীষ্মের রোদ
Ο গ) শীতের শিশির
Ο ঘ) মেঘের রেশ
 সঠিক উত্তর: (গ)

 ৩০. প্রকৃতি তার নিজস্ব অফুরন্ত সৌন্দর্য দিয়ে মানুষের অন্তর্গত কোন দিকটিকে তৃপ্ত করে?
Ο ক) স্বপ্ন-সাধ কল্পনা
Ο খ) মাহাত্ম্য ও মমত্ব
Ο গ) অনুভাবনা ও প্রাণময়তা
Ο ঘ) বোধশক্তি ও চেতনা
 সঠিক উত্তর: (ক)

 ৩১. এ জগতে মৃত্যু নেই -
i. মানুষের স্বপ্নের
ii. জগতের সৌন্দর্যের
iii. পৃথিবীর বহমানতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. কবির মতে কোনটির মৃত্যু নেই?
Ο ক) সভ্যতার
Ο খ) জীবনের
Ο গ) সৌন্দর্যের
Ο ঘ) মানুষের
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. ‘সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’ - পঙক্তিটিতে কবি মাঠ স্তব্ধ হবে না বলতে কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) প্রকৃতির রহস্যময় স্থবিরতা
Ο খ) প্রকৃতির চিরকালীন স্থায়িত্ব
Ο গ) প্রকৃতির চিরকালীন বহমানতা
Ο ঘ) প্রকৃতির রহস্যময় কোলাহল
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউকে নরম বলা হয়েছে কেন?
Ο ক) সুগন্ধ বোঝাতে
Ο খ) স্নিগ্ধতা বোঝাতে
Ο গ) সৌন্দর্য বোঝাতে
Ο ঘ) স্বাভাবিক বোঝাতে
 সঠিক উত্তর: (খ)

 ৩৫. শিশিরের সাথে সম্পৃক্ত কোন মাস?
Ο ক) পৌষ
Ο খ) জ্যৈষ্ঠ
Ο গ) শ্রাবণ
Ο ঘ) ভাদ্র
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. কবি জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য হলো -
Ο ক) পল্লির জীবন ও জীবন দর্শন
Ο খ) প্রকৃতির রূপবৈচিত্র্য ও জীবন চেতনা
Ο গ) নাগরিক জীবনের আশা আকাঙ্ক্ষা
Ο ঘ) বাংলার প্রকৃতি ও ঐতিহ্যচেতনা
 সঠিক উত্তর: (খ)

 ৩৭. প্রকৃতি কী দিয়ে মানুষের স্বপ্ন-সাধ ও কল্পনাকে তৃপ্ত করা যায়?
Ο ক) বিচিত্র বিবর্তন
Ο খ) গভীর মমত্ব
Ο গ) অফুরন্ত সৌন্দর্য
Ο ঘ) রহস্যময় আবির্ভাব
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতে কীসের মৃত্যু নেই?
Ο ক) সৌন্দর্যের
Ο খ) স্বপ্নের
Ο গ) গাছের
Ο ঘ) ক ও খ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯. ‘সেইদিন এই মাঠ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Ο ক) বনলতা সেন
Ο খ) রূপসী বাংলা
Ο গ) ঝরা পালক
Ο ঘ) ধূসর পান্ডুলিপি
 সঠিক উত্তর: (খ)

 ৪০. এশিরিয়া বেবিলন এখন কেমন?
Ο ক) পরিপূর্ণ গড়া সভ্যতা
Ο খ) এখনও সৌন্দর্যে ভরপুর এ সভ্যতা
Ο গ) ধ্বংসস্তূপ ছাড়া এখন আর কিছুই নয়
Ο ঘ) ফুলেফলে ভরা
 সঠিক উত্তর: (গ)

 ৪১. ‘চারিদিকে শান্ত বাতি - ভিজে গন্ধ - মৃদু কলরব’ - পঙক্তিটিতে কবি বিস্ময়কর শক্তিতে প্রকৃতির কোন দিকটিকে উপস্থাপন করেছেন?
Ο ক) চিরকালীন ক্ষয়িষ্ণুতা
Ο খ) চিরকালীন সৌন্দর্য
Ο গ) চিরকালীন রহস্য
Ο ঘ) চিরকালীন ব্যস্ততা
 সঠিক উত্তর: (খ)

 ৪২. ‘দিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) অহঃ
Ο খ) শর্বরী
Ο গ) তিমির
Ο ঘ) দ্বীপ
 সঠিক উত্তর: (ক)

 ৪৩. চারিদিকে শান্ত বাতি --- ভিজে গন্ধ -
Ο ক) নক্ষত্রের আলো
Ο খ) প্রকৃতির সুবাস
Ο গ) নরম ঢেউ
Ο ঘ) মৃদু কলরব
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪. জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন?
Ο ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
Ο গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয
Ο ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. মাঠে কী থাকে?
Ο ক) গরু
Ο খ) স্থিরতা
Ο গ) চঞ্চলতা
Ο ঘ) মানুষ
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. ‘সব কিছু যেমন আছে তেমনি রবে যদিও আমি থাকব না।’ - উক্তিটি কবিতার -
Ο ক) মূলভাব
Ο খ) খন্ডিত ভাব
Ο গ) বিপরীত ভাব
Ο ঘ) সারাংশ
 সঠিক উত্তর: (ক)

 ৪৭. মানুষের সাধারণ মৃত্যু পৃথিবীর বহমানতাকে রহিত করতে পারে না কেন?
Ο ক) পৃথিবীতে চিরকালীন ব্যস্ততা আছে বলে
Ο খ) ক্ষয় ও বিনির্মাণ একই সাথে চলে বলে
Ο গ) মানুষের মৃত্যুতে পৃথিবীর কোন দায় নেই বলে
Ο ঘ) মানুষের মৃত্যুতে তার স্বপ্নেরও মরণ হয় বলে
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. ‘আকাশ-বাতাস-আলোক-আঁধার মৌন স্বপ্নভরে, মনে হয় যেন নিখিল বিশ্ব কোল পেতে তার তরে!’ - ‘সেইদিন এই মাঠ’ কবিতার প্রেক্ষিতে কী বলা যায়?
Ο ক) সোনার স্বপ্ন পৃথিবীতে সর্বদাই বর্তমান থাকে
Ο খ) প্রকৃতির রূপবৈচিত্র্য পৃথিবীতে সর্বদাই বর্তমান থাকে
Ο গ) প্রকৃতিতে এক শ্বাশতরূপ রয়েছে অসাধারণ তাৎপর্যকে
Ο ঘ) পৃথিবীতে স্বপ্নের বিনির্মাণ হয় নিখুঁত সৌন্দর্যে
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোনটি ছাই হয়ে আছে বলা হয়েছে?
Ο ক) বেবিলন
Ο খ) পৃথিবী
Ο গ) নক্ষত্র
Ο ঘ) কবিতা
 সঠিক উত্তর: (ক)

 ৫০. কবির চেতনায় প্রকৃতির রূপরস কিরূপ?
Ο ক) বিলীয়মান
Ο খ) প্রাণময়ী
Ο গ) বিস্মৃত
Ο ঘ) মলিন
 সঠিক উত্তর: (খ)

প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।


আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post