এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৯: পদ্য - মানুষ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৯: পদ্য - মানুষ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

১. ‘রাজবন্দীর জবানবন্দি’ হলো কাজী নজরুল ইসলাম রচিত -
Ο ক) কাব্যগ্রন্থ
Ο খ) গল্পগ্রন্থ
Ο গ) প্রবন্ধগ্রন্থ
Ο ঘ) উপন্যাস
 সঠিক উত্তর: (গ)

http://www.webschoolbd.com
 ২. কাকে দুয়ার খোলার কথা বলা হচ্ছে?
Ο ক) ক্ষুধার ঠাকুরকে
Ο খ) পূজারিকে
Ο গ) মোল্লাকে
Ο ঘ) চেঙ্গিসকে
 সঠিক উত্তর: (খ)

 ৩. ‘দেখিয়া’ শব্দের চলিত রূপ কোনটি?
Ο ক) দেখে
Ο খ) দেখেছিল
Ο গ) দেখেছে
Ο ঘ) দেখবে
 সঠিক উত্তর: (ক)

 ৪. ‘বড়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) মহৎ
Ο খ) মহান
Ο গ) শ্রেষ্ঠ
Ο ঘ) ছোট
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিটি তোমায় কভু’ - এ কথাটি কার?
Ο ক) পুরোহিতের
Ο খ) পথিকের
Ο গ) মোল্লা সাহেবের
Ο ঘ) মুসাফিরের
 সঠিক উত্তর: (ঘ)

 ৬. ‘গাহি’ শব্দের চলিত রূপ কোনটি?
Ο ক) গাইব
Ο খ) গেয়েছি
Ο গ) গাই
Ο ঘ) গাইতেছি
 সঠিক উত্তর: (গ)

 ৭. কাজী নজরুল তাঁর কবিতায় বিশিষ্টতার সাক্ষ্য রেখেছেন যে ধরনের শব্দ ব্যবহারের মাধ্যমে -
i. ফরাসি
ii. আরবি
iii. ফারসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮. ‘তেরিয়া’ শব্দের অর্থ কী?
Ο ক) ক্রুদ্ধভাবে
Ο খ) শান্তভাবে
Ο গ) ভদ্রভাবে
Ο ঘ) নম্রভাবে
 সঠিক উত্তর: (ক)

 ৯. স্বপ্ন দেখে কেন পুরোহিত ভজনালয় খুলল?
Ο ক) স্বার্থ হাসিলের আশায়
Ο খ) পূজার সময় হওয়ায়
Ο গ) ক্ষুধার ঠাকুর অপেক্ষা করায়
Ο ঘ) রাজা অপেক্ষা করায়
 সঠিক উত্তর: (ক)

 ১০. কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস কোনটি?
Ο ক) মাটির কান্না
Ο খ) মৃত্যুক্ষুধা
Ο গ) সোনার তরী
Ο ঘ) হাজার বছর ধরে
 সঠিক উত্তর: (খ)

 ১১. ‘মানুষ’ কবিতায় কালাপাহাড় কীসের প্রতীক বলে প্রতীয়মান হয়েছে?
Ο ক) সৃষ্টির
Ο খ) রাজার ক্ষমতার
Ο গ) সকল অনিয়ম ধ্বংসের
Ο ঘ) পাহাড় সমান ক্ষমতার
 সঠিক উত্তর: (গ)

 ১২. ভুখারি মন্দির থেকে কোন সময় ফিরে যায়?
Ο ক) সকালে
Ο খ) দুপুরে
Ο গ) বিকালে
Ο ঘ) রাতে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. ‘পান্থ’ শব্দের অর্থ হলো -
Ο ক) পত্র
Ο খ) পাতা
Ο গ) পথিক
Ο ঘ) পরক্ষণে
 সঠিক উত্তর: (গ)

 ১৪. নজরুল কী নামে সমধিক পরিচিত?
Ο ক) চারণকবি
Ο খ) সাম্যের কবি
Ο গ) বিদ্রোহী কবি
Ο ঘ) স্বভাব কবি
 সঠিক উত্তর: (গ)

 ১৫. পথিককে খাবার না দেওয়ায় মোল্লা চরিত্রের যে দিকটি উন্মোচিত হয়েছে -
Ο ক) কুসংস্কার
Ο খ) অবাধ্যতা
Ο গ) ধর্মান্ধতা
Ο ঘ) ধর্মীয় গোঁড়ামি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের লেখক কে?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) জীবনানন্দ দাশ
Ο গ) বুদ্ধদেব বসু
Ο ঘ) কাজী নজরুল ইসলাম
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭. সবার চেয়ে মানুষ বড় এ কথা কে বলে?
Ο ক) মন্দিরের পুরোহিত
Ο খ) মসজিদের মোল্লা
Ο গ) ধর্ম
Ο ঘ) সাধারণ মানুষ
 সঠিক উত্তর: (গ)

 ১৮. প্রভু ক্ষুধার অন্ন বন্ধ না করায় কী প্রকাশ পায়?
Ο ক) ধর্মবোধ
Ο খ) মহত্ত্ব
Ο গ) দয়া
Ο ঘ) দাবি
 সঠিক উত্তর: (খ)

 ১৯. সাধারণ মানুষ ছাড়াও সামর্থ্য থাকার পর অন্ন দান করে না কারা?
Ο ক) মন্দিরের পুরোহিত
Ο খ) মসজিদের মোল্রা
Ο গ) হাসপাতালের ডাক্তার
Ο ঘ) ক ও খ
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. ‘মানুষ’ কবিতায় কবির মতে মহীয়ান হলো -
Ο ক) পাহাড়
Ο খ) সমুদ্র
Ο গ) ধর্ম
Ο ঘ) মানুষ
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. ‘সাম্য শব্দের অর্থ কী?
Ο ক) সমতা
Ο খ) সাদৃশ্য
Ο গ) সোপান
Ο ঘ) ধর্ম
 সঠিক উত্তর: (ক)

 ২২. বর্ধমানের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন -
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο গ) কাজী নজরুল ইসলাম
Ο ঘ) জীবনানন্দ দাশ
 সঠিক উত্তর: (গ)

 ২৩. ‘মানুষ’ কবিতার পথিকের বস্ত্র কীরূপ ছিল?
Ο ক) ছেঁড়া
Ο খ) জীর্ণ
Ο গ) শীর্ণ
Ο ঘ) নতুন
 সঠিক উত্তর: (খ)

 ২৪. মুসাফিরের গায়ে কীসের চিহ্ন ছিল?
Ο ক) প্রহারের
Ο খ) রোগের
Ο গ) দারিদ্র্যের
Ο ঘ) বিত্তের
 সঠিক উত্তর: (খ)

 ২৫. মোল্লা সাহেবের আচরণে কোনটি বড় হয়ে উঠেছে?
Ο ক) মানুষ
Ο খ) ধর্ম
Ο গ) বর্ণ
Ο ঘ) গোত্র
 সঠিক উত্তর: (খ)

 ২৬. কবিতায় ধর্মগুরুদের দেখানো হয়েছে -
i. মানবতার বিরুদ্ধ শক্তিরূপে
ii. স্বার্থান্ধরূপে
iii. সত্যানুসন্ধানীরূপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭. কাজী নজরুল ইসলামকে ডি-লিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়ে?
Ο ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
Ο খ) বর্ধমান বিশ্ববিদ্যালয়
Ο গ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
Ο ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮. কাজী নজরুল ইসলাম ছিলেন - i. কবি ii. কথাসাহিত্যিক iii. নাট্যকার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. কাদের চেয়ে বড় কিছু আর হতে পারে না?
Ο ক) মানুষের
Ο খ) ডাক্তারের
Ο গ) নার্সের
Ο ঘ) মসজিদের মোল্লার
 সঠিক উত্তর: (ক)

 ৩০. পূজারি স্বপ্ন দেখে ভজনালয় খুললেন কেন?
Ο ক) পূজার সময় হওয়ায়
Ο খ) পথিকের ডাকে
Ο গ) স্বার্থ হাসিলের জন্য
Ο ঘ) প্রার্থনা করার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৩১. সমস্ত পথ ভুখারির কেমন লেগেছে?
Ο ক) মাথা ঘুরেছে
Ο খ) পেট ব্যথা করেছে
Ο গ) ক্ষুধায় পেট জ্বলেছে
Ο ঘ) বমি বমি লেগেছে
 সঠিক উত্তর: (গ)

 ৩২. পুরোহিত মন্দিরের দরজা যে কারণে বন্ধ করল -
i. অসহায় মানুষের প্রতি ঘৃণা প্রকাশ
ii. নিজের স্বার্থ হাসিল হবে না বলে
iii. হৃদয়হীনতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩. পূজার্চনা পরিচালনাকারীকে কী বলে?
Ο ক) সাধক
Ο খ) পুরোহিত
Ο গ) দেবতা
Ο ঘ) গুরু
 সঠিক উত্তর: (খ)

 ৩৪. কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Ο ক) বর্ধমান জেলায়
Ο খ) ময়মনসিংহ জেলায়
Ο গ) কুমিল্লা জেলায়
Ο ঘ) বীরভুম জেলায়
 সঠিক উত্তর: (ক)

 ৩৫. ‘গো-ভাগাড়’ শব্দের অর্থ কী?
Ο ক) মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান
Ο খ) গরুর খাবার দেওয়ার স্থান
Ο গ) গরুর খাবারের নাম
Ο ঘ) গরু তাড়ানো
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. পথিক কত দিন না খেয়ে আছে?
Ο ক) দুই দিন
Ο খ) তিন দিন
Ο গ) চার দিন
Ο ঘ) সাত দিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. ‘মানুষ’ কবিতার পান্থ বা মুসাফির কোন বৈষম্যের শিকার হয়েছে?
Ο ক) ধর্মীয়
Ο খ) গোত্রীয়
Ο গ) বর্ণ
Ο ঘ) সামাজিক
 সঠিক উত্তর: (ক)

 ৩৮. কবি কার জয়গান গান গেয়েছেন?
Ο ক) মানুষের
Ο খ) সাম্যের
Ο গ) শ্রমিকের
Ο ঘ) তারুণ্যের
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. ‘মানুষ’ কবিতায় নিচের কোন বীরের নাম উল্লেখ নেই?
Ο ক) চেঙ্গিস
Ο খ) মামুদ
Ο গ) কালাপাহাড়
Ο ঘ) নেপোলিয়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০. কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন -
Ο ক) কলকাতায়
Ο খ) ঢাকায়
Ο গ) বর্ধমানে
Ο ঘ) চুরুলিযায়
 সঠিক উত্তর: (খ)

 ৪১. ‘ক্ষুধার ঠাকুর’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) যিনি মানুষকে অন্ন দান করেন
Ο খ) ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে
Ο গ) বেশি ক্ষুধা পায় যে দেবতার
Ο ঘ) ঠাকুরকে ভোগ দেওয়া হয় নি
 সঠিক উত্তর: (খ)

 ৪২. কাজী নজরুল ইসলাম লেখাপড়া করেন -
i. বর্ধমানে
ii. ময়মনসিংহের ত্রিশালে
iii. কুমিল্লার দৌলতপুরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৩. পূজারী কী দেখেছে?
Ο ক) দেবতা
Ο খ) ক্ষুধার ঠাকুর
Ο গ) স্বপন
Ο ঘ) কালাপাহাড়
 সঠিক উত্তর: (গ)

 ৪৪. ‘গাত্র’ শব্দের অর্থ হলো -
Ο ক) গেহ
Ο খ) তনু
Ο গ) চিকুর
Ο ঘ) কর
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত থাকলেও অনেকে -
Ο ক) সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না
Ο খ) নামাজ সময়মতো পড়ে না
Ο গ) পূজা সময়মতো করে না
Ο ঘ) সত্য কথা বলে না
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. ‘মানুষ’ কবিতায় পথিকের কন্ঠ ক্ষীণ ছিল কেন?
Ο ক) অসুস্থতার কারণে
Ο খ) প্রকৃতিগত কারণে
Ο গ) ক্ষুধার কারণে
Ο ঘ) তৃষ্ণার কারণে
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. ক্ষুধার্ত পথচারীকে খাদ্যদানে জয়ী হয় -
i. করুণা
ii. মনুষ্যত্ব
iii. স্রষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. ‘তা হলে শালা সোজা পথ দেখ’ - মোল্লা সাহেব কেন মুসাফিরকে এ কথা বলেছিল?
Ο ক) রোজা থাকে না বলে
Ο খ) নামাজ পড়ে না বলে
Ο গ) ওযু করে আসে নি বলে
Ο ঘ) কালেমা জানে না বলে
 সঠিক উত্তর: (খ)

 ৪৯. কাজী নজরুল ইসলাম লেখাপড়া করেন -
Ο ক) কলকাতা ইসলামিয়া স্কুলে
Ο খ) দরিরামপুর হাই স্কুলে
Ο গ) উজিরপুর হাই স্কুলে
Ο ঘ) বর্ধমান হাই স্কুলে
 সঠিক উত্তর: (খ)

 ৫০. ‘সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুঝের জ্ঞাতি’ এই পঙক্তিতে তিনি কে?
Ο ক) সৃষ্টিকর্তা
Ο খ) গজানি মামুদ
Ο গ) কালাপাহাড়
Ο ঘ) চেঙ্গিস
 সঠিক উত্তর: (ক)

প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post