ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৮: পদ্য - ঝর্ণার গান (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. বিভোল কার সকল প্রাণ?
Ο ক) ঝর্ণার
Ο খ) পাহাড়ের
Ο গ) পরীর
Ο ঘ) টগরের
সঠিক উত্তর: (ক)
২. পাহার যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায় - এই বাক্যে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?
Ο ক) উপমা
Ο খ) উৎপ্রেক্ষা
Ο গ) যমক
Ο ঘ) শ্লেষ
সঠিক উত্তর: (ক)
৩. ‘ঝাঁঝি’ অর্থ কী?
Ο ক) এক প্রকার পাখি
Ο খ) জল
Ο গ) ঝর্ণার ঢেউ
Ο ঘ) এক প্রকার জলজ গুল্ম
সঠিক উত্তর: (ঘ)
৪. ঝর্ণা কিসের রং ধরে যায়?
Ο ক) মখমলের
Ο খ) ডালচিনির
Ο গ) টগর ফুলের
Ο ঘ) জরির জারের
সঠিক উত্তর: (খ)
৫. বিজন দেশে কী নেই?
Ο ক) গাছপালা
Ο খ) পশু-পাখি
Ο গ) মানুষ
Ο ঘ) কূজন
সঠিক উত্তর: (ঘ)
৬. ‘শঙ্কা’ শব্দের বিপরীতার্থ প্রকাশ করে কোন শব্দটি?
Ο ক) ডঙ্কা
Ο খ) উদ্যম
Ο গ) বীর্যবান
Ο ঘ) সাহস
সঠিক উত্তর: (ঘ)
৭. গিরিবনে কীসের উৎসব?
Ο ক) গানের
Ο খ) নাচের
Ο গ) কবিতার
Ο ঘ) পাখির
সঠিক উত্তর: (খ)
৮. ‘অঙ্গ মোর ঝলমলে’ - কার?
Ο ক) পরীর
Ο খ) পাহাড়ের
Ο গ) ঝর্ণার
Ο ঘ) শালিকের
সঠিক উত্তর: (গ)
৯. ঝর্ণার কীসের খেয়াল নেই?
Ο ক) আনন্দের
Ο খ) দুঃখের
Ο গ) বেদনার
Ο ঘ) নাচের উৎসবের
সঠিক উত্তর: (ঘ)
১০. বন শব্দের সমার্থক শব্দ হচ্ছে - i. অরণ্য ii. অটবি iii. বনানী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. ‘ঝর্ণার গান’ কবিতায় প্রকাশ পেয়েছে -
i. নিরন্তর ছুটে চলা
ii. বাধা না মানা
iii. পেছনের দিকে তাকানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২. কারা মুখ বুলায়?
Ο ক) বুলবুলি-টিয়া
Ο খ) শালিক-শুক
Ο গ) চকোর-চাতক
Ο ঘ) ময়না-কাক
সঠিক উত্তর: (খ)
১৩. ঝুম-পাহাড় - i. চোখ পাকায় ii. ভয় দেখায় iii. আশঙ্কা সৃষ্টি করে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪. ‘বেলা শেষের গান’ সত্যেন্দ্রনাথ দত্তের কোন ধরনের রচনা?
Ο ক) মৌলিক কাব্য
Ο খ) গানের গ্রন্থ
Ο গ) গল্পগ্রন্থ
Ο ঘ) অনূদিত গ্রন্থ
সঠিক উত্তর: (ক)
১৫. কোন পাখিকে ‘ফটিক জল’ বলে?
Ο ক) শালিক
Ο খ) শুক
Ο গ) চাতক
Ο ঘ) চকোর
সঠিক উত্তর: (গ)
১৬. ঝর্ণার কোথায় পুলকের অবস্থান?
Ο ক) প্রাণে
Ο খ) গায়ে
Ο গ) চরণে
Ο ঘ) ললাটে
সঠিক উত্তর: (খ)
১৭. ‘থল’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) স্থল
Ο খ) জল
Ο গ) তল
Ο ঘ) মেদ
সঠিক উত্তর: (ক)
১৮. ঝর্ণার কেমন ঝিলিক দেখা যায় -
i. ঝিলিমিলি
ii. উপল ঘায়ের
iii. মন ভোলানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১৯. ঝরনা কীসের সংবাদ পায় নি?
Ο ক) পরীর হার ছেঁড়ার
Ο খ) ঝিঁঝিঁ পোকা অসুস্থ হওয়ার
Ο গ) টগর ফুলের নূপুর পরার
Ο ঘ) চাতুকের ডাকার
সঠিক উত্তর: (ক)
২০. কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার যে স্বভাব এঁকেছেন, সে অনুযায়ী ঝর্ণার বক্তব্য হলো -
i. একলা গাই
ii. একলা ধাই
iii. বাজাই তাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. গিরির কীরূপ ললাট ঘেমে ঘর্ণার উদ্ভব হয়েছে?
Ο ক) তপ্ত
Ο খ) হিম
Ο গ) সিক্ত
Ο ঘ) শুষ্ক
সঠিক উত্তর: (খ)
২২. ঝরনার শরীর ঝলমল করছে কেন?
Ο ক) জরির লম্বা ও ঢিলা পোশাকে
Ο খ) গায়ে রং মেখেছে বলে
Ο গ) গায়ে সূর্যের আলো পড়েছে বলে
Ο ঘ) জলের ফেনার কারণে
সঠিক উত্তর: (ক)
২৩. ‘ঝর্ণার গান’ কবিতায় কবি দৈনন্দিন সময়কে যা বলেছেন তা হলো -
i. দিবস-রাত
ii. সাঁঝ-সকাল
iii. দুপুর-ভোর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. ঝর্ণার কী নেই?
Ο ক) সন্দেহ
Ο খ) শঙ্কা
Ο গ) লজ্জা
Ο ঘ) অনুভূতি
সঠিক উত্তর: (খ)
২৫. কীসের হিম ললাট?
Ο ক) টিলার
Ο খ) পাহাড়ের
Ο গ) গিরির
Ο ঘ) সমুদ্রের
সঠিক উত্তর: (গ)
২৬. ঝিঁঝিঁর ডাক ঝর্ণা কখন শোনে?
Ο ক) সাঁঝ-সকাল
Ο খ) দুপুর-ভোর
Ο গ) দিবস-রাত
Ο ঘ) সকাল-সন্ধ্যা
সঠিক উত্তর: (খ)
২৭. ‘তরল শ্লোক’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) মাত্রাবৃত্ত ছন্দের কবিতা
Ο খ) লঘু বা হালকা চালের কবিতা
Ο গ) সহজবোধ্য কাহিনী
Ο ঘ) দুর্বোধ্য কবিতা
সঠিক উত্তর: (খ)
২৮. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম-পাহাড়’ হলো -
i. নীরব পাহাড়
ii. নির্জন পাহাড়
iii. হিম পাহাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯. ‘সুন্দরের তৃষ্ণা’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) সুন্দরের প্রতি অনুরাগ
Ο খ) সুন্দরের প্রতি বীতশ্রদ্ধা
Ο গ) সুন্দরের প্রতি অবজ্ঞা
Ο ঘ) সুন্দরের প্রতি সমর্পণ
সঠিক উত্তর: (ক)
৩০. অক্ষয়কুমার দত্ত কবি সত্যেন্দ্রনাথ দত্তের কে ছিলেন?
Ο ক) পিতামহ
Ο খ) মাতামহ
Ο গ) পিতা
Ο ঘ) কাকা
সঠিক উত্তর: (ক)
৩১. সত্যেন্দ্রনাথ দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
Ο ক) সংবাদ প্রভাকর
Ο খ) সংবাদ কৌমুদী
Ο গ) কল্লোল
Ο ঘ) তত্ত্ববোধিনী
সঠিক উত্তর: (ঘ)
৩২. গিরির হিম ললাট কার উদ্ভবে ঘামল?
Ο ক) কবির
Ο খ) ঝরনার
Ο গ) ঝিঁঝি পোকার
Ο ঘ) টগর ফুলের
সঠিক উত্তর: (খ)
৩৩. কবি কেমন চোখে চায় -
i. বিমোহিত চোখে
ii. মুগ্ধ চোখে
iii. ঝিলিক মারা চোখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪. গিরির হিম ললাট ঘামল কেন?
Ο ক) ঝর্ণার গতিশীলতায়
Ο খ) ঝর্ণার উদ্ভবে
Ο গ) নাটের উৎসবে
Ο ঘ) ভয় পাওয়ায়
সঠিক উত্তর: (খ)
৩৫. যার খোঁজে ঝর্ণার বিরাম নেই সে হলো -
Ο ক) সুন্দরের তৃষ্ণা যার
Ο খ) অঙ্গ ঝলমলে যার
Ο গ) গরজ যার জল স্যাঁচার
Ο ঘ) মন দুলে যায় দিগ্বিদিক
সঠিক উত্তর: (ক)
৩৬. কবির খেয়াল নাই -
i. নাচের উৎসবের
ii. কৃত্রিম সৌন্দর্যের
iii. প্রকৃতি ভালোবাসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭. অক্ষয় কুমার দত্ত কোন শতকের প্রাবন্ধিক ছিলেন?
Ο ক) আঠার শতকের
Ο খ) ঊনিশ শতকের
Ο গ) বিশ শতকের
Ο ঘ) সতের শতকের
সঠিক উত্তর: (খ)
৩৮. ঝর্ণা কীরূপ চোখে তাকায়?
Ο ক) মুগ্ধ চোখে
Ο খ) অবাক চোখে
Ο গ) ভয়ার্ত চোখে
Ο ঘ) তৃষ্ণার্ত চোখে
সঠিক উত্তর: (ক)
৩৯. ‘ঝর্ণা’ শব্দের অধুনা প্রচলিত বানান কোনটি?
Ο ক) ঝরনা
Ο খ) ঝরণা
Ο গ) ঝরন্না
Ο ঘ) ঝরণ্না
সঠিক উত্তর: (ক)
৪০. ঝরনা কীসের গান করে?
Ο ক) ঝরনার
Ο খ) পরীর
Ο গ) মানুষের
Ο ঘ) পাখির
সঠিক উত্তর: (খ)
৪১. গা শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) গেহ
Ο খ) গাঁ
Ο গ) তনু
Ο ঘ) গ্রীবা
সঠিক উত্তর: (খ)
৪২. কবির কল্পনায় চকোর পাখি কী বলে?
Ο ক) ঝর্ণার পানি খায়
Ο খ) চাঁদের আলো খায়
Ο গ) পাতকুয়ার জল খায়
Ο ঘ) পাঁকের জল খায়
সঠিক উত্তর: (খ)
৪৩. কীসের পাশে ঝরনা ধায়?
Ο ক) পাহাড়ের
Ο খ) নদীর
Ο গ) সুন্দরের
Ο ঘ) বনের
সঠিক উত্তর: (গ)
৪৪. সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) তেঁতুলিয়া
Ο খ) নিমতা
Ο গ) চুরুলিয়া
Ο ঘ) মালদহ
সঠিক উত্তর: (খ)
৪৫. কবি সত্যেন্দ্রনাথ দত্ত ‘ঝর্ণার গান’ কবিতায় ‘বুলবুলির বোল সাধি’ বলতে যা বুঝিয়েছেন, তা হলো -
Ο ক) ঝর্ণা চলার সময় যে ধ্বনি হয়
Ο খ) ঝর্ণার হাসির মধ্য দিয়ে বুলবুলির অনুকরণ
Ο গ) ঝর্ণার খিলখিল হাসি
Ο ঘ) ঝর্ণার দুলে ওঠা মন
সঠিক উত্তর: (খ)
৪৬. ‘ঝর্ণা’ শব্দের আভিধানিক অর্থ কী?
Ο ক) সাগরের জলধরা
Ο খ) পর্বতের জলধারা
Ο গ) নদীর স্রোতধারা
Ο ঘ) গতিশীল স্রোতধারা
সঠিক উত্তর: (খ)
৪৭. পাহাড়ের চূড়ায় কার জন্ম?
Ο ক) বৃষ্টির
Ο খ) মেঘের
Ο গ) ঝর্ণার
Ο ঘ) ঝাঁঝির
সঠিক উত্তর: (গ)
৪৮. টিলার কোথায় ডালিম ফোটে?
Ο ক) গায়ে
Ο খ) পায়ে
Ο গ) ওপরে
Ο ঘ) নিচে
সঠিক উত্তর: (ক)
৪৯. ‘আংরাখা’ শব্দের অর্থ কী?
Ο ক) লম্বা ও ঢিলেঢালা পোশাক
Ο খ) চাতক পাখি
Ο গ) পাহাড়ের নাম
Ο ঘ) ঝরনার নাম
সঠিক উত্তর: (ক)
৫০. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম-পাহাড়’ যেভাবে শঙ্কা সৃষ্টি করে তা হলো -
i. ঘাড় ঝুঁকিয়ে
ii. চোখ পাকিয়ে
iii. নূপুর পায়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. বিভোল কার সকল প্রাণ?
Ο ক) ঝর্ণার
Ο খ) পাহাড়ের
Ο গ) পরীর
Ο ঘ) টগরের
সঠিক উত্তর: (ক)
২. পাহার যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায় - এই বাক্যে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?
Ο ক) উপমা
Ο খ) উৎপ্রেক্ষা
Ο গ) যমক
Ο ঘ) শ্লেষ
সঠিক উত্তর: (ক)
৩. ‘ঝাঁঝি’ অর্থ কী?
Ο ক) এক প্রকার পাখি
Ο খ) জল
Ο গ) ঝর্ণার ঢেউ
Ο ঘ) এক প্রকার জলজ গুল্ম
সঠিক উত্তর: (ঘ)
৪. ঝর্ণা কিসের রং ধরে যায়?
Ο ক) মখমলের
Ο খ) ডালচিনির
Ο গ) টগর ফুলের
Ο ঘ) জরির জারের
সঠিক উত্তর: (খ)
৫. বিজন দেশে কী নেই?
Ο ক) গাছপালা
Ο খ) পশু-পাখি
Ο গ) মানুষ
Ο ঘ) কূজন
সঠিক উত্তর: (ঘ)
৬. ‘শঙ্কা’ শব্দের বিপরীতার্থ প্রকাশ করে কোন শব্দটি?
Ο ক) ডঙ্কা
Ο খ) উদ্যম
Ο গ) বীর্যবান
Ο ঘ) সাহস
সঠিক উত্তর: (ঘ)
৭. গিরিবনে কীসের উৎসব?
Ο ক) গানের
Ο খ) নাচের
Ο গ) কবিতার
Ο ঘ) পাখির
সঠিক উত্তর: (খ)
৮. ‘অঙ্গ মোর ঝলমলে’ - কার?
Ο ক) পরীর
Ο খ) পাহাড়ের
Ο গ) ঝর্ণার
Ο ঘ) শালিকের
সঠিক উত্তর: (গ)
৯. ঝর্ণার কীসের খেয়াল নেই?
Ο ক) আনন্দের
Ο খ) দুঃখের
Ο গ) বেদনার
Ο ঘ) নাচের উৎসবের
সঠিক উত্তর: (ঘ)
১০. বন শব্দের সমার্থক শব্দ হচ্ছে - i. অরণ্য ii. অটবি iii. বনানী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. ‘ঝর্ণার গান’ কবিতায় প্রকাশ পেয়েছে -
i. নিরন্তর ছুটে চলা
ii. বাধা না মানা
iii. পেছনের দিকে তাকানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২. কারা মুখ বুলায়?
Ο ক) বুলবুলি-টিয়া
Ο খ) শালিক-শুক
Ο গ) চকোর-চাতক
Ο ঘ) ময়না-কাক
সঠিক উত্তর: (খ)
১৩. ঝুম-পাহাড় - i. চোখ পাকায় ii. ভয় দেখায় iii. আশঙ্কা সৃষ্টি করে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪. ‘বেলা শেষের গান’ সত্যেন্দ্রনাথ দত্তের কোন ধরনের রচনা?
Ο ক) মৌলিক কাব্য
Ο খ) গানের গ্রন্থ
Ο গ) গল্পগ্রন্থ
Ο ঘ) অনূদিত গ্রন্থ
সঠিক উত্তর: (ক)
১৫. কোন পাখিকে ‘ফটিক জল’ বলে?
Ο ক) শালিক
Ο খ) শুক
Ο গ) চাতক
Ο ঘ) চকোর
সঠিক উত্তর: (গ)
১৬. ঝর্ণার কোথায় পুলকের অবস্থান?
Ο ক) প্রাণে
Ο খ) গায়ে
Ο গ) চরণে
Ο ঘ) ললাটে
সঠিক উত্তর: (খ)
১৭. ‘থল’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) স্থল
Ο খ) জল
Ο গ) তল
Ο ঘ) মেদ
সঠিক উত্তর: (ক)
১৮. ঝর্ণার কেমন ঝিলিক দেখা যায় -
i. ঝিলিমিলি
ii. উপল ঘায়ের
iii. মন ভোলানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১৯. ঝরনা কীসের সংবাদ পায় নি?
Ο ক) পরীর হার ছেঁড়ার
Ο খ) ঝিঁঝিঁ পোকা অসুস্থ হওয়ার
Ο গ) টগর ফুলের নূপুর পরার
Ο ঘ) চাতুকের ডাকার
সঠিক উত্তর: (ক)
২০. কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার যে স্বভাব এঁকেছেন, সে অনুযায়ী ঝর্ণার বক্তব্য হলো -
i. একলা গাই
ii. একলা ধাই
iii. বাজাই তাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. গিরির কীরূপ ললাট ঘেমে ঘর্ণার উদ্ভব হয়েছে?
Ο ক) তপ্ত
Ο খ) হিম
Ο গ) সিক্ত
Ο ঘ) শুষ্ক
সঠিক উত্তর: (খ)
২২. ঝরনার শরীর ঝলমল করছে কেন?
Ο ক) জরির লম্বা ও ঢিলা পোশাকে
Ο খ) গায়ে রং মেখেছে বলে
Ο গ) গায়ে সূর্যের আলো পড়েছে বলে
Ο ঘ) জলের ফেনার কারণে
সঠিক উত্তর: (ক)
২৩. ‘ঝর্ণার গান’ কবিতায় কবি দৈনন্দিন সময়কে যা বলেছেন তা হলো -
i. দিবস-রাত
ii. সাঁঝ-সকাল
iii. দুপুর-ভোর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. ঝর্ণার কী নেই?
Ο ক) সন্দেহ
Ο খ) শঙ্কা
Ο গ) লজ্জা
Ο ঘ) অনুভূতি
সঠিক উত্তর: (খ)
২৫. কীসের হিম ললাট?
Ο ক) টিলার
Ο খ) পাহাড়ের
Ο গ) গিরির
Ο ঘ) সমুদ্রের
সঠিক উত্তর: (গ)
২৬. ঝিঁঝিঁর ডাক ঝর্ণা কখন শোনে?
Ο ক) সাঁঝ-সকাল
Ο খ) দুপুর-ভোর
Ο গ) দিবস-রাত
Ο ঘ) সকাল-সন্ধ্যা
সঠিক উত্তর: (খ)
২৭. ‘তরল শ্লোক’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) মাত্রাবৃত্ত ছন্দের কবিতা
Ο খ) লঘু বা হালকা চালের কবিতা
Ο গ) সহজবোধ্য কাহিনী
Ο ঘ) দুর্বোধ্য কবিতা
সঠিক উত্তর: (খ)
২৮. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম-পাহাড়’ হলো -
i. নীরব পাহাড়
ii. নির্জন পাহাড়
iii. হিম পাহাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯. ‘সুন্দরের তৃষ্ণা’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) সুন্দরের প্রতি অনুরাগ
Ο খ) সুন্দরের প্রতি বীতশ্রদ্ধা
Ο গ) সুন্দরের প্রতি অবজ্ঞা
Ο ঘ) সুন্দরের প্রতি সমর্পণ
সঠিক উত্তর: (ক)
৩০. অক্ষয়কুমার দত্ত কবি সত্যেন্দ্রনাথ দত্তের কে ছিলেন?
Ο ক) পিতামহ
Ο খ) মাতামহ
Ο গ) পিতা
Ο ঘ) কাকা
সঠিক উত্তর: (ক)
৩১. সত্যেন্দ্রনাথ দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
Ο ক) সংবাদ প্রভাকর
Ο খ) সংবাদ কৌমুদী
Ο গ) কল্লোল
Ο ঘ) তত্ত্ববোধিনী
সঠিক উত্তর: (ঘ)
৩২. গিরির হিম ললাট কার উদ্ভবে ঘামল?
Ο ক) কবির
Ο খ) ঝরনার
Ο গ) ঝিঁঝি পোকার
Ο ঘ) টগর ফুলের
সঠিক উত্তর: (খ)
৩৩. কবি কেমন চোখে চায় -
i. বিমোহিত চোখে
ii. মুগ্ধ চোখে
iii. ঝিলিক মারা চোখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪. গিরির হিম ললাট ঘামল কেন?
Ο ক) ঝর্ণার গতিশীলতায়
Ο খ) ঝর্ণার উদ্ভবে
Ο গ) নাটের উৎসবে
Ο ঘ) ভয় পাওয়ায়
সঠিক উত্তর: (খ)
৩৫. যার খোঁজে ঝর্ণার বিরাম নেই সে হলো -
Ο ক) সুন্দরের তৃষ্ণা যার
Ο খ) অঙ্গ ঝলমলে যার
Ο গ) গরজ যার জল স্যাঁচার
Ο ঘ) মন দুলে যায় দিগ্বিদিক
সঠিক উত্তর: (ক)
৩৬. কবির খেয়াল নাই -
i. নাচের উৎসবের
ii. কৃত্রিম সৌন্দর্যের
iii. প্রকৃতি ভালোবাসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭. অক্ষয় কুমার দত্ত কোন শতকের প্রাবন্ধিক ছিলেন?
Ο ক) আঠার শতকের
Ο খ) ঊনিশ শতকের
Ο গ) বিশ শতকের
Ο ঘ) সতের শতকের
সঠিক উত্তর: (খ)
৩৮. ঝর্ণা কীরূপ চোখে তাকায়?
Ο ক) মুগ্ধ চোখে
Ο খ) অবাক চোখে
Ο গ) ভয়ার্ত চোখে
Ο ঘ) তৃষ্ণার্ত চোখে
সঠিক উত্তর: (ক)
৩৯. ‘ঝর্ণা’ শব্দের অধুনা প্রচলিত বানান কোনটি?
Ο ক) ঝরনা
Ο খ) ঝরণা
Ο গ) ঝরন্না
Ο ঘ) ঝরণ্না
সঠিক উত্তর: (ক)
৪০. ঝরনা কীসের গান করে?
Ο ক) ঝরনার
Ο খ) পরীর
Ο গ) মানুষের
Ο ঘ) পাখির
সঠিক উত্তর: (খ)
৪১. গা শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) গেহ
Ο খ) গাঁ
Ο গ) তনু
Ο ঘ) গ্রীবা
সঠিক উত্তর: (খ)
৪২. কবির কল্পনায় চকোর পাখি কী বলে?
Ο ক) ঝর্ণার পানি খায়
Ο খ) চাঁদের আলো খায়
Ο গ) পাতকুয়ার জল খায়
Ο ঘ) পাঁকের জল খায়
সঠিক উত্তর: (খ)
৪৩. কীসের পাশে ঝরনা ধায়?
Ο ক) পাহাড়ের
Ο খ) নদীর
Ο গ) সুন্দরের
Ο ঘ) বনের
সঠিক উত্তর: (গ)
৪৪. সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) তেঁতুলিয়া
Ο খ) নিমতা
Ο গ) চুরুলিয়া
Ο ঘ) মালদহ
সঠিক উত্তর: (খ)
৪৫. কবি সত্যেন্দ্রনাথ দত্ত ‘ঝর্ণার গান’ কবিতায় ‘বুলবুলির বোল সাধি’ বলতে যা বুঝিয়েছেন, তা হলো -
Ο ক) ঝর্ণা চলার সময় যে ধ্বনি হয়
Ο খ) ঝর্ণার হাসির মধ্য দিয়ে বুলবুলির অনুকরণ
Ο গ) ঝর্ণার খিলখিল হাসি
Ο ঘ) ঝর্ণার দুলে ওঠা মন
সঠিক উত্তর: (খ)
৪৬. ‘ঝর্ণা’ শব্দের আভিধানিক অর্থ কী?
Ο ক) সাগরের জলধরা
Ο খ) পর্বতের জলধারা
Ο গ) নদীর স্রোতধারা
Ο ঘ) গতিশীল স্রোতধারা
সঠিক উত্তর: (খ)
৪৭. পাহাড়ের চূড়ায় কার জন্ম?
Ο ক) বৃষ্টির
Ο খ) মেঘের
Ο গ) ঝর্ণার
Ο ঘ) ঝাঁঝির
সঠিক উত্তর: (গ)
৪৮. টিলার কোথায় ডালিম ফোটে?
Ο ক) গায়ে
Ο খ) পায়ে
Ο গ) ওপরে
Ο ঘ) নিচে
সঠিক উত্তর: (ক)
৪৯. ‘আংরাখা’ শব্দের অর্থ কী?
Ο ক) লম্বা ও ঢিলেঢালা পোশাক
Ο খ) চাতক পাখি
Ο গ) পাহাড়ের নাম
Ο ঘ) ঝরনার নাম
সঠিক উত্তর: (ক)
৫০. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম-পাহাড়’ যেভাবে শঙ্কা সৃষ্টি করে তা হলো -
i. ঘাড় ঝুঁকিয়ে
ii. চোখ পাকিয়ে
iii. নূপুর পায়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
Tags
SSC Bangla1