ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৭: পদ্য - অন্ধবধূ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘ঠাকুরঝি’ শব্দের অর্থ কী?
Ο ক) স্বামীর বোন
Ο খ) স্বামীর মা
Ο গ) স্বামীর মাসি
Ο ঘ) স্বামীর পিসি
সঠিক উত্তর: (ক)
২. অন্ধবধূর জীবন থেকে বোঝা যায় -
i. প্রতিবন্ধীদের প্রতি অবজ্ঞা
ii. প্রতিবন্ধীদের প্রতি সবাই সহানুভূতিশীল
iii. প্রতিবন্ধীদের দুঃখভার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩. ঠাকুরঝি কে?
Ο ক) ঠাকুরের মেয়ে
Ο খ) ছোট ভাইয়ের স্ত্রী
Ο গ) স্বামীর বোন
Ο ঘ) স্ত্রীর ছোট বোন
সঠিক উত্তর: (গ)
৪. কী করবে ভাই তারা - এখানে ‘তারা’ কারা?
Ο ক) যাদের চোখ নেই
Ο খ) যাদের পা নেই
Ο গ) যাদের হাত নেই
Ο ঘ) যাদের অর্থ নেই
সঠিক উত্তর: (ক)
৫. ‘এমনি শঙ্কা জাগে’ - অন্ধবধুর এই শঙ্কা হলো -
Ο ক) স্বামীকে হারানোর
Ο খ) দিঘির জলে তলিয়ে যাওয়ার
Ο গ) পঙ্গু হয়ে যাওয়ার
Ο ঘ) শশুড়বাড়ি সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার
সঠিক উত্তর: (খ)
৬. অন্ধবধূর মৃত্যু হলে তাঁর স্বামীর আবার বিয়ে হবে -
Ο ক) শীতে
Ο খ) গ্রীষ্মে
Ο গ) ভাদ্রে
Ο ঘ) আষাঢ়ে
সঠিক উত্তর: (ঘ)
৭. অন্ধবধূর হৃদয়ের যন্ত্রণাকে প্রশমিত করে -
i. শীতল জল
ii. চোখ গেল
iii. আমের বরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮. ‘দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে।’ এই পঙক্তি দ্বারা বোঝা যায় -
Ο ক) শীত এসেছে
Ο খ) গ্রীষ্ম এসেছে
Ο গ) বসন্ত এসেছে
Ο ঘ) শরৎ এসেছে
সঠিক উত্তর: (খ)
৯. ‘মধুমদির বাসে’ - এখানে ‘বাসে’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে -
Ο ক) আশেপাশে
Ο খ) ভালোবাসে
Ο গ) সুবাসে
Ο ঘ) পরবাসে
সঠিক উত্তর: (গ)
১০. কবি যতীন্দ্রমোহন বাগচী কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৭৫৮
Ο খ) ১৮১৮
Ο গ) ১৮৭৮
Ο ঘ) ১৯১৮
সঠিক উত্তর: (গ)
১১. অন্ধবধূ আমাদের মনে জাগায় -
i. সহানুভূতির ভাব
ii. বেদনাবোধ
iii. ঘৃণাবোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২. যতীন্দ্রমোহন বাগচী গ্রাম্য জীবনকে কাব্যে উপস্থাপন করেছেন -
i. সহৃদয়তার সঙ্গে
ii. প্রতীকী ব্যঞ্জনায়
iii. তাৎপর্যমন্ডিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩. ‘নাগেকেশর’ কোন ধরনের রচনা?
Ο ক) উপন্যাস
Ο খ) প্রবন্ধ
Ο গ) ছোটগল্প
Ο ঘ) কাব্য
সঠিক উত্তর: (ঘ)
১৪. অন্ধবধূর দৃষ্টিশক্তি নেই, কিন্তু আছে -
i. তীক্ষ্ণ অনুভূতি
ii. অবরুদ্ধ আবেগ
iii. আত্ম-অহমিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫. ‘মধুমদির’ শব্দটি কোন অর্থের ব্যঞ্জনা দেয়?
Ο ক) নান্দনিক
Ο খ) সুস্নিগ্ধ
Ο গ) মোহময়
Ο ঘ) সুতীব্র
সঠিক উত্তর: (গ)
১৬. ‘পরভৃত’ শব্দের প্রতিশব্দ নিচের কোনটি?
Ο ক) কোকিল
Ο খ) কাক
Ο গ) ময়ূর
Ο ঘ) দোয়েল
সঠিক উত্তর: (ক)
১৭. কোনটি যতীন্দ্রমোহন বাগচীর কাব্যগ্রন্থ?
Ο ক) অপরাজিতা
Ο খ) অনামিকা
Ο গ) অগ্নি-বীণা
Ο ঘ) বনফুল
সঠিক উত্তর: (ক)
১৮. দখিনা হাওয়া বন্ধ হলে কী ধরে নিতে হবে?
Ο ক) বসন্তের আগমন
Ο খ) গ্রীষ্মের বিদায়
Ο গ) বসন্তের বিদায়
Ο ঘ) শীতের আগমন
সঠিক উত্তর: (গ)
১৯. ‘এই আষাঢ়ে আবার বিয়ে হবে’ - উক্তিটি নিচের কোন বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ?
Ο ক) তৎকালীন সমাজের প্রচলিত বহুবিবাহ
Ο খ) তৎকালীন সমাজের অত্যাচার
Ο গ) তৎকালীন সমাজের অবস্থা
Ο ঘ) তৎকালীন নারীর অবস্থা
সঠিক উত্তর: (ক)
২০. অন্ধবধূর মনের ব্যথা ভোলায় -
i. শীতল জলের পরশ
ii. দরদ ভরা দুখের আলাপন
iii. দাদার প্রত্যাবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১. ‘অন্ধবধূ’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে?
Ο ক) কাক
Ο খ) চোখ গেল
Ο গ) কোকিল
Ο ঘ) শালিক
সঠিক উত্তর: (খ)
২২. যতীন্দ্রমোহন বাগচীর কবিতার প্রধান উপকরণ হলো -
i. গ্রাম্যজীবনের অতি সাধারণ বিষয়
ii. গ্রাম্যজীবনের সুখ-দুঃখ
iii. গ্রাম্যজীবনের ধর্মীয় কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩. ‘ওমা, এ যে ঝরা-বকুল! নয়?’ এ চরণটির বক্তা হলো -
Ο ক) ঠাকুরঝি
Ο খ) অন্ধবধূ
Ο গ) কবি
Ο ঘ) পথিক
সঠিক উত্তর: (খ)
২৪. কীসে দুঃখ নেই?
Ο ক) ঠাকুরঝির মৃত্যুতে
Ο খ) আছাড় খেলে
Ο গ) অন্ধবধূর মৃত্যু হলে
Ο ঘ) ঠাকুরঝির ভাইয়ের মৃত্যু হলে
সঠিক উত্তর: (গ)
২৫. ‘টানিস কেন?’ - কে টানে?
Ο ক) ঠাকুরঝি
Ο খ) ছোট বোন
Ο গ) মেয়ে
Ο ঘ) ছেলে
সঠিক উত্তর: (ক)
২৬. ঠাকুরঝিকে অন্ধবধূ আস্তে চলতে বলছে কেন?
Ο ক) বকুল ফুল পায়ের তলায় নষ্ট হয়ে যাবে
Ο খ) অন্ধবধূ ঠাকুর ঝিকে পাচ্ছে না তাই
Ο গ) অন্ধবধূ বুঝতে চেষ্টা করছে নরম জিনিসটা কী?
Ο ঘ) অন্ধ হওয়ায় দ্রুত হাঁটতে পারছে না তাই
সঠিক উত্তর: (গ)
২৭. ‘অন্ধবধূ’ কবিতায় যে পাখির কথা উল্লেখ করা হয়েছে -
i. কোকিল
ii. হুতুম
iii. চোখ গেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮. অন্ধবধূ কীভাবে নতুন সিঁড়ির সন্ধান পায়?
Ο ক) লোক মারফত
Ο খ) শ্যাওলায় পা রেখে
Ο গ) হাতের স্পর্শে
Ο ঘ) পা পিছলে পড়ে গিয়ে
সঠিক উত্তর: (খ)
২৯. ‘চোখ গেল’ পাখির ডাক অন্ধবধূর জীবনে বয়ে এনেছে -
i. শূন্যতাবোধ
ii. দৃষ্টিহীনতাজনিত আক্ষেপ
iii. জীবনের প্রতি বিতৃষ্ণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০. দৃষ্টিহীনের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) অপরের সাহায্য প্রার্থী
Ο খ) অন্তর্দৃষ্টির প্রসারণ
Ο গ) মুক্তি অন্বেষণ
Ο ঘ) ভয়ংকর প্রতিকূলতা
সঠিক উত্তর: (খ)
৩১. চোখ গেল পাখির ভরসা কোনটি?
Ο ক) মানুষের সহানুভূতি
Ο খ) ছোট একটা বাসা
Ο গ) নিবিড় গাছপারা
Ο ঘ) কষ্টের ডাক
সঠিক উত্তর: (ঘ)
৩২. ‘কোকিল-ডাকা শুনেছি সেই কবে।’ এখানে ‘কোকিল-ডাকা’ দ্বারা ইঙ্গিত করা হয়েছে -
Ο ক) গ্রীষ্মকালকে
Ο খ) বর্ষাকালকে
Ο গ) বসন্তকালকে
Ο ঘ) শরৎকালকে
সঠিক উত্তর: (গ)
৩৩. কীসের পাশে বসে অন্ধবধূ বকুলের মোহময় গন্ধ পেয়েছে?
Ο ক) জানালার
Ο খ) বেড়ার
Ο গ) দোরের
Ο ঘ) বারান্দার
সঠিক উত্তর: (গ)
৩৪. “দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কী আর হবে বোন?” বাক্যটি দ্বারা বোঝা যায় -
i. নিজের জীবনের প্রতি অনীহা
ii. স্বামীর ওপর রাগ
iii. ঠাকুর ঝির ওপর রাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৫. ‘জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই/ আমের গায়ে বরণ দেখা যায়?’ এ প্রশ্নের উত্তরে ঠাকুরঝি কী বলেছিল?
Ο ক) অনেক দেরি
Ο খ) খুব কাছে
Ο গ) অতি নিকটে
Ο ঘ) বেশি দিন নেই
সঠিক উত্তর: (ক)
৩৬. দিঘির শীতল জলের পরশ অন্ধবধূর কাছে কিসের মতো মনে হয়েছে?
Ο ক) মায়ের স্নেহের মতো
Ο খ) বাবার আদরের মতো
Ο গ) শ্বশুরের আদরের মতো
Ο ঘ) স্বামীর ভালোবাসার মতো
সঠিক উত্তর: (ক)
৩৭. অন্ধবধূর নিঃসঙ্গতার কারণ কী?
Ο ক) ছোট সংসার
Ο খ) স্বামীর প্রবাস
Ο গ) স্বামীর অবহেলা
Ο ঘ) স্বামী কর্তৃক পরিত্যক্ত হওয়া
সঠিক উত্তর: (খ)
৩৮. অন্ধ চোখের দ্বন্ধ কীসে চুকে যায়?
Ο ক) ওষুধে
Ο খ) মৃত্যুতে
Ο গ) ভুলে থাকায়
Ο ঘ) চিকিৎসায়
সঠিক উত্তর: (খ)
৩৯. সমাজ কাদের অবজ্ঞা করে?
Ο ক) দৃষ্টিহীনদের
Ο খ) মূর্খদের
Ο গ) ধনীদের
Ο ঘ) বেকারদের
সঠিক উত্তর: (ক)
৪০. ‘নাগকেশর’ কোন ধরনের রচনা?
Ο ক) উপন্যাস
Ο খ) ছোটগল্প
Ο গ) কাব্য
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (গ)
৪১. দিঘির জল কী ভুলায়?
Ο ক) মনের ব্যথা
Ο খ) প্রাণের শোক
Ο গ) হৃদয় দহন
Ο ঘ) হৃদয় জ্বালা
সঠিক উত্তর: (ক)
৪২. বকুল ফুল প্রসঙ্গে অন্ধবধূর কথোপকথন যা প্রমাণ করে -
i. প্রকৃতি প্রেম
ii. প্রকৃতি বিদ্বেষ
iii. বকুল ফুলের গন্ধ ভালো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. অন্ধবধূ তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়নি, কারণ -
i. বাড়িতে শাশুড়ি জ্বালায়
ii. বাড়িতে নিঃসঙ্গতা গ্রাস করে
iii. প্রকৃতির সান্নিধ্য ভালো লাগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৪. কবি যতীন্দ্রমোহন বাগচী কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৯২৮
Ο খ) ১৯৩৮
Ο গ) ১৯৪৮
Ο ঘ) ১৯৫৮
সঠিক উত্তর: (গ)
৪৫. যতীন্দ্রমোহন বাগচীর কোন গ্রন্থটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়?
Ο ক) অপরাজিতা
Ο খ) জাগরণী
Ο গ) মহাভারতী
Ο ঘ) বন্ধুর দান
সঠিক উত্তর: (গ)
৪৬. ‘আমের গায়ে বরণ দেখা যায়?’ এখানে ‘বরণ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) গ্রহন
Ο খ) বর্জন
Ο গ) রং
Ο ঘ) মুকুল
সঠিক উত্তর: (গ)
৪৭. কীসের তলায় নরম ঠেকল?
Ο ক) হাত
Ο খ) শরীর
Ο গ) মাথা
Ο ঘ) পা-এর
সঠিক উত্তর: (ঘ)
৪৮. যতীন্দ্রমোহন বাগচীর কবিতার বৈশিষ্ট্য -
Ο ক) বাস্তববাদিতা
Ο খ) চিত্রকল্প
Ο গ) পুরাণ নির্ভরতা
Ο ঘ) রূপকধর্মিতা
সঠিক উত্তর: (খ)
৪৯. ‘আকাশ-পাতাল’ কী শব্দ?
Ο ক) সমার্থক শব্দ
Ο খ) বিপরীতার্থক শব্দ
Ο গ) পারিভাষিক শব্দ
Ο ঘ) দ্বিরুক্ত শব্দ
সঠিক উত্তর: (খ)
৫০. ওমা ও যে ঝরা ----। শূন্যস্থানে কোনটি হবে?
Ο ক) জুঁই
Ο খ) বেলী
Ο গ) শিউলি
Ο ঘ) বকুল
সঠিক উত্তর: (ঘ)
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘ঠাকুরঝি’ শব্দের অর্থ কী?
Ο ক) স্বামীর বোন
Ο খ) স্বামীর মা
Ο গ) স্বামীর মাসি
Ο ঘ) স্বামীর পিসি
সঠিক উত্তর: (ক)
২. অন্ধবধূর জীবন থেকে বোঝা যায় -
i. প্রতিবন্ধীদের প্রতি অবজ্ঞা
ii. প্রতিবন্ধীদের প্রতি সবাই সহানুভূতিশীল
iii. প্রতিবন্ধীদের দুঃখভার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩. ঠাকুরঝি কে?
Ο ক) ঠাকুরের মেয়ে
Ο খ) ছোট ভাইয়ের স্ত্রী
Ο গ) স্বামীর বোন
Ο ঘ) স্ত্রীর ছোট বোন
সঠিক উত্তর: (গ)
৪. কী করবে ভাই তারা - এখানে ‘তারা’ কারা?
Ο ক) যাদের চোখ নেই
Ο খ) যাদের পা নেই
Ο গ) যাদের হাত নেই
Ο ঘ) যাদের অর্থ নেই
সঠিক উত্তর: (ক)
৫. ‘এমনি শঙ্কা জাগে’ - অন্ধবধুর এই শঙ্কা হলো -
Ο ক) স্বামীকে হারানোর
Ο খ) দিঘির জলে তলিয়ে যাওয়ার
Ο গ) পঙ্গু হয়ে যাওয়ার
Ο ঘ) শশুড়বাড়ি সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার
সঠিক উত্তর: (খ)
৬. অন্ধবধূর মৃত্যু হলে তাঁর স্বামীর আবার বিয়ে হবে -
Ο ক) শীতে
Ο খ) গ্রীষ্মে
Ο গ) ভাদ্রে
Ο ঘ) আষাঢ়ে
সঠিক উত্তর: (ঘ)
৭. অন্ধবধূর হৃদয়ের যন্ত্রণাকে প্রশমিত করে -
i. শীতল জল
ii. চোখ গেল
iii. আমের বরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮. ‘দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে।’ এই পঙক্তি দ্বারা বোঝা যায় -
Ο ক) শীত এসেছে
Ο খ) গ্রীষ্ম এসেছে
Ο গ) বসন্ত এসেছে
Ο ঘ) শরৎ এসেছে
সঠিক উত্তর: (খ)
৯. ‘মধুমদির বাসে’ - এখানে ‘বাসে’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে -
Ο ক) আশেপাশে
Ο খ) ভালোবাসে
Ο গ) সুবাসে
Ο ঘ) পরবাসে
সঠিক উত্তর: (গ)
১০. কবি যতীন্দ্রমোহন বাগচী কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৭৫৮
Ο খ) ১৮১৮
Ο গ) ১৮৭৮
Ο ঘ) ১৯১৮
সঠিক উত্তর: (গ)
১১. অন্ধবধূ আমাদের মনে জাগায় -
i. সহানুভূতির ভাব
ii. বেদনাবোধ
iii. ঘৃণাবোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২. যতীন্দ্রমোহন বাগচী গ্রাম্য জীবনকে কাব্যে উপস্থাপন করেছেন -
i. সহৃদয়তার সঙ্গে
ii. প্রতীকী ব্যঞ্জনায়
iii. তাৎপর্যমন্ডিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩. ‘নাগেকেশর’ কোন ধরনের রচনা?
Ο ক) উপন্যাস
Ο খ) প্রবন্ধ
Ο গ) ছোটগল্প
Ο ঘ) কাব্য
সঠিক উত্তর: (ঘ)
১৪. অন্ধবধূর দৃষ্টিশক্তি নেই, কিন্তু আছে -
i. তীক্ষ্ণ অনুভূতি
ii. অবরুদ্ধ আবেগ
iii. আত্ম-অহমিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫. ‘মধুমদির’ শব্দটি কোন অর্থের ব্যঞ্জনা দেয়?
Ο ক) নান্দনিক
Ο খ) সুস্নিগ্ধ
Ο গ) মোহময়
Ο ঘ) সুতীব্র
সঠিক উত্তর: (গ)
১৬. ‘পরভৃত’ শব্দের প্রতিশব্দ নিচের কোনটি?
Ο ক) কোকিল
Ο খ) কাক
Ο গ) ময়ূর
Ο ঘ) দোয়েল
সঠিক উত্তর: (ক)
১৭. কোনটি যতীন্দ্রমোহন বাগচীর কাব্যগ্রন্থ?
Ο ক) অপরাজিতা
Ο খ) অনামিকা
Ο গ) অগ্নি-বীণা
Ο ঘ) বনফুল
সঠিক উত্তর: (ক)
১৮. দখিনা হাওয়া বন্ধ হলে কী ধরে নিতে হবে?
Ο ক) বসন্তের আগমন
Ο খ) গ্রীষ্মের বিদায়
Ο গ) বসন্তের বিদায়
Ο ঘ) শীতের আগমন
সঠিক উত্তর: (গ)
১৯. ‘এই আষাঢ়ে আবার বিয়ে হবে’ - উক্তিটি নিচের কোন বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ?
Ο ক) তৎকালীন সমাজের প্রচলিত বহুবিবাহ
Ο খ) তৎকালীন সমাজের অত্যাচার
Ο গ) তৎকালীন সমাজের অবস্থা
Ο ঘ) তৎকালীন নারীর অবস্থা
সঠিক উত্তর: (ক)
২০. অন্ধবধূর মনের ব্যথা ভোলায় -
i. শীতল জলের পরশ
ii. দরদ ভরা দুখের আলাপন
iii. দাদার প্রত্যাবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১. ‘অন্ধবধূ’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে?
Ο ক) কাক
Ο খ) চোখ গেল
Ο গ) কোকিল
Ο ঘ) শালিক
সঠিক উত্তর: (খ)
২২. যতীন্দ্রমোহন বাগচীর কবিতার প্রধান উপকরণ হলো -
i. গ্রাম্যজীবনের অতি সাধারণ বিষয়
ii. গ্রাম্যজীবনের সুখ-দুঃখ
iii. গ্রাম্যজীবনের ধর্মীয় কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩. ‘ওমা, এ যে ঝরা-বকুল! নয়?’ এ চরণটির বক্তা হলো -
Ο ক) ঠাকুরঝি
Ο খ) অন্ধবধূ
Ο গ) কবি
Ο ঘ) পথিক
সঠিক উত্তর: (খ)
২৪. কীসে দুঃখ নেই?
Ο ক) ঠাকুরঝির মৃত্যুতে
Ο খ) আছাড় খেলে
Ο গ) অন্ধবধূর মৃত্যু হলে
Ο ঘ) ঠাকুরঝির ভাইয়ের মৃত্যু হলে
সঠিক উত্তর: (গ)
২৫. ‘টানিস কেন?’ - কে টানে?
Ο ক) ঠাকুরঝি
Ο খ) ছোট বোন
Ο গ) মেয়ে
Ο ঘ) ছেলে
সঠিক উত্তর: (ক)
২৬. ঠাকুরঝিকে অন্ধবধূ আস্তে চলতে বলছে কেন?
Ο ক) বকুল ফুল পায়ের তলায় নষ্ট হয়ে যাবে
Ο খ) অন্ধবধূ ঠাকুর ঝিকে পাচ্ছে না তাই
Ο গ) অন্ধবধূ বুঝতে চেষ্টা করছে নরম জিনিসটা কী?
Ο ঘ) অন্ধ হওয়ায় দ্রুত হাঁটতে পারছে না তাই
সঠিক উত্তর: (গ)
২৭. ‘অন্ধবধূ’ কবিতায় যে পাখির কথা উল্লেখ করা হয়েছে -
i. কোকিল
ii. হুতুম
iii. চোখ গেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮. অন্ধবধূ কীভাবে নতুন সিঁড়ির সন্ধান পায়?
Ο ক) লোক মারফত
Ο খ) শ্যাওলায় পা রেখে
Ο গ) হাতের স্পর্শে
Ο ঘ) পা পিছলে পড়ে গিয়ে
সঠিক উত্তর: (খ)
২৯. ‘চোখ গেল’ পাখির ডাক অন্ধবধূর জীবনে বয়ে এনেছে -
i. শূন্যতাবোধ
ii. দৃষ্টিহীনতাজনিত আক্ষেপ
iii. জীবনের প্রতি বিতৃষ্ণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০. দৃষ্টিহীনের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) অপরের সাহায্য প্রার্থী
Ο খ) অন্তর্দৃষ্টির প্রসারণ
Ο গ) মুক্তি অন্বেষণ
Ο ঘ) ভয়ংকর প্রতিকূলতা
সঠিক উত্তর: (খ)
৩১. চোখ গেল পাখির ভরসা কোনটি?
Ο ক) মানুষের সহানুভূতি
Ο খ) ছোট একটা বাসা
Ο গ) নিবিড় গাছপারা
Ο ঘ) কষ্টের ডাক
সঠিক উত্তর: (ঘ)
৩২. ‘কোকিল-ডাকা শুনেছি সেই কবে।’ এখানে ‘কোকিল-ডাকা’ দ্বারা ইঙ্গিত করা হয়েছে -
Ο ক) গ্রীষ্মকালকে
Ο খ) বর্ষাকালকে
Ο গ) বসন্তকালকে
Ο ঘ) শরৎকালকে
সঠিক উত্তর: (গ)
৩৩. কীসের পাশে বসে অন্ধবধূ বকুলের মোহময় গন্ধ পেয়েছে?
Ο ক) জানালার
Ο খ) বেড়ার
Ο গ) দোরের
Ο ঘ) বারান্দার
সঠিক উত্তর: (গ)
৩৪. “দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কী আর হবে বোন?” বাক্যটি দ্বারা বোঝা যায় -
i. নিজের জীবনের প্রতি অনীহা
ii. স্বামীর ওপর রাগ
iii. ঠাকুর ঝির ওপর রাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৫. ‘জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই/ আমের গায়ে বরণ দেখা যায়?’ এ প্রশ্নের উত্তরে ঠাকুরঝি কী বলেছিল?
Ο ক) অনেক দেরি
Ο খ) খুব কাছে
Ο গ) অতি নিকটে
Ο ঘ) বেশি দিন নেই
সঠিক উত্তর: (ক)
৩৬. দিঘির শীতল জলের পরশ অন্ধবধূর কাছে কিসের মতো মনে হয়েছে?
Ο ক) মায়ের স্নেহের মতো
Ο খ) বাবার আদরের মতো
Ο গ) শ্বশুরের আদরের মতো
Ο ঘ) স্বামীর ভালোবাসার মতো
সঠিক উত্তর: (ক)
৩৭. অন্ধবধূর নিঃসঙ্গতার কারণ কী?
Ο ক) ছোট সংসার
Ο খ) স্বামীর প্রবাস
Ο গ) স্বামীর অবহেলা
Ο ঘ) স্বামী কর্তৃক পরিত্যক্ত হওয়া
সঠিক উত্তর: (খ)
৩৮. অন্ধ চোখের দ্বন্ধ কীসে চুকে যায়?
Ο ক) ওষুধে
Ο খ) মৃত্যুতে
Ο গ) ভুলে থাকায়
Ο ঘ) চিকিৎসায়
সঠিক উত্তর: (খ)
৩৯. সমাজ কাদের অবজ্ঞা করে?
Ο ক) দৃষ্টিহীনদের
Ο খ) মূর্খদের
Ο গ) ধনীদের
Ο ঘ) বেকারদের
সঠিক উত্তর: (ক)
৪০. ‘নাগকেশর’ কোন ধরনের রচনা?
Ο ক) উপন্যাস
Ο খ) ছোটগল্প
Ο গ) কাব্য
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (গ)
৪১. দিঘির জল কী ভুলায়?
Ο ক) মনের ব্যথা
Ο খ) প্রাণের শোক
Ο গ) হৃদয় দহন
Ο ঘ) হৃদয় জ্বালা
সঠিক উত্তর: (ক)
৪২. বকুল ফুল প্রসঙ্গে অন্ধবধূর কথোপকথন যা প্রমাণ করে -
i. প্রকৃতি প্রেম
ii. প্রকৃতি বিদ্বেষ
iii. বকুল ফুলের গন্ধ ভালো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. অন্ধবধূ তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়নি, কারণ -
i. বাড়িতে শাশুড়ি জ্বালায়
ii. বাড়িতে নিঃসঙ্গতা গ্রাস করে
iii. প্রকৃতির সান্নিধ্য ভালো লাগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৪. কবি যতীন্দ্রমোহন বাগচী কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৯২৮
Ο খ) ১৯৩৮
Ο গ) ১৯৪৮
Ο ঘ) ১৯৫৮
সঠিক উত্তর: (গ)
৪৫. যতীন্দ্রমোহন বাগচীর কোন গ্রন্থটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়?
Ο ক) অপরাজিতা
Ο খ) জাগরণী
Ο গ) মহাভারতী
Ο ঘ) বন্ধুর দান
সঠিক উত্তর: (গ)
৪৬. ‘আমের গায়ে বরণ দেখা যায়?’ এখানে ‘বরণ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) গ্রহন
Ο খ) বর্জন
Ο গ) রং
Ο ঘ) মুকুল
সঠিক উত্তর: (গ)
৪৭. কীসের তলায় নরম ঠেকল?
Ο ক) হাত
Ο খ) শরীর
Ο গ) মাথা
Ο ঘ) পা-এর
সঠিক উত্তর: (ঘ)
৪৮. যতীন্দ্রমোহন বাগচীর কবিতার বৈশিষ্ট্য -
Ο ক) বাস্তববাদিতা
Ο খ) চিত্রকল্প
Ο গ) পুরাণ নির্ভরতা
Ο ঘ) রূপকধর্মিতা
সঠিক উত্তর: (খ)
৪৯. ‘আকাশ-পাতাল’ কী শব্দ?
Ο ক) সমার্থক শব্দ
Ο খ) বিপরীতার্থক শব্দ
Ο গ) পারিভাষিক শব্দ
Ο ঘ) দ্বিরুক্ত শব্দ
সঠিক উত্তর: (খ)
৫০. ওমা ও যে ঝরা ----। শূন্যস্থানে কোনটি হবে?
Ο ক) জুঁই
Ο খ) বেলী
Ο গ) শিউলি
Ο ঘ) বকুল
সঠিক উত্তর: (ঘ)
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
Tags
SSC Bangla1