ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৬: পদ্য - প্রাণ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘প্রাণ’ কবিতার চরণ সংখ্যা কত?
Ο ক) ১২
Ο খ) ১৪
Ο গ) ১৬
Ο ঘ) ১৮
সঠিক উত্তর: (খ)
২. ‘পৃথিবী আমারে চায় - রেখো না বেঁধে আমায়’ - এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের?
Ο ক) মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
Ο খ) তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই
Ο গ) নব নব সংগীতের কুসুম ফুটাই
Ο ঘ) ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়
সঠিক উত্তর: (খ)
৩. ‘সংগীত’ শব্দটির সঠিক গঠন হচ্ছে -
Ο ক) সং + গীত = সংগীত
Ο খ) সম্ + গীত = সংগীত
Ο গ) সৎ + গীত = সংগীত
Ο ঘ) সাৎ + গীত = সংগীত
সঠিক উত্তর: (খ)
৪. ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ - উক্তিটিতে প্রকাশ পেয়েছে -
i. কর্মস্পৃহা
ii. মর্ত্যপ্রীতি
iii. সৌন্দর্যপ্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫. ‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?
Ο ক) নাটক
Ο খ) উপন্যাস
Ο গ) কাব্যগ্রন্থ
Ο ঘ) আত্মজীবনী
সঠিক উত্তর: (ক)
৬. ‘প্রাণ’ কবিতায় ‘পুষ্পিত কানন’ বলতে কবি বুঝিয়েছেন -
Ο ক) সুন্দর বাগানকে
Ο খ) মানুষের মনকে
Ο গ) সমগ্র পৃথিবীকে
Ο ঘ) বনাঞ্চলকে
সঠিক উত্তর: (গ)
৭. ‘মরণরে তুঁহু মম শ্যাম সমান’ - এর বিপরীত ভাব ফুটে উঠেছে যে কবিতায় -
Ο ক) বোশেখ
Ο খ) প্রাণ
Ο গ) ছায়াবাজি
Ο ঘ) মানুষ
সঠিক উত্তর: (খ)
৮. মানবের সুখ দুঃখ নিয়ে কবি রচনা করতে চান -
Ο ক) কবিতা
Ο খ) সংগীত
Ο গ) উপন্যাস
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (খ)
৯. ‘কুসুম’ শব্দের অর্থ কী?
Ο ক) ফল
Ο খ) লতা
Ο গ) সূর্য
Ο ঘ) ফুল
সঠিক উত্তর: (ঘ)
১০. ‘প্রাণ’ কবিতায় কবির প্রত্যাশা হলো -
Ο ক) মানুষকে ভালোবাসা
Ο খ) মানুষকে কাছে টানা
Ο গ) মানব হৃদয়ে বেঁচে থাকা
Ο ঘ) প্রকৃতির সাথে থাকা
সঠিক উত্তর: (গ)
১১. রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন?
Ο ক) শৈশবে
Ο খ) বাল্যকালে
Ο গ) বার্ধক্যে
Ο ঘ) যৌবনে
সঠিক উত্তর: (খ)
১২. নব নব সংগীতের কুসুম আমরা কখন তুলব?
Ο ক) সন্ধ্যা রাতে
Ο খ) সকালে বিকালে
Ο গ) ভর দুপুরে
Ο ঘ) ভোর বেলাতে
সঠিক উত্তর: (খ)
১৩. বিরহ মিলন কত হাসি -
Ο ক) অশ্রুময়
Ο খ) কান্নাময়
Ο গ) বেদনাময়
Ο ঘ) বিষাদময়
সঠিক উত্তর: (ক)
১৪. কবি সুন্দর ভুবনে কী চান না?
Ο ক) মরতে
Ο খ) বাঁচতে
Ο গ) অমর হতে
Ο ঘ) সৃষ্টি করতে
সঠিক উত্তর: (ক)
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য অবদান -
Ο ক) বাংলা সাহিত্যকে বিশ্বসভায় পরিচিত করানো
Ο খ) বিদেশি সাহিত্যের অনুবাদ চর্চা করা
Ο গ) সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করা
Ο ঘ) বাংলা কবিতায় নতুন ধারা সৃষ্টি করা
সঠিক উত্তর: (ক)
১৬. ‘হাসি মুখে নিয়ো ফুল।’ এখানে ‘ফুল’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে -
Ο ক) সংগীত
Ο খ) কবিতা
Ο গ) ভালোবাসা
Ο ঘ) বাগানের পুষ্প
সঠিক উত্তর: (ক)
১৭. ‘প্রাণ’ কবিতায় কবি স্থান পেতে চান -
i. সূর্যকরে
ii. পুষ্পিত কাননে
iii. জীবন্ত হৃদয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. সংগীতকে বোঝাতে কবি কিসের আশ্রয় নিয়েছেন?
Ο ক) রূপকের
Ο খ) অলংকারের
Ο গ) উৎপ্রেক্ষার
Ο ঘ) অনুপ্রাসের
সঠিক উত্তর: (ক)
১৯. নিচের কোন শব্দটি ধরা শব্দের সমার্থকরূপে নয়?
Ο ক) পৃথিবী
Ο খ) ধরিত্রী
Ο গ) মেদিনী
Ο ঘ) অন্তরীক্ষ
সঠিক উত্তর: (ঘ)
২০. রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য ভর্তি হন নি?
Ο ক) ওরিয়েন্টাল সেমিনারি
Ο খ) নর্মাল স্কুল
Ο গ) হেয়ার স্কুল
Ο ঘ) বেঙ্গল একাডেমি
সঠিক উত্তর: (গ)
২১. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রাণ’ কবিতার মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত পঙক্তি হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে
Ο খ) জীবন বড়ই সুন্দর
Ο গ) আশাই মানুষকে বাঁচিয়ে রাখে
Ο ঘ) মৃত্যুকে মানুষ সহজে মেনে নিতে চায় না
সঠিক উত্তর: (ক)
২২. রবীন্দ্রনাথ ঠাকুরের পনোরো বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Ο ক) চিত্রা
Ο খ) মানসী
Ο গ) গীতাঞ্জলি
Ο ঘ) বনফুল
সঠিক উত্তর: (ঘ)
২৩. ‘চাহি’ শব্দটির চলিত রূপ কোনটি?
Ο ক) চাওয়া
Ο খ) চাহিয়া
Ο গ) চাই
Ο ঘ) চাও
সঠিক উত্তর: (গ)
২৪. ফুল শুকিয়ে গেলে ‘প্রাণ’ কবিতায় কবি কী করতে বলেছেন?
Ο ক) ফেলে দিতে
Ο খ) ভিজিয়ে রাখতে
Ο গ) অবহেলা করতে
Ο ঘ) যত্নে রেখে দিতে
সঠিক উত্তর: (ক)
২৫. ‘সূর্য করে’ শব্দের অর্থ কী?
Ο ক) সূর্যের আলোতে
Ο খ) সূর্যের উত্তাপে
Ο গ) সূর্যের আকার
Ο ঘ) সূর্য বহ্নিতে
সঠিক উত্তর: (ক)
২৬. ‘প্রাণ’ কবিতায় উল্লিখিত ধরায় কিসের খেলা চির তরঙ্গিত?
Ο ক) প্রাণের
Ο খ) মানুষের
Ο গ) প্রকৃতির
Ο ঘ) সৃষ্টির
সঠিক উত্তর: (ক)
২৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
Ο ক) ঢাকায়
Ο খ) কলকাতায়
Ο গ) মাদ্রাজে
Ο ঘ) লন্ডনে
সঠিক উত্তর: (খ)
২৮. কবি সুন্দর ভুবন ছেড়ে মরতে চায় না কেন?
Ο ক) ধন সম্পত্তি পাওয়ার লোভে
Ο খ) যশ-খ্যাতি পাওয়ার জন্য
Ο গ) মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে বলে
Ο ঘ) সৃজনশীল কর্ম রচনা করবে বলে
সঠিক উত্তর: (গ)
২৯. ‘প্রাণ’ কবিতায় কবি নিজের সৃষ্টিকর্মকে কীসের সাথে তুলনা করেছেন?
Ο ক) পৃথিবীর
Ο খ) মানুষের
Ο গ) ফুলের
Ο ঘ) প্রকৃতির
সঠিক উত্তর: (গ)
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন -
Ο ক) ২৫ বৈশাখ
Ο খ) ১১ জ্যৈষ্ঠ
Ο গ) ২২ শ্রাবণ
Ο ঘ) ২০ ফাল্গুন
সঠিক উত্তর: (গ)
৩১. ‘প্রাণ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হযেছে?
Ο ক) মানসী
Ο খ) সোনার তরী
Ο গ) বলাকা
Ο ঘ) কড়ি ও কোমল
সঠিক উত্তর: (ঘ)
৩২. কবি কীসের মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করতে চান না?
Ο ক) অসহায় শিশুর
Ο খ) দুঃখী মানুষের
Ο গ) জগতের
Ο ঘ) মানব শিশুর
সঠিক উত্তর: (গ)
৩৩. ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ - এখানে আমি কে?
Ο ক) জগতের মানুষ
Ο খ) কবি স্বয়ং
Ο গ) কাল্পনিক চরিত্র
Ο ঘ) স্বতন্ত্র প্রকৃতি
সঠিক উত্তর: (খ)
৩৪. জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য প্রয়োজন -
i. দৃঢ় সংকল্প
ii. খ্যাতির আকাঙ্ক্ষা
iii. শুভকর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫. রাজমিস্ত্রি যেমন ইটের পর ইট গেঁথে গৃহ তৈরি করেন; কবি তেমনি তৈরি করতে চান -
Ο ক) গল্প
Ο খ) সংগীত
Ο গ) প্রবন্ধ
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (খ)
৩৬. কবি-সাহিত্যিকরা সবার নিকট আদৃত হন -
i. প্রেমের উপাখ্যান রচনার মাধ্যমে
ii. মনজয়ী রচনা সৃজনের মাধ্যমে
iii. ঐতিহাসিক নাটক সৃষ্টির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭. কবি তাঁর সৃষ্টিকে কখন গ্রহণ করতে বলেছেন?
i. যখন তাতে মানুষের কথা থাকবে
ii. যথন তা তাদের ভালো লাগবে
iii. যখন তা বোদ্ধাশ্রেণির পছন্দ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮. কোন কবি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
Ο ক) মীর মশাররফ হোসেন
Ο খ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: (খ)
৩৯. ‘তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই’ পঙক্তিতে প্রকাশ পেয়েছে -
Ο ক) মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা
Ο খ) খ্যাতি লাভের তীব্র কামনা
Ο গ) মানুষের প্রতি ভালোবাসা
Ο ঘ) পৃথিবীর প্রতি ভালোবাসা
সঠিক উত্তর: (ক)
৪০. ‘কীর্তিমানের মৃত্যু নাই’ - এই পঙক্তির ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন কবিতার?
Ο ক) কপোতাক্ষ নদ
Ο খ) প্রাণ
Ο গ) অন্ধবধূ
Ο ঘ) মানুষ
সঠিক উত্তর: (খ)
৪১. ‘প্রাণ’ কবিতায় কবি মানব হৃদয়ে স্থান পেতে চেয়েছেন -
Ο ক) সম্পর্কের মাধ্যমে
Ο খ) সৃষ্টির মাধ্যমে
Ο গ) সুরের মাধ্যমে
Ο ঘ) স্মৃতির মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৪২. ‘মানবের মাঝে আমি বাঁচিবার চাই’ বাক্যটি দ্বারা বোঝায় -
i. কীর্তির দ্বারা অমর হওয়ার কথা
ii. মৃত্যুর সময় তাঁর কোনো অঙ্গ-প্রত্যঙ্গ মানুষকে দান করবে
iii. শরীর-মনে বেঁচে থাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩. কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত?
Ο ক) ধরায়
Ο খ) সাগরে
Ο গ) আকাশে
Ο ঘ) বাতাসে
সঠিক উত্তর: (ক)
৪৪. ‘প্রাণ’ কবিতার লেখক কে?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) যতীন্দ্রমোহন বাগচী
Ο গ) কাজী নজরুল ইসলাম
Ο ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর: (ক)
৪৫. ‘জীবন্ত হৃদয়’ বলতে বুঝানো হয়েছে -
i. মানুষের হৃদয়
ii. পশুর হৃদয়
iii. পাখির হৃদয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬. ‘ঠাঁই’ শব্দ দ্বারা বোঝায় -
Ο ক) স্থির
Ο খ) ঠিক
Ο গ) স্থান
Ο ঘ) অমরত্ব
সঠিক উত্তর: (গ)
৪৭. কীভাবে জগতে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব?
Ο ক) কবি হয়ে
Ο খ) শুভকর্ম করে
Ο গ) ধনী হয়ে
Ο ঘ) গান গেয়ে
সঠিক উত্তর: (খ)
৪৮. ‘প্রাণ’ কবিতাটির শেষ চরণ কোনটি?
Ο ক) নব নব সংগীতের কুসুম ফুটাই
Ο খ) ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়
Ο গ) যদি গো রচিতে পারি অমর - আলয়
Ο ঘ) জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই
সঠিক উত্তর: (খ)
৪৯. ‘সংগীতের কুসুম’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) সৃষ্টির বৈচিত্র্য
Ο খ) নিজের গান
Ο গ) সংগীতের সুর
Ο ঘ) গানের বৈচিত্র্য
সঠিক উত্তর: (ক)
৫০. ‘প্রাণ’ কবিতায় কবি জীবন্ত হৃদয় মাঝে স্থান পেতে চেয়েছেন কেন?
Ο ক) বাঁচার মোহে
Ο খ) শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য
Ο গ) স্মরণীয় হওয়ার জন্য
Ο ঘ) মানুষকে ভালোবাসার কারণে
সঠিক উত্তর: (গ)
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘প্রাণ’ কবিতার চরণ সংখ্যা কত?
Ο ক) ১২
Ο খ) ১৪
Ο গ) ১৬
Ο ঘ) ১৮
সঠিক উত্তর: (খ)
২. ‘পৃথিবী আমারে চায় - রেখো না বেঁধে আমায়’ - এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের?
Ο ক) মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
Ο খ) তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই
Ο গ) নব নব সংগীতের কুসুম ফুটাই
Ο ঘ) ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়
সঠিক উত্তর: (খ)
৩. ‘সংগীত’ শব্দটির সঠিক গঠন হচ্ছে -
Ο ক) সং + গীত = সংগীত
Ο খ) সম্ + গীত = সংগীত
Ο গ) সৎ + গীত = সংগীত
Ο ঘ) সাৎ + গীত = সংগীত
সঠিক উত্তর: (খ)
৪. ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ - উক্তিটিতে প্রকাশ পেয়েছে -
i. কর্মস্পৃহা
ii. মর্ত্যপ্রীতি
iii. সৌন্দর্যপ্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫. ‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?
Ο ক) নাটক
Ο খ) উপন্যাস
Ο গ) কাব্যগ্রন্থ
Ο ঘ) আত্মজীবনী
সঠিক উত্তর: (ক)
৬. ‘প্রাণ’ কবিতায় ‘পুষ্পিত কানন’ বলতে কবি বুঝিয়েছেন -
Ο ক) সুন্দর বাগানকে
Ο খ) মানুষের মনকে
Ο গ) সমগ্র পৃথিবীকে
Ο ঘ) বনাঞ্চলকে
সঠিক উত্তর: (গ)
৭. ‘মরণরে তুঁহু মম শ্যাম সমান’ - এর বিপরীত ভাব ফুটে উঠেছে যে কবিতায় -
Ο ক) বোশেখ
Ο খ) প্রাণ
Ο গ) ছায়াবাজি
Ο ঘ) মানুষ
সঠিক উত্তর: (খ)
৮. মানবের সুখ দুঃখ নিয়ে কবি রচনা করতে চান -
Ο ক) কবিতা
Ο খ) সংগীত
Ο গ) উপন্যাস
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (খ)
৯. ‘কুসুম’ শব্দের অর্থ কী?
Ο ক) ফল
Ο খ) লতা
Ο গ) সূর্য
Ο ঘ) ফুল
সঠিক উত্তর: (ঘ)
১০. ‘প্রাণ’ কবিতায় কবির প্রত্যাশা হলো -
Ο ক) মানুষকে ভালোবাসা
Ο খ) মানুষকে কাছে টানা
Ο গ) মানব হৃদয়ে বেঁচে থাকা
Ο ঘ) প্রকৃতির সাথে থাকা
সঠিক উত্তর: (গ)
১১. রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন?
Ο ক) শৈশবে
Ο খ) বাল্যকালে
Ο গ) বার্ধক্যে
Ο ঘ) যৌবনে
সঠিক উত্তর: (খ)
১২. নব নব সংগীতের কুসুম আমরা কখন তুলব?
Ο ক) সন্ধ্যা রাতে
Ο খ) সকালে বিকালে
Ο গ) ভর দুপুরে
Ο ঘ) ভোর বেলাতে
সঠিক উত্তর: (খ)
১৩. বিরহ মিলন কত হাসি -
Ο ক) অশ্রুময়
Ο খ) কান্নাময়
Ο গ) বেদনাময়
Ο ঘ) বিষাদময়
সঠিক উত্তর: (ক)
১৪. কবি সুন্দর ভুবনে কী চান না?
Ο ক) মরতে
Ο খ) বাঁচতে
Ο গ) অমর হতে
Ο ঘ) সৃষ্টি করতে
সঠিক উত্তর: (ক)
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য অবদান -
Ο ক) বাংলা সাহিত্যকে বিশ্বসভায় পরিচিত করানো
Ο খ) বিদেশি সাহিত্যের অনুবাদ চর্চা করা
Ο গ) সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করা
Ο ঘ) বাংলা কবিতায় নতুন ধারা সৃষ্টি করা
সঠিক উত্তর: (ক)
১৬. ‘হাসি মুখে নিয়ো ফুল।’ এখানে ‘ফুল’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে -
Ο ক) সংগীত
Ο খ) কবিতা
Ο গ) ভালোবাসা
Ο ঘ) বাগানের পুষ্প
সঠিক উত্তর: (ক)
১৭. ‘প্রাণ’ কবিতায় কবি স্থান পেতে চান -
i. সূর্যকরে
ii. পুষ্পিত কাননে
iii. জীবন্ত হৃদয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. সংগীতকে বোঝাতে কবি কিসের আশ্রয় নিয়েছেন?
Ο ক) রূপকের
Ο খ) অলংকারের
Ο গ) উৎপ্রেক্ষার
Ο ঘ) অনুপ্রাসের
সঠিক উত্তর: (ক)
১৯. নিচের কোন শব্দটি ধরা শব্দের সমার্থকরূপে নয়?
Ο ক) পৃথিবী
Ο খ) ধরিত্রী
Ο গ) মেদিনী
Ο ঘ) অন্তরীক্ষ
সঠিক উত্তর: (ঘ)
২০. রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য ভর্তি হন নি?
Ο ক) ওরিয়েন্টাল সেমিনারি
Ο খ) নর্মাল স্কুল
Ο গ) হেয়ার স্কুল
Ο ঘ) বেঙ্গল একাডেমি
সঠিক উত্তর: (গ)
২১. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রাণ’ কবিতার মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত পঙক্তি হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে
Ο খ) জীবন বড়ই সুন্দর
Ο গ) আশাই মানুষকে বাঁচিয়ে রাখে
Ο ঘ) মৃত্যুকে মানুষ সহজে মেনে নিতে চায় না
সঠিক উত্তর: (ক)
২২. রবীন্দ্রনাথ ঠাকুরের পনোরো বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Ο ক) চিত্রা
Ο খ) মানসী
Ο গ) গীতাঞ্জলি
Ο ঘ) বনফুল
সঠিক উত্তর: (ঘ)
২৩. ‘চাহি’ শব্দটির চলিত রূপ কোনটি?
Ο ক) চাওয়া
Ο খ) চাহিয়া
Ο গ) চাই
Ο ঘ) চাও
সঠিক উত্তর: (গ)
২৪. ফুল শুকিয়ে গেলে ‘প্রাণ’ কবিতায় কবি কী করতে বলেছেন?
Ο ক) ফেলে দিতে
Ο খ) ভিজিয়ে রাখতে
Ο গ) অবহেলা করতে
Ο ঘ) যত্নে রেখে দিতে
সঠিক উত্তর: (ক)
২৫. ‘সূর্য করে’ শব্দের অর্থ কী?
Ο ক) সূর্যের আলোতে
Ο খ) সূর্যের উত্তাপে
Ο গ) সূর্যের আকার
Ο ঘ) সূর্য বহ্নিতে
সঠিক উত্তর: (ক)
২৬. ‘প্রাণ’ কবিতায় উল্লিখিত ধরায় কিসের খেলা চির তরঙ্গিত?
Ο ক) প্রাণের
Ο খ) মানুষের
Ο গ) প্রকৃতির
Ο ঘ) সৃষ্টির
সঠিক উত্তর: (ক)
২৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
Ο ক) ঢাকায়
Ο খ) কলকাতায়
Ο গ) মাদ্রাজে
Ο ঘ) লন্ডনে
সঠিক উত্তর: (খ)
২৮. কবি সুন্দর ভুবন ছেড়ে মরতে চায় না কেন?
Ο ক) ধন সম্পত্তি পাওয়ার লোভে
Ο খ) যশ-খ্যাতি পাওয়ার জন্য
Ο গ) মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে বলে
Ο ঘ) সৃজনশীল কর্ম রচনা করবে বলে
সঠিক উত্তর: (গ)
২৯. ‘প্রাণ’ কবিতায় কবি নিজের সৃষ্টিকর্মকে কীসের সাথে তুলনা করেছেন?
Ο ক) পৃথিবীর
Ο খ) মানুষের
Ο গ) ফুলের
Ο ঘ) প্রকৃতির
সঠিক উত্তর: (গ)
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন -
Ο ক) ২৫ বৈশাখ
Ο খ) ১১ জ্যৈষ্ঠ
Ο গ) ২২ শ্রাবণ
Ο ঘ) ২০ ফাল্গুন
সঠিক উত্তর: (গ)
৩১. ‘প্রাণ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হযেছে?
Ο ক) মানসী
Ο খ) সোনার তরী
Ο গ) বলাকা
Ο ঘ) কড়ি ও কোমল
সঠিক উত্তর: (ঘ)
৩২. কবি কীসের মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করতে চান না?
Ο ক) অসহায় শিশুর
Ο খ) দুঃখী মানুষের
Ο গ) জগতের
Ο ঘ) মানব শিশুর
সঠিক উত্তর: (গ)
৩৩. ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ - এখানে আমি কে?
Ο ক) জগতের মানুষ
Ο খ) কবি স্বয়ং
Ο গ) কাল্পনিক চরিত্র
Ο ঘ) স্বতন্ত্র প্রকৃতি
সঠিক উত্তর: (খ)
৩৪. জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য প্রয়োজন -
i. দৃঢ় সংকল্প
ii. খ্যাতির আকাঙ্ক্ষা
iii. শুভকর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫. রাজমিস্ত্রি যেমন ইটের পর ইট গেঁথে গৃহ তৈরি করেন; কবি তেমনি তৈরি করতে চান -
Ο ক) গল্প
Ο খ) সংগীত
Ο গ) প্রবন্ধ
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (খ)
৩৬. কবি-সাহিত্যিকরা সবার নিকট আদৃত হন -
i. প্রেমের উপাখ্যান রচনার মাধ্যমে
ii. মনজয়ী রচনা সৃজনের মাধ্যমে
iii. ঐতিহাসিক নাটক সৃষ্টির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭. কবি তাঁর সৃষ্টিকে কখন গ্রহণ করতে বলেছেন?
i. যখন তাতে মানুষের কথা থাকবে
ii. যথন তা তাদের ভালো লাগবে
iii. যখন তা বোদ্ধাশ্রেণির পছন্দ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮. কোন কবি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
Ο ক) মীর মশাররফ হোসেন
Ο খ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: (খ)
৩৯. ‘তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই’ পঙক্তিতে প্রকাশ পেয়েছে -
Ο ক) মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা
Ο খ) খ্যাতি লাভের তীব্র কামনা
Ο গ) মানুষের প্রতি ভালোবাসা
Ο ঘ) পৃথিবীর প্রতি ভালোবাসা
সঠিক উত্তর: (ক)
৪০. ‘কীর্তিমানের মৃত্যু নাই’ - এই পঙক্তির ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন কবিতার?
Ο ক) কপোতাক্ষ নদ
Ο খ) প্রাণ
Ο গ) অন্ধবধূ
Ο ঘ) মানুষ
সঠিক উত্তর: (খ)
৪১. ‘প্রাণ’ কবিতায় কবি মানব হৃদয়ে স্থান পেতে চেয়েছেন -
Ο ক) সম্পর্কের মাধ্যমে
Ο খ) সৃষ্টির মাধ্যমে
Ο গ) সুরের মাধ্যমে
Ο ঘ) স্মৃতির মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৪২. ‘মানবের মাঝে আমি বাঁচিবার চাই’ বাক্যটি দ্বারা বোঝায় -
i. কীর্তির দ্বারা অমর হওয়ার কথা
ii. মৃত্যুর সময় তাঁর কোনো অঙ্গ-প্রত্যঙ্গ মানুষকে দান করবে
iii. শরীর-মনে বেঁচে থাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩. কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত?
Ο ক) ধরায়
Ο খ) সাগরে
Ο গ) আকাশে
Ο ঘ) বাতাসে
সঠিক উত্তর: (ক)
৪৪. ‘প্রাণ’ কবিতার লেখক কে?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) যতীন্দ্রমোহন বাগচী
Ο গ) কাজী নজরুল ইসলাম
Ο ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর: (ক)
৪৫. ‘জীবন্ত হৃদয়’ বলতে বুঝানো হয়েছে -
i. মানুষের হৃদয়
ii. পশুর হৃদয়
iii. পাখির হৃদয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬. ‘ঠাঁই’ শব্দ দ্বারা বোঝায় -
Ο ক) স্থির
Ο খ) ঠিক
Ο গ) স্থান
Ο ঘ) অমরত্ব
সঠিক উত্তর: (গ)
৪৭. কীভাবে জগতে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব?
Ο ক) কবি হয়ে
Ο খ) শুভকর্ম করে
Ο গ) ধনী হয়ে
Ο ঘ) গান গেয়ে
সঠিক উত্তর: (খ)
৪৮. ‘প্রাণ’ কবিতাটির শেষ চরণ কোনটি?
Ο ক) নব নব সংগীতের কুসুম ফুটাই
Ο খ) ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়
Ο গ) যদি গো রচিতে পারি অমর - আলয়
Ο ঘ) জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই
সঠিক উত্তর: (খ)
৪৯. ‘সংগীতের কুসুম’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) সৃষ্টির বৈচিত্র্য
Ο খ) নিজের গান
Ο গ) সংগীতের সুর
Ο ঘ) গানের বৈচিত্র্য
সঠিক উত্তর: (ক)
৫০. ‘প্রাণ’ কবিতায় কবি জীবন্ত হৃদয় মাঝে স্থান পেতে চেয়েছেন কেন?
Ο ক) বাঁচার মোহে
Ο খ) শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য
Ο গ) স্মরণীয় হওয়ার জন্য
Ο ঘ) মানুষকে ভালোবাসার কারণে
সঠিক উত্তর: (গ)
প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে
Tags
SSC Bangla1